Bartaman Patrika
চারুপমা
 

ত্বক হোক টানটান
 

তিরিশ পেরতে না পেরতেই ত্বকে ভাঁজ পড়ছে? ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে কী কী করবেন? পরামর্শ দিলেন কসমেটোলজি কনসালট্যান্ট ডাঃ রেশমা বানু। লিখেছেন অন্বেষা দত্ত।

অকালবার্ধক্য ঠেকানোর উপায় কে না খোঁজে? মুখের ভাঁজ, দাগ সব মুছে যৌবন ধরে রাখতে কে না আগ্রহী? বার্ধক্য আসবে, সকলেই জানেন। তবু তার আসার পথটা ত্বরান্বিত না করে যদি একটু যত্নআত্তি করে যৌবনের পরশ থাকে মুখেচোখে, তা মন্দ কী! মুখচ্ছবি সুন্দর থাকলে মনও থাকে খুশি। মানসিকভাবে বুড়ো হয়ে যাওয়ার ভয় থাকে না।

বুড়িয়ে যাওয়া স্বাভাবিক 
কসমেটোলজিস্ট রেশমা বানু জানালেন, বয়স বেড়ে যাওয়া একটা প্রাকৃতিক প্রক্রিয়া। তাকে আমরা চাইলেও কেউ পুরোপুরি আটকাতে পারব না। কিন্তু বয়সের আগেই বুড়িয়ে যাওয়া তো ঠেকাতে পারি। সেই পথেরই সন্ধান রয়েছে কসমেটিক সায়েন্সে। কীভাবে? তাঁর কথায়, ‘বয়স বেড়ে যাওয়ার দুটো পথ। একটা হচ্ছে ‘ইনট্রিনসিক’, যেটা শরীরের ভেতরে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর একটা হচ্ছে ‘এক্সট্রিনসিক’, যেটা পরিবেশ ও জীবনযাত্রা এবং বাইরের নানা বিষয়ের উপরে নির্ভরশীল। এই দ্বিতীয় দিকটিকেই আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি।  
সেই প্রক্রিয়াটা কীরকম? রেশমা বললেন, ‘প্রথম যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে সান প্রোটেকশন-এর ব্যবহার। এটা ভীষণ জরুরি। নিয়মিতভাবে করা উচিত। সূর্য থেকে বাঁচতে প্রয়োজনমতো কাপড় দিয়ে মুখ ঢাকা, লং স্লিভ জামাকাপড়, সানগ্লাসেস তো আছেই। কিন্তু সানস্ক্রিন লোশন বা ক্রিম যেটা ব্যবহার করবেন, সেটা যেন ব্রড স্পেকট্রামের হয়। এসপিএফ ৩০ বা তার বেশি। তবে এমন সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন, যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট বা জল লাগলেও ধুয়ে যায় না। অনেকে জানতে চায় কোন বয়স থেকে সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত? তাদের জন্য কসমেটোলজিস্টের পরামর্শ, সানস্ক্রিন খুব কম বয়স থেকেই ব্যবহার করা যায়। স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সুপারিশ অনুযায়ী, ছ’মাস বয়স অতিক্রান্ত হলেই শিশুকে সানস্ক্রিন দেওয়া যাবে। আর এসপিএফ-এর ক্ষেত্রেও বলা হচ্ছে ৩০ বা তার বেশি। সবসময়েই ৫০-এর উপরে সানস্ক্রিন খোঁজার কোনও দরকার নেই। সঙ্গে রাখতে হবে ময়েশ্চারাইজার। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এটা খুব দরকার। যাদের তৈলাক্ত ত্বক, তাদের অনেকেই ভাবে তার ময়েশ্চারাইজার দরকার নেই। এটা একেবারেই ঠিক নয়। এই ধরনের স্কিনে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার দিতে হবে। অনেকেই জানে না, অ্যান্টি এজিং ক্রিমেও সিংহভাগ থাকে ময়েশ্চারাইজার। মুখের যত্নে আর একটি বিষয় বললেন তিনি। মুখ পরিষ্কার করার সময় খুব হালকা ধরনের ক্লেনজার ব্যবহার করতে হবে। সাবান নয়। 
সৈন্ধব লবণ
বাইরে থেকে এই সব উপকরণ ব্যবহার করে ত্বকের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। কিন্তু ভেতর থেকেও আর্দ্রতা যাতে বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকে ভাবে,    সারাদিন ধরে প্রচুর জল খেলেই শরীরের আর্দ্রতার ভারসাম্য থাকবে। তাই চার-পাঁচ লিটার জল খেয়ে নিল। এতে কিন্তু আদতে লাভ হয় না। অতিরিক্ত জল শরীর থেকে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তাতে হাইড্রেশন বজায় থাকে না। কীভাবে তাহলে সেটা করা যাবে? রেশমার মতে, এটা করা সম্ভব অন্য পথে। পিঙ্ক সল্ট বা সৈন্ধব লবণ যদি সকালবেলা একগ্লাস জলে অল্প পরিমাণে গুলে খেয়ে নেওয়া যায়, তাহলে সার্বিকভাবে আর্দ্রতা বজায় থাকবে। সৈন্ধব লবণে সোডিয়ামের স্তর অনেকটাই নীচে। হাইপারটেনশনের রোগীরাও এটা খেতে পারেন। এই নুনে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, নিকেল এমন নানাবিধ খনিজ থাকে। যেগুলো শরীরে দরকার। এতে আমাদের সরাসরি সেলুলার হাইড্রেশন হয় অর্থাৎ কোষের মধ্যেই আর্দ্রতাকে ধরে রাখা যায়। সেলিব্রিটিরা এখন অনেকেই এই পদ্ধতি অনুসরণ করছেন।
এছাড়া দ্রুত বার্ধক্য এসে যাওয়ার পিছনে দায়ী ধূমপানে আসক্তি। আজকাল ১৮-১৯ বছর বয়স থেকে এধরনের নেশায় আসক্ত হচ্ছে ছেলেমেয়েরা। এত কম বয়েসে এই ধরনের আসক্তি অকালবার্ধক্যের জন্য দায়ী। রেশমার মতে, তামাকের নিকোটিন ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা কমিয়ে দেয়। তাতে ত্বকের ঔজ্জ্বল্য ক্রমশ হ্রাস পেতে থাকে। এসে যায় কুঞ্চন। ধূমপানের অভ্যাস তাই একেবারেই পরিত্যাজ্য। এর সঙ্গে দরকার সুষম ডায়েট। তাতে কী থাকবে? সেগুলোর ব্যাপারে সঠিক পথ দেখাবেন ডায়েটিশিয়ান। প্রয়োজন এক্সারসাইজও। রক্ত সঞ্চালন বাড়ানোর ক্ষেত্রে শরীরচর্চা খুবই কাজে দেয়। সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা।  

