Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নয়া তিন আইন নিয়ে প্রশ্নের উত্তর দেবেন কে?
পি চিদম্বরম

একটি বিতর্কের পরে যেখানে বিরোধীরা সংসদের উভয় কক্ষ (সঙ্গত কারণে) বয়কট করল, সেখানেই ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০, ফৌজদারি কার্যবিধি, ১৯৭৩ এবং ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ প্রতিস্থাপন (এবং পুনঃপ্রণয়ন) করার জন্য তিনটি বিল পাস করা হল। নতুন বিলগুলির নাম রাখা হল হিন্দি বা সংস্কৃতে, এমনকী সেগুলির ইংরেজি সংস্করণও রাখা হল অবিকল। বিলগুলিতে রাষ্ট্রপতির সম্মতি নেওয়ার পর সরকার বিজ্ঞপ্তি জারিসহ জানিয়ে দিয়েছে যে, নতুন এই আইন তিনটি ১ জুলাই, ২০২৪  তারিখ থেকে কার্যকর হবে।
নতুন আইনগুলি নিয়ে নানা মহলের তীব্র বিরোধিতা রয়েছে। ‘অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যাসহ আপত্তি ও বিরোধিতাকে উড়িয়েই দিয়েছে সরকার। সরকারের গাজোয়ারি কারবারেও এই আইনগুলির বিরোধিতা থামেনি। এর জবাবে দুটি রাজ্য সরকার বরং ঘোষণা করে দিয়েছে যে, তাদের বিধানসভাগুলিতে এই আইনের উপর তারা কিছু সংশোধনী আনবে। এই পরিবর্তনের পক্ষে পরামর্শ গ্রহণের জন্য তামিলনাড়ু রাজ্য সরকার ইতিমধ্যেই এক সদস্যের একটি কমিটি নিয়োগ করেছে। ওই কমিটি একমাসের মধ্যে রাজ্যকে তাদের পরামর্শ দেবে। কর্ণাটক এবং অন্যান্য রাজ্য সরকারও এই পথে হাঁটতে পারে। তাই ইস্যুগুলি কী এবং কেন, সেই সংক্রান্ত তথ্যাদি জনগণের সামনে তুলে ধরা দরকার। এরপর নাগরিকদেরই বলতে হবে তাঁরাই যেন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছন। 
‘ফৌজদারি আইন’ সংবিধানের যৌথ তালিকার একটি বিষয়। সংসদ এবং রাজ্য বিধানসভা উভয়ই এই বিষয়ে আইন প্রণয়নের অধিকারী। সংসদে প্রণীত আইন এবং বিধানসভায় তৈরি আইনের মধ্যে সংঘাত উপস্থিত হলে তা সংবিধানের ২৫৪ অনুচ্ছেদের বিচার্য বিষয় হয়ে উঠবে। যাইহোক, বিধানসভা এই বিষয়ে আইন তৈরির পর এমন একটি সমস্যা তৈরি হবে যেটি অত্যন্ত অস্বস্তিকর। অতীতে এমন ক্ষেত্রে রাজ্য বিধানসভায় তৈরি আইন কার্যকরে রাষ্ট্রপতি তাঁর সম্মতি দেননি।
এই অবসরে নতুন আইনের বিরুদ্ধে ওঠা প্রশ্নগুলি অবশ্যই শুনতে হবে এবং তার উত্তরও দিতে হবে সরকার পক্ষকে। দুর্ভাগ্য এই যে, কেন্দ্রীয় সরকার সংসদে, এমনকী তার বাইরেও এসবের জবাব দিতে অস্বীকার করেছে। এখানেই প্রশ্ন:
১. তিনটি নতুন আইনের বেশিরভাগ অংশই প্রতিস্থাপিত আইনগুলি থেকে ‘কপি এবং পেস্ট’ করা হয়েছে—এই অভিযোগ কি ঠিক? এটা কি ঠিক যে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ও ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৯০-৯৫ শতাংশ এবং সাক্ষ্য আইনের ৯৫-৯৯ শতাংশ নতুন আইনে বহাল রাখা হয়েছে? আরও শোনা যাচ্ছে যে, প্রতিটি পুরনো ধারাকে নতুন আইনে শুধু কিছু নতুন নম্বর দিয়ে চেনানো হয়েছে! চালু আইনে যদি কিছু যোগ-বিয়োগ ও পরিবর্তনই জরুরি ছিল, কেবলমাত্র সংশোধনের মাধ্যমেই কি সেই একই ফলাফল পাওয়া যেত না? সরকার ‘ঔপনিবেশিক উত্তরাধিকার’ ছুড়ে ফেলে দিয়েছে বলে যে দাবি করছে, এরপর সেটা নিছকই ফাঁপা আওয়াজ হয়ে যাচ্ছে না কি?
২. ফৌজদারি আইনের পুঙ্খানুপুঙ্খ সংশোধন এবং পুনর্বিবেচনাই যদি  উদ্দেশ্য ছিল, তবে বহু বছরের রীতি মেনে কেন আইন কমিশনের কাছে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানাবার পদ্ধতি অনুসরণ করা হল না? সরকার ও সংসদের বিবেচনার জন্য—সংশ্লিষ্ট সব পক্ষের (স্টেকহোল্ডারদের) সঙ্গে পরামর্শ করার এবং খসড়া বিল তৈরি থেকে সুপারিশ পেশ, সব ব্যাপারেই আইন কমিশন কি সবচেয়ে উপযুক্ত সংস্থা ছিল না? তবে কেন আইন কমিশনকে এড়িয়ে একটি কমিটিকে এমন গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল? মাত্র একজনকে বাদ দিয়ে ওই কমিটির বাকি সদস্যরা তো পার্ট টাইম হিসেবে নিযুক্ত, কেননা তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণসময়ের অধ্যাপক? 
