Bartaman Patrika
আমরা মেয়েরা
 

সঙ্কটে দাম্পত্য, বাড়ছে নারী নির্যাতন
ক্রমশ বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, নড়বড়ে হচ্ছে বৈবাহিক সম্পর্কের ভিত

লকডাউনের অনেক অসুবিধার মধ্যে শিরোনামে এসেছে বাড়িতে দাম্পত্য অশান্তি, মনোমালিন্য থেকে শুরু করে পুরোদস্তুর নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনা। মহিলা এবং শিশুরাই যার প্রাথমিক শিকার। ২০-৩১মার্চের মধ্যে (লকডাউনের প্রথম সপ্তাহ) চাইল্ডলাইন ১০৯৮এ সারা দেশ থেকে ৯২ হাজার এসওএস কল গিয়েছে। জাতীয় মহিলা কমিশন শুধু এপ্রিলেই ৩১৫টি পারিবারিক হিংসার অভিযোগ পেয়েছে। পরিসংখ্যানগুলোর গ্রাফ কিন্তু এখনও উর্ধ্বমুখী। এ ব্যাপারে সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্রের সঙ্গে আলোচনায় কমলিনী চক্রবর্তী এবং অন্বেষা দত্ত।

অভিজিৎ মিত্র

 লকডাউনের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে মানসিক দ্বন্দ্ব নাকি বেড়ে যাচ্ছে ক্রমশ?
  এমনই একটা তত্ত্ব বারবার উঠে আসছে বিভিন্ন আলোচনায়। আসলে লকডাউনে আমরা যখন সারাক্ষণই ঘরের চার দেওয়ালের ভেতর আটকা, তখন নিজেদের প্রয়োজনীয় ‘স্পেস’ হারিয়ে যাচ্ছে। তার ফলেই অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব বা নির্যাতন মাথাচাড়া দিয়ে উঠছে। আর এই স্পেস যে শুধুই মানসিক, তা কিন্তু নয়। প্রকৃত জায়গার অভাবও লকডাউনের কারণে অতিরিক্ত স্পষ্ট হয়ে উঠেছে। তবে শুধু এই কারণেই দ্বন্দ্ব বাড়ছে তা নয়। সামাজিক পরিবর্তনেরও একটা বড় ভূমিকা আছে।
 কী রকম?
  ক্রমশ সমাজ বদলেছে। মেয়েরাও অনেকাংশেই ঘরের বাইরে বেরিয়ে স্বাধীন হয়ে উঠেছেন। এক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার কথাই বলছি। সেটা না থাকলে সম্পূর্ণ স্বাধীন হওয়া অসম্ভব। যাই হোক, এই অর্থনৈতিক স্বাধীনতার ফলে মেয়েদের নিজস্ব মতামত তৈরি হয়েছে। স্বামীর সব কথায় আর স্ত্রীর সমর্থন পাওয়া যাচ্ছে না। এর ফলে আবার স্বামীর অন্তরের ‘পুরুষ সিংহটির’ আঁতে ঘা লাগছে। এবং শুরু হচ্ছে অন্তর্কলহ।
 কিন্তু লকডাউনের সময় এই দ্বন্দ্ব বা কলহ মাত্রা ছাড়াল কেন?
