Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বিদ্বেষপূর্ণ এবং মিথ্যে ধর্মযুদ্ধ

ইতিহাস বলছে, ক্রুসেডস হল কিছু ধর্মযুদ্ধ, যা একাদশ শতকের শেষাশেষি শুরু হয়েছিল। লড়াইগুলো হয়েছিল ১০৯৫ এবং ১২৯১ খ্রিস্টাব্দের ভিতরে। ইতিহাস সাক্ষ্য দেয় যে এসব সংঘটিত হয়েছিল ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা। তাদের সহযোগিতা করেছিল ল্যাটিন চার্চ। আর এসব করা হয়েছিল ইসলামের বিস্তার রোধ করার উদ্দেশ্যে; প্যালেস্তাইন, সিরিয়া, মিশর প্রভৃতি জায়গা থেকে মুসলিমদের প্রসার গুটিয়ে দিতে; আর এই উপায়ে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের ‘পবিত্র ভূমি’ ফিরে পেতে। 
যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল যিশু খ্রিস্টের এক হাজার বছর এবং পয়গম্বর মহম্মদের সাড়ে চারশো বছর পর। তাঁরা দু’জনেই একেশ্বরবাদ প্রচার করেছিলেন। দু’জনেরই অনুপ্রেরণা ছিলেন আব্রাহাম এবং মোজেস। মুসলিমদের কাছে তাঁরা ইব্রাহিম এবং মুসা নামে পরিচিত। ইহুদি ধর্মমতকে নিয়ে এই তিনটিকে একসঙ্গে আব্রাহামীয় ধর্ম বলা হয়। সুতরাং এসব লড়াইয়ের পিছনে যুক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এত যুদ্ধের পরেও, লাখো লাখো অনুগামী সমেত, খ্রিস্টান এবং মুসলিম ধর্মমত রয়ে গিয়েছে। অনুগামীদের বেশিরভাগই সহনশীল এবং শান্তিপ্রিয়, কিছু আছে সমরপটু। ইউরোপ হল খ্রিস্টান প্রধান অঞ্চল। আর যে-সমস্ত জায়গার উপর দিয়ে এই যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে সেসবের মধ্যে প্যালেস্তাইন, সিরিয়া, মিশর এবং অন্য কিছু অঞ্চলে প্রাধান্য মুসলিমদের। এই কাহিনির সারকথা এই যে, কোনও ধর্ম বা ধর্মীয় গোষ্ঠী অন্যকে পরাভূত করতে পারে না। 

জিহাদ কী? 
তবু জিহাদ শব্দটা চালু আছে। ব্রিটানিক অনুসারে, ইসলামে জিহাদ হল, এক ধরনের প্রশংসনীয় সংগ্রাম বা প্রচেষ্টা; প্রথমত সঠিকটাকে এগিয়ে নিয়ে যেতে এবং ভুলটাকে রুখে দিতে মানুষের সংগ্রাম। তবে, আধুনিক যুগে এটা হিংসাত্মক প্রচারের রূপ নিয়েছে।  অন্যদিকে, লাভ জিহাদ নামক কাল্পনিক দৈত্যমূর্তিটা মৌলবাদী হিন্দুদের আবিষ্কার। উদ্দেশ্য, তরুণ-তরুণীদের মনে আতঙ্ক সৃষ্টি করা। নারকোটিক জিহাদ নয়া এক মনস্টার বা কাল্পনিক দৈত্যমূর্তি। আমি এবং লাখো লাখো ভারতবাসী ব্যথিত যে, পালা নামক স্থানের বিশপ জোসেফ কাল্লারানগাট, যিনি ধর্মযাজকের ভূমিকায় অবতীর্ণ একজন, জিনিসটা তাঁর মস্তিষ্কপ্রসূত। ‘লাভ’ এবং ‘নারকোটিকস’ বাস্তবে আছে। অতএব, জিহাদ শব্দটা লাভ (মানুষের একটা স্বাভাবিক আবেগ) এবং নারকোটিকস (এক ধরনের বেদনানাশক এবং আসক্ত করে তোলার মতো মাদক) কথার সঙ্গে জুড়ে দেওয়া এক ধরনের বিকৃত মানসিকতা। মতলবটা পরিষ্কার, প্ররোচনামূলক। বিভিন্ন ধর্মবিশ্বাসীদের মনে অবিশ্বাস এবং দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া, যার একদিকে হিন্দুত্ব ও খ্রিস্টমত এবং অন্যদিকে ইসলাম। ধর্মোন্মাদদের কাছে ইসলাম ‘অন্য’ এবং মুসলিম জনগণ ‘অন্য’ বলে গণ্য হয়। একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ জাতির অবশ্যই উচিত, এই ধরনের ফ্যানাটিসিজম বা ধর্মোন্মাদনার মূলোচ্ছেদ করে দেওয়া—এই অপকর্ম কথায়, কাজে অথবা বৈষম্যের ফন্দিফিকিরের মাধ্যমে—যেভাবেই করা হোক না কেন। 

