উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
এতদিন মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত যাঁরা বেতন পান, তাঁদের ক্ষেত্রে ইপিএফ অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক ছিল। সেই সীমা বাড়িয়ে ২১ হাজার টাকা করার চিন্তাভাবনা করেছে ইপিএফও কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর দিল্লিতে অছি পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে ইপিএফে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
দু’দিন আগে দিল্লিতে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) অছি পরিষদের এগজিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকে বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট ইঙ্গিত মিলেছে বলে সরকারি সূত্রে খবর। যা বিশদে আলোচনা হবে অছি পরিষদের আগামী বৈঠকে। বর্তমানে কোনও সংস্থায় কমপক্ষে ২০ জন কর্মী থাকলে ইপিএফওর আওতায় থাকতে পারে।
এছাড়া ইপিএফও সদস্যদের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির দাবিও দীর্ঘদিনের। অছি পরিষদের আগামী বৈঠকে সেই প্রসঙ্গ ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে ইপিএফও-র অছি পরিষদের সদস্য তথা শ্রমিক নেতা শিবপ্রসাদ তিওয়ারি বলেন, ‘এগজিকিউটিভ কমিটির বৈঠকে আমি ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির ইস্যুটি তুলেছিলাম। যুক্তি দিয়ে বুঝিয়েছি, ১,০০০ টাকা থেকে বাড়িয়ে তা মাসে অন্তত আড়াই হাজার টাকা করা সম্ভব। কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাসও দিয়েছে। আগামী বৈঠকে এই ব্যাপারে কোনও রূপরেখা পাওয়া যেতে পারে।’