Bartaman Patrika
বিকিকিনি
 

উৎসবের আমেজে ঘরের সাজ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। এই সময় নিজের সঙ্গে আপন ঘরটিকেও সাফসুতরো করে সাজিয়ে তুলতে হয়। কোন ঘর কীভাবে সাজিয়ে তুলবেন? রইল হদিশ।

হাতে গোনা পাঁচ দিন। সপ্তমীর বাদ্যি বাজতে এটুকুই সময় হাতে। বাড়িতে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের আনাগোনাও শুরু হল বলে। এমন সময়ে ঘর সাজানোর মতো কাজটি খানিক উদ্বেগে রাখে বইকি! অতিথির কাছে গৃহস্থের রুচির পরিচয় হয়ে ওঠে ঘরের সাজ। উৎসবের মরশুমে যার সঙ্গে যোগ হয় বাড়তি যত্ন। একটা সময় ছিল যখন বাড়ির গৃহিণীরা মহালয়ার দিন থেকেই ঘরদোর ঝাড়ামোছা শুরু করতেন। তবে এখন ব্যস্ততা বেড়েছে। অফিসকাছারি সামলে ঘর সাজানোর ক্ষেত্রে খানিক দেরিও হয়। তাই কম সময়ের মধ্যে ঘর সাজিয়ে ফেলার পদ্ধতি খুব কাজে লাগে। আজ রইল তেমনই কিছু টিপস।
সব ঘরের ক্ষেত্রেই মনে রাখুন কিছু বিশেষ দিক। সেগুলি মেনে ঘর সাজালে কাজ অনেক সহজ হয়ে উঠবে। 
• প্রথমেই ঘরের বাতিল ও বাড়তি জিনিসকে এক জায়গায় করুন। এসব জিনিস ঘরের অনেকটা জায়গা দখল করে থাকে। 
• ঘর সাজানোর একটা বড় কাজ সারা হয়ে যায় পরদা পরিবর্তন করে। ঘরের রং হালকা হলে একটু রঙিন বা গাঢ় রঙের পরদা লাগিয়ে দিন। আজকাল খেস ও পাটের পরদাও ঘর সাজানোর কাজে ব্যবহৃত হচ্ছে। ঘরের রং গাঢ় হলে এই ধরনের পরদা ব্যবহার করতে পারেন। সাদা ও হাল্কা রঙের পরদাও সেক্ষেত্রে ভালো দেখাবে।
• ঘর রং করানোর মতো খরচ অনেকেই পুজোর মুখে করতে চান না। সেক্ষেত্রে ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। বাজারচলতি অনেক প্যাটার্নের ওয়ালপেপার পাওয়া যায়। সেগুলো কিনে দেওয়ালে রাখতে পারেন।
• দেওয়াল ভরে রেখে দিন ফোটোফ্রেম। তাতে নিসর্গ, প্রকৃতি বা বাড়ির খুদে সদস্যের নানা অভিব্যক্তির মুহূর্ত ধরে রাখতে পারেন।
• কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন নানা ঘর জুড়ে। এতে ঘরের রূপও খোলতাই হবে। অক্সিজেনের জোগানও বাড়বে। রকমারি রঙিন টব ও স্ট্যান্ড দিয়ে ঘর সাজিয়ে ফেলুন।
• ঘরের মেঝেয় কোনও খুঁত থাকলে তা সারাইয়ের মতো সময় এখন নেই। তার চেয়ে মেঝে ঢেকে দিন সুন্দর নজররাড়া কার্পেট ও পাপোশ দিয়ে। ঘরের আকার অনেকটা বড় হলে কার্পেট পেতে তার উপর একটি ছোট ডিভান রাখতে পারেন। পুজোর সময় পারিবারিক আড্ডা জমতে পারে এখানেই।
• ডিভান না থাকলে একটা মোটা ও আরামদায়ক তোশকের উপর গাঢ় একরঙা চাদর বিছিয়ে দিন। তাতে নানা নকশা ও রঙের কুশন রাখুন। ছোট একটি পাশবালিশও রাখতে পারেন। 
• ঘরের আলমারি ও ওয়ার্ডরোবের উপর যেন ধুলোর স্তর না থাকে, খেয়াল রাখুন। টেবিলে সাজিয়ে তুলুন নানা টি পট, শো পিস ও ফুলের সাজে। 