কোনও প্রমাণ নেই
ইসলাম ভারতে ‘এক্সপ্যানশনিস্ট’ বা সম্প্রসারণবাদী, তার কোনও প্রমাণ নেই। গত জুনে প্রকাশিত পিইডব্লু সমীক্ষা রিপোর্ট অনেক মিথ ভেঙে দিয়েছে, ভ্রান্ত প্রমাণিত হয়েছে অনেক ভাষণ। ১৯৫১ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের মধ্যেকার অনুপাতটির (রিলিজিয়াস কম্পোজিশন) আহামরি হেরফের হয়নি। দুটি কারণে মুসলিমদের অনুপাত সামান্য বেড়েছে: (১) মাইগ্রেশন এবং (২) মুসলিমদের ফার্টিলিটি রেট। যদিও এটা পরিষ্কারভাবে ৪.৪ (১৯৯২) থেকে ২.৬ (২০১৫)-তে নেমে এসেছে। এই ফার্টিলিটি রেট হিন্দু এবং অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর থেকে একটু বেশি। তবু বলব যে ২০৫০ সালেও ভারতে হিন্দুরাই থাকবে মোট জনসংখ্যার ৭৭ শতাংশ (১৩০ কোটি)। পিইডব্লু সমীক্ষায় যাঁরা উত্তর দিয়েছেন, তাঁদের মধ্যে ৮১.৬ শতাংশ নিজেদের হিন্দু পরিচয়ে বেড়ে ওঠার কথা জানিয়েছিলেন, কিন্তু এখন হিন্দু হিসেবে চিহ্নিত হয়েছেন ৮১.৭ শতাংশ। তেমনি ২.৩ শতাংশ জানিয়েছিলেন যে তাঁরা বেড়ে উঠেছেন খ্রিস্টান হিসেবে এবং এখন খ্রিস্টানরা ২.৬ শতাংশ। ইসলামে গণধর্মান্তর একটা মিথ্যে প্রচার। 
মৌলবাদী দক্ষিণপন্থী হিন্দুরা পালা-র বিশপকে যে সমর্থন করছেন এর মধ্যে বিস্ময়ের কিছু নেই। কারণ দু’জনেরই লক্ষ্য ‘অন্য’, সোজা কথায় মুসলিমরা। আমাদের ভুললে চলবে না যে একাধিক ঘটনায় মৌলবাদী দক্ষিণপন্থী হিন্দুরা খ্রিস্টানদের সঙ্গেও ‘অন্য’ হিসেবে ব্যবহার করেছে। জনগণের মধ্যেকার যে-কোনও অংশের মানুষকে ‘আলাদা’ দেগে দেওয়ার এই মানসিকতা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। 

