Bartaman Patrika
সম্পাদকীয়
 

জঙ্গি মোকাবিলা

আফগান পরিস্থিতি পাকিস্তানের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ পাল্টে দিয়েছে। ভারত চেয়েছিল আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার থাক। তাহলে সেখানে মানবাধিকারের ছিটেফোঁটা অন্তত বজায় থাকবে। শ্বাস-প্রশ্বাস ক্রিয়া চালাতে পারবেন মহিলারা। সভ্য সমাজের সঙ্গে যোগাযোগটুকু পুরোপুরি ছিন্ন হতে পারবে না। ধীরে ধীরে পরিকাঠামোর উন্নয়নও চলবে। কমবে আফগান ভূমির ভয়ানক দারিদ্র। কিন্তু পাকিস্তান এবং চীন নামক মানিক জোড়ের ষড়যন্ত্রে ভারতের সেই মানবিক প্রচেষ্টা আপাতত ভেস্তে গিয়েছে। গত ১৫ আগস্ট, গণতন্ত্রের পাল্টা শক্তি তালিবান কাবুলের দখল নেওয়ামাত্র উল্লাসে ফেটে পড়ে পাকিস্তান। ঘটনাটিকে আফগান জনগণের ‘দাসত্ব মুক্তি’ আখ্যা দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান কামর জাভেদ বাজওয়াও শহিদ দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তালিবানের ভূয়সী প্রশংসা করেন। পূর্বতন গণতান্ত্রিক সরকারের সেনা বাহিনীর সঙ্গে দেশবাসীর সম্পর্ক বিচ্ছিন্নতার অভিযোগ আনেন তিনি। একই সঙ্গে দাবি করেন, পাকিস্তানের সেনা বাহিনী সে-দেশের জনগণের ইচ্ছার বাস্তবায়নে নিযুক্ত। তাই শত্রুর (পড়ুন, ভারত) মুখে ছাই দিয়ে পাক বাহিনী অসীম সাহসিকতার পরিচয় দিয়ে চলেছে। অন্যদিকে, আফগানিস্তানে এখন যে শক্তি রাষ্ট্রক্ষমতা দখল করেছে, অভিযোগ পাওয়া যায়, তাদের সঙ্গে পাকিস্তানের গোপন ডিল হয়েছে কাশ্মীর নিয়ে। সাম্রাজ্যবাদী চীনেরও বহুদিনের লোলুপ দৃষ্টি লাদাখের দিকে। নয়া আফগানিস্তান, পাকিস্তান এবং চীন নামক ত্রিমূর্তি একত্র হতেই পরিষ্কার হয়ে গিয়েছিল ভারতের অস্বস্তি আগামী দিনে বাড়বেই। আমরা যেন ভুলে না যাই, পাকিস্তানের প্রয়াত রাষ্ট্রপ্রধানদের অনেকের স্বপ্ন ছিল ভারতকে দগ্ধে দগ্ধে মারা। এজন্য ভারতের বিরুদ্ধে হাজার বছরের যুদ্ধও ঘোষণা করে গিয়েছেন তাঁরা। 
তাই নয়া আফগান পরিস্থিতিতে উল্লসিত পাকিস্তানের নষ্টামির পরিকল্পনা নিয়ে বাড়তি সতর্কতাই কাম্য। এই আশঙ্কা কতটা সত্যি, তা জানা গেল সম্প্রতি উত্তর ভারতের তিন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ৬ জঙ্গির কাছ থেকে। উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লিতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে দিল্লি পুলিস। তারা কবুল করেছে যে ভারতের নানা স্থানে মারাত্মক নাশকতা বা হামলা করার জন্যই তাদের প্রস্তুত করা