সংবাদদাতা, ময়নাগুড়ি: সোমবার সকালে ময়নাগুড়ির বাগজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এক পোল্ট্রি ফার্মের মালিক তাঁর ফার্মে বেআইনিভাবে বিদ্যুৎবাহী তার বিছিয়ে তাতে সংযোগ দিয়ে রেখেছিলেন। ছাত্রীটি ফুল তুলতে গিয়ে ওই তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে জখম হয়, পরে মারা যায়। ওই দিনই মৃতদেহ ময়নাতদন্ত করে পুলিস মৃতের পরিবারের হাতে দেহটি তুলে দেয়। পরে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে ছাত্রীর মৃতদেহ দাহ করেন। এ ঘটনায় আরও চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও মঙ্গলবার এলাকা থমথমে থাকায় পুলিস মোতায়েন করা হয়। পুলিস জানিয়েছে,অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত ছাত্রীর নাম চন্দনা বর্মন (১২)। সে শিঙিমারি হাইস্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দনা ফুল তুলতে স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা অসিতচন্দ্র রায়ের বাড়িতে যায়। গাছে হাত দিতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিস বাহিনী নিয়ে উপস্থিত হন ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি করা হয়। ওই সময় উত্তেজিত কয়েকজনের বিরুদ্ধে অভিযুক্তের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ময়নাতদন্তের পর সন্ধ্যায় ছাত্রীর মৃতদেহ এলাকায় পৌঁছলে অভিযুক্তের বাড়ির সামনে জোর করে এলাকাবাসীর বিরুদ্ধে দেহটি সৎকার করার অভিযোগ ওঠে। মৃত ছাত্রীর মা রত্না বর্মন বলেন, মেয়ের মৃত্যুর জন্য ওই ব্যক্তি দায়ী। আমরা ওনার ফাঁসি চাই। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক চঞ্চল সরকার বলেন, আমি ওই পরিবারটির সঙ্গে কথা বলেছি। এর আগেও ওই ব্যক্তি নাকি চন্দনাকে হুমকি দিয়ে বলেছিলেন ফুল তুলতে এলে বিদ্যুতের শক দেওয়া হবে। রাতে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে এলাকার লোকজন মৃতদেহ দাহ করে। ওই ঘটনায় আমাদের দলের কারও যোগ নেই।
ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সজলকুমার বিশ্বাস বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আইন আইনের পথে চলবে। কে দোষী তা আদালত বিচার করবে। কিন্তু বাড়ির সামনে এভাবে মৃতদেহ সৎকার করা উচিত হয়নি। আমরা ওই স্কুল ছাত্রীর পরিবারের পাশে রয়েছি।
যদিও অভিযুক্তের বাড়ির লোকজনের দাবি, পোল্ট্রি ফার্মে বিদ্যুতের সংযোগবাহী তার কোথাও উন্মুক্ত ছিল। সেই তার ফুলের গাছে কোনওভাবে লেগে থাকাতেই দুর্ঘটনাটি হয়েছে। ডিএসপি (ক্রাইম) বলেন, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।