পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
আলিপুরদুয়ার ডিপো থেকে জয়ন্তী পর্যন্ত এনবিএসটিসি’র একটিই বাস প্রতিদিন যাতায়াত করে। কিন্তু শিবরাত্রিতে বক্সার জঙ্গলের ভিতরের রাস্তা ধরে জয়ন্তী হয়ে মহাকালে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয়।
এনবিএসটিসি’র চেয়ারম্যান বলেন, মহাকালে পুণ্যার্থীদের জন্যই ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি, পাঁচ দিন জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত স্পেশাল বাস চালানো হবে। এখন আলিপুরদুয়ার ডিপো থেকে প্রতিদিন মাত্র একটিই বাস চলাচল করছে। শিবরাত্রি উপলক্ষ্যে আলিপুরদুয়ার ডিপো থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত ১০-১২টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বাসগুলি আলিপুরদুয়ার ডিপো থেকে ১৫ মিনিট অন্তর অন্তর চলবে। শিবরাত্রির কারণে অতিরিক্ত বাসগুলির যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নেওয়া হবে। কারণ জয়ন্তী থেকে আলিপুরদুয়ারে ফেরার সময় বাসগুলি ফাঁকা আসবে। তাই জ্বালানি খরচ লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবরাত্রিতে প্রয়োজনে কোচবিহার-জয়ন্তী সরাসরি বাস চালানো যায় কি না সেই কথাও ভাবা হচ্ছে।
এনবিএসটিসি’র লাভজনক ডিপোগুলির মধ্যে আলিপুরদুয়ার ডিপোটি অন্যতম। সংস্থার চেয়ারম্যান বলেন, তাই মডেল ডিপো হিসেবে আলিপুরদুয়ার ডিপোর সংস্কারের কাজ শুরু করা হবে। আপাতত সংস্থার নিজস্ব তহবিল থেকেই এই কাজ শুরু করা হবে। এছাড়া আলিপুরদুয়ার ডিপোর সংস্কার কাজের জন্য আর্থিক বরাদ্দ চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ডিপোর সংস্কার কাজের সার্ভে ইতিমধ্যেই শেষ হয়েছে। ডিপোটিতে বর্তমানে একটিই গেট আছে। একটি গেট দিয়ে বাস ঢোকে ও বের হয়। সংস্কার কাজের সময় ডিপোটিতে আরও একটি গেট চালু করা হবে। তখন বাস নতুন গেট দিয়ে ডিপোতে ঢুকে পুরনো গেট দিয়ে বের হয়ে চলে যাবে।