বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সিন্ধের বনিবনা হচ্ছে না বলে আগেই শোনা গিয়েছিল। শুধু ক্যাবিনেট বৈঠকই নয়, গত কয়েকদিনে তিনটি সরকারি অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি। সেই সমস্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফড়নবিশ। মারাঠা অস্মিতার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ছত্রপতি শিবাজি আবেগ। সম্প্রতি থানের বদলাপুরে তাঁর একটি মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক আগ্রা ফোর্টে শিবাজির জন্মবার্ষিকী উৎসবেও উপস্থিত ছিলেন তিনি। দুই অনুষ্ঠানেই আমন্ত্রিতদের মধ্যে উপ মুখ্যমন্ত্রীর নাম থাকলেও তা এড়িয়ে যান সিন্ধে। এছাড়া আম্বেগাঁও বুদরুকে শিবস্রুস্থি থিমপার্কের দ্বিতীয় দফার প্রকল্পের উদ্বোধন করেন ফড়নবিশ। সেখানেও গরহাজির ছিলেন সিন্ধে।
গত ডিসেম্বরে মহারাষ্ট্রে জোট সরকার গঠন হলেও শরিক বিজেপির সঙ্গে সিন্ধেপন্থী শিবসেনার কাজিয়া লেগেই আছে। এর আগে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকেও যাননি উপ মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়ানোর বিষয়টি এখনও মন থেকে মেনে নিতে পারেননি সিন্ধে। পছন্দের স্বরাষ্ট্র দপ্তরও বিজেপি তাঁকে ছাড়েনি। যা নিয়ে এমনিতেই চটে ছিলেন শিবসেনা প্রধান। এর মধ্যে সরকার তাঁর দলের কয়েকজন বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করায় আরও চটেছেন উপ মুখ্যমন্ত্রী।