উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
বিয়ের মরশুম দোরগোড়ায়। এবার খানিক যাতায়াত বাড়বে ব্যাঙ্কের ভল্টে। কেউ বা আলমারির লুকানো লকার থেকে বের করে আনবেন প্রিয় সোনার গয়নাটি। বিয়েবাড়ির সাজের জন্য প্রয়োজনীয় গয়না এবার বেছে নেওয়ার সময়। বিয়ের কনের পরিবারও এই সময় পুরনো ও নতুন সোনার গয়না বের করে ব্যাঙ্ক বা আলমারি থেকে।
কেউ পারিবারিক ঐতিহ্য মেনে মা-ঠাকুরমার কোনও গয়না পরিবার সূত্রেই পান। আবার কোথাও বিয়ের সময়ের বিপুল খরচের কথা ভেবে আগাম সচেতন থাকেন অভিভাবকরা। তাই অনেকেই একটু একটু করে সোনা কেনা শুরু করেন মেয়ের শৈশব থেকে। কোনও কোনও পরিবার আবার মা-ঠাকুরমার পুরনো ভারী গয়না দিয়েই মূলত মেয়ের বিয়ে দেন। টুকটাক অল্প সোনা কিনলেই সেক্ষেত্রে আশ মেটে।
তবে সোনার গয়না সময়ের সঙ্গে সঙ্গে তার পুরনো জৌলুস হারিয়ে ফেলে। সোনা তার নিজের রং না হারালেও অনেক আগে কেনা গয়না বা সাবেককালের গয়না অনুজ্জ্বল হয়ে যাওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে কয়েকটি সহজ উপায় মেনে চললে সোনার গয়নার সেই হারানো জেল্লা ফিরিয়ে আনতে পারেন। রইল সেইসব টিপস।
সোনা খুব নরম ধাতু। সহজেই একে অন্যের সঙ্গে ঘষা লেগে তা ঔজ্জ্বল্য হারায়। এতে সোনার ক্ষয়ও হয়। তাই একটু সাবধান হতে হবে। কখনও একটির সঙ্গে আরও একটি গয়না মিলিয়ে মিশিয়ে রাখবেন না। গয়না যতই ছোট হোক, আলাদা আলাদা ব্যাগে বা বাক্সে রাখুন। নরমসরম কাপড়ে মুড়ে বা ভেলভেটের ব্যাগে সোনা রাখলে সোনার রং ও উজ্জ্বলতা ভালো থাকে।
সোনার করিগরদের মতে, সোনাকে রুপোর সঙ্গে না রাখাই ভালো। রুপোর গয়নার ক্ষয় সোনার চেয়ে বেশি। তাই সোনার রঙের পরিবর্তন রুখতে রুপোর গয়নার সঙ্গে একত্রে সোনা রাখবেন না।
ধুলো সোনার জৌলুস হারানোর অন্যতম কারণ। বর্তমানে দূষণ ও ধুলোর বাড়বাড়ম্ত সর্বত্র। তাই নিয়ম করে মাঝেমধ্যেই সোনার গয়না হাল্কা নরম কাপড় দিয়ে মুছে নিন। ব্যাঙ্কের ভল্টে রাখা গয়নার ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন। একটু সময় বের করে ভল্টে গিয়ে গয়না মিলিয়ে নেওয়ার সময় পরিষ্কার করে নিন। নইলে দীর্ঘদিনের জমা ময়লা চেপে চেপে পরিষ্কার করতে গিয়ে সোনার কিছুটা ক্ষয়ে যেতে পারে। তাই ধুলো পড়তে দেবেন না গয়নায়।
স্যাঁতসেঁতে আবহাওয়া সোনার জন্য ভালো নয়। আর্দ্রতা সোনার ঔজ্জ্বল্য নষ্ট করে। সোনার গয়না শুষ্ক ও স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। এতে সোনার ক্ষয়ও আটকানো যায়। তাপমাত্রাও অধিক হবে না। সোনা ভালো রাখতে সিলিকা জেলের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এই জেল বাড়তি আর্দ্রতা শুষে নেয়।