Bartaman Patrika
অন্দরমহল
 

ছানা দিয়ে নানা পদ

ছানা দিয়ে বানিয়ে ফেলুন বিভিন্ন মুখরোচক খানা। ঘরোয়া রেসিপি থাকছে আপনাদের জন্য।

ছানা সয়াবিনের ভুর্জি 
উপকরণ: জল ঝরানো ছানা ১ কাপ, সয়াবিনের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, টম্যাটো কুচি ১ কাপ, কুচানো ক্যাপসিকাম ১ কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা  কাপ, কসুরি মেথি ১ চামচ,  হলুদ গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ টেবিল চামচ, শামরিচ ১ চামচ, আদা ও কাঁচালঙ্কা বাটা ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো  চামচ, কিচেন কিং মশলা ১ টেবিল চামচ, গরমমশলা   চামচ, দুধ  কাপ, সাদা তেল ৬ টেবিল চামচ, মাখন ৬ টেবিল চামচ, নুন ও চিনি স্বাদ মতো।
প্রণালী: প্রথমে নুন মেশানো ফুটন্ত গরম জলে সয়াবিনের কিমা ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ননস্টিক প্যানে সাদা তেল গরম করে ক্যাপসিকাম, স্যুইট কর্ন সামান্য নুন দিয়ে হাই ফ্লেমে ভেজে আলাদা করে রাখুন। এবার ২ টেবিল চামচ মাখন দিয়ে প্রথমে জল ঝরিয়ে রাখা সয়াবিনের কিমা ১ মিনিট  ফ্রাই করতে হবে। এরপর জল ঝরানো ছানা সামান্য নুন দিয়ে নেড়ে মিশ্রণটি আলাদা করে রাখুন। এরপর প্যানে সাদা তেল ও মাখন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। এর সঙ্গে টম্যাটো কুচি, আদা, কাঁচালঙ্কার পেস্ট, নুন মিশিয়ে ভাজতে হবে। সেটিকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিন। এবার ননস্টিক প্যানে তেল ও মাখন যোগ করে রসুন কুচি দিয়ে ভাজুন। কসুরি মেথি ও পেঁয়াজ টম্যাটোর পেস্টটা দিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম ও কর্ন মিক্সচার, ছানা ও সয়াবিনের মিশ্রণ মিশিয়ে ভালো করে ফোটান। তাতে দুধ যোগ করতে হবে। ১ মিনিট ক্রমাগত নাড়ার পর আরও ১ টেবিল চামচ মাখন, গরমমশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

মশলাদার ছানার চিল্লা 
চিল্লার উপকরণ: মুগ ডাল   কাপ, সুজি   কাপ, রোস্টেড বেসন  কাপ কর্নফ্লাওয়ার  কাপ, আদা ১ ইঞ্চি মতো, কাঁচালঙ্কা ২টি, গোটা জিরে ১ চামচ, সাদা তেল পরিমাণ মতো, নুন ও চিনি স্বাদমতো, হলুদ গুঁড়ো  চামচ, হিং  চামচ, জোয়ান  চামচ, জল  কাপ, টপিংয়ের জন্য: গাজর  কাপ, সবুজ ক্যাপসিকাম ২ টেবিল চামচ, হলুদ ক্যাপসিকাম ২ টেবিল চামচ, লাল ক্যাপসিকাম ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ২টি,  ছানা ১ কাপ, ধনেপাতা কুচি  কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, টম্যাটো কুচি ২ টেবিল চামচ, চিলি ফ্লেক্স  চামচ, গোলমরিচের গুঁড়ো  চামচ, পাওভাজি মশলা ১ চামচ, নুন ও চিনি স্বাদমতো।
প্রণালী: প্রথমে মুগ ডাল জলে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর জল ফেলে দিয়ে মুগ ডাল, আদা, কাঁচালঙ্কা, গোটা জিরে, পরিমাণ মতো নুন, চিনি ও জল মিশিয়ে বেটে নিতে হবে। এবার তার মধ্যে সুজি, রোস্টেড বেসন ও কর্নফ্লাওয়ার মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এরপর তাতে জোয়ান, হিং ও হলুদ গুঁড়ো মিশিয়ে ফেটাতে হবে এবং ১৫ মিনিট রাখতে হবে। এবার টপিংয়ের মিশ্রণ বানানোর জন্য সমস্ত সব্জি একটি পাত্রে নিয়ে তার সঙ্গে ছানা ও ধনেপাতা কুচি মেশান, টপিংয়ের মশলা ও পরিমাণ মতো নুন ও চিনি সহ ভালো করে মিশিয়ে নিন। এবার গ্যাসে একটি ননস্টিক তাওয়া বসিয়ে খুব সামান্য তেল ব্রাশ করে তার উপর এক হাতা ব্যাটার ঢেলে ধোসার মতো ছড়িয়ে দিন।  তৈরি করে রাখা টপিং থেকে কিছুটা নিয়ে তার উপর ছড়িয়ে চেপে দিতে হবে। এবার সেটি মাঝারি আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিল্লাটির নীচের দিক লাল হয়ে যায়। উপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিতে হবে। এরপর তা উল্টে দিয়ে অন্য সাইডও ভেজে নিতে হবে।

