Bartaman Patrika
চারুপমা
 

পুজোর ফ্যাশন 

করোনার দাপটে এবারের পুজোয় কিছুটা হলেও জৌলুস হয়তো কম হবে। তাই বলে কি পিছিয়ে থাকতে হবে ফ্যাশনে? একেবারেই না। পুজোর ভিড়ে হারিয়ে গিয়ে আনন্দ করার সুযোগ না হলেও ভিডিও কল বা বাড়ির ছোট্ট আড্ডায় সাজগোজ তো লাগবেই। সবাইকে তাক লাগিয়ে দেওয়ার আগে জেনে নিন এবার ফ্যাশনে কোনটা ইন, আর কোনটা চলবে না। চারূপমার পাতায় শুরু হল তারই খোঁজ।
খাদি আর খেসের আরামে
নিজের নামেই ব্র্যান্ড তৈরি করেছেন ডিজাইনার শ্রেয়সী রাকা দাস (সংক্ষেপে এসআরডি)। শান্তিনিকেতনের এই ডিজাইনার জানালেন, তাঁদের প্রত্যেকটা জামার নকশায় কল্পনা আর বাস্তব একসঙ্গে খেলা করে। কারণ কল্পনার মধ্যে যে প্রাণশক্তি থাকে, সেটাই বাস্তব জীবনে চলার পথে তাঁদের রসদ জোগায়। শ্রেয়সীর কথায়, ‘চারপাশে যতই খারাপ হোক না কেন, আমরা একদিন সব ভালো আর আলো দিয়ে ঠিক করে দেব। ঠিক যেমন মা দুগ্গা করেছিলেন।’
শান্তিনিকেতনের কোলে খাদি আর খেস দিয়ে তৈরি হয় তাঁদের এই জামাগুলি। জামার ডিজাইনের ক্ষেত্রে বরাবরই প্যাটার্ন নিয়ে কাজ করেন তাঁরা। তার সঙ্গে যেহেতু মিশছে উৎসবের আমেজ, ফলে বেশ কিছু উজ্জ্বল রং যেমন কাঁচা হলুদ, টকটকে লাল, বেগুনি, সাদা, সবুজের প্রাধান্য বেশি থাকবে বলে জানালেন শ্রেয়সী। সাবেকি জাপানি ‘Zen’ তত্ত্বের মিনিমালিজম-এর সঙ্গে বাঙালির ঘরে বোনা এবং তৈরি এক গুচ্ছ নতুন জামা (ড্রেস, ব্লাউজ, কুর্তি, স্কার্ট, প্যান্ট) আনছেন তাঁরা এবার পুজোয়।
এবার তাঁদের কাছে সবচেয়ে প্ৰিয় ‘নবীন’ জামা। ‘বয়স নিয়ে আমাদের সমাজে অনেক রকম ট্যাবু আছে। সেগুলোকে গুরুত্ব না দিয়ে প্রবীণ হোক বা নবীন, সাজিয়ে তুলতে চাই সবাইকেই,’ বলেন শ্রেয়সী। সকলে যেন পোশাক পরে আনন্দ আর আরাম পান, সেই লক্ষ্য থেকেই তাঁর পোশাক তৈরি করা। ফলে কেনাকাটার সুবিধার জন্য জামার দাম যতটা পকেট ফ্রেন্ডলি করা যায়, তার চেষ্টা করেছেন তাঁরা। তবে এসআরডি-র পোশাক সংগ্রহ করতে হলে দেখতে হবে অনলাইনে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে (শ্রেয়সীরাকাদাস পেজে)। যোগাযোগ: ৮৯১৮৬৩৯৮৬৮