মুখের ভাঁজ
অনেকের অভ্যাস থাকে অত্যধিক ভুরু কুঁচকে বা ভুরু তুলে কথা বলার। এধরনের অভ্যাস কিন্তু ভবিষ্যতের জন্য ভালো নয়। কারণ এই ধরনের মৌখিক অভিব্যক্তি বারংবার হতে থাকলে কুঞ্চন বাড়বে। এই অভ্যেস থেকে সচেতনভাবে সরে আসতে হবে, বলছেন রেশমা। কারণ এর ফলে মুখে চিরস্থায়ী দাগ তৈরি হয়ে যায়। তাহলে ফেসিয়াল যোগা করা কি খারাপ? সেখানেও তো নানারকম মুখের অভিব্যক্তি থাকে যা বারবার করতে হয়। রেশমার মতে, তা একেবারেই নয়। ফেসিয়াল যোগা আর কথা বলার সময়কার অভিব্যক্তি এক বিষয় নয়। 

মহিলাদের ত্বক
বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের ত্বকে অন্য কিছু শর্ত কাজ করে। হরমোন সংক্রান্ত ভারসাম্য নষ্ট হওয়া তার মধ্যে একটা বড় কারণ। মেনোপজের পরে যেটা খুব বেশি হয়। এই সময়ে মহিলাদের ত্বকের কোলাজেন ক্রমশ হ্রাস পেতে থাকে। একটা গবেষণা অনুযায়ী, মেনোপজ আসার প্রথম পাঁচ বছরে ৩০ শতাংশ কোলাজেন হ্রাস হয় মহিলাদের। রেশমা এই তথ্য দিয়ে বললেন, কোলাজেন হ্রাস পেলেই ত্বকে রিংকলস বা কুঞ্চন আসবে। রোমকূপ বা পোরস বড় হয়ে যায়। ৫০-এর আশপাশে ত্বকের যে পিএইচ লেভেল, সেটাও অনেকটা কমে যায়। তাতে ত্বক খুব সংবেদনশীল হয়ে পড়ে। তাই ত্বকে ফ্রেকলস, হাইপারপিগমেন্টেশন বা লালচে ভাব— এসব আসে। এই বয়েসে পৌঁছে সংবেদনশীল ত্বক হওয়া সত্ত্বেও কেউ যদি নিয়মিতভাবে সানস্ক্রিন ব্যবহার না করেন, তাতে ত্বকের আরও ক্ষতি হয়। অর্থাৎ ত্বকে যে ভাঁজ পড়ার কথা ষাট বছর বয়সে, সেটা পঞ্চাশ বছরেই চলে আসে। ত্বকে চিরস্থায়ীভাবে সেই ভাঁজ রয়ে যায়।
মনে রাখবেন, যে কোনও বয়সেই সঠিক যত্ন শুরু করে দিতে পারেন। অনেকে ভাবেন, আমি তো চল্লিশে এসে সানস্ক্রিন ব্যবহার শুরু করেছি, দশ বছর বয়স থেকে মাখিনি। কত ক্ষতি হয়ে গেল! এটা ভেবে লাভ নেই। আর প্রতি বয়সের জন্য সঠিক চিকিৎসাও আছে। 
রেশমার কাছে অনেকেই প্রশ্ন করেন, ‘ত্বকের পিছনে এত সময় দিতে পারব না। খুব অল্প সময় ব্যয় করে কী করা সম্ভব বলুন।’ তিনি তাঁদের ত্বকের ধরন অনুযায়ী ক্লেনজার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন বেছে নিতে বলেন। তার সঙ্গে নাইট ক্রিমে রাখতে বলেন রেটিনল। এগুলো সবই মেডিকেটেড হওয়া ভালো। রেটিনল আবার গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। সপ্তাহে এক বা দু’দিন ব্যবহার করা যায়। ০.০২% রেটিনল দেওয়া হয় ত্বকের ধরন বয়স বুঝে।
এরপর কেউ যদি চান ফেস লিফট বা মুখে অন্য ধরনের পরিবর্তন ঘটাতে, যেমন উজ্জ্বলতা বাড়ানো ইত্যাদি, সেখানে রেশমারা ক্লিনিক থেকে চিকিৎসা করেন। এই পদ্ধতিতে ‘এপিডারমিস রিসারফেস’ করার লক্ষ্য থাকে। ক্ষতিগ্রস্ত এপিডারমিস সরিয়ে সেখানে পাতলা আস্তরণ বিশিষ্ট স্তরের কোষ রিপ্লেস করা হয়। এতে নতুন কোলাজেন তৈরি করা সম্ভব। এইরকম পদ্ধতির মধ্যে আছে কেমিক্যাল পিলিং, স্কিন টাইটেনিং, মাইক্রো নিডলিং। এছাড়া আছে ফিলার্স, বোটক্স। 

