Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ফাঁকা অভিযোগ করে বা সিবিআই জুজু দেখিয়ে কি মমতার গতিরোধ করা যাবে?
শুভা দত্ত

২০১৯ যুদ্ধের দামামা বেশ ভালোমতোই বেজে উঠেছে। বোঝাই যাচ্ছে লোকসভা ভোট আর দূরে নেই। মাঝে বড়জোর মাস দুই-আড়াই। তারপরই এসে পড়বে সেই বহু প্রতীক্ষিত মহাসংগ্রামের দিন। দেশের শাসনক্ষমতার মসনদ দখলের যুদ্ধে মুখোমুখি হবে শাসক এবং বিরোধী শিবিরের রথী-মহারথীবৃন্দ। জাতীয় নির্বাচন কমিশনের অন্দরেও সেই মহাসংগ্রামের দিনক্ষণ স্থির করা নিয়ে এখন শেষ মুহূর্তের তৎপরতা, খবর তেমনই। এবং চূড়ান্ত লড়াইয়ের দিকে দিন যত এগচ্ছে ততই শাসক ও বিরোধীপক্ষের তরজায় দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। অবশ্য, অনেকদিন ধরেই যুযুধান রাজনৈতিক দলগুলোর বাদানুবাদ অভিযোগ পাল্টা অভিযোগে দেশের বিভিন্ন মহলে এমনকী সাধারণজনের মধ্যেও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছিলই। প্রত্যাশিতভাবেই এখন তার পরিধি ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই বঙ্গে এবার সেই উত্তেজনার মাত্রা যেন একটু বেশি বলেই মনে হচ্ছে।
অবশ্য তার সঙ্গত কারণও আছে। দেশের মোদি-বিরোধী শিবিরে এবার যে মধ্যমণি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে কেন্দ্র করেই জোট বাঁধছে দেশের মোদি-বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। আর তাতে ভোট রাজনীতির জাতীয় মঞ্চে বাংলার ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মমতা যে জাতীয় বিরোধী মঞ্চের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন এবং বিরোধীরা যে তাঁকেই সামনে রেখে মোদি-বিরোধী লড়াইতে যেতে চাইছেন সাম্প্রতিকে অন্তত দুটি ঘটনায় তা পরিষ্কার হয়ে গেছে। প্রথমটি তৃণমূলের ব্রিগেড সমাবেশ এবং দ্বিতীয়টি মমতার ধর্না। দেশের প্রভাবশালী প্রথমসারির মোদি-বিরোধী নেতারা মমতার ব্রিগেডে উপস্থিত হয়ে বা ফোন করে কীভাবে তাঁর প্রতি আস্থা ও সংহতি জানিয়েছেন তা দেশ দেখেছে। জাতীয় কংগ্রেসও এক্ষেত্রে পিছিয়ে থাকেনি বরং প্রতিনিধি পাঠিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মমতার প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন ও আস্থা জ্ঞাপন করেছেন। পরবর্তীতে রাজ্যের অধিকার উপেক্ষা করে সিবিআইয়ের আচমকা অভিযানের বিরোধিতায় মমতা যখন ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন তখনও বিরোধী শিবিরের নেতানেত্রীরা কেউ ধর্নামঞ্চে এসে কেউ ফোনে মমতার প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন, পাশে থাকার অঙ্গীকার করেছেন। এই দলেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, কংগ্রেস সমেত পদ্মবিরোধীরা প্রায় সকলেই আজ বাংলার মা-মাটি-মানুষের লড়াকু নেত্রী মুখ্যমন্ত্রী মমতার পাশে মমতার সঙ্গে এবং আসন্ন ২০১৯ ভোটযুদ্ধে তাঁকেই চাইছেন নেতৃত্বে। সত্যি বলতে কী, রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব মায়াবতী চন্দ্রবাবু নাইডু কানিমোঝি প্রমুখ দেশের বিরোধী নেতানেত্রীর এহেন মমতা-প্রীতিই পশ্চিমবঙ্গের জনমনে প্রথম বাঙালি প্রধানমন্ত্রীর ভাবনা উসকে