Bartaman Patrika
সম্পাদকীয়
 

প্রাক্‌ভোট মহাজোট

বাংলা ক্যালেন্ডারের হিসেবে বুধবার ছিল মাঘ মাসের শেষদিন অর্থাৎ খাতা-কলমে শীতঋতুর সমাপ্তি। ওই দিনই রাজধানী নয়াদিল্লির বুকে রাজনীতির আসর বিশেষ তাৎপর্যপূর্ণভাবে সরগরম হয়ে গেল। দিল্লির যন্তর মন্তরে দিনভর ধর্নার পর সন্ধ্যায় দেশের অধিকাংশ বড় বিরোধী দলের নেতারা এককাট্টা হয়ে ঘোষণা করলেন নরেন্দ্র মোদি ও তাঁর সাথীদের ক্ষমতা থেকে উৎখাত করতে লোকসভা ভোটের আগেই মহাজোট গড়া হবে। সেই মহাজোট যৌথভাবেই নির্বাচনী ইস্তেহার রচনা করবে। মোদিদের বিরুদ্ধে বছরখানেক ধরে বিরোধীরা বিক্ষিপ্তভাবে নানানরকম লড়াইয়ের কর্মসূচি চালিয়ে গেলেও সম্প্রতি তা ভিন্ন মাত্রা পায়। গত ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তথাকথিত ‘ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালি’ তাদের অনেকটাই একসুতোয় বেঁধে দেয়। বলা যায় দিল্লির মসনদ থেকে গেরুয়াশিবিরকে বিদায় করার ব্লু-প্রিন্টের খসড়া তৈরি হয়ে যায়। তবে, সেদিন তো বটেই, বুধবার সকাল পর্যন্ত মোটামুটি ঠিক ছিল বিরোধীরা আসন্ন ভোটে যে যার মতো করে লড়বে। মানসিক বোঝাপড়া থাকলেও ভোটের আগে কোনও আনুষ্ঠানিক জোট বাঁধা হবে না। তা হবে ভোটের ফলপ্রকাশের পর। সেই জোটের রূপরেখাও তৈরি হবে দলগুলির জেতা আসন সংখ্যার উপর ভিত্তি করে। এই হিসেবে এতদিন পর্যন্ত বিরোধীদের আন্দোলনের মোটামুটিভাবে তিনটি ভরকেন্দ্র চোখে পড়ছিল। একটির পুরোভাগে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বাকি দুটির নেতৃত্ব দিচ্ছিলেন যথাক্রমে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী—বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু।
বুধবার সন্ধ্যায় দিল্লির মিঠেকড়া ঠান্ডার আবহে শারদ পাওয়ারের বাসভবনে এই তিন প্রধান ধারা একসঙ্গে মিলিত হল। সঙ্গে যোগ দিল আরও কয়েকটি ছোটবড় ধারা। এগুলির কোনওটির সর্বেসর্বা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আবার কোনওটির সুপ্রিমো জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এই বিশিষ্ট নেতা-নেত্রীরা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে এলেন, মোদিদের ‘অপশাসনে’র কবল থেকে দেশকে মুক্ত করতে বিরোধী দলগুলি প্রাক্‌ভোট মহাজোট গড়ে তুলবে। তৈরি হবে কমন মিনিমাম প্রোগ্রাম বা ন্যূনতম অভিন্ন কর্মসূচি। সেই পথেই জাতীয়স্তরে ঘোষিত হবে যৌথ নির্বাচনী ইস্তেহার। ইতিহাস বলে, ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীকে পরাস্ত করতে সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এরকম একটি সার্বিক জোট গড়ে উঠেছিল। সেই জোটে সমাজবাদী থেকে শুরু করে বাম, বিজেপি (তখন নাম জনসঙ্ঘ) সবাই শামিল হয়েছিল। সেবার ওই জোট নিজেদের লক্ষ্যপূরণে সফল হয়। ওই ঘটনার বারো বছর বাদে ১৯৮৯ তে ফের একবার বিরোধীরা প্রায় একইরকম জোট বেঁধেছিল রাজীব গান্ধীকে হঠাতে। সেবার নেতা ছিলেন বিশ্বনাথপ্রতাপ সিং। সেবারও তাদের ‘মিশন’ সফল হয়েছিল।
ঠিক তিন দশক বাদে এবার ২০১৯-এ দেশের বিরোধী দলগুলি ফের এককাট্টা হচ্ছে। তবে এবার পটভূমি খানিক অন্যরকম। এবারের আক্রমণের লক্ষ্য গত পাঁচবছর ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদি ও তাঁর দলবল। মমতা না রাহুল—এবারের লড়াইয়ে প্রধান সেনাপতি কে হবেন তা এই মুহূর্তে বলা কঠিন। তবে বাংলার অগ্নিকন্যা নিজের একটি বিশেষ জায়গা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। বুধবারের দিল্লির ধর্নামঞ্চ থেকে শুরু করে সন্ধ্যার বৈঠক, সর্বত্রই মমতাই ছিলেন মধ্যমণি। তাঁর ওইদিনের কর্মসূচিও ছিল উল্লেখ করার মতোই। সকালে সংসদ চত্বরে দলের সদস্যদের নিয়ে তিনি গান্ধীমূর্তির সামনে দাঁড়িয়ে মোদি বিদায়ের শপথ নেন। বিষয়টি নিঃসন্দেহে অভিনব। দুপুরে যন্তর মন্তরের ধর্নামঞ্চে বাংলার অগ্নিকন্যা অভিহিত হন ‘বঙ্গাল কি শেরনি’ অর্থাৎ বাংলার বাঘিনী বলে। বিশিষ্ট নেতাদের কেউ কেউ এমনও মন্তব্য করেন—মোদির রাতের ঘুম যদি কেউ কেড়ে নিতে পারেন, তিনি হলেন আয়রন লেডি মমতা। বাংলার অগ্নিকন্যা এবার বাঘিনী ও লৌহমানবী হয়ে লক্ষ্যপূরণে সফল হলে রাজ্যের জন্য ফের নতুন ইতিহাস রচিত হবে, তা বলাই বাহুল্য।
অংশীদারি কৃষিই পথ