আমার স্কুলের অভিজ্ঞতা 
আমি একটি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেছি। সমাজের বিভিন্ন শ্রেণি থেকে যারা আসত তাদের মধ্যে হিন্দুদেরই ছিল বিপুল গরিষ্ঠতা। খ্রিস্টানরা আসত সামান্য সংখ্যায় আর মুসলিম দু-চারজন। প্রতিটা ক্লাসকে অনেকগুলো সেকশনে ভাগ করা হলেও ক্লাস লিডার থাকত একজনই, প্রবাদপ্রতিম হেড মাস্টার মশায় কুরুভিলা জেকব তাকে বেছে নিতেন। ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত, যে পাঁচবছর আমি সেখানে পড়েছি, আমাদের ক্লাস লিডার ছিল এ কে মুসা। মুসা ছিল হাসিখুশি ও বন্ধুবৎসল কিন্তু গড়পড়তা একজন ছাত্র। ক্লাস ইলেভেন, মানে ফাইনাল ইয়ারে যে ক্লাস লিডার, অটোমেটিকালি সে-ই গণ্য হবে স্কুল লিডার হিসেবে। কাণ্ড দেখুন, হেড স্যার যাকে মনোনীত করলেন তার নাম হারুন মহম্মদ! কোনও ছাত্র, এবং অবশ্যই হিন্দু অথবা খ্রিস্টান ছাত্ররা, এর মধ্যে অস্বাভাবিক কিছু করা হয়েছে বলে ভাবেনি। ‘তোষণ’ শব্দটা আমাদের কাছে পুরোপুরি অজানাই ছিল।  
আমি খুশি যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওই বিশপকে হুঁশিয়ার করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন, ‘যারা ভুলভাল তত্ত্ব প্রচার করবে সরকার তাদের কাউকেই রেয়াত করবে না।’ আমি আরও বেশি খুশি হয়েছি এটা জেনে যে, বিরোধী নেতা ভি ডি সতীশন মুখ্যমন্ত্রীর এই বিবৃতিকে সমর্থন করেছেন। 
যারা নষ্টামি করার জন্য নারকোটিক জিহাদের কথা বলে, তাদের তিন হাজার কেজি বা তিন টন পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হওয়ার নজিরবিহীন ঘটনাটির কথা ভেবে দেখা উচিত। মনে রাখতে হবে, ওই বিশাল পরিমাণ মাদক একটি বন্দর মারফত গুজরাতে ‘আমদানি’ করার চেষ্টা হচ্ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে, সরকারি পর্যায়ের অত্যন্ত উঁচু মহলের মদত ছাড়া এই বিপুল পরিমাণ মাদক ‘আমদানি’ করার হিম্মত কারও (মুসলিম নয়, এমন এক দম্পতিকে আটক করা হয়েছে) হতো না।
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত, লাভ কিংবা নারকোটিক, যে-কোনও জিহাদ নিয়ে কথাবার্তার বিরোধিতা করা। তিন হাজার কেজি হেরোইন আটকের ব্যাপারেও তাঁদের মন্তব্য প্রার্থনীয়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক ঐক্যের উপর এই ইস্যুগুলোর প্রভাব মারাত্মক হতে পারে। 

                                                                                                                                                        লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
ভবানীপুর থেকেই শুরু হোক নয়া ইতিহাস
হিমাংশু সিংহ

রাজ্য রাজনীতির এই সন্ধিক্ষণে ভবানীপুর থেকেই অশুভ শক্তির বিনাশের শপথ নিতে হবে। বাংলার পবিত্র মাটিতে ভিনদেশি ষড়যন্ত্রকে হারাতে হবে। ৩০ সেপ্টেম্বর ঝড় বৃষ্টি দুর্যোগ যাই হোক ভোট দেওয়া প্রত্যেক ভবানীপুরবাসীর অবশ্য কর্তব্য। বিশদ

26th  September, 2021
‘উপেক্ষিত নায়ক’ হয়েই
থেকে গেলেন দিলীপ
তন্ময় মল্লিক

মুখ বদলে ‘মুখরক্ষা’ মোদি-অমিত শাহ জমানার নয়া কৌশল। গুজরাত থেকে বাংলা, সর্বত্র একই ট্রেন্ড। কেন্দ্রের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে বোকা বানানোর এই টেকনিক তাঁদেরই আমদানি। দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে বসানো তারই অঙ্গ। বিশদ

25th  September, 2021
ম্যানগ্রোভকে ঘিরেই
সুন্দরবনবাসীর হাসি-কান্না
শ্যামল মণ্ডল

লক্ষ্য সুন্দরবনের মধ্যে আরও একটি ‘সুন্দর’বন গড়ে তোলা। আর এই উদ্দেশ্য সফল করতে নদীবাঁধের ধার বরাবর বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের প্রাচীর গড়ে তোলা হচ্ছে। গত তিন বছর ধরে চলছে এই কৃত্রিম ‘ম্যানগ্রোভ বন’ তৈরির কাজ। বিশদ

25th  September, 2021
প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায়
অন্যায়ের কী আছে?
সমৃদ্ধ দত্ত

উত্তমকুমার বাংলা সিনেমা জগতে সুপারস্টার হয়ে যাওয়ার পর স্থির করেছিলেন, এবার একবার হিন্দি চলচ্চিত্র সাম্রাজ্যে ভাগ্যান্বেষণের চেষ্টা করলে কেমন হয়? সেই প্রয়াস তিনি করেছিলেন। কিন্তু ভুল গাইডেন্স, সঠিক পরিকল্পনার অভাব এবং কিছু পারিষদবর্গের স্বার্থান্বেষী দিশানির্দেশের সম্মিলিত ফলাফল হিসেবে তাঁর সেই উদ্যোগটি সফল হতে পারেনি।
বিশদ

