Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

স্মার্ট সিটি এবং সুশাসন
রঞ্জন সেন

স্মার্ট হওয়া ভালো, কিন্তু আরও ভালো হল সুশাসিত হওয়া। আর এটা হয় না বলেই রাতারাতি স্মার্ট বলে দেগে দেশের স্মার্ট সিটিগুলিতে হঠাৎ প্রয়োজনে জরুরি পরিষেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে তার প্রশস্ত রাজপথে চরে বেড়ায় গোরু। তার পরিণতিতে মানুষের প্রাণও যায়। প্রশস্ত রাস্তা বানানো হল, তার দু’পাশে লাগানো হল গাছও, কিন্তু সে রাজপথে দিনের ব্যস্ততম সময়ে গোরু চরা বন্ধ হয়নি। বন্ধ করা গেল না সংলগ্ন এলাকার খাটাল ব্যবসা। এটাই হল স্মার্টনেসের সঙ্গে সুশাসনের তফাৎ।
শহর সত্যিই বড়সড় একটা জটিল ব্যাপার। সেখানে থাকবে পরিবেশ, জীবিকা, আবাসন, পরিবহণ, নিরাপত্তা, নাগরিক স্বাচ্ছন্দ্য এবং বিনোদনের এক সুচারু আয়োজন। এর কোনও একটি বিষয়ের ব্যবস্থাপনা দুর্বল হলে তা সহজেই অন্যান্য ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে। গাড়ি বা প্লেন চালানোর মতো বাইরে থেকে চাপানো কোনও ব্যবস্থা দিয়ে সুশাসনের ব্যাপারটা ওপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। মানবিক সম্পর্কনির্ভর এই ব্যবস্থাটা বেড়ে ওঠে ভেতর থেকে। তাকে শুধু বেড়ে ওঠার সেই পরিসরটুকু দিতে হয়। সুশাসন মানে আধুনিক পরিষেবার সঙ্গে সেখানে বসবাসকারী বা যাতায়াত করা মানুষের সমন্বয় সাধন। এটা না করা গেলে তাঁরা সেই সুযোগ নিতে পারবেন না।
কিন্তু আমরা দেখছি স্মার্ট সিটি বলে বিজ্ঞাপিত দেশের বহু শহরেই সে কাজটা এখনও সেভাবে হচ্ছে না। এর প্রধান কারণ প্রযুক্তির কল্যাণে শহরটি ঝাঁ-চকচকে হয়ে উঠলেও সেখানে এমনকী ন্যূনতম নাগরিক পরিষেবারও অভাব থেকে গেছে। আধুনিকীকরণ সেখানে আটকে গেছে গ্যাজেটে, তা মানবিক স্পর্শ পায়নি। রাত-বিরেতে অসুস্থ হলে সে শহরে বাড়ি থেকে হাসপাতালে পৌঁছানো কঠিন, অ্যাপ নির্ভর ক্যাব ছাড়া সেখানে নিকট দূরত্বে যাওয়াও সম্ভব নয়। সুশাসন মানে কিন্তু প্রযুক্তির সঙ্গে মানবিক পরিষেবার ধারাবাহিক সমন্বয় সাধন। এটা কোনওভাবে বিপর্যস্ত হয়ে পড়লে তা সামলে উঠতে অনেক বেশি সময় লাগে। সেই বিপর্যয় সামাল দেওয়া কঠিন, সময় সময় অসম্ভবও বটে। নীতি আয়োগ সম্প্রতি স্মার্ট সিটি’র চেহারা-চরিত্রের যে ধারণা দিয়েছে সেখানে জোর দেওয়া হয়েছে নিরাপত্তা, মানুষের পারস্পরিক সম্পর্ক ও মেলামেশা, ব্যক্তিগত গোপনীয়তা, জরুরি নাগরিক পরিষেবা ইত্যাদি ক্ষেত্রের ওপর। কিন্তু অভিজ্ঞতায় আমরা দেখছি দেশের প্রায় প্রতিটি স্মার্ট সিটিতেই এ ব্যাপারে অনেক সমস্যা রয়ে গেছে। শুধু সিসি টিভি, হেল্পডেস্ক, পুলিস কিয়স্ক এই সমস্যার সমাধান করতে পারবে না।
