নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজের নাম উচ্চারণ করলেন না বটে! তবে পরোক্ষে স্পষ্টভাবেই দাবি করলেন যে, তাঁর নেতৃত্ব ক্ষমতাই আজ গুজরাতকে দেশের মধ্যে উন্নতির শিখরে এনে দাঁড় করিয়েছে। দিল্লির ভারত মন্ডপমে আয়োজিত হয়েছিল এক নতুন প্রতিষ্ঠান সূত্রপাতের অনুষ্ঠান। ‘স্কুল অফ আলটিমেট লিডারশিপ’ নামে এই প্রকল্পের লক্ষ্য রাজনীতি থেকে অর্থনীতি, বাণিজ্য থেকে প্রশাসন— প্রতিটি সেক্টরে নেতা তৈরি করা।এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী। এমন প্রতিষ্ঠান গড়ে ওঠা কতটা প্রয়োজনীয়, তার একঝাঁক কারণ উল্লেখ করেন মোদি। পাশাপাশি বলেন, ‘মহারাষ্ট্র থেকে বেরিয়ে তৈরি হয় নতুন রাজ্য গুজরাত। সেই সময় কটাক্ষ করা হয়েছিল যে, গুজরাতের কোনও প্রাকৃতিক সম্পদ নেই। সুতরাং এই রাজ্যের কিছুই হবে না। এভাবে উন্নত রাজ্য মহারাষ্ট্র থেকে নিজেকে পৃথক করে নিলে ডুবে যাবে। অথচ আজ দেখুন গুজরাত কোথায় অবস্থান করছে! এর কারণ হল নেতৃত্বপ্রদান ক্ষমতা। যোগ্য লিডারশিপ গুজরাতকে এই উন্নতির পাহাড়ে নিয়ে গিয়েছে।’
নিজের কথা সরাসরি না বলেও মোদি যে গুজরাতের লিডার বলতে নিজেকেই বুঝিয়েছেন সেটা গোপন কোনও বার্তা নয়। যদিও তিনি প্রকাশ্যে গুজরাতবাসীকেও কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, ‘গুজরাত যদি হাল ছেড়ে দিয়ে বসে থাকত, তাহলে কি এই উন্নতি হত? আজ ভারত চায় একঝাঁক প্রাণশক্তিসম্পন্ন লিডার।’