24th  September, 2021
বিমা দুর্নীতির ইতিহাস
ভুলে গিয়েছেন মোদি
মৃণালকান্তি দাস

সরকারি জীবন বিমা সংস্থায় আমজনতা টাকা রাখেন নিরাপদ মনে করে। একের পর এক দুরবস্থা সামাল দিতে তাকেই এগিয়ে দিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত পুঁজিকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে কেন? যে রুগ্ন সংস্থাগুলিকে এলআইসি টাকা ধার দিয়েছে, তা শোধ না হলে কী হবে?
বিশদ

23rd  September, 2021
আফগান মেয়েদের কথা
ভাবলই না চীন, রাশিয়া
হারাধন চৌধুরী

চীন-রাশিয়ারই অস্ত্রে বলীয়ান হয়ে তালিবান এই যে মানবাধিকারকে লাগাতার বলাৎকার করে যাচ্ছে, তাতে সিলমোহর দিচ্ছে কোন নীতিতে এই দুই ‘মহান’ রাষ্ট্র? শুধু চীন, রাশিয়ার ‘অর্ধেক আকাশ’ মুক্ত থাকলেই হল, তাই তো! বিশদ

22nd  September, 2021
লগ্ন মেনেই টিকা!
মোদির ভারতের ভবিতব্য
শান্তনু দত্তগুপ্ত

আপনার জন্মদিনের প্রোপাগান্ডায় আড়াই কোটি ভ্যাকসিনের ডোজ আমাদের মনে কিছু প্রশ্নের ঝড় তুলে দেয়। সেখানেও হিসেবে গরমিলের অভিযোগ ওঠে। আমরা ভাবতে বাধ্য হই, আপনি শুধুই নিজের তূণীর সমৃদ্ধ করতে বেশি আগ্রহী। একদিন ২৫ লক্ষ ভ্যাকসিন, আর একদিন আড়াই কোটি ডোজের অঙ্কে সাধারণ মানুষের জীবনের পথ মসৃণ হয় না। তাতে কাঁটার সংখ্যা বাড়তেই থাকে। 
বিশদ

21st  September, 2021
বৈষম্য ও অবিচার
বড্ড চোখে লাগছে
পি চিদম্বরম

রাজ্য সরকারগুলি রাজ্যের করদাতাদের টাকায় কেন সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করবে? কেন ছেলেমেয়েরা মাতৃভাষার মাধ্যমে পড়বে? কেন রাজ্য বোর্ডের পরীক্ষায় বসবে? রাজ্য শিক্ষা বোর্ড রেখে দেওয়ার আদৌ যুক্তি আছে কি আর? শহুরে ছাত্ররা কি পিএইচসি এবং মফস্‌সলের হাসপাতালগুলিতে রোগীর সেবা করবে? ‘মেরিট’ সম্পর্কে এক সন্দেহজনক তত্ত্ব খাড়া করে নিট মারাত্মক বৈষম্য ও অবিচারের এক নতুন যুগের সূচনা করছে।
বিশদ

20th  September, 2021
মোদির গৌরব, অগৌরব
ও বিপন্ন সাংবাদিকতা
হিমাংশু সিংহ

আমেদাবাদের সাংবাদিক ধবল প্যাটেল গত প্রায় এক বছর দেশছাড়া। তাঁর অপরাধ কী? সওয়া এক বছর আগে তিনি লিখেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে সরতে হচ্ছে। আজ ১৬ মাস বাদে তাঁর পূর্বাভাস মিলেও গিয়েছে হুবহু। গত ১১ সেপ্টেম্বর নিজেই ইস্তফা দিয়েছেন কিংবা বাধ্য হয়ে সরে গিয়েছেন মুখ্যমন্ত্রী রুপানি। বিশদ

19th  September, 2021
মোদিকে টক্কর দিচ্ছেন মমতা
তন্ময় মল্লিক

ক্ষমতায়, পদমর্যাদায়, দাপটে, প্রভাবে যে কোনও মুখ্যমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রী অনেক অনেক এগিয়ে। কিন্তু টাইমের সমীক্ষায় ফারাকটা তেমন কিছু নয়, বরং খুব কাছাকাছি। পৃথিবীর বিখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ জানিয়ে দিল, এই মুহূর্তে নরেন্দ্র মোদির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের একজনেরই আছে। নাম তাঁর মমতা।
বিশদ

18th  September, 2021
আফগান যুদ্ধ: কার লাভ
কার ক্ষতি? এরপর কী?
সমৃদ্ধ দত্ত

চীন অথবা আমেরিকা?  অলক্ষ্যে চলছে এক মরণপণ প্রতিযোগিতা! কে হবে আগামী সুপার পাওয়ার? এই চীন ও আমেরিকার সুপার পাওয়ার হওয়ার যুদ্ধে কোন দেশটির ভূমিকাই হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত!
বিশদ

