উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
লক্ষ্মীকান্তপুর শাখার মাধবপুর স্টেশন এলাকাতেই রয়েছে মন্দিরবাজারের বীরেশ্বরপুর গৌর মণ্ডল শচীন মণ্ডল কলেজ। রোজ কয়েকশো ছাত্রছাত্রী এই স্টেশন ধরেই কলেজে যান। মন্দিরবাজারের নাইয়ারাট ব্লক হাসপাতালও স্টেশন থেকে কিছু দূরে। এছাড়া মন্দিরবাজার ব্লক অফিস যেতেও এই স্টেশনই ভরসা। কিন্তু স্টেশনের উত্তর বা দক্ষিণ দিকে রাস্তা ও রেলগেট নেই। ফলে দক্ষিণ দিকের বড় কইপুকুর, ছোট কইপুকুর, যাদবপুর, পানাপুকুর গ্রামের মানুষজনকে নিত্য প্রয়োজনে রেল লাইন টপকাতে হয়। একই হাল উত্তর দিকের পাটকেলবেড়িয়া, গোবিন্দপুর, নয়াবাদ, বাপুলি বাজার এলাকার বাসিন্দাদেরও।
রাস্তা বা রেলগেট না থাকায় এইসব এলাকার বাসিন্দাদের স্থানীয় নাইয়ারাট ব্লক হাসপাতালে যেতে নয় কিলোমিটার পথ ঘুরতে হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা সহ রেলগেট নির্মাণের ব্যাপারে রেল কর্তৃপক্ষ কোনও নজরই দিচ্ছে না। আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে রোজ। সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে রেল লাইন পার হতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে চোট পান। কবে রেলগেট হবে, সেই আশায় দিন গুনছি আমরা। স্থানীয় কৃষ্ণপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বরূপ নস্কর বলেন, অনেকবার রেলকে জানানো হলেও কোনও কাজ হয়নি। এখানকার প্রাক্তন ও বর্তমান সাংসদ অনেক চেষ্টা করছেন। অবিলম্বে এই ব্যাপারে রেলের নজর দেওয়া উচিত।-নিজস্ব চিত্র