Bartaman Patrika
হ য ব র ল
 

মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান।প্রস্তুতির এই পর্যায়ে পাঠ্যবিষয়ের ধারণাগুলিকে মনে মনে ভাবা অভ্যাস করো। পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।

মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে। আর মাত্র কিছুদিন সময় হাতে আছে। শেষ বেলার প্রস্তুতি নিতে গিয়ে একইসঙ্গে সব যেন গুলিয়ে যাচ্ছে, আর বাড়ছে ভয়টাও। আসলে, যা হচ্ছে তাকে বলা যেতে পারে পরীক্ষার উদ্বেগ। এই প্রথম স্টুডেন্ট লাইফে নিজের স্কুলের বাইরে গিয়ে বড় পরীক্ষা দিতে হবে। আর সেটাতে ভালো করবার চিন্তায় মনের ভিতর অনেক কাটাকুটির খেলা তৈরি হচ্ছে। মেন্ডেলের সংকরায়ণ পরীক্ষাটা লিখতে পারব তো বা উদ্ভিদের অযৌন জননের উদাহরণগুলো ভুলে যাচ্ছি যে। আচ্ছা ছবি ঠিক যা যা প্র্যাকটিস করেছি তার মধ্যেই আসবে তো। প্রশ্নব্যাঙ্কের একই প্রশ্নের উত্তর নানা জায়গায় নানারকম পাচ্ছি কেন। কোনটা ঠিক। কোনটা ভুল। এইরকম নানা প্রশ্ন মনের ভিতরে অনবরত ঘুরছে। আর উদ্বেগ বাড়ছে।
মাধ্যমিক জীবনবিজ্ঞান নিয়ে তোমাদের চিন্তা করবার কিছু নেই। এটা ধরে নিয়ে তোমরা চূড়ান্ত প্রস্তুতি নাও। লেখা পড়ায় যা যা অভ্যাস করেছ এতদিন, তার মধ্যে থেকেই দেখবে জানা সব প্রশ্ন পরীক্ষায় এসেছে। কাজেই মাথা ঠান্ডা করে সেটা গুছিয়ে লিখে ফেলাই তোমার কাজ। লেখার সময় কী কী সতর্কতা নিতে হয়, সে বিষয়ে তোমাদের কিছু ধারণা আছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিশ্চয় তোমাদের সেকথা বলেছেন। যেমন ধরো, খাতা পরিচ্ছন্ন রাখবার কথা, সঠিক বানানে উত্তর লেখা অভ্যাস করা, প্রশ্নের নম্বর পরপর সাজিয়ে উত্তর লেখা, একটি নির্দিষ্ট নম্বরের প্রশ্নের নানা অংশের উত্তর খাতায় ছড়িয়েছিটিয়ে না লেখা, এসব কথা নিশ্চিত অনেকবার শুনেছ। এখন মনে রেখেছ কি না সেটা একটা প্রশ্ন বটে। তবে কথাগুলো মনে রেখো। কাজের কথা। সঠিক উত্তর সাজানো পরিচ্ছন্ন খাতায় বেশি নম্বর ওঠে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
এবার আসি বিষয়ের কথায়। লেখার গোড়াতে আমি বলেছি, এখন তোমরা ইচ্ছে করলে, পাঠ্যবিষয়ের ধারণাগুলিকে মনে মনে ভাবা অভ্যাস করতে পারো। এর মানে কী? আসলে তোমরা দেখবে, পরীক্ষার আগে সব গুলিয়ে যাবার যে অনুভূতিটা আমাদের হয়, সেটার কারণ হল পড়া বিষয়গুলোকে কিছু বিচ্ছিন্ন তথ্যের মতো করে আমরা মনে রাখতে চেষ্টা করি। ভাবি যত বেশি তথ্য মনে রাখতে পারব, পরীক্ষায় তত সুবিধা হবে। অবজেকটিভের উত্তর দিতে সুবিধা হবে। এবার পরীক্ষার আগে দুশ্চিন্তার মধ্যে যখন সেই তথ্যগুলোকে ঘেঁটে দেখতে যাই, তখন কিছু মনে পড়ে, কিছু ভুলে যাই। আরও চিন্তা বাড়ে। ধরো তোমাকে বলা হল, উদ্ভিদের চলন ও গমন থেকে সব উদাহরণ মুখস্থ করে লিখে ফেল। তুমি দেখবে, লিখতে গিয়ে সব গোলমাল হয়ে যাচ্ছে। একের উদাহরণ অন্যের ঘাড়ে গিয়ে বসছে। এবার যদি, উদ্ভিদের চলনকে ভেঙে সামগ্রিক চলন বা ট্যাকটিক, ট্রপিক বা অভিমুখী চলন, আর ন্যাস্টিক বা তীব্র উদ্দীপনা নির্দিষ্ট চলন হিসেবে বুঝে নেওয়া যায়, তাহলে তার উদাহরণ দেওয়া অনেক সহজ হয়ে যায়। সামগ্রিক চলন যখন বলব সেখানে উদাহরণ হিসেবে যে অতি ক্ষুদ্র জীবের চলন, যা বস্তুত গমন বোঝাবে সেটা আর আলাদা করে মনে রাখতে হবে না। একইভাবে, কোষের বিভাজন দশার বৈশিষ্ট্য, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর মুখস্থ করে রাখতে হবে না। বুঝে, ভেবে নিতে পারলে ধারাবাহিকভাবে তাদের দশার বৈশিষ্ট্য মনে এসে যাবে। উদ্ভিদ ও প্রাণী হরমোনের কাজ, স্নায়ুতন্ত্রের গঠনকেও আমরা এইভাবে ভেবে নিতে পারি। বিচ্ছিন্ন নয়, একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখাটাই এখানে প্রস্তুতি।