মাইক্রোনিডলিং
ত্বকের বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এর মধ্যে কোন প্রক্রিয়াটি রেশমা পরামর্শ দেন? তাঁর কথায়, ‘মাইক্রোনিডলিং। এতে কোলাজেন ১০০ শতাংশ স্টিমুলেট হয়। কাটাছেঁড়ার পরে যেভাবে ত্বক আপনা থেকেই সেরে ওঠে। বডি মেকানিজমে আপনা থেকেই কোলাজেন তৈরি হয়, মাইক্রোনিডলিং-ও একেবারেই একইরকম প্রক্রিয়া। এতে কারও কোলাজেন বাড়তে একমাস সময় লাগতে পারে, কারও বা দু’মাস। যেভাবে আমরা দেখি কারও কাটাছেঁড়া সারতে সাত দিন লাগে, কারও দু’সপ্তাহ বা তার বেশি সময় লেগে যায়। কিন্তু সারবেই। ২৫ বছরের উপরে যে কোনও বয়সি মানুষ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারেন, জানাচ্ছেন রেশমা। এতে ত্বকে কোলাজেন বাড়ে, তার ফলে ত্বক আবার টানটান হয়। 
মাইক্রোনিডলিংয়ে থাকে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা এবং জিএসপি। এই প্রক্রিয়ায় তে ৫-১০ মিলি রক্ত টেনে নেওয়া হয় শরীর থেকে। সেটা মেশিনে দিয়ে রোগীর রেড ব্লাডকে হোয়াইড ব্লাড থেকে আলাদা করা হয়। ছোট ছোট মাইক্রো ইনজুরি তৈরি করা হয় ত্বকে, তার মাধ্যমে আবার ত্বকে ইনফিউজ করা হয় হোয়াইড ব্লাড। 
এই প্রক্রিয়ায় খরচ কেমন পড়ে? কোন ব্র্যান্ডের জিনিস ব্যবহার হচ্ছে, তার উপর নির্ভর করে এই খরচ। কেমিক্যাল পিলিং-এ দু’হাজার টাকা থেকে খরচ শুরু বলা যায়। মাইক্রোনিডলিং কার কতগুলো দরকার, তার উপর খরচ নির্ভর করে। কারও হয়তো দুটো লাগে, কারও তিনটে। সেটা অনুযায়ী খরচ নির্ধারিত হয়। প্রতি সিটিংয়ে খরচ ২-৩ হাজার টাকার মতো। সময় লাগে ৩০-৪০ মিনিট। কেমিক্যাল পিলিং-এ ‘স্কিন কারকেশন’ সম্ভব। বিভিন্ন কেমিক্যাল পিলিং বি঩ভিন্ন ফল দেয়। কারও ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, কারও দাগ কমিয়ে ত্বকের নিখুঁত ভাব ফেরানো ইত্যাদি। তবে সব ক্ষেত্রেই কোলাজেন বৃদ্ধি হয়। এই প্রক্রিয়ার বিভিন্ন স্তর থাকে। কারও লাগে সুপারফিশিয়াল স্তরে। কারও লাগে মিডিয়াম স্তর। এর সঙ্গে রিঙ্কলস কমানো, হাইপার পিগমেন্টেশন কমানোর অপশনও থাকে। এতেই বুড়িয়ে যাওয়া আটকানো সম্ভব।