বসার ঘরের ভোলবদল
পুজোর সময় যাবতীয় আড্ডার মধ্যমণি ড্রয়িং রুম। তাই তার সাজে কোনও ফাঁক চলবে না। বরং সবচেয়ে বেশি নজর দিতে হবে এই ঘরটিতেই। বসার ঘর মানেই সেখানে বেশিরভাগ সময় থাকে একটি সোফা, একটি টি টেবিল। দেওয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সোফা কভার ও টি টেবিলের কভার নির্বাচন করুন। সুতির উপর কাঁথাকাজ বা সুতোর কাজের নকশাওয়ালা কভার পছন্দ করতে পারেন। স্যাটিনের কভারও ভালো লাগবে। তবে সহজে ধোয়া ও পরিষ্কার করা যাবে এমন কভারই কিনবেন। টি টেবিলের উপর একটা ছোট বাটিতে জল রেখে জুঁই বা গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখতে পারেন।
বসার ঘরের দেওয়ালেও থাক নতুনত্বের ছোঁয়া। দেওয়ালের উজ্জ্বলতা বাড়াতে ঘরে যোগ করুন বাহারি আলো। মোমবাতির শৌখিন স্ট্যান্ডও রাখতে পারেন। এমন আলো বেছে নিন যা প্রতিফলিত হয়ে সারা ঘরকে আলোকিত করবে। দেওয়ালের গায়ে ওয়ালপেপার দিলে তার নকশা যেন রুচিশীল হয়। টি টেবিলের সঙ্গে স্টুল পেলে বা মোড়া সেট দিলে জায়গাটা ভরাট লাগবে। আড্ডার সময় এই অতিরিক্ত বসার জায়গাগুলো কাজেও আসবে। 
সোফা রাখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, ঘরের সিংহভাগ দখল করে নিচ্ছে এই আসবাব। সেক্ষেত্রে টু-সিটার সোফা কিনুন। তাতে জায়গাও বাঁচবে আবার ছিমছাম দেখাবে ঘরটি। 

খুদের ঘরের রূপ
ছোট সদস্যটির জন্য যে ঘর বরাদ্দ, তাতে যেন তার শৈশব ধরা পড়ে। এই ঘরে খুব দামি রং করাবেন না। বরং অধিক স্বাস্থ্যকর রং করান। এর দেওয়াল কিন্তু এদের শিল্পমনের প্রকাশ ধরে রাখার আধার। তাই সেসবে বাধা দেবেন না। রং, পেন-পেনসিলের দাগ সহজে মুছে দেওয়া যায় এমন পেইন্ট করান এই ঘরে। এই ঘরের দেওয়াল-পরদা সবই খুব উজ্জ্বল রাখুন। দেওয়ালটি ওয়ালপেপারে মুড়ে দিতে চাইলে বেছে নিন বাড়ির ছোটটির প্রিয় কোনও কার্টুন বা নকশাকে। এই ঘরের আলোও যেন উজ্জ্বল হয়। খুব বেশি আসবাব দিয়ে এই ঘর ভরে দেবেন না। অতিথি আসার আগে সন্তানের স্টাডি টেবিলটি পরিষ্কার করা বা তার ঘরের ওয়ার্ডরোবের উপরটি একটু গুছিয়ে দিলেই এই ঘর সুন্দর হয়ে উঠবে।

বয়স্কদের ঘরের বদল
এই ঘরের রূপ বদলে ফেলার জন্য শুধুই পরদা ও বালিশ-বিছানার চাদরের দিকে খেয়াল রাখুন। এই ঘরের আসবাব খুব বেশি এদিক ওদিক না করাই ভালো। এতে বয়স্ক মানুষদের অভ্যাসগত সমস্যা হতে পারে। মেঝেও যেন পিছল না হয়। তাই মার্বেল বা পার্টেক্স না ব্যবহার করে সাধারণ লাল মেঝে বা মোজাইক মেঝে রাখুন। এই ঘরের দেওয়ালের রং হাল্কা শেডের রাখুন। দেওয়ালে বাড়ির বয়স্ক সদস্যের মনের মতো ছবি ফোটোফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন। এই ঘরের কোনও আসবাবের উচ্চাতাই যেন বেশি উঁচু না হয়। আসলে এঘরের বাসিন্দাদের সুখ-সুবিধার দিকে খেয়াল রেখেই এই ঘরের ভোলবদল করতে হবে। ঘরে বড় কোনও দেরাজ থাকলে, তার উপরে সুতোর কাজ করা বা হাকোবা নকশার কাপড় পাততে পারেন। তার উপর রাখুন ফুলদানি। এই ঘরে অডিও বার সেট করতে পারেন। অবসরে বয়স্ক সদস্যরা গান শুনে সময় কাটাতে পারবেন। এই ঘরে একটি ভালো টিভি সেট থাকাও বাঞ্ছনীয়। তাঁদের ইচ্ছে মতো অনুষ্ঠান তাঁরা দেখে নেওয়ার সুযোগ পাবেন। এই ঘরের আলো উজ্জ্বল রাখুন কিন্তু তা যেন চোখে না লাগে। এলইডি আলো ব্যবহার করলে ঘরে উজ্জ্বলতা বাড়বে। 