প্রতিটি অধ্যায়ের ক্ষেত্রে এখন এই ‘ভাবনা’ পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারো। সিলেবাসের প্রথম অধ্যায়ে আছে পাঁচটি উপ একক। প্রথমটি হল, গাছেদের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা ও তাদের চলন ও গমন। চলন গমন ব্যাপারটি কীভাবে ঘটছে, মানে স্থান ত্যাগ হচ্ছে, না দেহের অংশ নড়াচড়া করছে এখানে সেটাই মূল ব্যাপার। আর সেখানে কোন উদ্দীপনা সেই কাজ করিয়ে নিচ্ছে সেটা জানতে হচ্ছে। আবার, উদ্ভিদ হরমোনের অধ্যায়ে, উদ্ভিদদেহটি চিন্তা করো। পাতা ফুল ফল মুকুল বীজ কলাস্তর ইত্যাদি। কোন হরমোন কোথা থেকে বের হচ্ছে ভাবো। এবার তাদের কাজের তালিকাটি ক্ষরণস্থান, কাজের জায়গা ও কাজের ধরণ অনুসারে সাজিয়ে নাও। মানুষের হরমোনের বেলাতেও ছকটি একই। এখানে বাড়তি সুবিধা হল, গ্রন্থির নাম আছে। কাজেই সেটা মাঝে রেখে হরমোনের নাম ও কাজ গুছিয়ে নেওয়া যায়। হরমোনের নাম থেকে কাজে বা গ্রন্থিতে না গিয়ে, গ্রন্থি থেকে হরমোনের দিকে এগলে দেখবে খটোমটো নাম মনে রাখার ঝামেলা এড়ানো যাবে। স্নায়ুকোষ আর স্নায়ু এক নয়। তাদের গঠন ও স্নায়ুতন্ত্রের গঠন আলাদা। স্পষ্ট ধারণা ছাড়া এখানে কোনও প্রশ্নের নির্ভুল উত্তর করা যাবে না। মানুষের মস্তিষ্কের গঠন নিয়ে প্রশ্নের উত্তর করতে হলেও ধারণা স্বচ্ছ হতে হবে। প্রতিটি খণ্ডকের ধারণা এখানে পরিষ্কার থাকা প্রয়োজন। প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত চাপ থেকেও প্রশ্ন এলে তাদের গঠনের ধারণা না থাকলে উত্তর করতে অসুবিধা হতে পারে।
বংশগতির অধ্যায়ে যেখানে তোমরা TT ও Tt ব্যবহার করে সংকরায়ণের পরীক্ষাগুলি করছ, চেষ্টা করো অন্য চিহ্ন ব্যবহার করে তার সমাধান করতে। যেমন G/g, R/r বা অন্য কিছু। এতে মুখস্থ হয়ে থাকার ত্রুটি এড়ানো যাবে। প্রশ্ন যদি ঘুরিয়েও আসে, তোমার অসুবিধা হবে না।
এ প্রসঙ্গে, পরিবেশ, সম্পদ ও সংরক্ষণ অধ্যায়টি সবচাইতে বেশি ভাবনা দাবি করে। পরিবেশ নিয়ে পরীক্ষার্থীর নিজের ভাবনাকে প্রকাশ করবার সুযোগ আছে এখানে। আমরা যে পরিবেশে বাস করছি, সেখানে যা যা ঘটছে তার সব কথা বইতে লেখা থাকবে, এটা সম্ভব নয়। বাড়ির পাশে বয়ে যাওয়া নদী, পাহাড়, চাষের জমি, গ্রামের পুকুর কীভাবে মারা যাচ্ছে তা তাদের প্রতিবেশীই জানে। চাষের সার, কীটনাশক বিষের কুফল লিখতে হলে অনেককেই বই পড়তে হবে না। সচেতন অভিজ্ঞতা থেকেই লেখা সম্ভব কী কী আমরা দেখছি চারপাশে প্রতিদিন, কীভাবে ফসলের ক্ষতি হচ্ছে।। সেই দেখাটাকে এখানে গুরুত্ব দিতে হবে।
দূষণের প্রশ্নের উত্তর করতে হলে তাই নিজেদের চারপাশে আমাদের তাকাতে হবে। শীত গ্রীষ্ম বর্ষা ধোঁয়াশা কুয়াশা চারদিক নজরে থাকা খুব দরকার। শহরে প্রতিদিন দূষণের হার যেভাবে বাড়ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনায় পরিবেশ দূষণের কথা যেভাবে উঠে আসছে সেখান থেকে তথ্য নিয়ে নিজের ভাবনাকে উত্তরে সাজিয়ে রাখা যায়। সেটাও প্রস্তুতি। প্লাস্টিক দুষণ এখানে বিশেষ গুরুত্বপুর্ণ। সংরক্ষণের প্রশ্নে, উত্তরের সময় মূল কাঠামোর ধারণাটি বই থেকে নিয়ে তাকে মনে মনে নানা ধরণের প্রশ্নের জন্য সাজিয়ে রাখতে পারো। ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধাও এখানে বিবেচ্য।
ভাবনার ও পড়াশোনার কাজ পাশাপাশি চালিয়ে নিয়ে যেতে পারলে পরীক্ষায় বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। আসলে ভাবনা প্রক্রিয়াটিতে আমাদের লক্ষ থাকে না। অভ্যাসও তাই গড়ে ওঠে না। মূল টার্গেট হল নম্বরটা। মনে রেখো এদের মধ্যে কিন্তু কোনও দ্বন্দ্ব নেই। ভাবনাও আসুক, আসুক নম্বরটাও। জানি, সবাই নিজেকে নিজের মতো গুছিয়ে প্রস্তুতি নেবে। এই আলোচনা সেখানে যদি কোনও আলো ফেলে, আত্মবিশ্বাস যদি তাতে বাড়ে সেটাই লাভ। শুভেচ্ছা রইল।  
19th  January, 2020
চিল্ড্রেন লিটারারি ফেস্ট 