 রাভা কোটেড চিজ ছানার বল 
উপকরণ: ছানা ১ কাপ (২৫০ গ্রাম মতো), পেঁয়াজ কুচি  কাপ, কাঁচালঙ্কা কুচি  চামচ, চিলি ফ্লেক্স   চামচ, চাটমশলা  চামচ, গোলমরিচ গুঁড়ো  চামচ, ভাজা জিরের গুঁড়ো  চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, নুন ও চিনি পরিমাণ মতো, রোস্টেড বেসন ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিজ কিউব ২টি,  ছানার বল কোটিংয়ের উপকরণ: সুজি ১ কাপ, ব্রেড ক্রাম্ব  কাপ, ময়দা  ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো   চামচ, জল  ৬ টেবিল চামচ, নুন সামান্য। 
প্রণালী: প্রথমে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো ও সামান্য নুন এবং ৬ টেবিল চামচ জল সহযোগে। এবার ছানা খুব ভালো করে মেখে নিয়ে তার সঙ্গে রোস্টেড বেসন ও কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে পেঁয়াজ সহ অন্যান্য মশলা নুন ও চিনি সহযোগে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে (চিজ বাদে)। এবার চিজ-এর কিউবগুলি ছোট ছোট করে কেটে নিতে হবে। ছানার মিক্সচার থেকে কিছুটা নিয়ে সেটিকে গোল বলের মতো বানিয়ে ভেতরে ছোট একটি চিজ-এর কিউব স্টাফিং-এর মতো করে ভরে দিতে হবে। এবার এই বল প্রথমে বানিয়ে রাখা ময়দার ব্যাটারে ডুবিয়ে নিতে হবে এবং ব্রেড ক্রাম্বস্‌ ও সুজি মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে কোটিং করে নিতে হবে। এরপর বলগুলিকে সেট হওয়ার জন্য ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। এবার ওই বলগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। টম্যাটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ছানার পুর ভরা পটোলের রসা 
উপকরণ: পটোল ১৪টি, পুরের উপকরণ: জল ঝরানো ছানা ১ কাপ, আদা ও কাঁচালঙ্কা বাটা ১ টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ,  হলুদ  চামচ, গরমমশলা  চামচ, শাহী মরিচ  চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ, রোস্টেড কাজু  ২ টেবিল চামচ, রোস্টেড কিশমিশ ২ চামচ, নুন ও চিনি পরিমাণ মতো,  গ্রেভির উপকরণ: টম্যাটো ২টি, নারকেল কোরা  কাপ, রোস্টেড কাজু ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, শাজিরে  চামচ, ছোট এলাচ ৪টি, দারচিনি ১টি স্টিক, 
বড় এলাচ ১টি, তেজপাতা ২টি, শুকনো লঙ্কা ২টি, হিং   চামচ, আদা কাঁচালঙ্কা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো  চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ ভাজা জিরে গুঁড়ো ১ চামচ, কিচেন কিং মশলা ১ চামচ, গরমমশলা গুঁড়ো ১ চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, ঘি ২ চামচ, নুন ও চিনি  পরিমাণ মতো। 
প্রণালী: প্রথমে পটোলগুলো ধুয়ে খোসা হালকা করে চেঁছে নিন। এক সাইডের মাথা একটু বড় করে কেটে নিতে হবে। এবার পটোলের ভিতর থেকে বীজ বের করে নিন। তাতে নুন মাখিয়ে রেখে দিন। তারপর সর্ষের তেলে ভেজে নিন। এবার পুর বানানোর জন্য একটি কড়াইতে ৩ টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তাতে শাজিরে ফোড়ন দিন। ছানা মেখে নিন। এরপর পুরের সব উপকরণ ও নুন দিয়ে নাড়তে থাকুন। সব মিশে গেলে বুঝবেন পুর তৈরি। মিশ্রণটিকে ঠান্ডা করে পটোলের মধ্যে ভরুন। মাথার অংশটি দিয়ে ঢেকে কাঠি দিয়ে মুখ বন্ধ করে দিন। রসার গ্রেভি বানাতে সব উপকরণ তেলে দিয়ে নাড়তে থাকুন। পরিমাণ মতো নুন দিন। অল্প জল দিয়ে ফোটান। গ্রেভি ঘন হলে পুরভরা পটোল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন।
পাপিয়া সান্যাল চৌধুরী
19th  October, 2024
মনমাতানো মাটন চিকেন