দিয়েছে। পরিস্থিতি আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে ভোট-রাজনীতির জাতীয় মঞ্চে এখন রাহুল-মোদির চেয়ে মমতা-মোদির লড়াইটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২০১৯ লোকসভা রণাঙ্গনে কংগ্রেস বিজেপির লড়াইয়ের চেয়ে মানুষজন মমতার নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে নরেন্দ্র মোদিজির গেরুয়াবাহিনীর টক্কর ও তার সম্ভাব্য ফলাফল নিয়েই বেশি কৌতূহলী হয়ে উঠেছেন!
আর সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পদ্মবাহিনীর প্রধান টার্গেট এখন মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা-সমিতিতে মোদিজি ও তাঁর দলের নেতানেত্রীরা সব ছেড়ে মমতার নামে বিষোদ্গারে মাতছেন। যা মুখে আসে তাই বলছেন। নানা অভিযোগের বন্যা বহাচ্ছেন। তার সঙ্গে নতুন করে শুরু হয়েছে সারদা নারদা রোজভ্যালি নিয়ে নাড়াচাড়া, সিবিআই অভিযান! কদিন আগে কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার অছিলায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়িতে আচমকা হানা দিয়েছিলেন সিবিআইয়ের কয়েকজন অফিসার। তাঁদের সঙ্গে প্রথমে পুলিস কমিশনারের বাড়িতে কর্তব্যরত পুলিসের এবং পরে উচ্চপদস্থ পুলিসকর্তাদের বাদবিতণ্ডায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হল। কিন্তু, আখেরে হলটা কী? মহামান্য আদালত সাফ জানিয়ে দিলেন, রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু তাঁর ওপর বলপ্রয়োগ বা তাঁকে আটক করতে পারবে না। সেইমতো শিলংয়ে ডেকে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। এই জিজ্ঞাসাবাদ রাজ্যের সঙ্গে যোগাযোগ করে সোজা পথেও করা যেত। না করে লাভটা কী হল? মহামান্য আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের বেশি কিছু করার সামর্থ্যই তো রইল না! বরং, মাঝখান থেকে সিবিআইয়ের এহেন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং সেই প্রতিবাদে কংগ্রেসসমেত দেশের নানা প্রান্তের বিরোধী নেতানেত্রীর সমর্থন পেয়ে মমতা জাতীয় স্তরে তাঁর প্রভাব-প্রতিপত্তি আরও বাড়িয়ে নিলেন! বলছেন দেশ-রাজ্যের মানুষ, বলছেন রাজনৈতিক তথ্যভিজ্ঞরাও।
আচ্ছা, যাঁরা এত বছর মমতাকে দেখছেন, তাঁর রাজনৈতিক স্বভাব, মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অনমনীয় মনোভাব এবং সর্বোপরি তাঁর সততা ও আত্মবিশ্বাসের ভূরি ভূরি উদাহরণ দেখেছেন ও দেখছেন তাঁরা কি স্বপ্নেও ভাবতে পারেন এভাবে ফাঁকা অভিযোগ করে বা ভয় দেখিয়ে মমতার গতিরোধ করা যাবে? ভাবতে যে পারেন না সেটা এই বাংলার পথেঘাটে অফিস-কাছারিতে একটু ঘোরাঘুরি করলে প্রধানমন্ত্রী বা তাঁর মন্ত্রী সেনাপতিরা অনায়াসে বুঝে যেতেন। ওই যে মমতা বলেছেন না, পাঙ্গা নিলে আমি চাঙ্গা হয়ে যাই—একেবারে ঠিক কথা। এই মনের জোর এই অকুতোভয় একরোখা প্রতিবাদী স্পিরিট না থাকলে কি সিপিএম নেতৃত্বাধীন বামেদের ৩৪ বছরের দুর্গ তিনি ধূলিসাৎ করতে পারতেন? প্রায় একক চেষ্টায় সিপিএমের দীর্ঘ শাসনে রুগ্ন বিবর্ণ শিল্পসম্ভাবনাহীন হতাশার রাজ্যে এত তাড়াতাড়ি এমন প্রাণ সঞ্চার করতে পারতেন? পারতেন দেশ-বিদেশ থেকে লক্ষকোটির বিনিয়োগ আনতে, লাখ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে? পারতেন, জঙ্গলমহল থেকে পাহাড় সাগর থেকে সীমান্ত এমন শান্তি সম্প্রীতি আর উন্নয়নে উজ্জ্বল এমন একটা বিশ্ববাংলা উপহার দিতে? শুধু কী তাই, জগৎসভায় আজ পশ্চিমবঙ্গ যে ফের একবার নতুন আলোয় আলোকিত। কন্যাশ্রীর মতো প্রকল্প যে আজ বিশ্ববন্দিত—সেও কি মমতার মতো এমন একনিষ্ঠ জননেত্রী অক্লান্তকর্মী মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব ছিল?
বাংলার মানুষ কি সাধে আজও এমন মমতামুগ্ধ? যাচাই করে তাঁরা তো দেখেছেন, ২০১১ সালের আগে এই রাজ্যের হাল কী ছিল আর আজ কী? সাধারণ গরিবের জীবনমান লালজমানায় কী ছিল আর মমতা রাজে কোথায় গিয়ে পৌঁছেছে। তবেই না তাঁরা সব ভুলে মমতাকে উজাড় করে দিয়েছেন তাঁদের সমর্থনের শক্তি। সেই অপরিমেয় জনশক্তি ও সমর্থন প্রধানমন্ত্রী বা তাঁর পার্ষদদের দুটো অভিযোগে শেষ হয়ে ভেঙে পড়বে? সিবিআই এসে রামাসামা অভিযোগ ঠুকে দু’-চারজনকে নিয়ে টানাহ্যাঁচড়া করলেই বাংলার পাবলিক মমতার পাশ থেকে সরে যাবেন? হয়, হতে পারে! বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো এমন একটি রাজনীতি সচেতন রাজ্যে তেমনটা হওয়া কি আদৌ সম্ভব! আমার এক বন্ধুর সামনে এমন একটা প্রশ্ন রেখেছিলাম। তিনি একটি অতি পরিচিত রসিকতা ছুঁড়ে দিয়ে বলেছিলেন, কইবেন না, কইবেন না দিদি, শুনলি ঘুড়ায় (ঘোড়া) হাসব!
আমার বন্ধুর মন্তব্যটি হয়তো নিছক রসিকতা। কিন্তু, আমাদের দেশে ভোট এলে এমন রসের কাণ্ডকীর্তি যে চিরকালই ঘটে তা কি কেউ অস্বীকার করতে পারেন? এই যেমন ধরুন কেউ যদি প্রশ্ন করেন, সারদা রোজভ্যালিতে সর্বস্বান্ত মানুষজনের দুঃখে যে প্রধানমন্ত্রীর আজ বুক ফেটে যাচ্ছে নোট বন্দি, জমা টাকায় সুদ কমানো, কৃষি সরঞ্জামের মতো গরিব সাধারণের নিত্যদিনের রুটিরুজির অবলম্বনে ভর্তুকি বন্ধ করা ইত্যাদির ক্ষেত্রে সেই দরদ কোথায় ছিল—কী জবাব দেবেন মোদিজি? জানি, বলবেন, দেশের আর্থিক সংস্কারের স্বার্থে কিছু কষ্ট সকলকেই করতে হয়। কিন্তু, কেউ যদি জানতে চান, সে না হয় হল, সারদা রোজভ্যালি কাণ্ড নিয়ে এমন মাঝে মাঝে জেগে ওঠা ও ঘুমিয়ে পড়া কেন? আর লক্ষ করলে দেখা যাচ্ছে ভোটের সময়ই যেন বেশি বেশি করে তেড়েফুঁড়ে উঠছে সিবিআই—কেন? কংগ্রেসের প্রিয়াঙ্কা যতদিন প্রত্যক্ষ রাজনীতিতে আসেননি ততদিন তাঁর স্বামী রবার্ট ওয়াধেরাকে নিয়ে কথা নেই। প্রিয়াঙ্কা রাজনীতির ময়দানে নামতেই ওয়াধেরার পিছনে সিবিআই, ম্যারাথন জিজ্ঞাসাবাদ! মানেটা কী? উত্তর মিলবে?
বঙ্গ রাজনীতির তথ্যভিজ্ঞজনেদের অনেকেই মনে করছেন, ২০১৯ ভোট মহাযুদ্ধের আগে বিরোধীদের নিয়ন্ত্রণে রাখতে এবার কেবল মুখের বাণী নয় সিবিআইয়ের মতো শক্তিরও যথেচ্ছ প্রয়োগ হবে। কারও জেলযাত্রার ঘটনা ঘটলেও আশ্চর্যের কিছু নেই। কিন্তু দিনের শেষে প্রশ্ন একটাই, ফাঁকা অভিযোগ করে বা সিবিআই জুজু দেখিয়ে কি মমতার মতো মহানেত্রীর গতিরোধ করা যায়? দেয়ালের লিখনটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। গেরুয়া বন্ধুরা একটু চোখ মেলে দেখুন।
10th  February, 2019
মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগিয়ে?
সমৃদ্ধ দত্ত