কারা এই ধরনের চিকিৎসা করান? পেশার প্রয়োজনে শুধুই কি সেলিব্রিটি অভিনেতা বা অভিনেত্রী বা মডেলরা? রেশমার মতে, এই প্রয়োজনটা সাধারণ মানুষের মধ্যে নেই ভাবলে ভুল হবে। এই চাহিদা অনেকের মধ্যেই আছে। কিন্তু চিকিৎসা করার সঠিক জায়গাটার খোঁজ হয়তো তাঁরা জানেন না। কসমেটোলজিস্টের কথায়, ‘সুন্দর হতে কে না চায় বলুন? মুখের একটা দাগ কারও কি ভালো লাগে? কোথায় গিয়ে চিকিৎসা করানো যাবে, জানলে অনেকেই আগ্রহী হন। এই প্রবণতাই দেখেছি রোগীদের মধ্যে।’ অনেক রোগী আসেন একেবারে ৫০ বা ৬০ পেরিয়ে। যারা কাজ ও সংসারের চাপে এতদিন কোনও ট্রিটমেন্ট করাতে পারেননি। এখন মনে হচ্ছে নিজের দিকে একটু তাকাই, নিজেকে ভালো রাখি। তাঁদের জন্য বোটক্স, ফিলার্সই পথ। ছ’মাসে একবার করে কারেকশন হয়তো তাঁকে করাতে হল। সঙ্গে মাইক্রোনিডলিং-ও চলতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া
এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর চোখের চামড়ার ভাঁজ বা ঠোঁটের পাশে ভাঁজ না হয় মুছে গেল কিছু দিনের জন্য। কিন্তু তার খেসারত অন্যভাবে দিতে হবে না তো? কারণ বয়স বাড়লে হরমোন সংক্রান্ত নানা পরিবর্তন মানুষের শরীরে ঘটতে থাকে। রেশমা বলছেন, ‘শরীরের অভ্যন্তরীণ পরিবর্তনের সঙ্গে কসমেটিক্যাল পরিবর্তনের সেভাবে কোনও সংগযোগ নেই। আমরা বাহ্যিক দিক থেকে সবটা করছি। অনেকে বলেন, কোলাজেন বাড়ানোর ট্যাবলেট খাচ্ছি। ট্যাবলেট থেকে ১০-১২ শতাংশ কোলাজেন ত্বকে কাজ দেয়। বাকিটা নষ্ট হয়। তাই কোলাজেন ট্যাবলেট খেয়ে বিশেষ লাভ হয় না। অনেকে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে জেল ত্বকে মাখেন। ভাবেন, সরাসরি ত্বকে ভিটামিন ই চলে যাচ্ছে। এটাও সম্ভব নয়। কারণ ভিটামিন ই বেশ বড় মলিকিউল। এটা চট করে ত্বকে ওভাবে প্রবেশ করতে পারে না। এই ভিটামিন তবু খাওয়া ভালো। স্কিন কেয়ার নেওয়ার অর্থ প্রচুর প্রোডাক্ট কিনে নিলাম, এটাও অনেকে ভাবেন। সেগুলো কিন্তু সবারই কাজ দেবে না। টোনার, ময়েশ্চারাইজার, সেরাম পর পর মাখা মানে স্কিনে স্তরের পর স্তর তৈরি হয়ে যাওয়া। দুটো স্তরের পরে ত্বকে আর কোনও স্তর কার্যকরীভাবে সক্রিয় হতে পারে না। তৃতীয় স্তর থেকে আর কাজ করে না।’ কিন্তু সৌন্দর্য বিশেষজ্ঞরা যে বলেন, সিটিএম অর্থাৎ ক্লেনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং অবশ্য কর্তব্য? রেশমা জানাচ্ছেন, টোনিং সেভাবে প্রয়োজন নেই এখন। আগেকার ক্লেনজার পিএইচ স্তর মেনটেন করে বাজারে আসত না। এখন মেডিকেটেড সব প্রোডাক্ট-এ পিএইচ স্তর রক্ষা করা হয়। সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে ঠিকঠাক পিএইচ স্তরযুক্ত ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন। ত্বকের আলাদা করে কোনও সমস্যা না থাকলে এর বেশি কিছু যত্ন লাগে না। 

