সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
কিন্তু কীভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে এই পরিষেবা চালু করবেন? শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার থেকেই অফলাইনে জি মেইল ব্যবহার করা যাবে এবং তা সাধারণ মোডে। ইনকগনিটো মোডে এই সুবিধা মিলবে না। অফলাইন জি মেইল পরিষেবা পেতে গ্রাহকদের যা যা করণীয় সেগুলি হল — ডিভাইসে ক্রোম ইনস্টল করার পর জি মেইল সেটিংসে যেতে হবে। অফলাইন ট্যাবে ক্লিক করে ‘এনাবেল অফলাইন মেইল’ চেকবক্স অন করতে হবে। তারপরেই মিলবে নতুন সেটিংস। এরপর জি মেইল জানতে চাইবে, কতদিনের ইমেল আপনি সিঙ্ক করাতে চান? এরপর সবশেষে ‘সেভ চেঞ্জেস’ অপশন ক্লিক করলেই সংশ্লিষ্ট ডিভাইসে চালু হয়ে যাবে অফলাইন জি মেইল। গুগল জানিয়েছে, এর ফলে যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল বা ধীর গতির, অথবা প্রত্যন্ত ইন্টারনেটহীন জায়গায় জি মেইল পরিষেবা মিলবে।