হয়েছে। মুম্বই হামলার (২৬/১১) অন্যতম চক্রী আজমল কাসবকে পাকিস্তানের যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই থোট্টা শহরের গোপন ঘাঁটিতেই ট্রেনিং হয়েছিল এদের মধ্যে দু’জনের। সেখানে প্রশিক্ষণ পাচ্ছে ১৪-১৫ বাংলাভাষী যুবকও। এদেশে ধৃত জঙ্গিদের কাছ থেকে বেশকিছু বিদেশি অস্ত্রশস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের অনুমান, এসব ড্রোনের মাধ্যমে পাক সীমান্ত পার করে আনা হয়েছে। ভারতে হামলার জন্য এই ট্রেনিং দিচ্ছেন পাক সেনাবাহিনীর কর্তাব্যক্তিরাই স্বয়ং। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আইএসআইয়ের স্লিপার সেল। তাদের ভিতর থেকেই কিছু ‘রিক্রুট’কে বাছাই করে নিয়ে যাচ্ছে পাকিস্তান। সেখানে তাদের দেওয়া হচ্ছে সপ্তাহ দুইয়ের ‘আশকারি তালিম’ (মিলিটারি ট্রেনিং)। গাজি, হামজা, জব্বার প্রভৃতি কোড নামের তিন পাক সেনাকর্তা গদর বন্দরের কাছে একটি ক্যাম্পে বাছাই জঙ্গিদের ট্রেনিং দিচ্ছেন। গোয়েন্দারা বলছেন, মুম্বই ধাঁচের হামলা চালানোর জন্যই লস্কর-ই-তোইবা এবং ডি কোম্পানির যৌথ উদ্যোগে চলছে ওই ক্যাম্প। 
ভারতীয় গোয়েন্দাদের জানা মতে, ওই ক্যাম্পে বঙ্গভাষীদের সিংহভাগই বাংলাদেশের ‘নিও জেএমবি’-র সদস্য। মায়ানমারের বঙ্গভাষী রোহিঙ্গাও রয়েছে দু’-তিনজন। এই বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত ৬ জঙ্গির। তারাও একই ট্রেনিং নিয়ে ফিরেছে ভারতে। স্বভাবতই এতে উদ্বিগ্ন ভারত সরকার। আজ, শুক্রবার জাতীয় নিরাপত্তা পরিষদ এই বিষয়ে করণীয় স্থির করতে এক বৈঠক ডেকেছে। কাবুলে তালিবানের উত্থানের পর বাংলাদেশের উগ্র মৌলবাদী গোষ্ঠী বেশ তরতাজা হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রকাশ্য উল্লাস নিয়ে বাংলাদেশও চিন্তিত। হাসিনা সরকারের এই উদ্বেগ যে কোনওভাবেই অমূলক নয় তা দিল্লি পুলিসের সফল অভিযানে আর একবার প্রমাণিত হল। বঙ্গভাষী জঙ্গিদের প্রসঙ্গে পশ্চিমবঙ্গ, অসম প্রভৃতি রাজ্য সরকারের তরফেও বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি। কারণ, উৎসবের মরশুমে প্রবেশ এখন সময়ের অপেক্ষা মাত্র। জঙ্গিরা এমন মওকাই খোঁজে। ব্যাপারটাকে শুধু ভারতের নয়, আঞ্চলিক সমস্যা হিসেবেই গুরুত্ব দেওয়া উচিত। মানবতার এই শত্রুদের মোকাবিলায় বাংলাদেশ সরকারকে সঙ্গে নিয়েই কড়া পদক্ষেপ করা হোক। বাংলাদেশকে পাশে পেলে পাকিস্তানের নষ্টামির মোকাবিলা অনেক সহজ হবে। এটি এই দুই প্রতিবেশী দেশের অভিন্ন স্বার্থেরও বিষয়।
17th  September, 2021
সমুচিত জবাব