কালী পুজো মানেই মাংসের হরেক স্বাদ। তেমনই দু’টি রেসিপি জানালেন প্রিন্সটন ক্লাবের এগজিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তী।   বিশদ

চুমুকে তৃপ্তি

চলছে বিভাগ ‘স্বাদ বাহার’। কোথায় কেমন খাবার সেরা? থাকছে তারই খোঁজ। এবারের বিষয় চা ও কফি। বিশদ

ঝালেঝোলে

অক্টোবর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী চন্দ্রা দত্ত। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি। বিশদ

রেস্তোরাঁর খবর

নভোটেল কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে পাবেন এক্সক্লুসিভ ফেস্টিভ হ্যাম্পার— বন্ধন। ক্লাসিক হ্যাম্পার, সিলভার হ্যাম্পার, গোল্ড হ্যাম্পার, প্ল্যাটিনাম হ্যাম্পার, ডায়মন্ড হ্যাম্পার বিশদ

পোস্তর  মিলমিশ

নিরামিষ পদকে সুস্বাদু করতে পোস্তর জুড়ি মেলা ভার। পোস্ত দিয়ে রাঁধা চেনা অচেনা কয়েকটি পদের রেসিপি রইল আজ।   বিশদ

19th  October, 2024
মনোহরণ ক্ষীর 

ক্ষীর দিয়ে মিষ্টি। স্বাদ আর পুষ্টি দুই-ই পাবেন তাতে। কেমন সেই রান্না? থাকছে তারই রেসিপি।  বিশদ

19th  October, 2024
হোটেল ও রেস্তরাঁয় আগমনি আয়োজন

আর মাত্র তিন দিন বাদেই দুর্গা পুজো। শারোদৎসব মানেই খাওয়াদাওয়া জমজমাট। সেই মতো নতুন মেনু সাজিয়ে হাজির শহরের বিভিন্ন রেস্তরাঁ। বিশদ

05th  October, 2024
মিষ্টি মুখে শুভ বিজয়া

চলছে মহাপুজো মহাভোজ। পুজোর পাঁচ দিন কেমন আয়োজন করবেন? সেই নিয়েই থাকছে রেসিপি। আজ দশমীর মেনু।  বিশদ

05th  October, 2024
নিরামিষের চার বাহার

পুজোর পর লক্ষ্মী পুজো। আর তার মানেই নিরামিষ খাবার। সুস্বাদু দুই ধরনের নিরামিষ কম্বো মেনুর রেসিপি দেওয়া হল আজ পাঠকদের জন্য। পুজোর দিনে মা লক্ষ্মীকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন এই পদগুলো।
  বিশদ

05th  October, 2024
শিলে বাটা রান্না

শুধু নিরামিষ নয়, আমিষের নানা ধরনের বাটা দিয়েও একথালা ভাত খেয়ে ফেলা সম্ভব। তেমনই কয়েক পদ বাটার রেসিপি রইল। পার্বণের মরশুমে অতিথি নেমন্তন্ন করে প্রথম পাতে এমন বাটা পরিবেশন করে তাক লাগিয়ে দিতে পারেন অনায়াসেই। বিশদ

05th  October, 2024
নবমীতে মনমাতানো মাংস

চলছে মহাপুজো মহাভোজ। পুজোর পাঁচদিন কেমন আয়োজন করবেন? সেই নিয়েই থাকছে রেসিপি। আজ নবমীর মেনু।  বিশদ

28th  September, 2024
ঝালেঝোলে

সেপ্টেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী প্রিয়ঙ্কর ঘোষ। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি। বিশদ

28th  September, 2024
হোটেল রেস্তরাঁয় পুজোর মেনু

বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো আগতপ্রায়। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা শহর। হোটেল ও রেস্তরাঁয় তাই নানাবিধ আয়োজন। থাকছে তার খবর। বিশদ

28th  September, 2024
অষ্টমীতে মহাভোগ

গোবিন্দভোগ চাল ২০০ গ্ৰাম, সোনা মুগ ডাল ২০০ গ্ৰাম, আলু, ফুলকপি ১০-১২ টুকরো, মটরশুঁটি ১ মুঠো, নারকেল কুচি ২ টেবিল চামচ, ঘি ২৫ গ্ৰাম, সর্ষের তেল ৩ চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, টম্যাটো ১টা, হলুদ গুঁড়ো ১ চামচ, বিশদ

21st  September, 2024
একনজরে
মাদক মামালায় এবার বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাদক মামলার ক্ষেত্রে ১৮০ দিনের মধ্যে চার্জশিট পেশ করলে অভিযুক্ত আর জামিন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। এটাই আইন। ...