17th  September, 2021
মোদি জমানায় শিক্ষার গেরুয়াকরণ
মৃণালকান্তি দাস

বিজ্ঞানভিত্তিক মননের জন্ম তাঁরাই দিতে পারেন যাঁরা সর্বপ্রকার কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং অনৈতিহাসিক ভাবনা-ধারণা থেকে মুক্ত। এই শিক্ষানীতিতে ছাত্রমনকে ‘বিজ্ঞান ও যুক্তি নির্ভর’ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাংবিধানিক পদমর্যাদাসম্পন্ন নানা ব্যক্তির মুখনিঃসৃত বাণী শুনছি যে, ‘মহাভারতের যুগে ইন্টারনেট’,  ‘বেদের যুগে এরোপ্লেন’ ইত্যাদি। সেই তাঁরাই ছাত্রদের বিজ্ঞানসম্মত মনন বিকাশের দায়িত্ব নেবেন?  বিশদ

16th  September, 2021
একনজরে
রাজ্যের শস্যভাণ্ডার পূর্ব বর্ধমানে চিন্তা বাড়াচ্ছে ‘শস্য গ্যাং’এর দাপট। জেলার বিভিন্ন গোডাউন থেকে শস্য লুটের ঘটনায় ঘুম উবেছে পুলিসের। গত ১০দিনের ব্যবধানে জেলায় দুই জায়গায় ...

লোকসভা এবং রাজ্যসভায় দলের সদস্য সংখ্যার বিচারে একাধিক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতির পদ ধরে রাখা কংগ্রেসের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ...

লেসলি ক্লিভলিকে গোলরক্ষক কোচ নিযুক্ত করল এসসি ইস্ট বেঙ্গল। তিনি এর আগে চেলসিতে কাজ করেছেন। ক্লিভলির উয়েফা ‘এ’ লাইসেন্স রয়েছে। ...

‘কাকা আভি জিন্দা হ্যায়…।’ ‘কাকা’ নামেই ছত্তিশগড়ে খ্যাত ভূপেশ বাঘেল। মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতাকে এই নামেই ডাকতে অভ্যস্ত দলের কর্মী-সমর্থকরা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের সাফল্যে গর্ব বোধ। আর্থিক অগ্রগতি হবে। কর্মে বিনিয়োগ বৃদ্ধি। ঘাড়, মাথায় যন্ত্রণা বৃদ্ধিতে বিব্রত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব পর্যটন দিবস
১৯৫৮ - ভারতীয় হিসাবে প্রথম মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯০৭ - বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের জন্ম
১৮৩৩: বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের মৃত্যু
১৯৩২: ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়ার জন্ম
২০০৮: প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম)  
গহনা সোনা (১০ (গ্রাম)  
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম)  
রূপার বাট (প্রতি কেজি)  
রূপা খুচরো (প্রতি কেজি)  
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

 ১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী ২৫/৩৩ দিবা ৩/৪৪। রোহিণী নক্ষত্র ৩০/২৮ সন্ধ্যা ৫/৪২। সূর্যোদয় ৫/৩০/২১, সূর্যাস্ত ৫/২৫/১১। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ৮/৪০ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/৪৯ গতে ১১/৪ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/২৭ গতে ৩/৫৬ মধ্যে। কালরাত্রি ৯/৫৭ গতে ১১/২৭ মধ্যে। 
১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী দিবা ১/৮। রোহিণী নক্ষত্র অপরাহ্ন ৪/২৭। সূর্যোদয় ৫/৩০, সূর্যাস্ত ৫/২৭। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৪১ গতে ১০/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩৭ গতে ১০/৫৭ মধ্যে ও ২/১৭ গতে ৩/৭ মধ্যে। কালবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে ও ২/২৮ গতে ৩/৫৮ মধ্যে। কালরাত্রি ৯/৫৮ গতে ১১/২৯ মধ্যে।
 ১৯ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২১ : রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের

11:06:59 PM

আইপিএল ২০২১ : হায়দরাবাদ : ৯১/১ (১০ ওভার)

10:14:16 PM

আইপিএল ২০২১ : সানরাইজার্স হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ১৬৫ রান

09:38:30 PM

আইপিএল ২০২১ : রাজস্থান ৮১/৩ (১১ ওভার)

08:27:31 PM

গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ...বিশদ

08:25:56 PM

কয়লাপাচার কাণ্ডে গ্রেপ্তার লালা ঘনিষ্ঠ ৪ অভিযুক্ত
আজ, সোমবার কয়লাপাচার কাণ্ডে লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠ ৪ ...বিশদ

05:31:00 PM