  সাধারণভাবে আমরা রোজ বাইরে বেরিয়ে অভ্যস্ত। বাইরের জগতের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার একটা মজা আছে। তাতে রোজ বিভিন্ন ধরনের লোকের সঙ্গে দেখা হয়, মতের আদানপ্রদান ঘটে। এবং আমাদের মন নানারকম বিচিত্র প্রক্রিয়ায় মগ্ন হয়ে থাকে। অতএব এই আদানপ্রদানকে এক প্রকারের মানসিক বিনোদন বলা চলে। এইভাবে স্বামী ও স্ত্রী তাঁদের পৃথক জীবন নিয়ে দিব্যি চলছিলেন। সেই জীবনে হঠাৎ বাধ সাধল লকডাউন। চারদিক বন্ধ। কারও কোথাও বেরনোর তো প্রশ্নই নেই, এমনকী দোকানে বাজারে যাওয়ারও উপায় নেই। ফলে সারাদিন স্বামী স্ত্রীর চর্বিত চর্বণ। বড্ড ক্লান্তিকর। একটা সংঘর্ষ তৈরি হল তাঁদের সম্পর্কে। কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে রাজি নয়। তার ফলে যা হয়, কলহ, দ্বন্দ্ব কিছুই বাদ রইল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে লকডাউন প্রচণ্ড জায়গার অভাব বয়ে এনেছে। একই ঘরে গোটা পরিবার বন্দি হয়ে পড়েছে, ফলে সংঘর্ষ অবশ্যম্ভাবী। মতবিরোধ তুঙ্গে উঠছে। আবার একটা ভয়ও কাজ করছে মনে। যে অসুখ নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা এত কাছাকাছি থাকলে না জানি কতটা ভয়াবহ আকার ধারণ করবে। এই চিন্তা বা ভয় থেকে সংঘর্ষ দানা বাঁধছে নিম্নবিত্ত সংসারে। বাড়ছে দ্বন্দ্ব।
 লকডাউনের ফলে কি আমাদের ব্যবহারে ধৈর্যের অভাব ঘটছে?
  তথাকথিত দুর্বলের ওপর সবলের অত্যাচার যুগ যুগ ধরে চলে আসছে। ডারউইনের ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’-এর তত্ত্ব তো আর আজকের নয়। সেই তত্ত্ব স্বামী স্ত্রীর সম্পর্কেও পুরোমাত্রায় দেখা যায়। সমাজ আমাদের সেই কবেই শিখিয়েছে, নারী অপেক্ষা পুরুষ শ্রেষ্ঠ। আর সেই বস্তাপচা ধারণা বুকে নিয়ে আজও চলেছি আমরা। স্বামী তাই নিজেকে স্ত্রীর তুলনায় শ্রেষ্ঠ এবং সবল মনে করেন। ফলে তাঁর যাবতীয় আস্ফালন সব স্ত্রীর ওপর। এতদিন স্ত্রী সেই আস্ফালন মেনে নিতেন। কিন্তু অর্থনৈতিক স্বাধীনতার পর আর তিনি মুখ বুজে অত্যাচার সহ্য করেন না। তাই দ্বন্দ্ব ক্রমবর্ধমান। লকডাউনের সময় তা আরও গুরুতর আকার ধারণ করেছে। তার কারণ পারস্পরিক স্পেসের অভাব। সারাদিন একসঙ্গে থাকতে থাকতে দু’জনেই দু’জনের প্রতি বিরক্ত হয়ে উঠছেন। স্বামী ভাবছেন, স্ত্রীর ওপর কর্তৃত্ব ফলানো তাঁর অধিকার। সারা দিন পাশাপাশি থাকার ফলে তাঁর প্রত্যাশাও বেড়ে যাচ্ছে। কিন্তু স্ত্রী সেই প্রত্যাশা পূর্ণ করতে সহমত হচ্ছেন না। ‘পারব না’ কথাটা বলতে তিনি আর দ্বিধা করছেন না। ফলস্বরূপ দ্বন্দ্ব বাড়ছে। সারাদিন কাজেকর্মে বাইরে কেটে গেলে স্বামী স্ত্রীর দেখা হওয়ার সময়টা কমে যায়। তাই একে অপরের প্রতি প্রত্যাশাও অনেকটাই অবদমিত থাকে। অল্প সময় একে অপরের সঙ্গ পেলে সঙ্গসুধায় সময় কাটিয়ে দেওয়া বা একে অপরের চরিত্রের খারাপ দিকটা না দেখা সহজ হয়। তখন সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে না।