পোশাকে শুধু রঙের বাহার, ফ্রিলের ছটা
‘অন্ধকারের উত্স-হতে উৎসারিত আলো/ সেই তো তোমার আলো!’ হ্যাঁ, এই অনিশ্চয়তার মধ্যেও আমাদের ভালো থাকতেই হবে। আর সেই ভালো থাকার রসদই খুঁজে বের করতে চান ঐশী গুপ্ত তাঁর ডিজাইনের মাধ্যমে। এবার পুজোর ভাবনায় কেমন পোশাকের ছবি এঁকেছেন তিনি মনে মনে? প্রশ্ন করতেই বললেন, ছবিটা খালি বদলে যাচ্ছে। বছরের শুরুর দিকে ভেবেছিলেন ফ্রিল আর লেয়ারস-এর ওপর কাজ করবেন। কিন্তু অতিমারীর কারণে লেয়ারস-এর আইডিয়াটা বাদ দিতে হল। আপাতত ফ্রিল, ফিটেড গারমেন্টস আর অ্যাসিমেট্রিক কাট নিয়েই কাজ করছেন তিনি। ঐশীর কথায়, গত কয়েক বছর ধরেই পোশাকের ফ্যাশনে ফিউশনের প্রাচুর্য লক্ষ করা গিয়েছিল। সেক্ষেত্রে ইন্ডিয়ানের সঙ্গে সামান্য ওয়েস্টার্নের মিলমিশ করানো হতো। কিন্তু এই বছরের পুজোর কাটে ঐশী ওয়েস্টার্ন ছোঁয়াই বেশি রেখেছেন। তার সঙ্গে হয়তো ফাঁকতালে জুড়ে দিয়েছেন ইন্ডিয়ান টাচ। এই যেমন ড্রেসের ক্ষেত্রে ঝুলটা ছোট রাখলেও তাতে সামান্য ফ্রিলের ব্যবহারে একটু ভারতীয় চেহারা এনেছেন। এছাড়া একটু ছড়ানো কাটের প্যালাজো বানিয়েছেন, তাতে হয়তো সারারা লুক থাকছে। এর সঙ্গে লম্বা ঝুলের গাউন ফ্রক, স্কার্ট ইত্যাদিও এ বছর ঐশীর পুজোর ফ্যাশনে ঢুকে পড়েছে। তাঁর মতে মহিলারা এই বছর খুব একটা জরি-ঝুলমির কাজ চাইছেন না। বরং তাঁদের চাহিদা স্মার্ট লুক আর স্ট্রেট কাট। তাই সেই কথা ভেবেই ঐশীও একটু ফিটেড এবং স্ট্রাকচারড জামাকাপড় বানিয়েছেন। বিদেশি যোধপুর ট্রাউজারের সঙ্গে এদেশি ধুতি স্টাইল মিলিয়ে নতুন ধরনের প্যান্ট বানিয়েছেন। তাতে কোটার বর্ডার দিয়ে একটু অন্য লুক এনেছেন। তবে তাঁর পোশাকে এমব্রয়ডারির কাজ কম। বরং বিভিন্ন কাপড় মিক্স অ্যান্ড ম্যাচ করে নতুন ডিজাইন তৈরি করেছেন। ফ্যাব্রিকের ক্ষেত্রে একটু দামি সিল্ক যেমন রেখেছেন, তেমনই সুতির কাপড় নিয়েও কাজ করেছেন। নজর রেখেছেন আরামেও। কামিজের সঙ্গে সালোয়ারের বদলে স্ট্রেট প্যান্ট বানাচ্ছেন। আর রঙের ক্ষেত্রে উজ্জ্বল রং নিয়েই বেশি কাজ করছেন। যেমন সানসেট অরেঞ্জ, ঝলমলে হলুদ, মন ভোলানো গোলাপি ইত্যাদি। ঐশীর ডিজাইনের পোশাক পাবেন দক্ষিণাপণের খাদিতে।
