উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দশমীর রাতে বাড়ির পাশেই একটি পুজো মণ্ডপে অনুষ্ঠান চলছিল। সেখানে রুহিদাসের বাড়ির লোকজন যান। বাড়ির লোকেরা ফিরে এসে দেখেন রুহিদাস গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।
ওই বিজেপি কর্মীর ভাইপো রঞ্জিত বিশ্বাস বলেন, আমরা সকলেই বাড়ির পাশে পুজো মণ্ডপে গিয়েছিলাম। কাকা খওয়াদাওয়া সেরে ঘরে বসেছিলেন। সেই সময় কেউ এসে কাকাকে গুলি করে পালিয়ে যায়। আমরা বাড়িতে এসে দেখি কাকা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারিনি। কাকা বিজেপি করায় ওঁকে এভাবে খুন করা হল। গোটা ঘটনা পুলিসকে জানিয়েছি। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মী সমর্থকদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। আসলে লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। একুশের বিধানসভা ভোটের আগে গ্রামেগঞ্জে ওরা সন্ত্রাস চালাচ্ছে। আমাদের ওই কর্মীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করেছে। মানুষ বিধানসভা ভোটে এর জবাব দেবে। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া বলেন, ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। ওটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জের। শুধু শুধু তৃণমূলের নামে ওরা কুৎসা রটাচ্ছে। এলাকার মানুষ সব জানে। পুলিস ঘটনার তদন্ত করছে। কারা জড়িত তাদের পুলিস খুঁজে বের করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। সিতাই থানার আইসি শৌর্যদীপ্ত ভট্টাচার্য বলেন, ঘটনার তদন্ত চলছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই বিস্তারিত বলা যাবে। উৎসবের মধ্যেও দিনহাটায় রাজনৈতিক গণ্ডগোল থেমে নেই। রবিবার নবমীর রাতে বাসন্তীরহাটের কাছে নিজের বাড়ির পাশেই জখম হন দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের মিথুন রাজভর। প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল পরে কোচবিহার ও সেখান থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিলিগুড়িতে তাঁর চিকিৎসা চলছে। ওই ঘটনার অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক মহলের ধারণা যেভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।