সেমেস্টার ব্রেক শুধুই পড়ুয়াদের জন্য। কিন্তু শিক্ষকদের অন-ডিউটি থাকতেই হবে। এই সময় যদি কোনও শিক্ষককে ছুটি নিতে হয়, তাহলে যথাযথভাবে লিভ অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর ছুটি মিললে সেইমতো ‘স্টেশন লিভ’ করা যাবে। ...

সালিশি সভায় যুবককে মারধরে ‘ইন্ধন’ জুগিয়েছিলেন তাঁরই স্ত্রী। অভিযোগ, সামনে দাঁড়িয়ে থেকেও প্রতিবাদ করেননি। উল্টো সুর মিলিয়েছিলেন অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গে। সালিশি সভায় মারধরের ‘অপমানে’ একদিন পরেই আত্মহত্যা করেন ওই যুবক। ...

এসে গেল বাজাজ অটোর নতুন পালসার বাইক। পালসার এন সিরিজের নতুন সংযোজন ১২৫ সিসির এন১২৫। ট্রেন্ডি গ্রাফিক্স, স্টাইলিশ এই বাইকের দাম শুরু হচ্ছে ৯৪ হাজার টাকা থেকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৮৬৩:  ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লণ্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়
 ১৮৭৩: শের-ই-বাংলা ফজলুল হকের জন্ম
১৮৭৯: রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কির জন্ম
১৮৮১: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম
১৮৯০: ভাষাচার্য তথা বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম
১৯১৭: বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেনের মৃত্যু
১৯২৭: গোয়েন্দা কাহিনীকার শ্রীস্বপন কুমার, জ্যোতিষী শ্রীভৃগু ও ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডের জন্ম
১৯৩৪: মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়
১৯৩৭: সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের জন্ম
১৯৪৭: জম্মু ও কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে সায় দিলেন সেখানকার মহারাজারা
১৯৫০: মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন
১৯৬৪: পশ্চিম অস্ট্রেলিয়ায় শেষ মৃত্যুদণ্ড কার্যকর হল এরিক এডগার কুকের
১৯৭৪: অভিনেত্রী রবিনা ট্যান্ডনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৫ টাকা ৮৪.৯৯ টাকা
পাউন্ড ১০৭.১৯ টাকা ১১০.৯৬ টাকা
ইউরো ৮৯.৩৫ টাকা ৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৬,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৮,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

দিনপঞ্জি------------------------------------------------------------ -                                           

দৃকসিদ্ধ: ৯ কার্তিক, ১৪৩১, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪। দশমী ৫৯/১৫ শেষরাত্রি ৫/২৪। অশ্লেষা নক্ষত্র ১০/১০ দিবা ৯/৪৬। সূর্যোদয় ৫/৪১/৪৩, সূর্যাস্ত ৪/৫৯/৩৫। অমৃতযোগ প্রাতঃ ৬/২৬ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৭ গতে ২/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৯ গতে ৩/১০ মধ্যে। বারবেলা ৭/৬ মধ্যে পুনঃ ১২/৪৫ গতে ২/১০ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৩৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি। 
৯ কার্তিক, ১৪৩১, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪। নবমী দিবা ৬/৩৮। অশ্লেষা নক্ষত্র দিবা ১/৩৫। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/০। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২২ গতে ৫/০ মধ্যে এবং রাত্রি ১২/৩৯ গতে ২/২৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২৩ গতে ৩/১৫ মধ্যে। কালবেলা ৭/৭ মধ্যে ও ১২/৪৬ গতে ২/১১ মধ্যে ও ৩/৩৬ গতে ৫/০ মধ্যে। কালরাত্রি ৬/৩৬ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৩ মধ্যে। 
২২ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দিল্লির শাহদারা জেলার একটি এটিএম-এ আগুন, ঘটনাস্থলে হাজির দমকল

10:34:00 PM

দোদরা-কাওয়ারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

10:26:00 PM

চিত্রকূটে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

10:05:00 PM

দিল্লির মানুষ কেজরিওয়ালকেই জেতাবে, বিজেপি নার্ভাস কারণ তারা জানে তারা দিল্লিতে জিততে পারবে না, বললেন আপ নেতা সঞ্জয় সিং

09:34:00 PM

আইএসএল: মহামেডানকে ৪-০ গোলে হারাল হায়দরাবাদ

09:29:00 PM

আইএসএল: মহামেডান ০-হায়দরাবাদ ৪ (৮১ মিনিট)

09:12:00 PM