৩. নতুন আইনগুলি কি ফৌজদারি আইনশাস্ত্রের আধুনিক নীতিগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? গত ১০ বছরে সুপ্রিম কোর্টের দেওয়া অনেকগুলি যুগান্তকারী রায়ে প্রগতিশীলতার কিছু নীতি প্রতিষ্ঠিত হয়েছে। মান্যতা প্রদানসহ সেগুলিকে কি নতুন তিনটি আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে? নতুন আইনের বেশ কয়েকটি বিধান কি সুপ্রিম কোর্টের ব্যাখ্যা অনুসারে ভারতের সংবিধানের পরিপন্থী?
৪. অনেক গণতান্ত্রিক দেশ যে ‘মৃত্যুদণ্ড’কে বাতিল করেছে, নতুন আইনে তা বহাল রাখা হল কোন যুক্তিতে? ‘নির্জন কারাবাস’-এর নিষ্ঠুর ও অমানবিক শাস্তিও কেন চালু রয়েছে এখনও?  ‘ব্যভিচার’ নামক অপরাধকে কেন ফৌজদারি আইনে ফেরানো হল? ‘মানহানি’কে ফৌজদারি অপরাধ হিসেবে বহাল রাখা কি জরুরি ছিল? ‘মানহানির’ ফৌজদারি অভিযোগ দায়ের করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ারও দরকার ছিল না কি? কেন অন্য ব্যক্তির সম্মতি ছাড়া সমকামী সম্পর্ক আর অপরাধ নয়? কমিউনিটি সার্ভিসের শাস্তির ব্যাখ্যা দেওয়া, বা অন্তত, তার উদাহরণ দেওয়ার প্রয়োজন ছিল না কি? 
৫. কেন ‘রাষ্ট্রদ্রোহের’ অপরাধকে বড় করে রাখা হয়েছে? বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ নামক একটি বিশেষ আইন থাকা সত্ত্বেও কেন ‘সন্ত্রাসবাদ’-এর মতো অপরাধকেও সাধারণ ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে?  জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ নামে বিশেষ আইন থাকা সত্ত্বেও নতুন আইনে ‘নির্বাচনী অপরাধ’ অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? 
৬. কোনও ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাকে পুলিসি হেফাজতে চাওয়ার ব্যাপারে নতুন আইনগুলি কি পুলিসকে আরও বেশি সুযোগ করে দিয়েছে?  গ্রেপ্তারের ক্ষমতা মানেই গ্রেপ্তারের প্রয়োজনীয়তা নয়—সুপ্রিম কোর্টের এই ঘোষণা কি নতুন আইনগুলিতে উপেক্ষিত হয়েছে? ‘জামিনই নিয়ম, জেলই ব্যতিক্রম’ এই আইনে সুস্পষ্টভাবে এটার উল্লেখ করা প্রয়োজন ছিল না কি? গ্রেপ্তারের ‘বৈধতা’ এবং গ্রেপ্তারের ‘প্রয়োজনীয়তা’ যাচাই করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক করা দরকার ছিল না কি? জামিন মঞ্জুর ব্যবস্থায় গ্রেপ্তার-পরবর্তী ৪০/৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেটকে কি জামিন নাকচ করতেই হবে? 
৭. অপরাধ সংঘটনের স্থান নির্বিশেষে দেশের যেকোনও থানায় এফআইআর করতে পারার ব্যবস্থাটি কি সংবিধানসম্মত? ‘পুলিস’  রাজ্য তালিকার একটি বিষয়। তাই এমন ক্ষেত্রে অভিযুক্তকে অন্য রাজ্যে গ্রেপ্তার এবং তার নামে অভিযোগের তদন্ত সেখানেই করার যে ক্ষমতা ওই পুলিসকে দেওয়া হয়েছে সেটি কি অসাংবিধানিক?  উল্লিখিত বিধান বা ব্যবস্থাগুলি সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য যে ‘ফেডারেলিজম’, তার নীতির পরিপন্থী কি? 
এরকম আরও অনেক প্রশ্ন আছে।  সেসব প্রশ্ন করার এবং উত্তর পাওয়ার প্ল্যাটফর্ম তবে কোনটি?  এখনও পর্যন্ত সরকারের কেউই এসব প্রশ্নের উত্তর দেননি। কিন্তু তাতে সেগুলি বন্ধ হবে না। তবুও দেশে ফৌজদারি বিচার প্রশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগুলি ‘কার্যকর হয়ে গিয়েছে’—অল্পকিছু লোকের দ্বারা এবং অল্পকিছু লোকের জন্য পরিচালিত সরকারের একটি উদাহরণ এটি। 
• লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
15th  July, 2024
প্যারিসের ওলিম্পিক্স ভিলেজ যেন পাশ্চাত্যের বস্তি
সন্দীপন বিশ্বাস

ওলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ক্রীড়াবিদদের চমকে দেওয়া পারফরমেন্স, টান টান লড়াই, রেকর্ড ভাঙার অদম্য ইচ্ছা, পদক জয়ের জন্য নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা— এসব দেখে মনে হয় ওলিম্পিক গেমস সত্যিই গ্রেটেস্ট শো অন আর্থ। বিশদ

জাস্টিস ফর আর জি কর
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি অভয়ার আসল নাম জানেন? তার হাতের লেখা কেমন ছিল? কিংবা তার ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর? মৃত্যুর পর কেমন দেখতে হয়েছিল তাকে? হয়তো জানেন। সৌজন্যে? সোশ্যাল মিডিয়া। অথচ, এমন কোনওটাই আপনার-আমার জানার কথা ছিল না। বিশদ

20th  August, 2024
সেবি: মাধবীর পদত্যাগ ও নতুন তদন্ত জরুরি
পি চিদম্বরম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উদ্ঘাটিত কাহিনির প্রতি বাণিজ্যিক এবং অর্থনৈতিক দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করেছে। 
বিশদ

19th  August, 2024
রাজনীতি থামিয়ে দ্রুত বিচার চাই
হিমাংশু সিংহ

আর জি কর হাসপাতালে যা ঘটেছে তা বাঙালির কাছে লজ্জার। মানবতার এমন পরাজয়ে মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের সবার। শিউরে উঠেছে বিবেক। রবীন্দ্রনাথের বাংলায় মানুষ কি দিনদিন পশু হয়ে যাচ্ছে? অল্পবয়সি এক ডাক্তারের এমন মর্মান্তিক পরিণতি আমাদের যত্নে লালন করা বাঙালি অস্মিতাকেই সজোরে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে যাবতীয় বোধ, বুদ্ধি, অনুভূতি। বিশদ

18th  August, 2024
এবার নতুন চক্রান্ত: বাঙালি খেদাও
তন্ময় মল্লিক

আর জি করের ঘটনায় উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে বাংলা। ন্যায়বিচারের দাবিতে শুধু চিকিৎসকরাই নন, গোটা রাজ্য এককাট্টা। অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা  বেরিয়ে আসবে সিবিআই তদন্তে। বিশদ

17th  August, 2024
শুধুই এক টুকরো ত্রিবর্ণের আবেগ?
মৃণালকান্তি দাস

তিষশাস্ত্রবিদরা বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটা নাকি শুভ নয়! তাই ১৪ তারিখ রাত এগারোটা বাজার আগেই দিল্লিতে গণপরিষদের সভা বসেছিল। বিশদ

15th  August, 2024
নতুন ছবি, ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুরা!
হারাধন চৌধুরী

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস। রাত পোহালেই স্বাধীনতা দিবস ভারতের। ৭৭ বছর আগে এক ভারত পৃথগন্ন হয়ে এই দুটি তারিখে নতুন রাষ্ট্রিক পরিচয় গ্রহণ করেছিল। আর এই দিনদুটির মাঝখানে দোলাচলেই ছিল সাবেক ‘পূর্ব পাকিস্তান’। বিশদ

14th  August, 2024
কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায়
শান্তনু দত্তগুপ্ত

