Bartaman Patrika
বিকিকিনি
 

তিনচুলের গহন নির্জনে

পাহাড়ি গ্রাম ও সেখানকার দিনযাপনের আমেজই আলাদা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত যেন এক নিটোল গল্প। তেমনই এক নিস্তরঙ্গ গ্রাম তিনচুলে।

উত্তরবঙ্গের আশপাশে নদী, উপত্যকা, অরণ্য, সবুজ চা-বাগান, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ছোট ছোট ঝোরা আর জলপ্রপাত সবকিছুর মধ্যেই একটা গল্প লুকিয়ে আছে। বৌদ্ধ গুম্ফা হোক বা কাঞ্চনজঙ্ঘার গায়ে দিনের প্রথম আলোর স্পর্শ। দিনের শেষে বিদায়ী সূর্যের রক্তিম আভা কিংবা পাহাড়িয়া সহজ-সরল মানুষগুলোর আতিথেয়তার টান— এসব আমি  আমি রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করি।
দিনভর মেঘ-বৃষ্টি-কুয়াশা-রোদের আলস্য গায়ে মেখে উত্তরবঙ্গের ছোট্ট এক পাহাড়ি হ্যামলেট বা গ্রাম তিনচুলে। পাইন, বার্চ, ওক গাছরা সার বেঁধে দাঁড়িয়ে থাকে খোলা আকাশের নীচে। তাদের ফাঁকফোকর গলে কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে উঁকি দেয়। পাহাড়ের খাঁজে ধোঁয়া ধোঁয়া মেঘ থমকে থাকে। তিনচুলে নামটি নিয়ে স্থানীয়দের মধ্যে দু’একটি গল্প প্রচলিত আছে। কারও মতে ভুটানের রাজা-রানি একসময় এখানে এসেছিলেন একটি বৌদ্ধ মঠ পরিদর্শন করতে। পাইন, ধুপি গাছে ঘেরা এই নির্জন প্রান্তরে দূরে দাঁড়িয়ে থাকা অনুচ্চ তিনটি টিলাকে দেখে তাঁদের মনে হয়েছিল যেন তিনটি চুল্লি এই জায়গাটিকে ঘিরে রেখেছে পরম উষ্ণতায়। আবার কারও মতে, মহাভারতের যুগ থেকেই ওই তিনটি পাহাড় দ্রৌপদীর রান্নার উনুনের কোনা ছিল আর এখানকার জংলি বনপথটি ছিল উনুনের ভিতরের অংশ। সেই থেকেই এই গ্রামের নাম হয় ‘তিনচুলা’ যা পরিবর্তিত হয়ে ‘তিনচুলে’ হয়েছে। 
নিউ জলপাইগুড়ি পৌঁছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে চিরচেনা সেবক রোড ধরে উত্তরের বন্ধু পেস্তা রঙের তিস্তাকে পাশে নিয়ে রাম্বিবাজার, তিস্তাবাজার পেরিয়ে  পৌঁছলাম তিনচুলে। মাথার ওপর নীল আকাশ আর তার মাঝে মেঘ-রোদের আলোছায়ার খেলা দেখতে দেখতে পেশক চা-বাগানকে পাশে নিয়ে সর্পিল পাকদণ্ডি পথ উঠে গিয়েছে গ্রামে।
কাঠের তৈরি অতিথি নিবাসটির অন্দরসজ্জা এবং ঘরের কারুকার্যময় আসবাবপত্র দেখে বেশ ভালো লাগল। বাইরের বাগানে নানা রংবাহারি পাহাড়ি ফুলের জলসা দেখতে পেলাম। দুপুরে খাওয়াদাওয়া করার সময়ই হোমস্টে-র কর্ত্রীরা গল্প করতে করতে আমাদের সঙ্গে মিশে গেলেন। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আনমনে বেলা গড়ানো দেখতে থাকি। দুপুরের অলস পথ বেয়ে বিকেল আসে। নীচের পাহাড় থেকে চুপিসারে হাত ধরাধরি করে উঠে আসে মেঘ আর কুয়াশার দল। বিকেলবেলা আশপাশের জায়গা দেখতে বেরিয়ে পড়ি হাঁটাপথে। পাইন, ধুপির জঙ্গলঘেরা পথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই তিনচুলে বৌদ্ধ মনাস্ট্রিতে। ছায়াচ্ছন্ন বিজনপথে হাঁটতে বেশ ভালো লাগে। সারা রাস্তা জুড়ে রংবেরঙের বৌদ্ধ পতাকা ‘লুংদার’ হাওয়ায় উড়তে থাকে। গোলাপি রঙের মনাস্ট্রির ভিতরে শান্ত, সৌম্য পিতলের বৌদ্ধ মূর্তি। বাইরের দেওয়ালের চারদিকে ধর্মচক্র। জনশ্রুতি, এখানে এক বৌদ্ধ শ্রমণ দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে ধ্যানরত ছিলেন। পাহাড়ে সন্ধ্যা নেমে আসে নিঃশব্দে বাজপাখির মতো। 
ঠান্ডা থেকে সাময়িক মুক্তিলাভের উপায় হিসেবে দু’একটি দোকানে আর হোমস্টে-তে আগুন জ্বেলেছেন পাহাড়বাসীরা। 