বাড়ির কাছেই স্মার্ট সিটিতে সন্ধ্যা সাতটার পর বাড়ি চেনার জন্য ঠিকানা জিজ্ঞাসা করার কোনও লোক খুঁজে পাওয়া যায় না। শহর মানে তো শুধু তার বাসিন্দা নয়, সেখানে নানা সূত্রে যাতায়াত ও কাজ করা মানুষজনও। নিজের অভিজ্ঞতায় দেখেছি সেখানে পরিচারক থেকে শুরু করে মিস্ত্রি ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রের কর্মীরা হঠাৎ অসুস্থ হলে উচ্চকোটির গুটিকতক হাসপাতাল ছাড়া অন্যত্র চিকিৎসার জন্য ভর্তি হতে পারে না। হোম ডেলিভারি বা রুম সার্ভিস আছে, কিন্তু তা চাহিদা ও প্রয়োজনের তুলনায় কম। যে নির্মাণ কর্মীরা এ শহরগুলি গড়ে তুলেছেন, যাঁরা নিরাপত্তা দিচ্ছেন, যাঁরা সেখানকার মানুষদের নানা পরিষেবা দেন তাঁরা নিজেরা আপদ-বিপদে কোথায় যাবেন সে ব্যাপারে একটা বিরাট সমস্যা থেকে যাচ্ছে। অনেকে বলেন, জনবসতি বাড়লে লোকজন বেশি বাস করতে শুরু করলে এসব সমস্যার সমাধান হবে। কিন্তু প্রশ্ন হল, স্মার্ট সিটিতে কখনওই পুরনো শহরগুলির মতো ঘন জনবসতি গড়ে উঠবে না। আর এই সমস্যাগুলির সমাধান জনসংখ্যার ওপর নির্ভর করে না, এটা পরিষেবাগত সমস্যা। পরিষেবা প্রদানকারীদের জন্য এলাকাভিত্তিক নির্দিষ্ট কোনও ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়েই এই সমস্যা সমাধান করা যায়। এটা মানবিক সমস্যা, শুধু প্রযুক্তি নয়, মানবিক ব্যবস্থার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে।
আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে মোদি সরকার ক্ষমতায় আসার পর স্মার্ট সিটি প্রকল্পের সূচনা। আগে আমরা শুনতাম স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে, তারপর শুনলাম স্মার্ট সিটি। প্রযুক্তি দুনিয়াদারির খোলনলচে বদলে দেবে বলে যাঁদের অগাধ বিশ্বাস তাঁরা এতে পুলকিত হলেন। কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি ভুল দৃষ্টিভঙ্গি ও অপব্যবহারের কারণে প্রযুক্তি আমাদের সামাজিক কাঠামোয় মৌলিক কোনও পরিবর্তন আনতে পারেনি, বরং তা নিয়ে আমাদের ভুল প্রত্যাশা সমস্যা আরও বাড়িয়েছে। এটা দু’ভাবে ঘটেছে, এক, আমরা সব সমস্যার সমাধান শুধু প্রযুক্তিতেই খুঁজছি। শহরে চুরি-ডাকাতি বাড়ছে। আমরা আওয়াজ তুললাম, সিসি ক্যামেরা লাও, নিরাপত্তাহীনতার সমাধান যে শুধু গ্যাজেটে নয়, মানুষে মানুষে সম্পর্কে আছে, একসঙ্গে মিলেমিশে থাকার মধ্যে আছে, এভাবে দেখার চোখটাই নষ্ট
হয়ে যাচ্ছে আমাদের। দুই, আমরা সাধারণ মানুষকে তা ব্যবহারের উপযুক্ত করে তুলছি না। আসলে গলদটা রয়েছে আমাদের ভাবনার গোড়াতেই। নীতি আয়োগ বলছে, স্মার্ট সিটি হচ্ছে নগরজীবনের রূপান্তর ও আধুনিকীকরণ। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে এখানে বসবাসকারী নাগরিকদের কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া ও গণতান্ত্রিক পদ্ধতিতে তা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত না করা গেলে অর্থাৎ সুশাসন না থাকলে স্মার্ট কথাটার কোনও অর্থই থাকবে না।
ডিজিটাল সাক্ষরতাবিহীন মানুষের কাছে স্মার্ট রোডস, স্মার্ট কম্যান্ড, স্মার্ট কন্ট্রোল সেন্টার, স্মার্ট পার্কস এসব কথা হিব্রুর মতো শোনায়। সুশাসনের সঙ্গে স্মার্টনেসের কোনও সমন্বয় না থাকায় স্মার্ট সিটিতে ডিজিটাল সাক্ষরতাহীন মানুষ দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই শহরে তাদের বাস করার প্রাথমিক আয়োজনটুকু না করা গেলে শহরগুলি কিন্তু স্বার্থপর দৈত্যের বাগান হয়ে থাকবে।
12th  February, 2019
মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগিয়ে?
সমৃদ্ধ দত্ত

