বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
বহু বছর বাদে, মার্কিন মুলুকে এই অর্থনৈতিক জাতীয়বাদের চাষ চান ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাস্ত করে রাষ্ট্রক্ষমতায় দ্বিতীয়বার অধিষ্ঠিত হওয়ার জন্য ট্রাম্প তাঁর দেশবাসীকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি আওয়াজ তুলেছিলেন, ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’! কীভাবে? ডোনাল্ড ট্রাম্প তাঁদের শিল্প-কারখানাগুলিকে আমেরিকাতেই ফেরাবার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন শিল্প কলকারখানাগুলিকে সে-দেশের ভিতরেই নির্মাণের জন্য তিনি লোভনীয় ইনসেনটিভ দেবেন। তাতে চীন, ভারতসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে যাবে। যদি ব্যবসাগুলি এখনও বিদেশে তাদের কারখানা তৈরি করতে চায় তবে ট্রাম্প প্রশাসন প্রযুক্তি রপ্তানির উপরও বিধিনিষেধ আরোপ করবে। তেল এবং ওষুধ শিল্পের উপরেও একচ্ছত্র রাশ চায় নয়া যুক্তরাষ্ট্র। ‘অবৈধ’ অভিবাসন নিয়েও ট্রাম্প বরাবরই খড়্গহস্ত। আমেরিকায় ক্রমবর্ধমান বেকারত্ব থেকে অপরাধ, মাদকের উৎপাতসহ যাবতীয় খারাপ ব্যাপারের জন্য তিনি এই সমস্যাকেই দায়ী করে থাকেন। দেশশাসনের প্রথম ১০০ দিনের মধ্যেই ১০ লক্ষ ‘অবৈধ’ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে খেদানোও ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি! তিনি সেইমতো পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তার প্রাথমিক আঁচ ভারতীয় অভিবাসীদের গায়ে পড়েছে। ভারত ‘উদ্বাহু’ হয়ে তা মেনেও নিয়েছে! তবে এর শেষ কোথায় তা এখনও অজানা।
কিন্তু তাতেও যে মার্কিন মুলুকের ‘অধীশ্বরকে’ খুশি রাখা সম্ভব হবে না, তা সংশ্লিষ্ট মহল বেশ বুঝতে পারছিল। গরিব এবং উন্নয়নশীল ‘বন্ধু’ দেশগুলিকে মার্কিন কোষাগার থেকে যাবতীয় দানখয়রাতিও বন্ধ
করতে তৎপর হয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই এই নীতির অন্যতম বলি ভারতও। জলবায়ু সংকট বলে কিছু যে আছে, তাও তিনি মানেন না। এই বাবদ কানাকড়িও খরচ করার পক্ষপাতী তিনি নন। এই যে রাষ্ট্রনায়কের নীতি, ধ্যানজ্ঞান তাঁর সঙ্গে আগ বাড়িয়ে বন্ধুত্ব করতে গিয়েছেন
ভারতের প্রধানমন্ত্রী। ‘হাউডি মোদি’ থেকে ‘নমস্তে ট্রাম্প’... ‘বন্ধুত্বে’র সব ঝলমলে বিজ্ঞাপনই এখন ব্যুমেরাং হওয়ার পথে। গোটা দুনিয়া দেখছে, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই বন্ধুত্বের সেই বুলি উধাও। মার্কিন পণ্যের উপর চড়া শুল্ক আরোপের জন্য ট্রাম্প ভারতের উপর বরাবরই ক্ষুব্ধ। এমনকী ভারতকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ বলেও অভিযুক্ত করেন তিনি। ট্রাম্প যে তাঁর জায়গা থেকে একচুলও সরতে রাজি নন, তা তিনি পরিষ্কার করে দিয়েছেন এই দফায় মোদির প্রথম আমেরিকা সফরে। কার্যত মোদির মুখে ঝামাই ঘষে দিয়েছেন ‘বন্ধু’ ট্রাম্প স্বয়ং। মার্কিন মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, মোদির সঙ্গে বৈঠক চলাকালে পাল্টা শুল্ক আরোপ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার সঙ্গে কোনও তর্ক নয়!’ বণিক মহলের আশঙ্কা, ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারত আগামী দিনে আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়বে। ‘ম্যাগা’ নীতি আমাদের এই গ্রহকে কোনোভাবেই ভালো, নিরাপদ কিংবা সমৃদ্ধ করবে না। এই নীতি কেবলই আমেরিকার স্বার্থে। সেখানে আলগা বন্ধুত্বের কোনও জায়গা নেই। মার্কিন প্রশাসনের কাছে গুরুত্ব পেতে হলে ভারতকে আর্থিকভাবে শক্তিশালী এবং সমকক্ষ হতে হবে। ‘বড়োর পিরিতি বালির বাঁধ’ মাত্র—মোদিরা এই সত্য কবে বুঝবেন?