নির্ভয়াকে মনে আছে আমাদের? সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী। বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে। দোষের মধ্যে, রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেবারও এসেছিল।
বিশদ

13th  August, 2024
গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল।
বিশদ

12th  August, 2024
‘মৌলবাদী’ বাংলাদেশ বড় বিপদ পশ্চিমবঙ্গের কাছে
হিমাংশু সিংহ

ভুলটা কার? শুধুই হাসিনার? নাকি মাত্র সাত মাস আগে সেদেশের নির্বাচনে একতরফা জয়ের পর শাসক আওয়ামি লিগের দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে প্রতিবেশী ভারতের গোয়েন্দা ব্যর্থতাও ওতপ্রোতভাবে জড়িত! প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিদেশের মাটিতে সম্ভ্রম জাগানো ‘র’ তাহলে কী করছিল, বিন্দুবিসর্গও টের পায়নি?
বিশদ

11th  August, 2024
এটা কি অন্নদাতাদের সম্মান, না অপমান!
তন্ময় মল্লিক

‘লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান।’ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি-অর্থনীতিবিদদের সম্মেলনে এই মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা বলার কারণ? দেশের কৃষকরা যে তাঁর আমলেই সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেটা বিশ্ববাসীকে বোঝানো। বিশদ

10th  August, 2024
দেশভাগ করে ৭৭ বছরে কী পেল প্রতিবেশীরা?
সমৃদ্ধ দত্ত

পরকালের কোনও অদৃশ্য নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে এখন হয়তো জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী এবং বল্লভভাই প্যাটেলরা হাসতে হাসতে  মহম্মদ আলি জিন্নাকে বলছেন, কী ব্যাপার জিন্না সাহেব! দেশভাগ করে তাহলে কী পেলেন? বিশদ

09th  August, 2024
একনজরে
ইস্কো কারখানার সম্প্রসারণ নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জনশুনানিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। কর্মসংস্থান না দেওয়া, এলাকার উন্নয়ন না করা সহ একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন কারখানা সংলগ্ন এলাকার মানুষজন। ...

কুসংস্কার-বিরোধী, যুক্তিবাদী চিকিৎসক নরেন্দ্র দাভোলকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দেশজুড়ে ন্যাশনাল সায়েন্স টেম্পার ডে (এনএসটিডি) পালিত হল। এনএসটিডির সপ্তম বর্ষে জোর দেওয়া হয়েছে কলকাতা সায়েন্স টেম্পার ডিক্লারেশনের উপরে। ...

মহারাষ্ট্রে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি (এমভিএ)-র হাত ধরতে চায় আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ...

অনিয়মিত রেল চলাচল, বিভিন্ন রেল স্টেশনের উন্নতিকরণ সহ একাধিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জকপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুজোপাঠে ও সাধুসঙ্গে মানসিক শান্তিলাভ। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস
১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর মৃত্যু
১৯০৮ - ভারতীয় বাঙালি বিজ্ঞানী তথা কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ পরমনাথ ভাদুড়ীর জন্ম
১৯১১- লিওনার্দো দা ভিঞ্চির  মোনালিসা ছবিটি লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়
১৯৩১- গায়ক বিষ্ণু দিগম্বর পালুসকরের মৃত্যু
১৯৭২- বন সংরক্ষণ আইন চালু হল
১৯৭৮- ভিনু মানকড়ের মৃত্যু
১৯৭৮- অভিনেত্রী ভূমিকা চাওলার জন্ম
১৯৮৬- জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্টের জন্ম
১৯৯৫- ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের মৃত্যু
২০০৬- বিশিষ্ট সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৪ টাকা ৮৪.৭৮ টাকা
পাউন্ড ১০৭.১৪ টাকা ১১০.৬৮ টাকা
ইউরো ৯১.৩৫ টাকা ৯৪.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া ২৯/৩০ অপরাহ্ন ৫/৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র ৪৮/৮ রাত্রি ১২/৩৪। সূর্যোদয় ৫/১৯/১৬, সূর্যাস্ত ৬/০/১৪। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৪ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৯/১ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে। রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৪ মধ্যে পুনঃ ১১/৩৯ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৫ মধ্যে। 
৪ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া রাত্রি ৮/১৬। শতভিষা নক্ষত্র দিবা ৬/২৬ পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি ৪/৫১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৯/৩০ গতে ১১/৮ মধ্যে ও ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৫/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৫ গতে ৩/১৩ মধ্যে এবং রাত্রি ৮/৪৮ গতে ১০/২২ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে ও ১১/৪১ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫৪ মধ্যে। 
১৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

10:02:32 PM

এনসিপি প্রধান শারদ পাওয়ারকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার

09:32:44 PM