গত পাঁচ বছরে সিপিএম একবারও কি রেলমন্ত্রীর ইস্তফা দাবি করে রাস্তায় নেমেছে? পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত হচ্ছে, এই প্রশ্ন তুলে কখনও সিপিএমকে প্রেস কনফারেন্স করতে দেখেছে কেউ? কেন কিছু করেনি সিপিএম? কারণ এখন আর রেলমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়। বিশদ

রাফাল না সিবিআই, মোদি-বিরোধিতায় সবচেয়ে শক্তিশালী ইস্যু কোনটি?
বিশ্বনাথ চক্রবর্তী

 রাফাল ইস্যুকে সামনে রেখে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদির ভাবমূর্তির ওপর প্রশ্ন তুলে দিয়েছিলেন রাহুল গান্ধী। ধারাবাহিকভাবে রাফাল ইস্যু প্রচারের কেন্দ্রে রাখতে পেরেছিলেন রাহুল। হিন্দি বলয়ে তিন রাজ্য—মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়-এ বিজেপি’র পরাজয়ের পিছনে অন্য সমস্ত কারণের মধ্যে রাহুল গান্ধীর তোলা রাফাল যুদ্ধ বিমান দুর্নীতির প্রচার বিজেপি’র বিরুদ্ধে গিয়েছিল বলে অনেকে মনে করেন।
বিশদ

14th  February, 2019
স্মার্ট সিটি এবং সুশাসন
রঞ্জন সেন

স্মার্ট হওয়া ভালো, কিন্তু আরও ভালো হল সুশাসিত হওয়া। আর এটা হয় না বলেই রাতারাতি স্মার্ট বলে দেগে দেশের স্মার্ট সিটিগুলিতে হঠাৎ প্রয়োজনে জরুরি পরিষেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে তার প্রশস্ত রাজপথে চরে বেড়ায় গোরু। তার পরিণতিতে মানুষের প্রাণও যায়।
বিশদ

12th  February, 2019
ভোটের কৈফিয়ত
পি চিদম্বরম

একটা আত্মবিশ্বাসী সরকার স্বাভাবিক অন্তর্বর্তী বাজেট পেশ করত আর এটাই করা উচিত, কিন্তু আত্মবিশ্বাসের মতো জিনিসটার ঘাটতি রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মধ্যে। শুধু বিজেপি এমপিদের বিষণ্ণ মুখগুলোর দিকে তাকান বিশেষত যাঁরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং আপনি আমার সঙ্গে একমত হবেন।
বিশদ

11th  February, 2019
হৃদয় গিয়েছে চুরি
অতনু বিশ্বাস

আচ্ছা, হৃদয়টাকে (হৃদপিণ্ড মানে হৃদয় ধরে নিয়ে) সত্যি সত্যিই কি কোথাও ফেলে আসা যায় না? যদি সত্যিই না যায়, কুমিরটা সেটা বিশ্বাস করল কী করে? উপকথার কুমিররা হয়তো বোকা হয়, তবে তার তথাকথিত বোকামিকে অনেক ক্ষেত্রেই আমার নেহাতই সরলতা বলে মনে হয়েছে।
বিশদ

09th  February, 2019
ন্যানো, একটি স্বপ্নের অকাল মৃত্যু
মৃণালকান্তি দাস

ভক্সওয়াগেন বিটল। যে বছর ভারতে ন্যানোর আবির্ভাব, তার ঠিক ৭০ বছর আগে বাজারে এসেছিল এই ‘পিপলস কার’। গোটা জার্মানি জুড়ে শুধু রোড নেটওয়ার্ক বাড়ানোই নয়, দেশের মানুষকে সস্তায় গাড়ি চড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন অ্যাডলফ হিটলার। কে না জানে, ভক্সওয়াগেন মানেই তো ‘জনতার গাড়ি’।
বিশদ