হাড়কাঁপানো হিমেল হাওয়া উপেক্ষা করে বাইরে থাকা আর সম্ভব হল না। ফিরে আসি ঘরে। নেট কানেকশন না পেয়ে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। নির্জনতার একটা আলাদা ভাষা আছে। কফি-পকোড়ার স্বাদ নিতে নিতে সেই ভাষা উপভোগ করি। পাহাড়ের নিস্তব্ধতা মন্দাক্রান্তা লয়ে বয়ে যাওয়া ঝিঁঝিপোকাদের সমবেত কলতানে মুখর হয়ে ওঠে। রাতের অন্ধকারে আকাশের তারাদের সঙ্গেই দূর পাহাড়ের গায়ে ফুটে ওঠে জোনাক জ্বলা আলো। কালিম্পং শহরের উপস্থিতি জানান দেয়। পাইন অরণ্যর মাথায় একফালি চাঁদের জ্যোৎস্নায় ভেসে যায় তিনচুলে সবুজ অরণ্যে ঢাকা পাহাড়। 
ভোরবেলায় আলো ফোটার সঙ্গে সঙ্গে তিনচুলের সানরাইজ ভিউপয়েন্টে চলে আসি কাঞ্চনজঙ্ঘার ভুবনমোহিনী রূপ দেখব বলে। এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার গায়ে দিনের প্রথম আলোর ছোঁয়া। তবে আজ সে কিছুটা অভিমানী। মেঘেদের অন্তরালেই লুকিয়ে রইল। ওপারে পাহাড়ের কোলে কালিম্পং শহরের ঝিকমিক আলো জ্বলে রয়েছে তখনও। পথ দেখিয়ে নিয়ে আসা ছোট্ট ছেলেটি আঙুল তুলে দেখিয়ে দেয় টাইগার হিল আর তিস্তা উপত্যকার উপস্থিতি। বেলা বাড়তেই বেরিয়ে পড়ি আশপাশে কিছু জায়গা দেখার জন্য। প্রথমেই গাড়ি এসে থামে লাভার্স পয়েন্টে। তিস্তার সঙ্গে রঙ্গিতের মিলন ঘটেছে অপূর্ব এই জায়গাটিতে। দু’ধারে ঘন সবুজ জঙ্গল। পাহাড়ের উপরে দাঁড়িয়ে উপভোগ করছি সবুজের আর নীল জলের সঙ্গম। এই জায়গা নিয়ে একটি লোকগাথা প্রচলিত আছে। পাহাড়ি গাঁয়ে রংনিয়া নামে এক কিশোরী থাকত। তার ভালোবাসার কিশোরটি ছিল রঙ্গিত। কিশোর-কিশোরীর সরল ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াল পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। অগত্যা দুটো আলাদা রাস্তা ধরে বেরিয়ে পড়ল তারা অন্য এক গ্রাম, পেশকে ঘর বাঁধার জন্য। রংনিয়া সর্পরাজ আর রঙ্গিত একটা পাখিকে পথপ্রদর্শক রূপে নিয়েছিল তাদের সঙ্গে। কিশোরী রংনিয়া পেশকে পৌঁছল রঙ্গিতের আগে। মনের মানুষের দেখা না পেয়ে তার চোখের জল বাঁধ মানতে চাইল না। তার বুক ছাপিয়ে বয়ে যেতে লাগল চোখের জল। এর বেশ কিছুদিন পর  রঙ্গিতও জলভরা চোখে পেশকে পৌঁছে দেখে সেখানে রংনিয়া আগেই হাজির। প্রেমিকাকে দেখে রঙ্গিতের মুখ থেকে বেরিয়ে এলো ‘থিস্তা’? (নেপালি ভাষায় এই শব্দের অর্থ ‘আগেই পৌঁছে যাওয়া’) অভিমানে রংনিয়া প্রথমে কথাই বলল না।  অনেক অনুনয় বিনয়ের পর রংনিয়ার মান ভাঙল। সে বলল, ‘কথা দাও তুমি আমায় আঁকড়ে রাখবে চিরকাল।’ পেশকে তাদের মিলন হওয়ার পর রঙ্গিত তিস্তার বুকের উপর দিয়ে প্রবাহিত হতে থাকল। স্থানীয়রা তাই ভালোবেসে এই মিলনক্ষেত্রের নাম দিয়েছেন ‘লাভার্স পয়েন্ট’। চারদিকের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। 
এরপর নামরিং, রংলি-রংলিয়টের মতো বেশ কিছু মখমল সবুজ চা-বাগান দেখে চলে আসি হোমস্টেতে। মেঘের চাদর সরিয়ে পাহাড় শ্রেণির খানিকটা অংশে তখন রোদের ঝিলিক দেখা দিয়েছে। তিনচুলের অফুরান সৌন্দর্যের দৃশ্যাবলি মনের মণিকোঠায় স্থায়ীরূপে বসত গড়তে থাকে। 
কীভাবে যাবেন: এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন তিনচুলে। বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকেও গাড়ি করে যাওয়া যায়।
নন্দিতা মিত্র
19th  October, 2024
টুকরো খবর 