কাবুলের পতনের পর আফগানিস্তানের ‘দাসত্বমুক্তি’-র তত্ত্ব বাজারে ছেড়েছেন ইমরান খান। নাম না করে তিনি যে আমেরিকা এবং ভারতকেই কটাক্ষ করেছেন তা স্পষ্ট হয়েছে সারা দুনিয়ার কাছে। বিশদ

নিরাপত্তায় গাফিলতি
 

একেবারে রোমহর্ষক চিত্রনাট্য। মিনিট দশেকের টানটান উত্তেজনা। সাদা জামা, কালো প্যান্টে আইনজীবীর পোশাকে আততায়ীরা প্রায় নিঃশব্দে ঢুকে পড়েছে বিচারক গগনদীপ সিংয়ের এজলাসে। সেখানে আগে থেকেই উপস্থিত আরও কয়েকজন আইনজীবী। বিশদ

26th  September, 2021
কিল মারার গোঁসাই

দেশ কোভিডের কবলে প্রায় দু’বছর। এ পর্যন্ত সারা ভারতে ৩ কোটি ৩৬ লক্ষ নানা বয়সি মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। মৃতের সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছুঁই ছুঁই। দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পথে আমরা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছেই। বিশদ

24th  September, 2021
ভ্যাকসিনের স্বীকৃতি সমস্যা  

কোভিড-১৯ মহামারীর দু’বছর পূর্তির কাল সামনেই। এই প্রায় দু’বছর ধরে সারা পৃথিবী বিপন্নপ্রায়। একটি দেশেরও নাম করা যাবে না যেখানে কোভিড-১৯ বা করোনা থাবা বসায়নি। সংক্রমণের প্রাবল্য, মৃত্যু, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিপর্যয় নিয়ে কমবেশি প্রতিটি দেশই সমস্যায় পড়েছে। বিশদ

23rd  September, 2021
অসমে ফের এনআরসি বিতর্ক

ফের মুখোশ খুলে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে ফরেনার্স ট্রাইব্যুনাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত অসমের এনআরসি খসড়া তালিকাই চূড়ান্ত। এই তালিকায় দেখা যাচ্ছে, ৩ কোটি ১১ লক্ষের বেশি মানুষের নাম রয়েছে চূড়ান্ত খসড়ায়। বিশদ

22nd  September, 2021
সাংবিধানিক ব্যবস্থায় আঘাত

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন খবর দেওয়ার কিছু নেই। এই ‘রামরাজ্য’ বহু বছর যাবৎ অন্তত এই একটি কারণে খবরের শিরোনাম দখল করে আছে। এনসিআরবি-ও এই সত্য শেষমেশ অস্বীকার করতে পারেনি। বিশেষ করে যোগী-যুগে ভারতের বৃহত্তম প্রদেশটি মোট অপরাধের নিরিখে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশদ

20th  September, 2021
এক দিনের তৎপরতা!

তিনি যেন মধ্যযুগের কোনও রাজা। তাঁর ৭১ বছরের জন্মদিনে নরেন্দ্র মোদির বন্দনা করতে দিনভর পথে থাকলেন মন্ত্রী সান্ত্রি ভক্তরা। অন্যদিন যাঁদের টিকির সন্ধানও পাওয়া যায় না তাঁরাও গাছ লাগালেন, অনাথ শিশুদের খাওয়ালেন, পদযাত্রা হল, মোদির নাম লেখা রেশন ব্যাগ বিতরণও করা হল। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে টিকাকরণ কর্মসূচি। বিশদ

19th  September, 2021
গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি

এ রাজ্যে বিজেপির এখন কাছা খুলে যাওয়ার অবস্থা। পৃথিবীর সর্ববৃহৎ দল বলে নিজেদের দাবি করে গেরুয়া বাহিনী। আরএসএস, ভিএইচপির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে দল চালান নেতারা। দলীয় শৃঙ্খলার কথা উচ্চগ্রামে প্রচারও করেন। অথচ এরাজ্যে বিজেপির দশা দেখলে সবার করুণা হতেই পারে।
বিশদ