 এই যে প্রত্যাশা, তা কি শুধুই স্বামীর তরফে স্ত্রীর প্রতি? নাকি এর একটা উল্টো দিকও আছে?
  আছে বইকি। না হলে দ্বন্দ্ব এত প্রবল রূপ নিতে পারত না। এখনকার শিক্ষিত, স্বাধীন নারী নিজের অধিকার বিষয়ে সচেতন। শুধু তাই নয়, সেই অধিকার দাবি করতেও তাঁরা জানেন। স্বামীর কাছে তাই তার শারীরিক এবং মানসিক চাহিদা তৈরি হয়েছে। সেই চাহিদার কথা তিনি অবলীলায় প্রকাশ করছেন। এদিকে পুরুষ সচেতনভাবে তা বুঝলেও অবচেতন মনে তা মেনে নিতে পারেন না। আর সেই কারণেই এত দ্বন্দ্ব। নারীর সচেতনতা বৃদ্ধির কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কটা অনেক বদলে গিয়েছে। তাঁদের সম্পর্কে সচেতনতা বেড়েছে। সতর্কতাও বেড়েছে। এখন স্ত্রী নিজের অধিকারগুলো সচেতন ও সতর্কভাবে প্রকাশ করেন। স্বামী যে ক্ষেত্রে তা মেনে নিতে পারেন, সম্পর্কও সে ক্ষেত্রে মধুর হয়ে ওঠে। আর যে ক্ষেত্রে স্বামীর তা মেনে নিতে অসুবিধে হয়, সে ক্ষেত্রে সম্পর্কে দ্বন্দ্ব এবং কলহ দুই-ই মাত্রা ছাড়িয়ে যায়। তবে এর সঙ্গে লকডাউনের আলাদা কোনও
যোগ নেই।
 সম্পর্কের মাধুর্য প্রসঙ্গে মনে পড়ল, এই লকডাউনই নাকি কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীকে পরস্পরের কাছাকাছিও নিয়ে এসেছে? এ বিষয়ে সমাজতত্ত্ব কী বলে?
  কথাটা যে একেবারে ভুল, তা নয়। কিন্তু সেই সংখ্যা খুবই কম। আসলে আমাদের সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্ক এখনও ততটা উন্নত হয়ে ওঠেনি যে তা শরীর ব্যতীত শুধুই মন নির্ভর হতে পারে। ফলে স্বামী স্ত্রীর মানসিক আদানপ্রদানের জায়গা সব দাম্পত্যে খুব দৃঢ় হয় না। যেখানে তা থাকে, সেখানে মাধুর্যের পরিমাণ বেশি। এবং এই লকডাউনের সময় তা যে বেড়েছে, তাতেও সন্দেহ নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বৈবাহিক সম্পর্ক দাঁড়িয়ে থাকে শারীরিক মিলনের ওপর। সে ক্ষেত্রে কিন্তু এই সময় সম্পর্কের অবনতি হয়েছে। আর তার কারণ যে শুধুই একসঙ্গে থাকার একঘেয়েমি তা নয়। মারাত্মক ভয় এই দূরত্বের কারণ হয়ে উঠেছে। ভয়টা সংক্রমণের। নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে যা ছড়িয়ে পড়ছে। ফলে স্বামী স্ত্রী মিলিত হতে ভয় পাচ্ছেন। শারীরিক মিলনের মধ্যে দিয়ে যে সম্পর্ক গভীর হয়ে ওঠে, তাতে ছেদ প‌‌‌ড়ছে। ক্রমশ নড়বড়ে হচ্ছে বৈবাহিক সম্পর্কের ভিত।
 