কোরিয়ান মিথ   
কোরিয়ান বা ‘কে বিউটি’ নিয়ে এখন বাজারে খুব মাতামাতি হচ্ছে। অনেকেই লাফিয়ে পড়ে ত্বকের যৌবন ধরে রাখতে ‘কে বিউটি’ প্রোডাক্ট কিনছে। এটা কি ঠিক পথ? রেশমার মতে, ‘একেবারেই না। ‘কোরিয়ান গ্লো’ কোরীয়দের জন্য ঠিক আছে। ওদের ত্বকের সঙ্গে এবং ওদের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে সেটা ব্যবহার হচ্ছে। ওদের ত্বকের ধরন আর আমাদের ত্বকের ধরন তো এক নয়। তাই এই ধরনের প্রক্রিয়ায় যে উজ্জ্বলতা আসছে, অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করা হয় তাতে। আমাদের মুখের ত্বকের জন্য সেটা ঠিক নয়। এতে মুখের ত্বকে আরও বেশি ‘ইরিটেশন’ বা জ্বালাভাব তৈরি হতে পারে। আমাদের ত্বকের ধরনের জন্যই সেটা হয়।’ 
তিনি জানালেন, অনেকে আবার কম এসপিএফ-এর সানস্ক্রিন লোশন নিয়েও অভিযোগ করেন। মনে রাখবেন, আমাদের দেশের আবহাওয়া এবং ত্বক অনুযায়ী, এসপিএফ ৫০ প্রয়োজন নেই। এসপিএফ ৩০ যথেষ্ট। বিদেশিদের ত্বকে মেলানিন অনেক কম থাকায় রোদের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই ওদের ৫০ বা তার বেশি এসপিএফ প্রয়োজন। আমাদের ত্বকের দাগছোপ ইত্যাদি থাকে। পুরোপুরি ব্লেমিশেস চলে যায় না আমাদের ত্বক থেকে। অ্যাকনে-ফ্রিও হয় না। কিছু প্রক্রিয়ায় ওগুলো নিয়ন্ত্রণ করা যায় শুধু। আমাদের আবহাওয়াতেই এই সব সম্ভাবনা তৈরি হয়। তার মধ্যে ভেতরের উজ্জ্বলতা ধরে রাখতে হবে। কে বিউটি নিয়ে মাথা না ঘামিয়ে তাই বি বিউটি অর্থাৎ ‘বেঙ্গল বিউটি’-র কথা ভাবুন। নিজেকে মেনে নিতে শিখতে হবে।’   
ছবি: সংশ্লিষ্ট সংস্থা ও এআই-এর সৌজন্যে
08th  September, 2024
ঘরোয়া উপায়ে উজ্জ্বল ত্বক