প্রাক দীপাবলিতে ধনতেরস উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দ্র অ্যান্ড সন্সও। সোনার দাম বেড়েছে গত কয়েক বছরে অনেকটাই। তবু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে হাল্কা গয়না থেকে ভারী গয়নার নানা সম্ভার মিলবে এখানে। বিশদ

ছন্দে ফিরুক শরীর ও মন

অর্ধেক মাস উৎসবে কেটে গেল। অনেক উৎসবের আয়োজন এখনও বাকি। তবু তারই মাঝে কাজে ফিরছি আমরা ক্রমশ। আর কাজে ফেরা মানেই নিজের অনিয়মিত জীবনকে নিয়মের রুটিনে বেঁধে ফেলা। পুজোর দেদার মজার পর কাজে ফিরতে মোটে চায় না মন। তখন কী করবেন? মনোবিদ রোহিত মেহতা জানালেন উৎসব শেষ হলেই মনকে একটু একটু করে ট্রেন করতে হবে। তার কয়েকটা উপায় আছে।  বিশদ

19th  October, 2024
শহরে শুরু গ্রাফিক্স প্রিন্টমেকিং উইথ পেন্টিং

আগামী ২১ অক্টোবর থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরস’। এই অফার চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৩ দিন ধরে চলা এই বিশেষ ‘চমক ভরা ধনতেরস’-এ থাকছে এমনই কিছু বিশেষ ধরনের গয়নার সম্ভার। বিশদ

19th  October, 2024
সেনেস থেকে ব্যাগ, হীরে, সুগন্ধি

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন উদ্যোগ— ‘সেনেস’। বিলাসবহুল পণ্যের দুনিয়ায় এই ব্র্যান্ড তৈরি করতে চায় এক ব্যতিক্রমী পরিচয়। সংস্থার ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন বিষয়টি ব্যাখ্যা করলেন বিশদে। বিশদ

05th  October, 2024
উৎসবের আমেজে ঘরের সাজ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। এই সময় নিজের সঙ্গে আপন ঘরটিকেও সাফসুতরো করে সাজিয়ে তুলতে হয়। কোন ঘর কীভাবে সাজিয়ে তুলবেন? রইল হদিশ। বিশদ