27th  June, 2020
বিশ্বের সেরা সুন্দরী ঠাকুমা
ভারতের আরতিদেবী 

সম্প্রতি ইউরোপের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় শেষ হল ‘গ্র্যান্ডমা আর্থ ২০২০-র আসর। বিশ্বের সবচেয়ে সুন্দরী ঠাকুমার মুকুট উঠেছে ভারতীয় মহিলা আরতি চাটলানির মাথায়। এই পুরস্কার এই প্রথম কোনও ভারতীয় মহিলার মাথায় উঠল। চলতি বছর (২০২০) ১৯ থেকে ২৩ জানুয়ারি বুলগেরিয়ায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।  
বিশদ

27th  June, 2020
৯০ বছর বয়সে ব্যবসায়
হাতেখড়ি বৃদ্ধার 

৯০ বছরের মায়ের সঙ্গে গল্প জুড়েছিলেন মেয়ে। বৃদ্ধা মা এখন ভালো করে হাঁটতে পারেন না, চোখের দৃষ্টিও আগের চেয়ে অনেক ঝাপসা। মায়ের কী করতে ভালো লাগে? ৯০ বছর কাটানোর পর জীবনটাকে কীভাবে দেখেন তিনি? এইসব নিয়ে কথা এগোচ্ছিল। কথা প্রসঙ্গেই মাকে জিজ্ঞেস করেছিলেন মেয়ে, তাঁর জীবনে কোনও আক্ষেপ রয়েছে কি না।  
বিশদ

27th  June, 2020
মহিলাদের মধ্যে বেকারত্ব বাড়ছে লকডাউনের জন্য 

দীর্ঘ লকডাউনের ফলে অনেকেই চাকরি হারিয়েছেন। রোজগার বন্ধ হয়েছে বহুজনের। তার মধ্যে মহিলারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পুরুষরা ততটা হননি। অন্তত পরিসংখ্যান তাই বলছে। এই বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি গবেষণা করেছেন র‌্যাশেল লেভেনসন ও লায়লা ও’কেন।  বিশদ

27th  June, 2020
সঙ্কটে দাম্পত্য, বাড়ছে নারী নির্যাতন
বন্দি ঘরের মধ্যে বেড়েছে হিংসা, আমরা চেষ্টা করেছি পাশে থাকার 

লকডাউনের অনেক অসুবিধার মধ্যে শিরোনামে এসেছে বাড়িতে দাম্পত্য অশান্তি, মনোমালিন্য থেকে শুরু করে পুরোদস্তুর নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনা। মহিলা এবং শিশুরাই যার প্রাথমিক শিকার। ২০-৩১মার্চের মধ্যে (লকডাউনের প্রথম সপ্তাহ) চাইল্ডলাইন ১০৯৮এ সারা দেশ থেকে ৯২ হাজার এসওএস কল গিয়েছে। জাতীয় মহিলা কমিশন শুধু এপ্রিলেই ৩১৫টি পারিবারিক হিংসার অভিযোগ পেয়েছে। পরিসংখ্যানগুলোর গ্রাফ কিন্তু এখনও উর্ধ্বমুখী। এ ব্যাপারে সমাজকর্মী অনুরাধা কাপুরের সঙ্গে আলোচনায় কমলিনী চক্রবর্তী এবং অন্বেষা দত্ত।  
বিশদ

27th  June, 2020
যোগাসনে সুস্থ মন 

এই অনিশ্চিত সময়ে ভালো থাকুন যোগাসনে। পরামর্শ দিলেন
যোগবিদ রাজশ্রী চৌধুরী। 
বিশদ

20th  June, 2020
পাশে থেকে 

করোনার মধ্যে কাজ হারিয়েছিলেন মহারাষ্ট্রের মুলুন্ডের তরুণী বিদ্যা শেল্কে। তবু আর পাঁচজনের মতো ভেঙে পড়েননি। ট্যাক্সি চালানোর সংস্থা তাঁকে ছাঁটাই করার পরে মহারাষ্ট্রে আটকে পড়া বিভিন্ন মানুষকে বাড়ি ফিরিয়ে দেওয়ার কাজে হাত লাগান।   বিশদ

20th  June, 2020
বিদেশে সাফল্য 

বিলেতের মাটিতে ভারতীয় গবেষকের কৃতিত্ব। করোনার দাপটে বন্ধ ঘরে থেকেও গবেষণায় ছেদ পড়েনি অমৃতা গাডগের। সম্প্রতি ঘরে বসেই তিনি তৈরি করেছেন পদার্থের পঞ্চম অবস্থা ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’।   বিশদ

