Bartaman Patrika
রাজ্য
 

মোদির শপথে হাজির থাকবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র মঙ্গলবারই এসে পৌঁছয় নবান্নে। পাশাপাশি বিজেপি’র তরফে এক শীর্ষকর্তা নিজেও টেলিফোন করে উপস্থিত থাকার জন্য নবান্নের সর্বোচ্চ মহলে অনুরোধ জানান। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকাটা সাংবিধানিক রীতি। সংবিধানের নিয়ম মেনে অনুষ্ঠান, সেখানে থাকাটাও তাই সাংবিধানিক সৌজন্য। কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। আমরা সবাই মিলেই ঠিক করেছি, ওই অনুষ্ঠানে থাকব।
প্রসঙ্গত, বিপুল জনাদেশে বিজেপি’র ক্ষমতায় ফেরা নিশ্চিত হওয়ার দিনই নরেন্দ্র মোদি বলেছিলেন, নির্বাচনী প্রচার পর্বে আমায় যে যা বলেছেন, তার সবটাই ভুলে গিয়েছি। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার পালা। সবার সহযোগিতা চাই। ভাবী প্রধানমন্ত্রীর এহেন সৌজন্যকে মাথায় রেখেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করলেন মমতা। রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনী প্রচারপর্বে বক্তৃতা আর পাল্টা বক্তব্যে যে দ্বৈরথ শুরু হয়েছিল মোদি-মমতার মধ্যে, পাল্টা সৌজন্য প্রদর্শন করে তাতে অনেকটাই জল ঢেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিষয়টি মমতার রাজনৈতিক শিষ্টাচারও বটে। আজ, বুধবার বিকেলের বিমানে দিল্লি যাবেন মমতা।
নীতিগত অসন্তোষকে দূরে সরিয়ে মমতা যে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে চলেছেন, তার আভাস মেলে কলকাতা পুরসভা সূত্রে। এদিন পুরসভার তরফে জানানো হয়, ৩০ মে (বৃহস্পতিবার) পার্ক সার্কাস ময়দানে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে। ইফতার পার্টি হবে ৩ জুন। কলকাতা পুরসভা বোর্ড দখল ইস্তক বার্ষিক ইফতার পার্টিতে অংশগ্রহণটা নিজের রুটিন করে নিয়েছিলেন মমতা। শত ব্যস্ততার মধ্যেও নিয়ম করে ইফতারে অংশ নিতেন তিনি। কিন্তু এবার ইফতারের দিন পিছিয়ে দেওয়ার কারণে নানা গুঞ্জন শুরু হয়। মমতা থাকছেন না বলেই পিছিয়ে যাচ্ছে ইফতারের দিন, তাও জানায় ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, ইফতার পার্টির দিন পিছিয়ে যাওয়ার গোটা বিষয়টি স্পষ্ট হয় কলকাতা পুরসভার একটি নোটিসে। তাতে বলা হয়, পুরসভা আগামী ৩০ মে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পার্ক সার্কাস ময়দানে একটি ইফতার পার্টির আয়োজন করেছিল। যাতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। পরে জানা যায়, ওই একইদিনে দিল্লিতে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইফতার পার্টির দিন পরিবর্তন করে ৩ জুন করা হয়েছে। পার্ক সার্কাস ময়দানে তার সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিট। নোটিসে পুরসভার তরফ থেকে জানানো হয়, অনুষ্ঠানের দিন পরিবর্তন করা হলেও, নতুন করে আর কোনও আমন্ত্রণপত্র তৈরি করা হচ্ছে না। আগের আমন্ত্রণপত্র নিয়েই আসতে পারবেন অতিথি-অভ্যাগতরা। তবে ইফতারের নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। পুরসভার এই নোটিসের পরই স্পষ্ট হয়ে যায়, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়টি। সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, এটা ফরমাল সেরিমনিয়াল প্রোগ্রাম। আজই আমন্ত্রণ পাঠিয়েছে। মাঝে মাত্র একটা দিন। তবে আমি বা অন্য মুখ্যমন্ত্রীরা যখন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যখন কোনও ফরমাল আমন্ত্রণ পাই, তাতে থাকার চেষ্টা অবশ্যই করি।

প্রধানমন্ত্রীর শপথগ্রহণে থাকছেন না মমতা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ট্যুইট করে তিনি জানান, দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমি নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাচ্ছি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আমি পেয়েছি। সাংবিধানিক সৌজন্যের খাতিরেই এই অনুষ্ঠানে থাকব ভেবেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫৪ জন ব্যক্তি। 
বিশদ

রাজ্য মন্ত্রিসভায়
রদবদল মুখ্যমন্ত্রীর
দায়িত্ব বাড়ল শুভেন্দুর, সুব্রত ফিরলেন পঞ্চায়েতে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়কে তাঁর পুরনো দপ্তর পঞ্চায়েতে ফিরিয়ে আনলেন। মন্ত্রিসভায় গুরুত্ব বৃদ্ধি করলেন শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পরিবহণের সঙ্গে সেচ ও জলসম্পদ দপ্তরের দায়িত্বও পালন করবেন শুভেন্দু।
বিশদ

