পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
চোখকে আরাম দেয় এমন প্যাস্টেল শেড বা নরম রঙা লিপস্টিকই এমনিতে আজকাল ওষ্ঠরঞ্জনীর প্রথম সারিতে। শাড়ি গয়না চুলের বাহারে যতই চড়া সাজ হোক, লিপস্টিক হবে মিনিমাল, যাতে সবটা ব্যালান্স হয়। এটাই ছিল দস্তুর। তবে অল্প সময়ের জন্য হলেও তাতে বুঝি ছেদ পড়ল! ঘেমেনেয়ে একসা হওয়ার দিন প্রায় এসেই পড়ছে। তার আগে যে ক’টা দিন হাতে আছে, একটু চড়া রঙে ঠোঁট রাঙিয়ে মন ভালো করতেই পারেন। ৯০-এর দশককে মনে করিয়ে বলি-সেলেবরা সেপথে হাঁটছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে সেই অবতারেই। মোনোক্রোমের ট্রেঞ্চকোট, প্যান্টস্যুটের সঙ্গে দীপিকা ঠোঁট রাঙিয়েছেন মেরুন লাল রং দিয়ে। তাঁর গালে ছিল ব্রোঞ্জ শেডের ছোঁয়া। চোখে স্বর্ণাভ আইশ্যাডো। বড় ফ্রেমের চশমা আর বড় হুপ ইয়ারিংসে একটা অন্য আভিজাত্য তুলে ধরেছিলেন দীপিকা।
তারকা সোনম কাপুর একটি ফ্যাশন শো-এ হাজির হয়েছিলেন মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিডা কাহলো-র অনুপ্রেরণায় তৈরি করা লুক-এ। সোনমের ঠোঁটে ছিল বোল্ড রেড লিপস্টিক। হালকা পিঙ্ক ব্লাশের সঙ্গে মাথায় ছিল টাইট খোঁপা। খোঁপায় গোলাপগুচ্ছ।
গাঢ় মানেই কিন্তু লাল আর মেরুন নয়। ব্যক্তিত্বের সঙ্গে লাল-মেরুন মানানসই না হলে ব্রাউনের বিভিন্ন শেডও দেখতে পারেন। যেমন কিছুদিন আগে বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত নেনে সেজেছিলেন হলুদ রঙের উজ্জ্বল লেহেঙ্গায়। মেকআপে তাঁর সঙ্গী মেটেরঙা মোকা ব্রাউন লিপস। চোখেও রং মিলিয়ে খয়েরি আইশ্যাডো। উজ্জ্বলরঙা পোশাকের সঙ্গে এই শেড অদ্ভুত সুন্দর ভারসাম্য তৈরি করেছিল।
লিপ কালারে বোল্ড বা ঘন রং নব্বইয়ের দশকে অবাক করা কোনও ব্যাপার ছিল না। ফিল্ম তো বটেই, ওই সময়ে সুপারমডেলদের কাছেও লিপস্টিকে প্রিয় শেড ছিল ডার্ক চকোলেট ব্রাউন শেড। ডার্ক ম্যাট হোক বা গ্লস, যদি আপনাকে সেই কালার মানিয়ে যায়, তাহলেই কেল্লাফতে। মুখের ত্বক মাজা-মাজা হলে ডার্ক ব্রাউন শেড আপনি ঠোঁটের জন্যই বাছতেই পারেন। গমরঙা ত্বকে বার্নট শেড বা টেরাকোটার রং পছন্দ করতে পারেন।
মেকআপ শিল্পী অভিজিৎ পাল জানালেন, সেলিব্রিটিদের সাজ ভালো লাগতেই পারে। কিন্তু সেটা যে আমাদের জন্যও সবসময় উপযুক্ত হবে, তা কিন্তু নয়। ব্যক্তিত্ব অনুযায়ী মেকআপ করতে হয়। ট্রেন্ড ফলো করেও নিজের স্কিন টোন বুঝে একটু আলাদা ধরনের শেড কেউ বেছে নিতেই পারেন। ডার্ক শেড ঠোঁটে থাকলে মেকআপ লাউড যেন না হয়। এক্ষেত্রে দরকার নিউট্রাল মেকআপ। মেরুন, রেড, পিঙ্ক এবং ব্রাউনের মধ্যে কয়েকটি ডার্ক শেড নিয়ে পরামর্শ দিলেন অভিজিৎ। এগুলো ডার্ক হলেও ভয়ঙ্কর উজ্জ্বল নয়। যেমন, লাল লিপস্টিকের শেড-এর ক্ষেত্রে ওয়াইল্ড রেড বা ফায়ারি রেড-এর পরিবর্তে খুঁজতে পারেন ভেলভেটি রেড, চেরি রেড। মেরুনে উইকেড, ব্লাডমুন খুঁজে নিন। ডার্ক পিঙ্কের মধ্যে রাখতে পারেন ব্ল্যাক চেরি, গথিক প্লাম, ভ্যাম্পায়ার স্টিক প্লাম। ব্রাউন শেড থেকে নিতে পারেন ডার্ক এসপ্রেসো, সেপিয়া ব্রাউন ও কফি ব্রাউন।
ডার্ক শেড প্রয়োগ করার আগে সতর্ক থাকতে হবে। এই শেড অ্যাপ্লাই করার আগে ঠোঁট ভালো করে ময়েশ্চারাইজ করে নিন। এতে লিপস্টিক অনেকক্ষণ ঠোঁটে থাকবে এবং চট করে স্মাজ করবে না। লিপ লাইনার অবশ্যই ব্যবহার করুন। ঠোঁটের কন্ট্যুরিং ঠিক থাকবে আর লিপ কালার খুব সুন্দরভাবে বসবে। যাঁরা নিয়মিত মেকআপ করেন, ব্রাউন লিপস হলে তাঁরা হেজেলনাট, মভ বা ব্রোঞ্জের শেড গালে দিতে পারেন।