 শিল্পের জন্য জোর করে কৃষিজমি কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়—তৎকালীন বিরোধী নেত্রী এবং আজকের মুখ্যমন্ত্রী। জমির প্রশ্নে রেজ্জাক সাহেবের সেদিনের অবস্থান অনেক ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চলে যেত। তার জন্য সিপিএম পার্টি এবং তাদের সরকার বারবার বিড়ম্বনায় পড়েছে।
বিশদ

14th  February, 2019
বিজ্ঞাপনে যুবশক্তি

ভারতের আগামী দিনের অগ্রগতিতে নতুন প্রজন্মকে আরও অনেক বেশি কাজে লাগানো দরকার। নয়া ভারত গড়তে তাই নয়া প্রজন্মকে কাছে টানতেই হবে। মন জয় করতে হবে তাদের। তাই বলে অভিজ্ঞতার মূল্যকে অস্বীকার করে নয়।
বিশদ

13th  February, 2019
স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব

 ক্ষমতায় বসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন, যাঁদের ভোটের উপর ভরসা করে তিনি দীর্ঘ ৩৪ বছরের একচেটিয়া বাম শাসনের অবসান ঘটিয়েছেন, সেই সাধারণ মানুষের সমস্যার সমাধানকেই করতে হবে পাখির চোখ।
বিশদ

12th  February, 2019
লগ্নির জন্য তৈরি রাজ্যের জমিও

 বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের যে সুনামি আছড়ে পড়েছে এরাজ্যে, তাকে বরণ করে নিতে যে পর্যাপ্ত জমি রয়েছে, সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে দেশের তাবড় উদ্যোগপতিদের। তাও যে সে পরিমাণে নয়, শিল্প গড়ার জন্য এই মুহূর্তে রাজ্যের হাতে জমি আছে ১০ হাজার একরেরও উপর।
বিশদ