18th  September, 2021
কৃষকের অবদান বাংলা ভোলেনি

এখন শরৎ ঋতু। বাঙালির সবচেয়ে প্রিয়। কারণ এই ঋতু উৎসবে ভরা। কবি বুদ্ধদেব বসু একটি কবিতায় আক্ষেপ করেছেন, এমন উৎসবের ঋতুও তাঁকে সুখ দিতে পারছে না। কারণ তিনি ঋণজর্জর। তার জন্য জীবনটাই তাঁর জীর্ণ মনে হচ্ছে। শরতের উঁকিঝুঁকি কবি প্রত্যক্ষ করছেন। বিশদ

16th  September, 2021
মূর্খামি করছে সরকার

স্পাইওয়্যার পেগাসাস-এর নির্মাতা এনএসও গ্রুপের লিখিত বিবৃতিতে রয়েছে তাদের ‘কারবার শুধু সরকারগুলির সঙ্গে’। ভারতের রাজনৈতিক নেতা (বিরোধী সদস্য এবং মন্ত্রীরা), বিচারপতি, আমলা, ছাত্র, নাগরিক আন্দোলনের কর্মী, সাংবাদিক এবং ব্যবসায়ীদের উপর গোপন নজরদারির অভিযোগ জোরালো হওয়ার পর বিতর্কটা এই প্রশ্নেই দানা বেঁধেছে।
বিশদ

15th  September, 2021
যোগীর রামরাজ্যে মিথ্যাচার!

একেবারে হাতেনাতে ধরা পড়ে হাস্যাস্পদ হল উত্তরপ্রদেশের যোগী সরকার। নিজেদের শাসনের ক্যারিশ্মা বোঝাতে সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপন বেরল। আর তাতেই ধরা পড়ে গেল তাদের ভুয়ো প্রচার। বিশদ

14th  September, 2021
ঘরে বাইরে নাজেহাল মোদি
 

অটলবিহারী বাজপেয়ি দিল্লির কুর্সি দখলের পরই বিজেপি নিজেকে চেনার চেষ্টা করে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দলকে বোঝালেন যে শুধু কেন্দ্রীয় ক্ষমতা নয়, রাজ্যে রাজ্যেও বিজেপির পক্ষে ক্ষমতাসীন হওয়া সম্ভব। বিশদ

13th  September, 2021
কেন্দ্রের পঙ্গু অর্থনীতি

ছবিটা শরতের আকাশের মতোই ঝকঝকে পরিষ্কার। গত আগস্ট মাসেই দেশে বেকারের সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৬০ লক্ষে। দেশের প্রতি দশ জন স্নাতক বা তার বেশি শিক্ষিত ছেলেমেয়ের মধ্যে ছ’জনই বেকার। বেকারত্বের সংখ্যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার দেড় গুণ। বিশদ

12th  September, 2021
কমবয়সিদের টিকাকরণ কবে?

অক্টোবরে উৎসবের মরশুমে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় তটস্থ কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। সংক্রমণের হাত থেকে বাঁচতে উৎসবের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিশেষজ্ঞ থেকে শুরু করে সরকারও। আর করোনায় মৃত্যুর সম্ভাবনা কমাতে ভ্যাকসিনই যে একমাত্র বিকল্প তা বলছেন সকলে। বিশদ

11th  September, 2021
বস্ত্রশিল্প প্যাকেজেও বঞ্চনা 

২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) পরিমাণ ছিল ১৩ লক্ষ ৫৪ হাজার ৫১৮ কোটি টাকা। মাথাপিছু জিডিপির পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার ৩৪৮ টাকা।
বিশদ

10th  September, 2021
যোগী-রাজ্যে নারীর স্থান

২০১৯-এর অক্টোবরের দ্বিতীয়ার্ধে প্রকাশিত হয়েছিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) বার্ষিক রিপোর্ট ২০১৭। অর্থাৎ বেশ বিলম্বিত, বিলম্বটা দু-বছরের। ওই রিপোর্ট অনুসারে, সারা দেশের মধ্যে মহিলাদের অবস্থা সবচেয়ে করুণ উত্তরপ্রদেশে, আরও পরিষ্কার করে বলা যায়, যোগী-রাজ্যে। বিশদ

09th  September, 2021
একনজরে
লেসলি ক্লিভলিকে গোলরক্ষক কোচ নিযুক্ত করল এসসি ইস্ট বেঙ্গল। তিনি এর আগে চেলসিতে কাজ করেছেন। ক্লিভলির উয়েফা ‘এ’ লাইসেন্স রয়েছে। ...