শুভ রঙের আঙ্গিকে সাজুন শাড়ি সম্ভারে
দশভুজার আবাহনে ‘দশভুজা’ তার পুজোর সম্ভার সাজিয়েছে শুভ রঙের আঙ্গিকে। ডিজাইনার ডালিয়া বি মিত্র বললেন, ‘গত ছ’মাসে আমরা এতটাই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে মন ভালো নেই কারও। আমাদের বিশ্বাস দেবীর আগমনে অশুভ শক্তির বিনাশ হবে। হয়তো রোগমুক্ত নতুন পৃথিবীর দরজা খুলে যাবে। তাই লাল, সাদা, কমলা, গোলাপি, হলুদ, সবুজ— এইসব শুভ রং ব্যবহার করা হয়েছে দশভুজার পুজোর নকশায়।’ এবারের পুজো স্পেশাল সিলভার জরির পাড় দেওয়া লিনেনে হ্যান্ড বাটিক। ছত্তিশগড়ের এই লিনেনের বিশেষত্ব হল এটা সামার স্পেশাল এবং এর লুকটা সিল্কের মতো অথচ দাম অনেক কম। পুজো স্পেশালে রয়েছে ভাগলপুরি হ্যান্ডলুমে কলমকারি প্রিন্টের শাড়ি। এটার ফলটা ক্রেপের মতো অথচ দাম ক্রেপের অর্ধেক। দক্ষিণের কাসাভু কটনে ব্লকপ্রিন্টেড স্কার্ট বর্ডার করে অষ্টমী স্পেশাল শাড়ি করেছেন ডিজাইনার। লাল-সাদা কম্বিনেশনের এই শাড়ি দিয়ে নতুন কনসেপ্টে শাশুড়ি-বউমা বা মা-মেয়ে সেট করেছেন ডালিয়া। যাঁরা অষ্টমীর রাতের জন্য একটু গর্জিয়াস শাড়ি চান, তাঁরা হাত বাড়াতে পারেন কটন সিল্ক ও বেনারসের খাড্ডি-জরি বুটির মিলমিশে তৈরি শাড়িতে। ভাগলপুরি হ্যান্ডলুমে কাঁথার বর্ডার বসিয়ে তৈরি শাড়িগুলোও বেশ নতুনত্বের দাবি রাখে। এছাড়া বাংলাদেশের ঢাকাই প্রতিবারের মতো এবারও এসেছে দশভুজায়। সঙ্গে ম্যাচিং ঢাকাই মাস্কের সেট। প্রতিটি শাড়ির সঙ্গেই পাবেন ম্যাচিং মাস্ক। কটন ফ্যাব্রিকে লং ড্রেসও করেছেন ডিজাইনার। ছেলেদের জন্য আছে কটন সিল্ক ও তসরে ব্লকপ্রিন্ট, কাঁথাকাজ ও মিস্ক অ্যান্ড ম্যাচের পাঞ্জাবি। শাড়ি-পাঞ্জাবির কাপল সেটও আছে। ছেলেদের কাঁথাস্টিচের পাড় দেওয়া রেডিমেড ধুতি, সঙ্গে কাঁথাকাজের পাঞ্জাবি। আছে ব্লকপ্রিন্টেড রেডিমেড ধুতিও। অ্যাকসেসরিজের মধ্যে এবার জোর দিয়েছেন বড় নেকপিসে। মাস্কে আছে পুজো স্পেশাল দুর্গা কালেকশন। কটনে ব্লকপ্রিন্ট ও বাটিকে ফুটে উঠেছে মায়ের অবয়ব।
যোগাযোগ ৯৮৩০০৪১৫৯৪ 
19th  September, 2020
ধুতিতে কাঁথার কাজ 