11th  February, 2019
নোট ফাঁস: রাফাল ও বোফর্স

 ১৯৮৬ সাল। অন্য একটি খবর সংক্রান্ত বিষয়ে সেই সময় সুইডেনে ছিলেন চিত্রা সুব্রহ্মণ্যম। ‘দি হিন্দু’র সাংবাদিক। রেডিওতে খবর চলছিল। তাঁর কানে এল কয়েকটা চেনা নাম। এবং তার থেকেও পরিচিত একটি পদবি—গান্ধী। বিরাট দুর্নীতির খবর। ভারতে। বোফর্স কেলেঙ্কারি।
বিশদ

10th  February, 2019
বাংলাই সেরা বিনিয়োগ গন্তব্য

শুধু কৃষিনির্ভরতা বাংলার চিত্র পাল্টে দিতে পারবে না। বাংলার সার্বিক উন্নতির জন্য শিল্পের বিকাশটাও জরুরি। কৃষির পাশাপাশি শিল্পের উন্নতিই হল একবিংশ শতকের বাংলার চাহিদা। পরাধীন ভারতে প্রকৃতিনির্ভরতার দরুন কৃষির বিকাশ থমকে ছিল। স্বাধীনতার পর ‘সবুজ বিপ্লব’-এর হাত ধরে কৃষিতে যথেষ্ট অগ্রগতি ঘটেছে।
বিশদ

09th  February, 2019
বেচারাম!

 বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় কোনও পরিবারের একটি প্রজন্ম বহু পরিশ্রমে এবং মেধার সঠিক ব্যবহারে সম্পদ গড়ে তোলে। ওই প্রজন্ম নতুন নতুন সম্পত্তি ক্রয় করে। তারা তখন কেনারাম বলে চিহ্নিত হয়। পরবর্তী প্রজন্ম যোগ্য উত্তরসূরি হলে সেই সম্পদকে আরও বাড়িয়ে তোলে। তাতে পরিবার আরও সমৃদ্ধ হয়।
বিশদ

08th  February, 2019
আসল মেজাজে ফিরছে ভোট

 দেশজুড়ে হইচই ফেলে দেওয়া সারদা চিটফান্ড মামলাটি ২০১৪ সালের। এই মামলায় সারদার কর্ণধার সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়কে এবং কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকেও ধাপে ধাপে গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু, এই দীর্ঘদিনেও এই অপরাধের কিনারা করতে পারেনি তারা।
বিশদ

07th  February, 2019
জনমুখী উদ্যোগ

দেশে কর্মসংস্থানের হাল বিশেষ সুবিধের নয়। মোদি সরকারের ভোটমুখী বাজেটও কর্মসংস্থানের বিশেষ কোনও দিশা দেখাতে পারেনি। ন্যাশনাল স্যাম্পেল সার্ভের খসড়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ। সাধারণ চাকরিজীবীর সংখ্যাও দেশের জনসংখ্যার তুলনায় বেশ কম।
বিশদ

06th  February, 2019
প্রতিবাদে ফের অগ্নিদীপ্ত মমতা

এক সময় মানুষ তাঁকে বলতেন, অগ্নিকন্যা। তাঁর ভিতরে যে লড়াইয়ের আগুনটা ছিল সেটা প্রতিবাদের মধ্য দিয়ে ঝলসে উঠত। মানুষ জানতেন, মমতা মানেই অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন এক যোদ্ধা। তৃণমূল স্তরের মানুষের স্বার্থের সন্ধানেই তাঁর পথ হাঁটা। সেই ভাবনা থেকেই তিনি দলের নামকরণ করেছিলেন তৃণমূল কংগ্রেস।
বিশদ