আজ তোমাদের একটা ভালো খবর দিই। সম্প্রতি মাইস্পেস, ওয়ার্ড মাঞ্চার্স ও হ্যাপি চাওস-এর উদ্যোগে হয়ে গেল লিট-উইট চিল্ড্রেন লিটারারি ফেস্ট। গত ১৯ জানুয়ারি ৩, শিবনাথ শাস্ত্রী সরণী, ব্লক-বি, নিউ আলিপুরে অনুষ্ঠানটি হয়েছিল। খোলা ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়। 
বিশদ

26th  January, 2020
সরস্বতী পুজোর মজা 

হাতে আর কয়েকদিন। তারপরই সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠবে তোমরা। লেখায়, আঁকায় সেই আনন্দের কথা জানাল তোমাদের বন্ধুরা।  বিশদ

26th  January, 2020
আমার দেশ 

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতবর্ষে সংবিধান চালু হয়েছিল অর্থাৎ সাধারণতন্ত্র হিসেবে পথচলা শুরু করেছিল আমাদের দেশ। তাই এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। আজ ৭১তম সাধারণতন্ত্র দিবসে কোথায় দাঁড়িয়ে আমাদের দেশ? আলোচনা করল রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ছাত্ররা।  
বিশদ

26th  January, 2020
দেখতে দেখতে শেখো 

সায়েন্স সিটি হল এমনই এক জায়গা যেখানে বিজ্ঞানের নানা জানা-অজানা বিষয় যেমন শিখতে পারবে তেমনই রয়েছে অঢেল মজার মজার উপকরণ। দেখে এসে জানাচ্ছেন চকিতা চট্টোপাধ্যায়।  
বিশদ

19th  January, 2020
ওয়াটারমেলান পিৎজা ও অরিও অ্যান্ড কোকোনাট লাড্ডু  

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না।  
বিশদ

12th  January, 2020
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা। মাধ্যমিক পরীক্ষায় বাংলায় বেশি নম্বরের জন্য পাঠ্যবই ও ব্যাকরণ খুঁটিয়ে পড়তে হবে। পরামর্শ দিচ্ছেন হিন্দু স্কুলের বাংলার শিক্ষক স্বাগত বিশ্বাস। 
বিশদ

12th  January, 2020
ব্ল্যাকবোর্ড 

অভিনব অঙ্কন প্রতিযোগিতা
জিএসবি রিসার্চ অ্যান্ড কনসালটিং-আলভা’র সঙ্গে যৌথ উদ্যোগে ভার্চুয়াল কমিউনিকেশন ক্রিসমাস ও নিউ ইয়ার উদ্‌যাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বিভিন্নভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়। মূলত অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রতিভাময়ীদের তুলে ধরতেই এরকম একটি উদ্যোগ নেওয়া হয়।  
বিশদ