বেশ কিছুদিন ধরে বাজার মাতাচ্ছে কে বিউটি অর্থাৎ কোরিয়ান বিউটি স্টাইল। সেই পদ্ধতিতে রূপচর্চায় আদৌ কি ফল মেলে? রইল বিশেষজ্ঞের পরামর্শ।  বিশদ

09th  November, 2024
সোনার গয়নার যত্ন

পছন্দের সোনার দরকার একটু যত্ন। কোন উপায়ে স্বর্ণালঙ্কার রাখলে দিনের পর দিন তা উজ্জ্বল ও ঝলমলে থাকবে? বিশদ

09th  November, 2024
ভাইয়ের কপালে...

ভ্রাতৃদ্বিতীয়ার সাজে চতুষ্পর্ণীর জন্য সেজে উঠলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। কথায় কথায় ভাগ করে নিলেন ভাইফোঁটার স্মৃতি। বিশদ

02nd  November, 2024
চোখের নীচে ডার্ক সার্কল থাকলে কীভাবে দূর করবেন?
 

পুজোপার্বণে বা অন্য উৎসবে মেতে উঠতে বাঙালির জুড়ি মেলা ভার। কিন্তু আনন্দের পর ত্বকের সঠিক যত্ন না নিলে তা নষ্ট হয়ে যাবে। অনেকেই পুজোয় প্রচণ্ড রাত জেগেছেন। ঠাকুর দেখা, খাওয়াদাওয়া, আড্ডা বাদ যায়নি কিছুই। তার ফলে চোখের নীচে জমিয়ে কালিও পড়েছে। পার্বণী আনন্দে ভুলে এত দিন হয়তো সেদিকে বিশেষ খেয়াল করেননি। কিন্তু এবার যখন কাজে ফিরতে চাইছেন, তখনই চোখের নীচের কালি বিষাদের কালো হয়ে জমছে মনে। অতএব অবিলম্বে কালি মুছে ফেলা চাই। ঘরোয়া পদ্ধতি জানালেন রূপ বিশেষজ্ঞ দিব্যা সিং।
বিশদ

02nd  November, 2024
রূপচর্চায় তেল

ত্বকের যত্নে কোন ধরনের তেল ব্যবহার করবেন? জানালেন বিশিষ্ট রূপবিশেষজ্ঞ কেয়া শেঠ। 
  বিশদ

02nd  November, 2024
আলোর উৎসবে সাজ

আর মাত্র ক’দিন পরেই দীপাবলি। বর্তমান চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে আলোর উৎসবের মানানসই সাজে সেজে উঠলেন অভিনেত্রী সোহিনী সরকার। দীপাবলির সকালের জন্য তিনি বেছে নিয়েছিলেন তুঁতেরঙা ইক্কত সিল্ক, যার বর্ডারে সিঁদুরে লালের ছোঁয়া। বিশদ