পুজো উপলক্ষে ‘সেরিনিটি বাই সৈকত’ এনেছে ধুতিতে কাঁথার কাজ। বিশেষত্ব রয়েছে ধুতির মেটিরিয়াল নির্বাচনেও। এখানে শাড়ির থান কেটে তাতে প্রিন্ট করে ধুতি বানানো হয় না। ধুতি তৈরি হয় ধুতির থানেই; তাতে তারপর প্রিন্ট বা কাঁথা কাজ করা হয়। ধাক্কা পাড়ের উপর কাঁথা কাজের ধুতি দেখতে লাগে অসাধারণ, আভিজাত্যই আলাদা। আর ফ্যাব্রিক হিসেবে সুতির ওপরে ভরসা রাখেন ডিজাইনার সৈকত বন্দ্যোপাধ্যায়।
বিশদ

17th  October, 2020
প্যাটার্ন ওয়েস্টার্ন, প্রিন্ট এথনিক 

পুজো ফ্যাশনে ডিজাইনার ইপ্সিতা ঘোষের সংযোজন ফিউশন ড্রেসেস আর আনইউজুয়াল কাটের কুর্তি। পুজোর ট্রেন্ড নিয়ে কথা হচ্ছিল ইপ্সিতার সঙ্গে। উনি বললেন, ‘ইয়াং জেনারেশন থেকে মিডল এজেড, প্রত্যেকেই এখন ডেলিওয়্যার হিসেবে একটু অন্যরকম পোশাক চান। এবার পুজোটা যেহেতু অন্যান্যবারের মতো নয়, তাই প্রত্যেকেই চাইছেন অ্যাফর্ডেবল রেঞ্জে সবসময় পরার মতো পোশাক।  
বিশদ

17th  October, 2020
ট্রেন্ডে সিঙ্গল কালার 

ডিজাইনার অভিষেক রায় জানালেন, এবার শরতে কনট্রাস্টের চাহিদা কম, সিঙ্গল কালার, মনোক্রোম্যাটিক কালার শেডের ট্রেন্ড রয়েছে। তাই অন্য সময় হলে হয়তো মুমতাজের হলুদ লেহেঙ্গার চোলিটা হতো রেড বা ব্ল্যাক বা দোপাট্টায় থাকত কনট্রাস্ট সুতোর কারুকাজ। কিন্তু এবার একই শেডের দিকে ঝুঁকেছেন সবাই। অন্যান্য বছর পুজোর সময় সকলেই একটা দামি ডিজাইনার শাড়ি বা লেহেঙ্গা কেনেন।
বিশদ

17th  October, 2020
ফিউশন তসর আর ডিজিটাল প্রিন্ট 

হ্যান্ডলুম ডেভেলপার ডিজাইনার সোমনাথ মুখোপাধ্যায় বেনারসের তাঁতশিল্পীদের দিয়ে অভিনব কিছু শাড়ি বুনিয়েছেন পুজোর জন্য। তার মধ্যে সব থেকে হিট ফিউশন তসর বেনারসি। তসর একটু স্টিফ বলে অনেকে পরতে চান না অথচ তসরের আভিজাত্য তাঁদের আকর্ষণ করে।  
বিশদ

10th  October, 2020
পোশাকে বাংলার টান 

আধুনিক সমাজে শিল্পকলা ও চিত্রকলায় পুরাতনীকে নতুনরূপে আমরা ফিরে পাই ‘অগ্নিক কলকাতা’র হাত ধরে। ডিজাইনার অগ্নিক ঘোষের অনুপ্রেরণা বাংলার হারিয়ে যাওয়া গল্পকথা, শিল্প, রীতি ও রেওয়াজ। বাংলার  সূচিশিল্প, চিত্রশিল্প ও মৃৎশিল্পকে তিনি তুলে ধরেন তাঁর তৈরি আধুনিক পোশাক ও গয়নার মাধ্যমে।  
বিশদ

10th  October, 2020
অন্দরমহলের ছবি শাড়িতে 

দাদা সন্দীপ সাহা আর আর বোন গৌরী সাহার ব্র্যান্ড ‘নক্স’। ওঁরা শিল্পের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন টেক্সটাইলকে। শাড়ির অলঙ্করণের জন্য পেন্টিংকে ব্যবহার করেন নতুনভাবে।  
বিশদ