05th  October, 2024
 টুকরো  খবর

পুজোর মরশুমে অফার চলছে আর চৌধুরী অ্যান্ড সন্স, বউবাজারের বিপণিতে। সংস্থার দুই কর্ণধার শ্রীপর্ণা চৌধুরী ও অপর্ণা দত্ত জানালেন, এই অফারে ২২ ক্যারেটের নতুন সব সোনার গয়নাই হলমার্কযুক্ত। বিশদ

05th  October, 2024
সাতপুরায় সাতকাহন

জঙ্গলের নীরবতা সুন্দর উপভোগ করা যায় এখানে। মধ্যপ্রদেশের এই অরণ্যের দিনরাত্রির মাধুর্য অন্যরকম। বিশদ

05th  October, 2024
সাহাবাবুর আদি ঢাকেশ্বরী-তে পুজোর শাড়ি

পুজোর মরশুমে পসরা সাজিয়ে সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা বস্ত্রপ্রতিষ্ঠান ‘সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড।’ প্রায় ১৪৭ বছরের পুরনো এই দোকানকে এগিয়ে নিয়ে চলেছেন কর্ণধার নিতাই সাহা ও তাঁর ভাই। তাঁদের সহযোগী নিতাইবাবুর পুত্র এবং দুই ভ্রাতুষ্পুত্র। বিশদ

28th  September, 2024
শহরে শুরু গরভি গুরজরি

গুজরাতি শিল্প ও পোশাক দিয়ে সেজে উঠেছে গড়িয়াহাট রোডের কল্যাণ জুয়েলার্সের কাছে সেনবাটি হল। এখানেই শুরু হয়েছে প্রদর্শনী ‘গরভি গুরজরি’। হ্যান্ডলুম ও হ্যান্ডক্রাফটের বিভিন্ন সামগ্রী পাবেন এখানে। বিশদ

28th  September, 2024
সুচিত্রা মিত্র স্মরণে: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সহযোগিতায় রয়েছে পূরবী। গত ১৬ সেপ্টেম্বর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের গড়িয়াহাট শাখায় এই কিংবদন্তি শিল্পীর স্মৃতিতে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশ করা হয়। বিশদ

28th  September, 2024
দক্ষিণ আমেরিকার কিতো

আগ্নেয়গিরি, বরফে ঢাকা পাহাড় চূড়া, ঘন জঙ্গল আর নাম না জানা রঙিন পাখির কলরব। দক্ষিণ আমেরিকার কিতোয় গেলে মন ভরে যাবে অজানাকে জানার আনন্দে। বিশদ

21st  September, 2024
পুজোর শপিং

পুজোর কেনাকাটা অনেকে সবে শুরু করলেন, কারও আবার শেষের পথে। কেউ হয়তো লিস্ট তৈরি করে খোঁজ নিচ্ছেন কোথায় কেমন জিনিস মিলবে। সকলের জন্যই রইল বিভিন্ন বিপণির খোঁজখবর। বিশদ

21st  September, 2024
 টুকরো  খবর

নারীকেন্দ্রিক প্রতিষ্ঠান রঁদেভু-র উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয়েছিল ‘অক্ষরা ২০২৪ ফ্যাশন শো’। চার প্রতিষ্ঠাতা সদস্য অদিতি, দেবযানী, রুবিনা এবং শিখা ছিলেন এই আয়োজনে। শাড়ি ও কাফতান নিয়ে তাঁরা নিজেরাও নানা কাজ করেন। বিশদ

21st  September, 2024
এবার পুজোয় কোনটা কিনি

কলকাতা ও জেলার বিপণিগুলিতে সাজ সাজ রব। সকলেই সাজিয়ে বসেছে পরসা। কোথায় কেমন দাম? কী মিলছে কোন দোকানে?  বিশদ

14th  September, 2024
একনজরে
মাদক মামালায় এবার বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাদক মামলার ক্ষেত্রে ১৮০ দিনের মধ্যে চার্জশিট পেশ করলে অভিযুক্ত আর জামিন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। এটাই আইন। ...

ঝড় হয়নি। জেলায় শুধু জোরালো হাওয়া বয়ে গিয়েছে। তাতেই পূর্ব বর্ধমান জেলার ধান চাষিদের মাথায় হাত পড়ে গিয়েছে। হাওয়ায় ধান গাছ নুয়ে পড়েছে। বিশেষ করে ...