26th  October, 2024
দীপাবলির সাত-সতেরো

দীপ জ্বেলে ‘শ্রী’-কে বরণ করে নেওয়ার এক অনন্ত দিন দীপাবলি। শ্রী অর্থে সুন্দর, শুভ। জীবনে যা কিছু আলো সবই ধারণ করার কথা বলে এই রোশনাইয়ের উৎসব। কালীপুজোর বাজি পোড়ানো যেমন আকর্ষণের জায়গা, তেমন দীপাবলির ফ্যাশন কোশেন্ট নিয়েও প্ল্যান সেরে ফেলতে হবে বইকি!  বিশদ

26th  October, 2024
ক্লান্তিহীন ত্বকের খোঁজ

পুজোয় অনেক অনিয়ম হয়েছে। এখন ত্বক ও চুলের যত্নে কী করবেন? বিশদ

19th  October, 2024
বিয়ের পর প্রথম পুজো

চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে সন্দীপ্তা সেন। পুজোয় সাজগোজ থেকে ঘোরাঘুরি, কথা বললেন সব কিছু নিয়ে।  বিশদ

05th  October, 2024
অন্যরকম সাজতে ভালোবাসি

পুজোর আগে চতুষ্পর্ণীর জন্য ফ্যাশন শ্যুট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানালেন তাঁর মনের কথাও।
  বিশদ

28th  September, 2024
সাজ হবে মার্জিত

অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় জানালেন তাঁর মনের কথা। বিশদ

21st  September, 2024
কালার কাট স্টাইল

পুজোর সময় কোন কালার আর হেয়ারকাট মানানসই? এই মরশুমে কী স্টাইলে চুল বাঁধবেন? পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ কেয়া শেঠ। বিশদ

21st  September, 2024
বাংলার ঐতিহ্য শাড়ির নকশায়

আবহমান কাল ধরে বাংলার হাতে বোনা তাঁতের শাড়ির খ্যাতি জগৎজোড়া। এখানকার তাঁত শিল্পীদের সৃজনশীলতা আর শ্রমের কদর আরও স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা ‘বিশ্ব বাংলা’-র অনবদ্য নকশা এবং গুণমান নিয়ন্ত্রণের মাধ্যমে। বিশদ

14th  September, 2024
  

• মডেল: সুস্মিতা চট্টোপাধ্যায় • মেকআপ ও হেয়ার: অভিজিৎ পাল 
• স্টাইলিং: সৌম্য নন্দী • ড্রেস: অনুশ্রী মালহোত্রা, যোগাযোগ: ৯৯০৩৯৫৫৩০০
• শাড়ি: রেনাইসা, যোগাযোগ: ৯০৫১৬৮৪৮৯১
• ছবি: রূপসু দেবনাথ • গ্রাফিক্স: সোমনাথ পাল
• শ্যুটিংস্থল: ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট, যোগাযোগ: ০৩৩-৬৬৬৬ ৪৪৪৪
• খাবার সৌজন্য: চাওম্যান, যোগাযোগ: ১৮০০৮৯০২১৫০
বিশদ

08th  September, 2024
একনজরে
আর জি কর কাণ্ডই প্রথম নয়। অতীতে কলকাতা পুলিসের ইতিহাসে সার্জেন্ট বাপি সেন খুনের মামলাতেও আর জি করের মতো প্রতিদিন শুনানি হয়েছিল। এমনটাই জানাচ্ছেন কলকাতা ...

শুধু ‘তরুণের স্বপ্ন’ নয়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলিকেও টার্গেট করেছিল মালদহের বৈষ্ণবনগর থেকে ধৃত হাসেম আলি। তার গ্যাং কৃষকবন্ধু, কন্যাশ্রী বা বার্ধক্য ভাতার মতো প্রকল্পের টাকা হাতিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিস। ...