শোওয়ার ঘরের সাজ
এই ঘর বড় নিভৃতির। নিজস্ব। তাই এই ঘরে আত্মীয়স্বজনের আনাগোনা হলেও তাকে সাজিয়ে তুলুন নিজ মনমতো। দেওয়ালের অনেকটা অংশ ফাঁকা লাগলে বা একটু রং চটে গিয়েছে মনে হলে আপাতত রং করানোর মতো বড় খরচে গিয়ে কাজ নেই। তার চেয়ে ওই অংশে বিখ্যাত শিল্পীদের আঁকা কোনও ছবি ওই অংশে টাঙাতে পারেন। একটু অন্যভাবে সাজাতে চাইলে দেওয়াল জুড়ে ম্যুরাল আঁকিয়ে নিতে পারেন। দারুণ একটি ম্যুরাল ঘরের ভোল বদলে দেবে। সাধারণত শোওয়ার ঘরের দেওয়ালের রং হাল্কা হয়। এঘরের পরদাও হাল্কা শেডের রাখুন। তবে ফুলকারি বা জ্যামিতিক নকশার পরদা হলে ছকভাঙা এক রূপ তৈরি করবে। এই ঘরে হ্যাঙ্গিং গাছ লাগাতে পারেন কিংবা ঘরের কোণ বরাবর লতানে কোনও গাছ রাখুন। এতে সবুজের সমাহার বাড়বে ও দেখতেও ভারি মনোরম হবে। এই ঘরের কোণ বরাবর বাহারি তাকও তৈরি করতে পারেন। বই বা ছোটখাট শো পিস বা ঘর সাজানোর নানা দ্রব্য দিয়ে সাজিয়ে তুলুন সেই তাকগুলি। 
খুব কম খরচে বা নামমাত্র খরচে ঘরের রূপ বদলে ফেলার সহজ সমাধান এবার হাতের মুঠোয়। রইল বাকি আপনার রুচি ও হাতের ছোঁয়া। যা ঘরকে সর্বাঙ্গসুন্দর করে তুলবে। 
মনীষা মুখোপাধ্যায়
05th  October, 2024
ভাই বোনের অফবিট উপহার

ভাই বা বোনের জন্য শ্রেষ্ঠ উপহার ভালোবাসা আর আশীর্বাদ। তবু গিফটের কথাও তো ভাবতে হবে! রইল তারই হদিশ। বিশদ

02nd  November, 2024
মনোরম মুন্নার

নীলগিরি পাহাড়ের কোলে গড়ে ওঠা তামিলনাড়ুর চিরকালের পরিচিত শৈলশহর উটি-র খুব কাছেই রয়েছে প্রকৃতির আর এক অপরূপ স্বর্গরাজ্য। মুন্নার! সত্যি বলতে কী, প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে তিলে তিলে গড়ে তুলেছে কেরলের এই চিরসবুজ পাহাড়ি শহরটিকে। বিশদ

02nd  November, 2024
 টুকরো  খবর

আয়ুর্বেদিক টুথপেস্ট ব্র্যান্ড ডাবর ইন্ডিয়া লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ডাবর মেসওয়াকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। সংস্থার দাবি, ডাবর মেসওয়াকে রয়েছে ভেষজ মেসওয়াকের বিশুদ্ধ নির্যাস যা ৭০টিরও বেশি মুখের সমস্যা ও বিশদ

02nd  November, 2024
টুকরো খবর 

প্রাক দীপাবলিতে ধনতেরস উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দ্র অ্যান্ড সন্সও। সোনার দাম বেড়েছে গত কয়েক বছরে অনেকটাই। তবু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে হাল্কা গয়না থেকে ভারী গয়নার নানা সম্ভার মিলবে এখানে। বিশদ

26th  October, 2024
ছন্দে ফিরুক শরীর ও মন

অর্ধেক মাস উৎসবে কেটে গেল। অনেক উৎসবের আয়োজন এখনও বাকি। তবু তারই মাঝে কাজে ফিরছি আমরা ক্রমশ। আর কাজে ফেরা মানেই নিজের অনিয়মিত জীবনকে নিয়মের রুটিনে বেঁধে ফেলা। পুজোর দেদার মজার পর কাজে ফিরতে মোটে চায় না মন। তখন কী করবেন? মনোবিদ রোহিত মেহতা জানালেন উৎসব শেষ হলেই মনকে একটু একটু করে ট্রেন করতে হবে। তার কয়েকটা উপায় আছে।  বিশদ