এসে গেল বাজাজ অটোর নতুন পালসার বাইক। পালসার এন সিরিজের নতুন সংযোজন ১২৫ সিসির এন১২৫। ট্রেন্ডি গ্রাফিক্স, স্টাইলিশ এই বাইকের দাম শুরু হচ্ছে ৯৪ হাজার টাকা থেকে ...

সালিশি সভায় যুবককে মারধরে ‘ইন্ধন’ জুগিয়েছিলেন তাঁরই স্ত্রী। অভিযোগ, সামনে দাঁড়িয়ে থেকেও প্রতিবাদ করেননি। উল্টো সুর মিলিয়েছিলেন অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গে। সালিশি সভায় মারধরের ‘অপমানে’ একদিন পরেই আত্মহত্যা করেন ওই যুবক। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৮৬৩:  ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লণ্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়
 ১৮৭৩: শের-ই-বাংলা ফজলুল হকের জন্ম
১৮৭৯: রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কির জন্ম
১৮৮১: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম
১৮৯০: ভাষাচার্য তথা বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম
১৯১৭: বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেনের মৃত্যু
১৯২৭: গোয়েন্দা কাহিনীকার শ্রীস্বপন কুমার, জ্যোতিষী শ্রীভৃগু ও ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডের জন্ম
১৯৩৪: মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়
১৯৩৭: সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের জন্ম
১৯৪৭: জম্মু ও কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে সায় দিলেন সেখানকার মহারাজারা
১৯৫০: মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন
১৯৬৪: পশ্চিম অস্ট্রেলিয়ায় শেষ মৃত্যুদণ্ড কার্যকর হল এরিক এডগার কুকের
১৯৭৪: অভিনেত্রী রবিনা ট্যান্ডনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৫ টাকা ৮৪.৯৯ টাকা
পাউন্ড ১০৭.১৯ টাকা ১১০.৯৬ টাকা
ইউরো ৮৯.৩৫ টাকা ৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৬,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৮,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দিনপঞ্জি------------------------------------------------------------ -                                           

দৃকসিদ্ধ: ৯ কার্তিক, ১৪৩১, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪। দশমী ৫৯/১৫ শেষরাত্রি ৫/২৪। অশ্লেষা নক্ষত্র ১০/১০ দিবা ৯/৪৬। সূর্যোদয় ৫/৪১/৪৩, সূর্যাস্ত ৪/৫৯/৩৫। অমৃতযোগ প্রাতঃ ৬/২৬ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৭ গতে ২/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৯ গতে ৩/১০ মধ্যে। বারবেলা ৭/৬ মধ্যে পুনঃ ১২/৪৫ গতে ২/১০ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৩৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি। 
৯ কার্তিক, ১৪৩১, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪। নবমী দিবা ৬/৩৮। অশ্লেষা নক্ষত্র দিবা ১/৩৫। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/০। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২২ গতে ৫/০ মধ্যে এবং রাত্রি ১২/৩৯ গতে ২/২৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২৩ গতে ৩/১৫ মধ্যে। কালবেলা ৭/৭ মধ্যে ও ১২/৪৬ গতে ২/১১ মধ্যে ও ৩/৩৬ গতে ৫/০ মধ্যে। কালরাত্রি ৬/৩৬ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৩ মধ্যে। 
২২ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দিল্লির শাহদারা জেলার একটি এটিএম-এ আগুন, ঘটনাস্থলে হাজির দমকল

10:34:00 PM

দোদরা-কাওয়ারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

10:26:00 PM

চিত্রকূটে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

10:05:00 PM

দিল্লির মানুষ কেজরিওয়ালকেই জেতাবে, বিজেপি নার্ভাস কারণ তারা জানে তারা দিল্লিতে জিততে পারবে না, বললেন আপ নেতা সঞ্জয় সিং

09:34:00 PM

আইএসএল: মহামেডানকে ৪-০ গোলে হারাল হায়দরাবাদ

09:29:00 PM

আইএসএল: মহামেডান ০-হায়দরাবাদ ৪ (৮১ মিনিট)

09:12:00 PM