12th  January, 2020
শীতের ছুটিতে এখানে ওখানে 

শীত মানেই একরাশ মজা। এদিক ওদিক ঘোরাঘুরি। দলবেঁধে দূরে কোথাও বেড়াতে যাওয়া। এ সময় স্কুলেও থাকে লম্বা ছুটি। তাই ছোটদের পোয়াবারো। এবার শীতে ছুটিতে কে কোথায় ঘুরতে গিয়েছিল জানাল হযবরল-র খুদেরা।  
বিশদ

12th  January, 2020
হিলি গিলি হোকাস ফোকাস 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাচ্ছেন। আজকের
বিষয় হ্যাপি নিউ ইয়ার ২০২০।   বিশদ

05th  January, 2020
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় অঙ্ক।মাধ্যমিকের জন্য কয়েকটি ফর্মুলা ভালো করে শিখে নিলে বীজগণিতে একশো শতাংশ নম্বর পাওয়া সম্ভব।পরামর্শ দিচ্ছেন রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) অঙ্কের শিক্ষক সমীর চক্রবর্তী। 
বিশদ

05th  January, 2020
টাইমস স্কোয়্যারে ক্রিসমাস ও নিউ ইয়ার 

আমেরিকার নিউইয়র্ক শহরে ক্রিসমাস ও নিউ ইয়ার কতটা আনন্দের সঙ্গে উদ্‌যাপন করা হয় তার সাক্ষী ছিলেন অভীক বসু। তোমাদের সেই ঝলমলে উৎসবের গল্প শোনালেন লেখক।  
বিশদ

05th  January, 2020
বখশিশ 

শমীন্দ্র ভৌমিক: মাস তিনেক হল গুসকরার কাছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ পেয়েছি। জায়গাটা চমৎকার। বর্ধমান জেলার মধ্যে পড়ে। ট্রেনে চেপে বর্ধমান থেকে গুসকরা আসতে আমার মিনিট পঞ্চাশেক লাগে।   বিশদ

29th  December, 2019
নববর্ষের শপথ 

আসছে নতুন বছর। নতুন বছরে কে কী করার প্রতিজ্ঞা করেছে তা জানাল ছোটরা।  
বিশদ

29th  December, 2019
এলিট ওয়ার্ল্ড রেকর্ড-এর প্রতিযোগিতা 

আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু গুণ আছে। এমন গুণ যার মারফত আমরা বিশ্বজয় করতে পারি। অন্তত এলিট ওয়ার্ল্ড রেকর্ড তেমনই বিশ্বাস করে। গোটা পৃথিবীতে এলিট ওয়ার্ল্ড রেকর্ডের বিভিন্ন অফিস আছে। আমেরিকা, ইজিপ্ট, ইউরোপের বিভিন্ন শহর, লেবানন, শ্রীলঙ্কা সর্বত্রই এদের কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। 
বিশদ

22nd  December, 2019
একনজরে
 ওয়াশিংটন: আরও একবার রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ...

 আগ্রা, ২৫ জানুয়ারি: কথায় বলে প্রেমের কোনও বয়স হয়না। এই প্রবাদবাক্যটি ফের একবার বাস্তবে ধরা পড়ল। আর তার ঘটল খোদ তাজমহলেরই শহর আগ্রায়। যার রূপকার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে আসেন
১৯৩৬: জনগণের জন্য লন্ডনে শুরু হল বিবিসি-র সম্প্রচার
১৯৩৯: আমেরিকায় নিয়মিতভাবে টেলিভিশন সম্প্রচার শুরু
১৭৮২ – বাঁশের কেল্লা খ্যাত বিপ্লবী তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম
১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯৬৯: অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯: চিত্রপরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৮৬: বিশিষ্ট সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৯: ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামনের মৃত্যু
২০০২ - নাইজেরিয়ার লেগোস শহরে এক বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ হাজারেরও বেশি মানুন গৃহহীন হন।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৬৪ টাকা ৭২.৩৪ টাকা
পাউন্ড ৯১.৭৩ টাকা ৯৫.০২ টাকা
ইউরো ৭৭.৩৫ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
26th  January, 2020

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। বৃষ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে ...বিশদ

07:03:20 PM

গিরিশ পার্ক এলাকায় ১১ মাসের শিশুকে অপহরণের অভিযোগ

04:55:03 PM

আনন্দপুরে একটি বাড়িতে ঢুকে মহিলাকে বেঁধে লুটতরাজ দুষ্কৃতীদের, তদন্তে পুলিস 

04:18:31 PM

৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানের গজনিতে ভেঙে পড়ল বিমান

04:15:59 PM

৪৫৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:36 PM