গত পাঁচ বছরে সিপিএম একবারও কি রেলমন্ত্রীর ইস্তফা দাবি করে রাস্তায় নেমেছে? পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত হচ্ছে, এই প্রশ্ন তুলে কখনও সিপিএমকে প্রেস কনফারেন্স করতে দেখেছে কেউ? কেন কিছু করেনি সিপিএম? কারণ এখন আর রেলমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়। বিশদ

রাফাল না সিবিআই, মোদি-বিরোধিতায় সবচেয়ে শক্তিশালী ইস্যু কোনটি?
বিশ্বনাথ চক্রবর্তী

 রাফাল ইস্যুকে সামনে রেখে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদির ভাবমূর্তির ওপর প্রশ্ন তুলে দিয়েছিলেন রাহুল গান্ধী। ধারাবাহিকভাবে রাফাল ইস্যু প্রচারের কেন্দ্রে রাখতে পেরেছিলেন রাহুল। হিন্দি বলয়ে তিন রাজ্য—মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়-এ বিজেপি’র পরাজয়ের পিছনে অন্য সমস্ত কারণের মধ্যে রাহুল গান্ধীর তোলা রাফাল যুদ্ধ বিমান দুর্নীতির প্রচার বিজেপি’র বিরুদ্ধে গিয়েছিল বলে অনেকে মনে করেন।
বিশদ

14th  February, 2019
ভোটের কৈফিয়ত
পি চিদম্বরম

একটা আত্মবিশ্বাসী সরকার স্বাভাবিক অন্তর্বর্তী বাজেট পেশ করত আর এটাই করা উচিত, কিন্তু আত্মবিশ্বাসের মতো জিনিসটার ঘাটতি রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মধ্যে। শুধু বিজেপি এমপিদের বিষণ্ণ মুখগুলোর দিকে তাকান বিশেষত যাঁরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং আপনি আমার সঙ্গে একমত হবেন।
বিশদ

11th  February, 2019
ফাঁকা অভিযোগ করে বা সিবিআই জুজু দেখিয়ে কি মমতার গতিরোধ করা যাবে?
শুভা দত্ত

২০১৯ যুদ্ধের দামামা বেশ ভালোমতোই বেজে উঠেছে। বোঝাই যাচ্ছে লোকসভা ভোট আর দূরে নেই। মাঝে বড়জোর মাস দুই-আড়াই। তারপরই এসে পড়বে সেই বহু প্রতীক্ষিত মহাসংগ্রামের দিন। দেশের শাসনক্ষমতার মসনদ দখলের যুদ্ধে মুখোমুখি হবে শাসক এবং বিরোধী শিবিরের রথী-মহারথীবৃন্দ।
বিশদ

10th  February, 2019
হৃদয় গিয়েছে চুরি
অতনু বিশ্বাস

আচ্ছা, হৃদয়টাকে (হৃদপিণ্ড মানে হৃদয় ধরে নিয়ে) সত্যি সত্যিই কি কোথাও ফেলে আসা যায় না? যদি সত্যিই না যায়, কুমিরটা সেটা বিশ্বাস করল কী করে? উপকথার কুমিররা হয়তো বোকা হয়, তবে তার তথাকথিত বোকামিকে অনেক ক্ষেত্রেই আমার নেহাতই সরলতা বলে মনে হয়েছে।
বিশদ

09th  February, 2019
ন্যানো, একটি স্বপ্নের অকাল মৃত্যু
মৃণালকান্তি দাস

ভক্সওয়াগেন বিটল। যে বছর ভারতে ন্যানোর আবির্ভাব, তার ঠিক ৭০ বছর আগে বাজারে এসেছিল এই ‘পিপলস কার’। গোটা জার্মানি জুড়ে শুধু রোড নেটওয়ার্ক বাড়ানোই নয়, দেশের মানুষকে সস্তায় গাড়ি চড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন অ্যাডলফ হিটলার। কে না জানে, ভক্সওয়াগেন মানেই তো ‘জনতার গাড়ি’।
বিশদ