20th  June, 2020
এয়ার বিএনবি-র ব্যবসায় মেয়েরাই ভরসা 

ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এয়ার বিএনবি। বেড়াতে গিয়ে লোকে আর হোটেল নয়, বরং এই ধরনের অ্যাপার্টমেন্ট ভাড়া করতে চাইছে। আর সেইসব বন্দোবস্ত চালানোর ক্ষেত্রে এয়ার বিএনবি কর্তৃপক্ষ মহিলাদের ওপরেই ভরসা করছে।  বিশদ

20th  June, 2020
নারীর উন্নতির পথে সমাজই প্রধান বাধা 

সাত বছর। নির্ভয়া কাণ্ডের বিচার পেতে সাত-সাতটা বছর লেগে গেল। তবু শেষ পর্যন্ত যে অভিযুক্তদের শাস্তি দেওয়া গিয়েছে, সেটাই আশার দিক। নির্ভয়া কাণ্ডের বিচারের জন্য যিনি অক্লান্ত লড়াই চালিয়ে গিয়েছেন, সেই আইনজীবী সীমা কুশওয়াহাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের সমাজ এখনও মেয়েদের পর্দার আড়ালে রাখতে চায়।   বিশদ

20th  June, 2020
মেয়েদের বিয়ের বয়স
বাড়ানোর প্রস্তাব 

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ১৯৭৮ সালের আগে পর্যন্ত মেয়েদের বিয়ের বয়স ছিল ১৫ বছর বা তারও কম।  বিশদ

20th  June, 2020
সূর্য নমস্কারে শরীর সচল 

ঘরে বাইরে সারাক্ষণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে ভরসা রাখুন যোগাসনে। মহিলাদের জীবনে যোগাসনের উপকারিতার কথা জানিয়েছেন
ফিটনেস বিশেষজ্ঞ বন্দনা লুথরা। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।   বিশদ

20th  June, 2020
সতর্ক থেকে স্বাভাবিক হোন 

এ সময়ে যাঁরা বাইরে বেরোবেন আর যাঁরা বাড়িতে থাকবেন, দু’পক্ষেরই মাথায় রাখতে হবে কিছু কথা। একে অপরকে বুঝে চলার সেই পথের সন্ধান দিলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। লিখছেন অন্বেষা দত্ত।
বিশদ

06th  June, 2020
ভয়টা নিয়ে তো বাঁচা যায় না

এখন সবাইকে নিরাপত্তার জন্য বাড়িতেই থাকতে হবে। খুব প্রয়োজন ছাড়া বেরনো যাবে না। এটা মেনে-বুঝে চলা ছাড়া গতি নেই। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাদেরও সেটা ভালো করে বোঝানোটা খুব জরুরি। হঠাৎ এসে বললাম, লকডাউন হয়েছে, সবাই বাড়িতে থাকো। 
বিশদ

30th  May, 2020
 রান্নাবান্নাটা শিখিয়ে দিল লকডাউন

সাত ছুঁই-ছুঁই ছেলে উপমন্যুকে নিয়ে অভিনেত্রী অপরাজিতা ঘোষই বা কেমন আছেন?
বিশদ

30th  May, 2020
একনজরে
অলকাভ নিয়োগী, বর্ধমান: পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরতেই পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষাও বেড়েছে। মে মাসের প্রথম সপ্তাহেও সারা জেলায় ৫০০-এর কম নমুনা পরীক্ষা হয়েছিল। কিন্তু, রবিবার পর্যন্ত জেলায় সেই পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৩ হাজার। যার ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...

জীবানন্দ বসু, কলকাতা: বিদেশি বিনিয়োগ তথা বেসরকারিকরণ ইস্যুতে কয়লা শিল্পে তিনদিনের লাগাতার ধর্মঘট নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহী অবস্থান নিল আরএসএস নিয়ন্ত্রিত শ্রমিক ...

বিশ্বজিৎ দাস, কলকাতা: ১৩৫ কোটির দেশে ডাক্তারিতে রয়েছে মাত্র ১৪টি সংক্রামক রোগ বিশেষজ্ঞের আসন! চোখ কপালে তুলে দেওয়ার মতো এই তথ্য জানা গেল মেডিক্যাল কাউন্সিল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM