উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি ... বিশদ
বউবাজারে সুপ্রাচীন অলঙ্কার বিপণিগুলির মধ্যে আর চৌধুরী অ্যান্ড সন্স অন্যতম। ১৯৪৯ সাল থেকে এই সংস্থার পথ চলা শুরু। এখানে ইতিমধ্যেই শুরু হয়েছে ধনতেরস অফার। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময় এখানে ২২ ক্যারেট হলমার্ক দেওয়া সোনার গয়নার প্রতি গ্রামের দামে ফ্ল্যাট ১৫০ টাকা ছাড় পাবেন। যে কোনও হলমার্ক দেওয়া অলঙ্কারের মজুরিতে পাবেন ফ্ল্যাট ২৫০ টাকা ছাড়। হীরের গয়নায় হীরের দামে পাবেন ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড়। এছাড়া এখানে হলমার্ক দেওয়া পুরনো সোনার গয়না বদল করলে ১০০ শতাংশ এক্সচেঞ্জ মূল্য পাবেন। আর্জেন্টিয়া ও পশ জুয়েলারি কালেকশনেও নানারকম অফার থাকছে। এই সময় এখান থেকে গ্রহরত্ন কিনলে পাবেন ১৫ শতাংশ ছাড়। সংস্থার কর্ণধার শ্রীপর্ণা চৌধুরী ও অপর্ণা দত্ত জানান, ধনতেরস উপলক্ষ্যে রবিবার, ২৭ অক্টোবর দোকান খোলা থাকবে।
মডার্ন গিনি হাউস-এর ধনতেরস অফার
কলকাতার বউবাজারে আরও এক নির্ভরযোগ্য অলঙ্কার প্রতিষ্ঠান মডার্ন গিনি হাউস। সাবেক এই বিপণিতেও পাবেন হাল ফ্যাশনের ও সাবেক যুগের অলঙ্কার। এই মরশুমে এখানে পাবেন ২২ ক্যারাট সোনার গয়নার প্রতি গ্রাম মজুরিতে ৫০১ টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে পাবেন ফ্ল্যাট ৪০ শতাংশ ছাড়। বউবাজার অঞ্চলেই এদের আর একটি শাখা রয়েছে। সংস্থার অন্যতম ডিরেক্টর বাদল চন্দ্র ধর জানান, ‘এবছরও অন্যান্য বছরের মতো গ্রাহকদের জন্য নানা অফার রাখা হয়েছে। অফার চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।’ রবিবার দোকান খোলা।
চন্দ্র অ্যান্ড সন্স-এ অফারের ডালি
প্রাক দীপাবলিতে ধনতেরস উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দ্র অ্যান্ড সন্সও। সোনার দাম বেড়েছে গত কয়েক বছরে অনেকটাই। তবু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে হাল্কা গয়না থেকে ভারী গয়নার নানা সম্ভার মিলবে এখানে। আংটি, দুল, চূড়, বালা, নেকলেস ইত্যাদিতে সেজেছে শোরুম। এই মরশুমে চন্দ্র অ্যান্ড সন্স-এ কেনাকাটা করলে সোনার গয়নার মজুরিতে পাবেন ২৫ শতাংশ ছাড়। প্রতি গ্রাম সোনার দামে পাবেন ১২৫ টাকা ছাড়। হীরে ও সবরকম মূল্যবান গ্রহরত্নের মূল্যে পাবেন ১২ শতাংশ ছাড়। পুরনো হলমার্কযুক্ত সোনার গয়নার বদলে বিশুদ্ধ হলমার্কযুক্ত সোনার গয়না নিলে কোনও সোনা বাদ যাবে না। অফারগুলি চন্দ্র অ্যান্ড সন্স-এর সব শোরুমে পাবেন। বউবাজার ছাড়াও নিউ দিল্লির সি আর পার্ক ও মেদিনীপুরের মেচেদায় এদের শাখা রয়েছে। অফার চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। রবিবার দোকান খোলা থাকছে।
এইচ কে দত্ত-য় শুরু ধনতেরসের উৎসব
বউবাজার, গড়িয়া ও বেহালায় শোরুম রয়েছে এইচ কে দত্ত অ্যান্ড কোং (জুয়েলার্স)-এর। অলঙ্কার ব্যবসার অন্যতম নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানও সেজে উঠেছে ধনতেরসের উৎসবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুন্তল দত্ত জানালেন, এই সময় এখানে কেনাকাটা করলে প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাবেন ৩০০ টাকা ছাড়। হীরে ও গ্রহরত্নে পাবেন ১০ শতাংশ ছাড়, রুপোর গয়নায় মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও পুরনো সোনা বদলে নতুন সোনা কিনলে ১০০ শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পাবেন। ২ গ্রাম থেকে শুরু নানা মাপের ২৪ ক্যারেট গোল্ড কয়েন মিলবে এখানে। এছাড়া ধনতেরস উপলক্ষ্যে সব ধরনের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। ইএমআই-এর সুবিধাও পাবেন। সব অফার চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
গিনি এম্পোরিয়াম-এ সমৃদ্ধির উৎসব
অলঙ্কার বিপণির জগতে গিনি এম্পোরিয়াম অন্যতম জনপ্রিয় নাম। বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজারে ধনতেরসের নানা অফার নিয়ে সেজে উঠেছে এই প্রতিষ্ঠান। এখানে এই সময় সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে পাবেন ৪৬০ টাকা ছাড়, প্রতি দেড় লক্ষ টাকার কেনাকাটায় মিলবে সোনার কয়েন। ২৫ হাজার টাকার কেনাকাটায় মিলবে নিশ্চিত উপহার। ৯২.৫ হলমার্ক দেওয়া রুপোর গয়না ও পণ্যে পাবেন ১৫ শতাংশ ছাড়। ২২ ক্যারেটের পুরনো সোনা বদলালে কোনও সোনা বাদ যাবে না। সমৃদ্ধির এই উৎসবে অফার চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
শিল্পভারতী-তে শুরু ধনতেরস
শুধুমাত্র চিরাচরিত নিয়মে অলঙ্কারের বিপণিই নয়, সোনার গয়নার বুটিকও রয়েছে শিল্পভারতী-র। এই বুটিকে বিভিন্ন উপাদানের সঙ্গে সোনার ছোঁয়া দিয়ে তৈরি হয়েছে নানা রকমের অলঙ্কার। ধনতেরসের অফারও শুরু হয়েছে শিল্পভারতীতে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে ধনতেরসের অফার। কর্ণধার সমিত তালুকদার জানালেন, ‘এই সময় এখানে সোনার গয়নার মজুরিতে পাবেন ২৫ শতাংশ ছাড়। এছাড়া গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার।’ বউবাজার, শ্যামবাজার, বউবাজার বুটিক অলঙ্কার ও লেক মার্কেট-সহ সবক’টি শোরুমেই এই অফার চালু থাকবে।
রাখাল চন্দ্র দে জুয়েলার্স-এ কেনাকাটায় সোনা উপহার
সোনা বা হীরে কেনার অন্যতম ভরসার নাম রাখাল চন্দ্র দে জুয়েলার্স। বউবাজার ও সল্ট লেকের শোরুম জুড়ে এরা সেজে উঠেছে ধনতেরসের সাজে। এই মরশুমে এখানে কেনাকাটা করলে হলমার্ক সোনার গয়নার মজুরিতে পাবেন ২৫ শতাংশ ছাড়। হীরের গয়নার দামের উপর পাবেন ২৫ শতাংশ ছাড়। রুপোর সামগ্রী ও গয়নার মজুরির উপর রয়েছে ২৫ শতাংশ ছাড়। আসল গ্রহরত্নে পাবেন ১০ শতাংশ ছাড়। এছাড়া কেনাকাটার বিভিন্ন ধরনের স্ল্যাবে পাবেন নিশ্চিত উপহার। অন্তত ২০,০০০ টাকার কেনাকাটা করলে উপহার পাবেন গ্রাহক। ৫০,০০০ টাকা পর্যন্ত কেনাকাটায় রুপোর নানা উপহার মিলবে। তবে ১ লক্ষ টাকা বা তার বেশি কেনাকাটা করলে বিভিন্ন ওজন অনুপাতে সোনার বার উপহার মিলবে। বারের ওজন শুরু ১০০ মিলিগ্রাম থেকে। অফার চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
হাইব্রিড ফাউন্ডেশন আনল কালারবার
মেকআপের আগে বেস তৈরি করে নেওয়াই দস্তুর। আর তাতে প্রয়োজন ভালো একটি ফাউন্ডেশন। রূপচর্চার এই দিকটির কথা মাথায় রেখে ক্রিস্টাল গ্লো হাইব্রিড ফাউন্ডেশন বাজারজাত করল কালারবার। এসপিএফ ৩০ ক্ষমতাসম্পন্ন এই ফাউন্ডেশনে গ্লো আসবে দেখার মতো। ত্বককে আরও উজ্জ্বল করার পাশাপাশি নরমও করবে এই ফাউন্ডেশন। সংস্থার দাবি, এই ফাউন্ডেশন হাল্কা, ঘাম হবে না, এতে মেকআপ ধরে রাখা যাবে দীর্ঘক্ষণ। এমনকী, অ্যান্টি এজিং-এর উপাদানও রয়েছে এখানে। সবরকম ত্বকের সঙ্গে খাপ খাওয়াতে পারে এই ফাউন্ডেশন। দাম পড়বে ১৪৯৯ টাকা।
বেনারসি টেক্সটোরিয়াম-এ ধনতেরস ধামাকা অফার
ধনতেরস উপলক্ষ্যে বেনারসি টেক্সটোরিয়ামে থাকছে দু’দিন ব্যাপী বিশেষ ছাড়। আগামী ২৯ ও ৩০ অক্টোবর এই ছাড় পাওয়া যাবে।এই অফারে বাংলাদেশি ঢাকাই পাবেন মাত্র ৪০০ টাকা থেকে। বেনারসের চান্দেরি পাবেন মাত্র ৬৫০ টাকা বাজেট থাকলেই। কটন হ্যান্ডলুমের দাম শুরু ৫৫০ টাকা থেকে। খাঁটি তসর পাবেন মাত্র ১০৫০ টাকায়। পিওর সিল্ক মিলবে ২৪৫০-২৮০০ টাকায়, বেনারসের কোটা চান্দেরি পাবেন ১৪৫০-১৬৫০ টাকায়। স্বর্ণচরীর দাম ঘোরাফেরা করবে ২২০০-২৬০০ টাকা। সফট কাতান পাবেন ২২০০-৩৫০০ টাকার মধ্যে। শানোরি সিল্ক মিলবে ১৮৫০-২২০০ টাকায়। অন্ধ্রের পিওর পচমপল্লি পাবেন ৮৫০০-১০ হাজার টাকার মধ্যে। এছাড়া কুপারম সিল্ক মিলবে ৮৫০০ টাকায়, কাতান অ্যালবাম পাবেন ৮৫০০-১০ হাজার টাকায়। পিওর মুগা মিলবে ১০৫০০-১২৫০০ টাকায়। কোরিয়াল বেনারসি পাবেন ১৮৫০-১০৫০০ টাকা রেঞ্জে। সিল্ক গাদোয়াল পাওয়া যাবে ৪৫০০-১৫৫০০ টাকার মধ্যে। কাঞ্জিভরম পাবেন ২৮৫০-৬৮০০ টাকায়। পৈঠানির দাম পড়বে ৩৫০০-১০৫০০ টাকা। খাড্ডি বেনারসি পাবেন ৩২০০-৫৮০০ টাকায়। এছাড়া কাতান প্রিন্ট মিলবে মাত্র ৪৮০০ টাকায়। ভাগলপুরী সিল্ক পাবেন ১০৫০ টাকায়। বাংলাদেশি খাদি কটন পাবেন ১৫০০-২৬০০। এছাড়াও এই সময় বেনারসি শাড়ির উপর থাকছে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ বিশেষ ছাড়।