19th  October, 2024
তিনচুলের গহন নির্জনে

পাহাড়ি গ্রাম ও সেখানকার দিনযাপনের আমেজই আলাদা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত যেন এক নিটোল গল্প। তেমনই এক নিস্তরঙ্গ গ্রাম তিনচুলে। বিশদ

19th  October, 2024
শহরে শুরু গ্রাফিক্স প্রিন্টমেকিং উইথ পেন্টিং

আগামী ২১ অক্টোবর থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরস’। এই অফার চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৩ দিন ধরে চলা এই বিশেষ ‘চমক ভরা ধনতেরস’-এ থাকছে এমনই কিছু বিশেষ ধরনের গয়নার সম্ভার। বিশদ

19th  October, 2024
সেনেস থেকে ব্যাগ, হীরে, সুগন্ধি

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন উদ্যোগ— ‘সেনেস’। বিলাসবহুল পণ্যের দুনিয়ায় এই ব্র্যান্ড তৈরি করতে চায় এক ব্যতিক্রমী পরিচয়। সংস্থার ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন বিষয়টি ব্যাখ্যা করলেন বিশদে। বিশদ

05th  October, 2024
 টুকরো  খবর

পুজোর মরশুমে অফার চলছে আর চৌধুরী অ্যান্ড সন্স, বউবাজারের বিপণিতে। সংস্থার দুই কর্ণধার শ্রীপর্ণা চৌধুরী ও অপর্ণা দত্ত জানালেন, এই অফারে ২২ ক্যারেটের নতুন সব সোনার গয়নাই হলমার্কযুক্ত। বিশদ

05th  October, 2024
সাতপুরায় সাতকাহন

জঙ্গলের নীরবতা সুন্দর উপভোগ করা যায় এখানে। মধ্যপ্রদেশের এই অরণ্যের দিনরাত্রির মাধুর্য অন্যরকম। বিশদ

05th  October, 2024
সাহাবাবুর আদি ঢাকেশ্বরী-তে পুজোর শাড়ি

পুজোর মরশুমে পসরা সাজিয়ে সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা বস্ত্রপ্রতিষ্ঠান ‘সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড।’ প্রায় ১৪৭ বছরের পুরনো এই দোকানকে এগিয়ে নিয়ে চলেছেন কর্ণধার নিতাই সাহা ও তাঁর ভাই। তাঁদের সহযোগী নিতাইবাবুর পুত্র এবং দুই ভ্রাতুষ্পুত্র। বিশদ

28th  September, 2024
শহরে শুরু গরভি গুরজরি

গুজরাতি শিল্প ও পোশাক দিয়ে সেজে উঠেছে গড়িয়াহাট রোডের কল্যাণ জুয়েলার্সের কাছে সেনবাটি হল। এখানেই শুরু হয়েছে প্রদর্শনী ‘গরভি গুরজরি’। হ্যান্ডলুম ও হ্যান্ডক্রাফটের বিভিন্ন সামগ্রী পাবেন এখানে। বিশদ

28th  September, 2024
সুচিত্রা মিত্র স্মরণে: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সহযোগিতায় রয়েছে পূরবী। গত ১৬ সেপ্টেম্বর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের গড়িয়াহাট শাখায় এই কিংবদন্তি শিল্পীর স্মৃতিতে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশ করা হয়। বিশদ

28th  September, 2024
দক্ষিণ আমেরিকার কিতো

আগ্নেয়গিরি, বরফে ঢাকা পাহাড় চূড়া, ঘন জঙ্গল আর নাম না জানা রঙিন পাখির কলরব। দক্ষিণ আমেরিকার কিতোয় গেলে মন ভরে যাবে অজানাকে জানার আনন্দে। বিশদ

21st  September, 2024
একনজরে
শান্তিনিকেতনে পর্যটক ও নারী সুরক্ষায় আরও একধাপ ইতিবাচক পদক্ষেপ নিল শান্তিনিকেতন থানা। গ্রিন মোবাইল টিম নামের একটি বিশেষ মহিলা সুরক্ষা দল গঠন করল সংশ্লিষ্ট থানা। এর মাধ্যমে ওই মহিলা দল ব্যাটারি চালিত পরিবেশবান্ধব সাইকেলে চড়ে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাবে ...

সোমবার ভোর চারটের সময় বারাসতের একটি পুজো মণ্ডপ দেখতে গিয়ে পুলিসের হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা। যদিও বারাসত থানার পুলিস হেনস্থা বা মারধরের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছে। ...

প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামো নেই। মহিলা চিকিৎসক নেই। অন্যান্য সুযোগ সুবিধার অবস্থাও তথৈবচ! অসমের ডিটেনশন শিবিরগুলির পরিকাঠামোগত খামতি নিয়ে সোমবার আরও একবার অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম ...

গত ২৯ অক্টোবর দেশজুড়ে রোজগার মেলার আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। যাঁরা সরকারি চাকরি পাচ্ছেন, তাঁদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই ছিল ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৫৬: পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন
১৭৯৫: বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়
১৮৭০: আইনজীবী এবং রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম
১৮৮৭: স্বাধীনতা সংগ্রামী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৮৯২: বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী জে বি এস হ্যালডেনের জন্ম
১৮৯৩: রবীন্দ্রনাথের পুত্রবধূ ও রথীন্দ্রনাথের স্ত্রী তথা লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ প্রতিমা ঠাকুরের জন্ম
১৯০২: গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়
১৯০৫: অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্ম
১৯১৫: ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার মৃত্যু
১৯১৮: বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিক বাণী রায়ের জন্ম
১৯৫৫: বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপারের জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরীর মৃত্যু
১৯৮৮: ক্রিকেটার বিরাট কোহলির জন্ম
২০০৬: ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়
২০১১: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার মৃত্যু
২০১২: যাত্রাসম্রাট শান্তিগোপাল পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৫ টাকা ৮৪.৯৯ টাকা
পাউন্ড ১০৭.৪১ টাকা ১১১.১৯ টাকা
ইউরো ৮৯.৯৮ টাকা ৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৯,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৫,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ কার্তিক, ১৪৩১, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪। চতুর্থী ৪৬/১৫ রাত্রি ১২/১৭। জ্যেষ্ঠা নক্ষত্র ৯/৫৫ দিবা ৯/৪৫। সূর্যোদয় ৫/৪৭/৯, সূর্যাস্ত ৪/৫৩/২৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৩১ মধ্যে পুনঃ ৭/১৬ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৯ গতে ৮/২০ মধ্যে পুনঃ ৯/১২ গতে ১১/৪৬ মধ্যে। পুনঃ ১/৩০ গতে ৩/১২ মধ্যে পুনঃ ৪/৫৫ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৯ মধ্যে। বারবেলা ৭/১০ গতে ৮/৩৪ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৭ মধ্যে। কালরাত্রি ৬/৩০ গতে ৮/৬ মধ্যে। 
১৯ কার্তিক, ১৪৩১, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪। চতুর্থী রাত্রি ৯/৩৫। জ্যেষ্ঠা নক্ষত্র দিবা ৮/৩৩। সূর্যোদয় ৫/৪৮, সূর্যাস্ত ৪/৫৪। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/২৯ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৬ গতে ৮/১৯ মধ্যে ও ৯/১২ গতে ১১/৪১ মধ্যে ও ১/৩৮ গতে ৩/২৪ মধ্যে ও ৫/১০ গতে ৫/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৬ মধ্যে। বারবেলা ৭/১১ গতে ৮/৩৫ মধ্যে ও ১২/৪৪ গতে ২/৮ মধ্যে। কালরাত্রি ৬/৩১ গতে ৮/৮ মধ্যে। 
২ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। বৃষ: যোগাযোগ রক্ষায় সাফল্যের যোগ। মিথুন: মানসিক অস্থিরতা বাড়াবে। কর্কট: ধর্মকর্মে মন। সিংহ: কর্মস্থলে পদোন্নতির ...বিশদ

10:36:38 AM

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত, জানালেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু

10:40:36 PM

ছুরির আঘাতে মারাত্মক জখম সবজি বিক্রেতা
  এক সবজি বিক্রেতার উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ...বিশদ

11:06:00 PM

পাঞ্জাবের সাঙরুর জেলায় মাঠেই জ্বালানো হল ফসল, ধোঁয়াচ্ছন্ন এলাকা

10:43:00 PM

গুজরাতে নির্মীয়মান রেল ব্রিজের একাংশ ভেঙে পড়ার ঘটনায় ধ্বংসস্তুপের নীচে আটকে ৩ জন শ্রমিক, চলছে উদ্ধারকাজ

10:14:00 PM

আইপিএল ২০২৫-এর নিলামে অংশগ্রহণ করছেন ১৫৭৪ জন প্লেয়ার

09:56:00 PM