উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
অধ্যক্ষ দীপক কুমার বোস, সর্বভারতীয় সাধারণ সম্পাদক রবীন দত্ত প্রমুখ। পরে থাকবে নাটক, সঙ্গীত ও সনাতন ধর্মের উপর আলোচনা। বক্তা তাপস রায় (মন্ত্রী), ডঃ সুধীন রায়, শ্যামল বসু প্রমুখ। রবিবার ২৪ তারিখে ঠাকুরকথা ও
গ্রন্থ উদ্বোধন। থাকবেন সুব্রত রায়চৌধুরী (লেখক) ও কিঙ্কর বিঠঠল রামনুজজি। পরে শ্রীনাম প্রতিযোগিতা। শ্রীঠাকুর কথা। বলবেন কিঙ্কর সমীরণ, কিঙ্কর শরণানন্দ। পরিচালনায় সহ-সর্বাধীশ কিঙ্কর সামানন্দজি। সনাতন ধর্ম নিয়ে বলবেন, কিঙ্কর বিঠঠল রামনুজজি, কিঙ্কর সামানন্দজি, স্বামী বৃন্দাবনবিহারীদাস কাটিয়া বাবাজি প্রমুখ। আছে ভক্তিগীতি ও নাটক। অসংখ্য ভক্ত সমাগমে এই অনুষ্ঠান সুসম্পন্ন হবে।