10th  October, 2020
মায়ের গয়না এবার পোশাকে 

পরমা ঘোষ তাঁর পুজো স্পেশাল কালেকশনে নিয়ে এসেছেন ঠাকুরের গয়নার কারুকাজ। বিখ্যাত বাড়ির পুজোগুলোয় প্রতিমাকে যে ধরনের গয়না পরানো হয়, তার থেকেই অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন তিনি। থিম পুজোর দাপটে আজকাল অতীতের ডাকের সাজ কোথাও কোথাও উপেক্ষিত। তাই শোভাবাজার, পাথুরিয়াঘাটা স্ট্রিট বা লাহাবাড়ির পুজো অথবা বাগবাজার, ম্যাডক্স স্কোয়ারে প্রতিমার ডাকের সাজ মনে রেখে মায়ের ডাকের
বিশদ

03rd  October, 2020
শাড়িতে মহাভারত 

শুভা ডিজাইন স্টুডিওর যে কোনও পোশাকই তৈরি হয় অরগ্যানিক কটন থেকে। ডিজাইনার শুভা মিত্র এবং তাঁর সঙ্গী পুনম মল্লিক সেই কটনে ব্যবহার করেন হার্বাল প্রিন্ট। তাঁদের শাড়িতে খুঁজে পাবেন একটা গল্প।  
বিশদ

03rd  October, 2020
সাধারণে অসাধারণ 

করোনার দাপটে এবারের পুজোয় কিছুটা হলেও জৌলুস হয়তো কম হবে। তাই বলে কি পিছিয়ে থাকতে হবে ফ্যাশনে? একেবারেই না। পুজোর ভিড়ে হারিয়ে গিয়ে আনন্দ করার সুযোগ না হলেও ভিডিও কল বা বাড়ির ছোট্ট আড্ডায় সাজগোজ তো লাগবেই। সবাইকে তাক লাগিয়ে দেওয়ার আগে জেনে নিন এবার ফ্যাশনে কোনটা ইন, আর কোনটা চলবে না। ‘চারূপমা’-র পাতায় শুরু হল তারই খোঁজ।  
বিশদ

03rd  October, 2020
অরগ্যাঞ্জায় ফ্রিলের জাদু 

ডিজাইনার সোমা ভট্টাচার্য তাঁর পুজো কালেকশনকে সাজিয়েছেন ফ্রিল আর জরি এমব্রয়ডারির জাদুতে। দুধসাদা অরগ্যাঞ্জায় শুধু ফ্রিলের বর্ডার বসিয়ে তৈরি শাড়িটি খুব স্টাইলিশ। সঙ্গে ফুলস্লিভ ডিজাইনার ব্লাউজ পরলে বেশ অন্যরকম লুক আসবে। 
বিশদ

03rd  October, 2020
পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের মিশেল 

মনের খেয়ালে পোশাক সাজান ডিজাইনার ঋকছন্দা ভদ্র। উত্তরবঙ্গের কন্যা বছর চারেক আগে কলকাতায় এসেছিলেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে। পড়তে পড়তেই হাতেকলমে কাজ শুরু। টলিউডের অনেক ছবিতেই পোশাক ডিজাইন করেছেন। শাড়ি, লেহেঙ্গা, কামিজ, কুর্তির পাশাপাশি একটু পাশ্চাত্য ঘেঁষা পোশাক তৈরি করতে ভালোবাসেন ঋকছন্দা। 
বিশদ

03rd  October, 2020
গয়নায় তারবাদ্য

করোনার দাপটে এবারের পুজোয় কিছুটা হলেও জৌলুস হয়তো কম হবে। তাই বলে কি পিছিয়ে থাকতে হবে ফ্যাশনে? একেবারেই না। পুজোর ভিড়ে হারিয়ে গিয়ে আনন্দ করার সুযোগ না হলেও ভিডিও কল বা বাড়ির ছোট্ট আড্ডায় সাজগোজ তো লাগবেই।  বিশদ