05th  February, 2019
বাজল ভোটের দামামা

ফের একটা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। যে ঢাকের বাদ্যিতে আম জনতার হৃদয় নেচে ওঠার বদলে বুক কেঁপে ওঠার প্রহর গোনা শুরু হল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রাকলগ্নে ঘরে ঘরে এখন একটাই আতঙ্ক ছড়িয়ে পড়ছে—এই ভোট রক্তপাতহীন, নির্বিঘ্ন ও নিরাপদে হবে তো? আর কয়েকদিন পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে।
বিশদ

04th  February, 2019
বাজেট রাজনীতি ও কর্মসংস্থান

 এই সরকারের কর্তাব্যক্তিরা সবাই জানেন, দেশে কর্মসংস্থানের হাল কতটা খারাপ। সরকারি চাকরি বলতে সম্প্রতি রেলের বেশ কিছু নিয়োগ। এছাড়া সেই অর্থে না হয়েছে নতুন কোনও উল্লেখযোগ্য শিল্প, না কৃষিক্ষেত্রে ব্যাপক কিছু সুরাহা। তাহলে কর্মসংস্থানটা হবে কীভাবে?
বিশদ

03rd  February, 2019
বাজেটে মরিয়া মোদি

 দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কতটা মরিয়া, তা দেখিয়ে দিল তাঁর সরকারের অন্তর্বর্তী বাজেট। ভোট-অন-অ্যাকাউন্টের যাবতীয় রীতি কার্যত লঙ্ঘন করেই একাধিক বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
বিশদ

02nd  February, 2019
রাজনীতি!

 আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষিত না হলেও দেশজুড়ে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বলাই যেতে পারে। আগামী মাস তিনেকের মধ্যেই ভোটপর্ব শুরু হয়ে যাওয়ার কথা। একশো পঁচিশ কোটি মানুষের বাসভূমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে লোকসভা ভোট একটি মহাযজ্ঞের মতোই।
বিশদ

01st  February, 2019
বাঁচুক সরকারি শিক্ষাব্যবস্থা

বাম আমলে হাজারটা ক্ষোভের মধ্যে একটির কারণ ছিল অসংখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সময়মতো পেনশন এবং গ্র্যাচুইটি পাননি। এমনও গুরুতর অভিযোগ পাওয়া যেত যে অবসরকালীন আর্থিক পাওনাগন্ডা বহু শিক্ষক জীবদ্দশাতেই পাননি; তাঁদের বিধবা পত্নীরাও আদালতের দরজার দরজায় হত্যে দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন!
বিশদ

31st  January, 2019
মন জয়ের প্রতিযোগিতা

গরিব, কৃষক, মধ্যবিত্তের মন পেতে দেশের রাজনৈতিক নেতাদের মরিয়া প্রচেষ্টা থেকেই স্পষ্ট লোকসভা নির্বাচন আসন্ন। গরিব মধ্যবিত্তের ভোটটা একটা বড় ফ্যাক্টর। বলা যায়, আগামী একমাস দেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ সময়। হাতে আর বেশি সময় নেই মোদি সরকারের।
বিশদ

30th  January, 2019
একনজরে
  সংবাদদাতা, খড়্গপুর: ভ্যালেনটাইন ডে’র আগের রাতে বুধবার খড়্গপুর স্টেশনের বোগদা টিকিট কাউন্টারের কাছ থেকে এক যুবক ও নাবালিকাকে আটক করেছে জিআরপি। তাদের বাড়ি নিউ দিল্লি। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে অনুমান। ...

  বিএনএ, আরামবাগ: পুরশুড়ার প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় ক্রীড়া ময়দান কাঁপাল দুই বোন। ঘরের মেয়েরা গুজরাত ও হরিয়ানায় জাতীয় স্তরের আসরে সফল হওয়ায় গর্বে বুক ফুলেছে বাবা, মা সহ এলাকাবাসীর। এতদিন স্কুল থেকে জেলা, রাজ্যস্তরের পর্যায়ে তারা একই সঙ্গে খেলে ...

