উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
কোচবিহারের সংসদ সদস্য নিশীথ প্রামাণিক বলেন, সপ্তমীর দিন অমিত শাহর বাসভবনে অনন্ত মাহারাজের উপস্থিতিতে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে আমিও উপস্থিত ছিলাম। কৈলাস বিজয়বর্গীয়ও ছিলেন। অনন্ত মহারাজ নারায়ণী রেজিমেন্ট গঠন, রাজবংশী ভাষার স্বীকৃতি, রাজবংশীদের উপরে নির্যাতন বন্ধ প্রভৃতি বিষয় নিয়ে স্মারকলিপি দিয়েছেন। কীভাবে এসব হতে পারে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকাল থেকে মধ্যাহ্নভোজের আগের সময় পর্যন্ত এই আলোচনা হয়েছে।
নারায়ণী রেজিমেন্ট গঠন হলে কোনও নির্দিষ্ট এলাকার মানুষ অগ্রাধিকার পাবে কি না, কোনও সীমারেখা রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরে নিশীথবাবু বলেন, এসব কেন্দ্রীয় সরকার নিশ্চয় ভেবে দেখবে। আমাদের মূল লক্ষ্য নারায়ণী রেজিমেন্ট গঠন করা। বিজেপির জেলা সভাপতি মালতী রাভা বলেন, অমিত শাহর সঙ্গে অনন্ত মহারাজ ও নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। শুনেছি নারায়ণী রেজিমেন্ট গঠন নিয়ে আলোচনা হয়েছে। এটি আমাদেরও দীর্ঘদিনের দাবি। নির্বাচনের আগে সেটি ফলপ্রসূ হলে ভালো হবে।
অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরেই অন্তরালে রয়েছেন। কোচবিহারে তাঁর যে প্রাসাদ রয়েছে সেখানে বর্তমানে তিনি থাকেন না। সম্প্রতি সেখানে পুলিস অভিযানও চালিয়েছিল। সেই ঘটনার পরেই বিজেপি সরব হয়। এবার সরাসরি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। নিশীথবাবুর দাবি, অনন্ত মহারাজ অসম থেকে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন। ফাইল চিত্র