26th  September, 2020
রংবেরঙের পাথর
দিয়ে অলংকার

 অনেক ছোটবেলায় মাকে তিনি দেখেছিলেন নানারকম পুঁতি দিয়ে মালা গাঁথতে। তারপর মা যে কবে তাঁর জীবনের অনুপ্রেরণা হয়ে উঠলেন নিজেই তা বুঝতে পারেননি দূর্বা বাগচী। তবে সুদূর নৈহাটির মফস্‌সল শহরে বসেই নিজের ভাবনাকে সাজিয়ে মনের মতো গয়না বানানো তাঁর নেশায় পরিণত হয়।
বিশদ

26th  September, 2020
ভালো লাগছে!
নিজেই বলুন নিজেকে

বয়স আর সৌন্দর্য কি হাত ধরাধরি করে চলে? অনেকেই হয়তো বলবেন, না। তাহলে বয়স হলে সৌন্দর্য কি ধরাছোঁয়ার বাইরেই থাকবে? একেবারেই না। ষাটের উপান্তে এসেও কীভাবে নিজের লাবণ্য থাকবে অটুট, জাতীয় পুরস্কারজয়ী কস্টিউম ডিজাইনার এবং স্টাইলিস্ট সাবর্ণী দাসের সঙ্গে আলোচনায় অন্বেষা দত্ত।
বিশদ

12th  September, 2020
একনজরে
ট্যুইটারে লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানো হচ্ছে। এনিয়ে ভারতের যৌথ সংসদীয় কমিটির প্রশ্নের মুখে ট্যুইটার ইন্ডিয়া। তাদের তরফে বিষয়টি নিয়ে এই মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করা হয়। যার উত্তরে সংশ্লিষ্ট কমিটিকে ট্যুইটার ইন্ডিয়া জানিয়েছে, এ ব্যাপারে তারা ভারতের ...

সংবাদদাতা, পতিরাম: ১৯৩৩ সালের ২৮ অক্টোবর। অবিভক্ত ভারতের হিলি স্টেশনে দার্জিলিং মেলে লুটপাট চালিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। দেশের স্বাধীনতা আন্দোলনের কাজে লেগেছিল সেই ‘লুটের টাকা’।   ...

‘দরওয়াজা বন্ধ’ করেই অনুশীলন করাতে পছন্দ করেন এটিকে মোহন বাগানের হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। গতবার সল্টলেক স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস মাঠে এরকমই চিত্র দেখা গিয়েছিল। এবার গোয়াতে আইএসএলের প্রস্তুতি নিচ্ছেন প্রণয়-প্রবীররা। ...

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভুয়ো ভাউচার ছাপিয়ে ময়নার শ্রীকণ্ঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগ উঠল সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর সমবায় সমিতির সম্পাদক সুবোধচন্দ্র মাইতি ম্যানেজার সোমনাথ দাসের বিরুদ্ধে ময়না থানায় এফআইআর করেছেন।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্ট্রোক দিবস
১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৪.৪৭ টাকা ৯৭.৮৪ টাকা
ইউরো ৮৫.২৮ টাকা ৮৮.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৮৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী ২৩/৫২ দিবা ৩/১৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৫/৪১ দিবা ১২/০। সূর্যোদয় ৫/৪৩/১৬, সূর্যাস্ত ৪/৫৭/৩০। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।
১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৫ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: কর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃষ: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
বিশ্ব স্ট্রোক দিবস ১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার ১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ...বিশদ

04:28:18 PM

আইপিএল: কেকেআর-কে ৬ উইকেটে হারাল সিএসকে 

11:14:20 PM

আইপিএল: চেন্নাই ১২১/৩ (১৫ ওভার) 

10:43:26 PM

আইপিএল: চেন্নাই ৮৮/১ (১১ ওভার) 

10:19:05 PM

আইপিএল: চেন্নাই ৩৭/০ (৫ ওভার) 

09:51:13 PM