বিএনএ, চুঁচুড়া: রাস্তাঘাট, পথবাতি, নর্দমা সহ উন্নয়নের কাজ করে শহরগুলিকে ঝাঁ চকচকে করে তোলার চলছে জোর কদমে। তবে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশ বাধা হয়ে দাঁড়িয়েছিল। গৃহহীন মানুষগুলিকে সরিয়েও দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই শহর ...

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (পিটিআই): ৮৬ তম জন্মদিনে প্রয়াত অভিনেত্রী মধুবালাকে শ্রদ্ধা জানাল গুগল। সার্চ ইঞ্জিনে ব্যবহার হল বেঙ্গালুরুর শিল্পী মহম্মদ সাজিদের তৈরি ডুডল। ১৯৩৩ সালে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ পাওয়ার সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম
১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু
১৮৯৮: কিউবা উপকূলে মার্কিন রণতরী ডুবে গিয়ে মৃত ২৭৪। স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আমেরিকা
১৯২১: ঐতিহাসিক রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম
১৯৩৩: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে হত্যার ব্যর্থ চেষ্টা। নিহত শিকাগোর মেয়র
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন। জাপানের কাছে আত্মসমর্পণ করলেন ব্রিটিশ জেনারেল।
১৯৪৭: রণধীর কাপুরের জন্ম
১৯৫৬: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেসমন্ড হেইনসের জন্ম
১৯৬৪: আশুতোষ গোয়ারিকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৮৯.৩৪ টাকা ৯২.৫৮ টাকা
ইউরো ৭৮.৫৩ টাকা ৮১.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ ফাল্গুন ১৪২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, দশমী ১৭/৪৫ দিবা ১/১৯। মৃগশিরা ৩৬/৩৯ রাত্রি ৮/৫২। সূ উ ৬/১২/৪৫, অ ৫/২৯/১, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৮/২৮ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/৫৭ গতে অস্তাবধি। বারবেলা ৯/১১ গতে ১১/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৩৯ গতে ১০/১৫ মধ্যে।
২ ফাল্গুন ১৪২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, দশমী ৮/২২/২০। মৃগশিরানক্ষত্র অপঃ ৪/৪৪/৫, সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/১১, অমৃতযোগ দিবা ৭/৪৩/৫৭ মধ্যে ও ৮/২৮/৪৯ থেকে ১০/৪৩/২৪ মধ্যে ও ১২/৫৮/০ থেকে ২/২৭/৪৪ মধ্যে ও ৩/৫৭/২৭ থেকে ৫/২৭/১১ মধ্যে এবং রাত্রি ৭/৯/২৭ থেকে ৮/৫১/৪৪ মধ্যে ও ৩/৪০/৪৯ থেকে ৪/৩১/৫৭ মধ্যে, বারবেলা ৯/২/২৮ থেকে ১০/২৬/৩৫ মধ্যে, কালবেলা ১০/২৬/৩৫ থেকে ১১/৫০/৪২ মধ্যে, কালরাত্রি ৮/৩৮/৫৭ থেকে ১০/১৪/৪৯ মধ্যে।
৯ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: সপরিবারে ভ্রমণের সুযোগ। বৃষ: নতুন কাজের সুযোগ। মিথুন: অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু১৮৯৮: কিউবা উপকূলে ...বিশদ

07:03:20 PM

গোপীবল্লভপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর 

06:37:00 PM

ভুয়ো কোম্পানি খুলে রাজ্যজুড়ে প্রতারণার জাল, ধৃত ৭
গৃহঋণ থেকে চাকরির টোপ দিয়ে রাজ্যের বিভিন্ন অংশে প্রচুর মানুষকে ...বিশদ

04:12:00 PM

৬৭ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:35 PM

পুলওয়ামায় হামলা: নদীয়া, হাওড়ার শহিদ জওয়ানদের বাড়িতে আসছেন দু’জন কেন্দ্রীয় মন্ত্রী 

04:03:51 PM