08th  February, 2019
সিবিআই নাটকে শেষপর্যন্ত
মমতাই কি লাভবান হলেন না?
মেরুনীল দাশগুপ্ত

 নাটক? হ্যাঁ, নাটক। নাটক ছাড়া কী! বলা নেই, কওয়া নেই হঠাৎ করে রবিবারের শেষ বিকেলে কোত্থেকে চল্লিশ সিবিআই চলে এলেন, সন্ধের মুখে তাঁদের কজন জিজ্ঞাসাবাদের অছিলায় হানা দিলেন লাউডন স্ট্রিটে খোদ পুলিস কমিশনারের দরজায়, ঢোকার মুখেই কর্তব্যরত পুলিসের সঙ্গে বাধল সংঘাত, ছড়াল উত্তেজনা, কয়েক মুহূর্তের মধ্যে কলকাতা পুলিসের বড়কর্তারা হাজির, তর্ক-বিতর্ক ধস্তাধস্তি এবং শেষমেশ পুলিসের গাড়িবন্দি হয়ে দলের নেতা ডিএসপি সিবিআই ও আরও কয়েকজন শেক্সপিয়র সরণি থানায়!
বিশদ

07th  February, 2019
উন্নয়নের সঙ্গে যথেষ্ট আর্থিকশৃঙ্খলা অর্জিত হয়েছে
দেবনারায়ণ সরকার

সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্র ২০১৯-২০ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৯৬৪ কোটি টাকা। গত বছরের অনুমিত বাজেটের তুলনায় এটা ২১ শতাংশেরও বেশি। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৩২৭ কোটি টাকা। 
বিশদ

05th  February, 2019
গাদকারি মাহাত্ম্য
পি চিদম্বরম

নীতিন গাদকারি একজন অন‌্যধরনের রাজনীতিক। তাঁর নিজের স্বীকার অনুযায়ী, তিনি একজন ভোজনরসিক, তিনি হাল ফ‌্যাশনের পোশাক পরেন এবং দেখে মনে হয় জীবনটাকে উপভোগও করেন। তিনি পাবলিক ফাংশনে ভাষণ দিতে পছন্দ করেন এবং এমনভাবে কথা বলেন যেন দুনিয়ার কে কী ভাবল তাতে তাঁর যায় আসে না।
বিশদ

04th  February, 2019
বাজেটে ভুলিয়ে দেশের মানুষের মন জেতা যাবে?
শুভা দত্ত

শুক্রবার সংসদে যে বাজেট প্রস্তাব পেশ হল হিসেব মতো সেটা দেশের চলতি সরকারের শেষ বাজেট—অন্তর্বর্তী বাজেট। কিন্তু, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েলের বক্তৃতা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচার-আচরণ দেখে মনে হল অন্তর্বর্তী নয়, আসন্ন অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেটই পেশ করল বিদায়ী সরকার! শুধু তাই নয়, গোটা বাজেট প্রস্তাব জুড়ে মধ্যবিত্ত থেকে কৃষক শ্রমিক প্রান্তিক মানুষজনের জন্য ‘ছাড়’ আর অর্থবরাদ্দের যে হিড়িক দেখা গেল—এককথায় তা নজিরবিহীন।
বিশদ

03rd  February, 2019
উন্নয়নের সঙ্গে আপস করে
জনমোহিনী বাজেট

দেবনারায়ণ সরকার

 শুক্রবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদি সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন। কার্যত এটাকে পূর্ণাঙ্গ বাজেটই বলা চলে। বিশদ

02nd  February, 2019
ইয়ং ইন্ডিয়া
সমৃদ্ধ দত্ত

প্রায় বছর দশেক হয়ে গেল এই পিতাপুত্রের সঙ্গে তাঁর পরিচয়। যা ক্রমেই অত্যন্ত ঘনিষ্ঠতায় পর্যবসিত। রাউলাট বিলের প্রতিবাদ করে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের বিভিন্ন প্রান্তে সভা করে বেড়াচ্ছিলেন। সেই সময় একটি সভা হয়েছিল এলাহাবাদে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলা হয়েছিল স্থানীয় একজন আইনজীবীর বাড়িতে থাকতে।
বিশদ

01st  February, 2019
একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর দু’দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই হোয়াটসঅ্যাপে বেরিয়ে গেল প্রশ্নপত্র। তারপর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছে পুলিস। শোনা গিয়েছে, ...

  সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহে আদিবাসীদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের জন্য জেলাজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে থান তৈরির উদ্যোগ নিল অগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর। জেলা ছটি ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে এই থানগুলি তৈরি করা হবে। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাকৃতিক প্রতিবন্ধকতা সরিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভাণ্ডার দেউচা-পাচামি থেকে কয়লা তুলবে পোল্যান্ডের সংস্থা। এই বিষয়ে সংস্থাটির সঙ্গে চুক্তি করতে রাজ্য সরকার অনেকটাই এগিয়েছে। ...

 টরন্টো, ১৪ ফেব্রুয়ারি (এপি): বুধবার সকালে আর পাঁচটা দিনের মতোই ব্যস্ততা বাড়ছিল টরন্টোর রাস্তায়। যানবাহন ও পথচলতি মানুষের কোলাহলে জেগে উঠছিল শহর। হঠাৎই একটি বহুতলের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ পাওয়ার সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম
১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু
১৮৯৮: কিউবা উপকূলে মার্কিন রণতরী ডুবে গিয়ে মৃত ২৭৪। স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আমেরিকা
১৯২১: ঐতিহাসিক রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম
১৯৩৩: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে হত্যার ব্যর্থ চেষ্টা। নিহত শিকাগোর মেয়র
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন। জাপানের কাছে আত্মসমর্পণ করলেন ব্রিটিশ জেনারেল।
১৯৪৭: রণধীর কাপুরের জন্ম
১৯৫৬: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেসমন্ড হেইনসের জন্ম
১৯৬৪: আশুতোষ গোয়ারিকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৮৯.৩৪ টাকা ৯২.৫৮ টাকা
ইউরো ৭৮.৫৩ টাকা ৮১.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ ফাল্গুন ১৪২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, দশমী ১৭/৪৫ দিবা ১/১৯। মৃগশিরা ৩৬/৩৯ রাত্রি ৮/৫২। সূ উ ৬/১২/৪৫, অ ৫/২৯/১, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৮/২৮ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/৫৭ গতে অস্তাবধি। বারবেলা ৯/১১ গতে ১১/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৩৯ গতে ১০/১৫ মধ্যে।
২ ফাল্গুন ১৪২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, দশমী ৮/২২/২০। মৃগশিরানক্ষত্র অপঃ ৪/৪৪/৫, সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/১১, অমৃতযোগ দিবা ৭/৪৩/৫৭ মধ্যে ও ৮/২৮/৪৯ থেকে ১০/৪৩/২৪ মধ্যে ও ১২/৫৮/০ থেকে ২/২৭/৪৪ মধ্যে ও ৩/৫৭/২৭ থেকে ৫/২৭/১১ মধ্যে এবং রাত্রি ৭/৯/২৭ থেকে ৮/৫১/৪৪ মধ্যে ও ৩/৪০/৪৯ থেকে ৪/৩১/৫৭ মধ্যে, বারবেলা ৯/২/২৮ থেকে ১০/২৬/৩৫ মধ্যে, কালবেলা ১০/২৬/৩৫ থেকে ১১/৫০/৪২ মধ্যে, কালরাত্রি ৮/৩৮/৫৭ থেকে ১০/১৪/৪৯ মধ্যে।
৯ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: সপরিবারে ভ্রমণের সুযোগ। বৃষ: নতুন কাজের সুযোগ। মিথুন: অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু১৮৯৮: কিউবা উপকূলে ...বিশদ

07:03:20 PM

গোপীবল্লভপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর 

06:37:00 PM

ভুয়ো কোম্পানি খুলে রাজ্যজুড়ে প্রতারণার জাল, ধৃত ৭
গৃহঋণ থেকে চাকরির টোপ দিয়ে রাজ্যের বিভিন্ন অংশে প্রচুর মানুষকে ...বিশদ

04:12:00 PM

৬৭ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:35 PM

পুলওয়ামায় হামলা: নদীয়া, হাওড়ার শহিদ জওয়ানদের বাড়িতে আসছেন দু’জন কেন্দ্রীয় মন্ত্রী 

04:03:51 PM