উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
এবারে গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাব থিম হিসেবে তুলে ধরেছিল জমিদারবাড়ির পুজোকে। জমিদার বাড়ির দুর্গাদালানের আদলে গড়া হয়েছিল মণ্ডপ। শেষটাও তাই হল জমিদারি কায়দাতেই। পায়রা উড়িয়ে। পুলিস কর্মী, ডাক্তার, নার্সদের সঙ্গে নিয়ে পায়রা ওড়ানো হয়। করোনা পরিস্থিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন যাঁরা, গঙ্গারামপুর মহকুমার সেইসব করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় ক্লাব কর্তৃপক্ষের তরফে। এছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফের উপর পুজো মণ্ডপে জন সচেতনতা গড়ে তোলায় নাট্য সংসদ ক্লাবকে পুরস্কৃত করেন গঙ্গারামপুর মহকুমার অতিরিক্ত পুলিস সুপার ওয়াংদেন ভুটিয়া। ক্লাবের কর্মকর্তা সর্বজিৎ গুহ বলেন, জমিদার বাড়ির রীতিনীতি মেনে এবার পুজোর আয়োজন করা হয়েছিল। দশমীতেও তাই পায়রা উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয়।