বেতন কমিশন নিয়ে কর্মী
সংগঠনগুলির বিক্ষোভ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ফের বৃদ্ধি করার প্রতিবাদ সহ বিভিন্ন আর্থিক দাবিতে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন মঙ্গলবার রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাল। সিপিএম প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটি কলকাতা সহ জেলাগুলিতে সরকারি অফিসের বাইরে টিফিনের সময় বিক্ষোভ দেখায়।
বিশদ

বিজেপিতে যোগের হিড়িক, চার
পুরসভা হারাতে চলেছে তৃণমূল
দিল্লিতে গিয়ে রাজ্যের তিন বিধায়কেরও দলবদল

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ২৮ মে: লোকসভা নির্বাচনে রাজ্যের ১৮টি আসনে বিজেপি জয়ী হতেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক পড়ে গেল পশ্চিমবঙ্গে। আর যার জেরে বাংলার মোট চারটি পুরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের।  সেগুলি হল কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি এবং ভাটপাড়া।
বিশদ

খুচরো ফেরাতে সমস্যা
সঙ্গে ১০০ টাকার বেশি নয়, নিগমের
নয়া নির্দেশে চেকিং সরকারি বাসেও

 শান্তনু দত্তগুপ্ত ও প্রসেনজিৎ কোলে, কলকাতা: পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের জারি করা একটি নির্দেশিকা নিয়ে কর্তাদের সঙ্গে চালক-কন্ডাক্টরদের মধ্যে রীতিমতো টানাপোড়েন শুরু হয়েছে। নয়া এই সার্কুলারে সরকারি বাসের কন্ডাক্টরদের পাশাপাশি চেকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে চালকদেরও।
বিশদ

কমতে পারে গরমের ছুটি, পরিস্থিতি
পর্যালোচনা করে হবে ঘোষণা: পার্থ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩০ জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে বলে আগে ঘোষণা করেছিল সরকার। যা নিয়ে কম সমালোচনা হয়নি। নানা মহল থেকে চাপে পড়ে সেই ছুটি কমাতে পারে শিক্ষা দপ্তর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, গরমের ছুটি নিয়ে আমরা পর্যালোচনা করব।
বিশদ

ওষুধ নয়, রোগ সারাতে ইংল্যান্ডের
প্রেসক্রিপশন, ‘সাইকেল চালান’!
দ্বিধাবিভক্ত রাজ্যের ডাক্তার সমাজ

 বিশ্বজিৎ দাস, কলকাতা : মুড়িমুড়কির মতো ওষুধ নয়। কখনও ‘সাইকেল চালান’, কখনও ‘সাঁতার কাটুন’, কখনও ‘ব্যায়াম করুন’! এইভাবে স্রেফ জীবনযাপনের উন্নতি ঘটিয়েও শরীর নীরোগ রাখার বিকল্প চিকিৎসার ফর্মুলার দিকে কি ঝুঁকছেন অ্যালোপ্যাথিক চিকিৎসকরাও? এমনকী তা লিখছেন প্রেসক্রিপশনেও?
বিশদ

উচ্চমাধ্যমিকে তারকাদের ঘরে জ্বলে
অনটনের পিদিম, অন্ধকারে ভবিষ্যৎ

বিমল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের মনীষা, রেখা, সুনন্দা, বিষ্ণুপুরের শিবানী, সাগরের নীলেন্দুদের কেউ নামীদামি স্কুলের পড়ুয়া নয়। প্রত্যেকেই অভাবী পরিবারের সন্তান। অনটন তাদের নিত্যসঙ্গী। ওদের কারও বাবা রিকশ এবং কারও বাবা ভ্যান চালায়, কারও মা পরিচারিকার কাজ করেন, কারও বাবা পানের বরোজের দিনমজুর।
বিশদ

 সিপিএমের দৌলতেই ২ আসনে জয়, কবুল
করে ফের জোটের পক্ষে সওয়াল কংগ্রেসের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের দৌলতেই যে তারা শেষমেশ দুটি লোকসভার আসন ধরে রাখতে পেরেছে, সেটা এবার সরাসরি কবুল করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মেরুকরণের বাতাবরণে হওয়া নির্বাচনী লড়াইয়ে বহরমপুরে অধীর চৌধুরী এবং দক্ষিণ মালদহ আসনে ডালু খানচৌধুরী জয়ের মুখ দেখতে পেয়েছেন সিপিএম তথা বামফ্রন্টের সরকারি প্রার্থী না থাকায়।
বিশদ

সরকারি কর্মীরা এবার উৎসব
বোনাস পাবেন চার হাজার টাকা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস ও অগ্রিম বাবদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চার হাজার টাকা বোনাস দেওয়া হবে। গত বছরের থেকে এটা দুশো টাকা বেশি। মাসিক ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন (মূল বেতন ও ডিএ ধরে) হলে তবেই সরকারি কর্মীরা বোনাস পাবেন।
বিশদ