সামেন কঠিন চ্যালেঞ্জ। হাতে সময় কম। ভুলত্রুটি শুধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রস্তুতিতে নেমে পড়লেন ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়ালরা। নবনির্মিত অপটাস স্টেডিয়ামের নেটে ...

বেপরোয়া গাড়িচালকদের রেষারেষি থেকে একের পর এক নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় রাশ টানতে আগামী কাল, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একটি জরুরি বৈঠক ডাকা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠক ডাকছে রাজ্য নগরোন্নয়ন ও পরিবহণ দপ্তর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৪২: লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়
১৮০৫: ফরাসিরা ভিয়েনা দখল করে
১৮৩৫: মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে টেক্সাস
১৮৬৪: গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়
১৯০৭: পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে
১৯১৩: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়
১৯৪৭: রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে। লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাশনিকভ এই উন্নত স্বয়ংক্রিয় রাইফেল তৈরি করেন বলে তাঁর নামানুসারে এর এর নাম দেয়া হয় আভটোমাট (স্বয়ংক্রিয়) কালাশনিকভ ১৯৪৭ বা সংক্ষেপে একে-৪৭
১৯৬৭: বিশিষ্ট অভিনেত্রী জুহি চাওলার জন্ম
১৯৮৯: আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকে পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে
২০০১: সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' ও 'অপরাজিতা' র সর্বজয়া খ্যাতা বিশিষ্ট অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০২১: আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৭ টাকা ৮৫.৩১ টাকা
পাউন্ড ১০৬.৬৭ টাকা ১১০.৪৩ টাকা
ইউরো ৮৮.২৪ টাকা ৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ কার্তিক, ১৪৩১, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪। দ্বাদশী ১৭/৫৫ দিবা ১/২। রেবতী নক্ষত্র ৫৩/১৮ রাত্রি ৩/১১। সূর্যোদয় ৫/৫১/৫৬, সূর্যাস্ত ৪/৪৯/৫৬। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে পুনঃ ৭/১৯ গতে ৮/৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/২৭ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৪ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/১৫ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৩৫ গতে ৭/১৯ মধ্যে পুনঃ ১/১০ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৮/৩৭ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/২১ গতে ১২/৪৩ মধ্যে। কালরাত্রি ২/৩৭ গতে ৪/১৫ মধ্যে। 
২৭ কার্তিক, ১৪৩১, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪। দ্বাদশী দিবা ৯/৫৭। রেবতী নক্ষত্র রাত্রি ১/৪৩। সূর্যোদয় ৫/৫৩, সূর্যাস্ত ৪/৫১। অমৃতযোগ দিবা ৬/৫১ মধ্যে ও ৭/৩৪ গতে ৮/১৬ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৩২ মধ্যে এবং রাত্রি ৫/৪১ গতে ৬/৩৪ মধ্যে ও ৮/২১ গতে ৩/২৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫১ গতে ৭/৩৪ মধ্যে ও ১/১৫ গতে ৩/২২ মধ্যে। কালবেলা ৮/৩৭ গতে ১০/০ মধ্যে ও ১১/২২ গতে ১২/৪৪ মধ্যে। কালরাত্রি ২/৩৭ গতে ৪/১৫ মধ্যে। 
১০ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নৈহাটি বিধানসভা উপ নির্বাচন: জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সনৎ দে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন

04:52:40 PM

তৃতীয় টি২০: ২১ রানে আউট রেজা, দঃ আফ্রিকা ৪৭/২ (৫.৩ ওভার), টার্গেট ২২০

11:29:00 PM

তৃতীয় টি২০: ২০ রানে আউট রায়ান, দঃ আফ্রিকা ২৭/১ (৩ ওভার), টার্গেট ২২০

11:19:00 PM

তৃতীয় টি২০: ফের শুরু হল ম্যাচ, দঃ আফ্রিকা ৭/০ (১ ওভার), টার্গেট ২২০

11:11:00 PM

উত্তর-পূর্ব ভারত থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদহ জেলা পুলিস

10:49:00 PM

তৃতীয় টি২০: মাঠে পোকার উৎপাতে সাময়িক ভাবে বন্ধ ভারত-দঃ আফ্রিকা ম্যাচ

10:45:00 PM