রাজ্যের শস্যভাণ্ডার পূর্ব বর্ধমানে চিন্তা বাড়াচ্ছে ‘শস্য গ্যাং’এর দাপট। জেলার বিভিন্ন গোডাউন থেকে শস্য লুটের ঘটনায় ঘুম উবেছে পুলিসের। গত ১০দিনের ব্যবধানে জেলায় দুই জায়গায় ...

শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার ঘোষণা হবে, আর তাতে বাঙালি বিজ্ঞানীদের রমরমা থাকবে না, এমন ছবি বহু বছর দেখা যায়নি। এবারের ১১ জন পুরস্কার প্রাপকদের তালিকাতেও রয়েছেন চারজন বাঙালি। ...

ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসে পুলিসের জালে ধরা পড়ল তিন পাচারকারী। ক্রেতা সেজে রবিবার ভোরে বালুরঘাটের অমৃতখণ্ডের কামারপাড়া থেকে ৮০০০ ইয়াবা সহ তিন জনকে পুলিস ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের সাফল্যে গর্ব বোধ। আর্থিক অগ্রগতি হবে। কর্মে বিনিয়োগ বৃদ্ধি। ঘাড়, মাথায় যন্ত্রণা বৃদ্ধিতে বিব্রত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব পর্যটন দিবস
১৯৫৮ - ভারতীয় হিসাবে প্রথম মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯০৭ - বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের জন্ম
১৮৩৩: বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের মৃত্যু
১৯৩২: ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়ার জন্ম
২০০৮: প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম)  
গহনা সোনা (১০ (গ্রাম)  
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম)  
রূপার বাট (প্রতি কেজি)  
রূপা খুচরো (প্রতি কেজি)  
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

 ১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী ২৫/৩৩ দিবা ৩/৪৪। রোহিণী নক্ষত্র ৩০/২৮ সন্ধ্যা ৫/৪২। সূর্যোদয় ৫/৩০/২১, সূর্যাস্ত ৫/২৫/১১। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ৮/৪০ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/৪৯ গতে ১১/৪ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/২৭ গতে ৩/৫৬ মধ্যে। কালরাত্রি ৯/৫৭ গতে ১১/২৭ মধ্যে। 
১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী দিবা ১/৮। রোহিণী নক্ষত্র অপরাহ্ন ৪/২৭। সূর্যোদয় ৫/৩০, সূর্যাস্ত ৫/২৭। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৪১ গতে ১০/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩৭ গতে ১০/৫৭ মধ্যে ও ২/১৭ গতে ৩/৭ মধ্যে। কালবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে ও ২/২৮ গতে ৩/৫৮ মধ্যে। কালরাত্রি ৯/৫৮ গতে ১১/২৯ মধ্যে।
 ১৯ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২১ : রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের

11:06:59 PM

আইপিএল ২০২১ : হায়দরাবাদ : ৯১/১ (১০ ওভার)

10:14:16 PM

আইপিএল ২০২১ : সানরাইজার্স হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ১৬৫ রান

09:38:30 PM

আইপিএল ২০২১ : রাজস্থান ৮১/৩ (১১ ওভার)

08:27:31 PM

গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ...বিশদ

08:25:56 PM

কয়লাপাচার কাণ্ডে গ্রেপ্তার লালা ঘনিষ্ঠ ৪ অভিযুক্ত
আজ, সোমবার কয়লাপাচার কাণ্ডে লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠ ৪ ...বিশদ

05:31:00 PM