বড়সড় রদবদল, হল তিন পুলিস জেলা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া, শিলিগুড়ি ও বিধাননগরের পুলিস কমিশনারকে বদলি করা হল। বনগাঁ, রানাঘাটা ও কৃষ্ণনগর-এই তিনটি নতুন পুলিস জেলা তৈরি করা হল। স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, হাওড়ার পুলিস কমিশনার হলেন তন্ময় রায়চৌধুরী।
বিশদ

সিপিএমের দৌলতেই ২ আসনে জয়, কবুল
করে ফের জোটের পক্ষে সওয়াল কংগ্রেসের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের দৌলতেই যে তারা শেষমেশ দুটি লোকসভার আসন ধরে রাখতে পেরেছে, সেটা এবার সরাসরি কবুল করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মেরুকরণের বাতাবরণে হওয়া নির্বাচনী লড়াইয়ে বহরমপুরে অধীর চৌধুরী এবং দক্ষিণ মালদহ আসনে ডালু খানচৌধুরী জয়ের মুখ দেখতে পেয়েছেন সিপিএম তথা বামফ্রন্টের সরকারি প্রার্থী না থাকায়।
বিশদ

পরিচয়পত্র ও সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আবার
গা-ঝাড়া দেবে কেন্দ্র, আশায় ডাকঘর এজেন্টরা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রে ফের ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদির সরকার। তাতে নিজেদের দাবিদাওয়া নিয়ে ফের আশার আলো দেখছেন এরাজ্যের পোস্ট অফিস এজেন্টরা। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, সচিত্র পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে এজেন্টদের।
বিশদ

সংসদে পারফরম্যান্সে যেন ঘাটতি
না থাকে, এমপিদের বার্তা মমতার

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৮ মে: সংখ্যা কমে গেলেও সংসদে দলের পারফরম্যান্সে যেন কোনও ঘাটতি না থাকে। দলের এমপিদের প্রাথমিকভাবে এই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদ

Pages: 12345

একনজরে
  সংবাদদাতা, রামপুরহাট: মুরারই থানার রাজগ্রামের বনরামপুর গ্রামের কাছে পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় জেসিবি মেশিনের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাব্বির শেখ(২২)। বাড়ি বনরামপুর গ্রামে। সোমবার বিকেলে সে বাইক চালিয়ে পাথর শিল্পাঞ্চল যাচ্ছিল। ...

 শ্রীনগর, ২৮ মে (পিটিআই): জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। পুলিস জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগের কাচওয়ান জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ...

  সংবাদদাতা, ময়নাগুড়ি: একাধিক দাবিতে মঙ্গলবার ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষাকে স্মারকলিপি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর কমিটি। সংগঠনের নগর ইউনিটের সহ সম্পাদক অলোক রায় বলেন, আমরা শীঘ্রই ময়নাগুড়ি কলেজে ইউনিট খুলতে চলেছি। সেজন্য এদিন কলেজে আসা। ...

 সংবাদদাতা, কুমারগ্রাম: ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাম সিনিয়র সিলেকশন ফর কাই'তে অংশ নিয়ে আলিপুরদুয়ার ক্যারাটে অ্যাকাডেমির সাহিল হরিজন সোনা এবং ব্রোঞ্জ পদক জিতেছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬২ টাকা ৬৯.৮৬ টাকা
পাউন্ড ৭৬.৪৬ টাকা ৭৯.৪৩ টাকা
ইউরো ৬৮.৮৫ টাকা ৭০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,২৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২৬/৩ দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ ৪০/৫৪ রাত্রি ৯/১৮। সূ উ ৪/৫৬/৫, অ ৬/১১/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৬ গতে ৫/১৮ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে, বারবেলা ৮/১৫ গতে ৯/৫৪ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১৩ মধ্যে, কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২১/২৭/৫৫ দিবা ১/৩১/২১। উত্তরভাদ্রপদনক্ষত্র ৩৭/৩৭/৩৫ রাত্রি ৭/৫৯/১৩, সূ উ ৪/৫৬/১১, অ ৬/১৩/১৫, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৬ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২৪ মধ্যে, বারবেলা ১১/৩৪/৪৩ গতে ১/১৪/২১ মধ্যে, কালবেলা ৮/১৫/২৭ গতে ৯/৫৫/৩ মধ্যে, কালরাত্রি ২/১৫/২৭ গতে ৩/৩৫/৪৯ মধ্যে।
২৩ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস আজ রাত ১১:৫৫ মিনিটের বদলে আগামীকাল সকাল ১০:৩০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

07:24:56 PM

আগামীকাল প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী 

07:17:06 PM

৩১ মে ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস বাতিল থাকবে 

06:22:45 PM

৪ জেলার জেলা শাসক বদল 
চার জেলার জেলা শাসক বদল করল রাজ্য সরকার। উত্তর ২৪ ...বিশদ

06:17:16 PM