08th  February, 2019
সিবিআই নাটকে শেষপর্যন্ত
মমতাই কি লাভবান হলেন না?
মেরুনীল দাশগুপ্ত

 নাটক? হ্যাঁ, নাটক। নাটক ছাড়া কী! বলা নেই, কওয়া নেই হঠাৎ করে রবিবারের শেষ বিকেলে কোত্থেকে চল্লিশ সিবিআই চলে এলেন, সন্ধের মুখে তাঁদের কজন জিজ্ঞাসাবাদের অছিলায় হানা দিলেন লাউডন স্ট্রিটে খোদ পুলিস কমিশনারের দরজায়, ঢোকার মুখেই কর্তব্যরত পুলিসের সঙ্গে বাধল সংঘাত, ছড়াল উত্তেজনা, কয়েক মুহূর্তের মধ্যে কলকাতা পুলিসের বড়কর্তারা হাজির, তর্ক-বিতর্ক ধস্তাধস্তি এবং শেষমেশ পুলিসের গাড়িবন্দি হয়ে দলের নেতা ডিএসপি সিবিআই ও আরও কয়েকজন শেক্সপিয়র সরণি থানায়!
বিশদ

07th  February, 2019
উন্নয়নের সঙ্গে যথেষ্ট আর্থিকশৃঙ্খলা অর্জিত হয়েছে
দেবনারায়ণ সরকার

সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্র ২০১৯-২০ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৯৬৪ কোটি টাকা। গত বছরের অনুমিত বাজেটের তুলনায় এটা ২১ শতাংশেরও বেশি। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৩২৭ কোটি টাকা। 
বিশদ

05th  February, 2019
গাদকারি মাহাত্ম্য
পি চিদম্বরম

নীতিন গাদকারি একজন অন‌্যধরনের রাজনীতিক। তাঁর নিজের স্বীকার অনুযায়ী, তিনি একজন ভোজনরসিক, তিনি হাল ফ‌্যাশনের পোশাক পরেন এবং দেখে মনে হয় জীবনটাকে উপভোগও করেন। তিনি পাবলিক ফাংশনে ভাষণ দিতে পছন্দ করেন এবং এমনভাবে কথা বলেন যেন দুনিয়ার কে কী ভাবল তাতে তাঁর যায় আসে না।
বিশদ

04th  February, 2019
বাজেটে ভুলিয়ে দেশের মানুষের মন জেতা যাবে?
শুভা দত্ত

শুক্রবার সংসদে যে বাজেট প্রস্তাব পেশ হল হিসেব মতো সেটা দেশের চলতি সরকারের শেষ বাজেট—অন্তর্বর্তী বাজেট। কিন্তু, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েলের বক্তৃতা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচার-আচরণ দেখে মনে হল অন্তর্বর্তী নয়, আসন্ন অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেটই পেশ করল বিদায়ী সরকার! শুধু তাই নয়, গোটা বাজেট প্রস্তাব জুড়ে মধ্যবিত্ত থেকে কৃষক শ্রমিক প্রান্তিক মানুষজনের জন্য ‘ছাড়’ আর অর্থবরাদ্দের যে হিড়িক দেখা গেল—এককথায় তা নজিরবিহীন।
বিশদ

03rd  February, 2019
উন্নয়নের সঙ্গে আপস করে
জনমোহিনী বাজেট

দেবনারায়ণ সরকার

 শুক্রবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদি সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন। কার্যত এটাকে পূর্ণাঙ্গ বাজেটই বলা চলে। বিশদ

02nd  February, 2019
ইয়ং ইন্ডিয়া
সমৃদ্ধ দত্ত

প্রায় বছর দশেক হয়ে গেল এই পিতাপুত্রের সঙ্গে তাঁর পরিচয়। যা ক্রমেই অত্যন্ত ঘনিষ্ঠতায় পর্যবসিত। রাউলাট বিলের প্রতিবাদ করে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের বিভিন্ন প্রান্তে সভা করে বেড়াচ্ছিলেন। সেই সময় একটি সভা হয়েছিল এলাহাবাদে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলা হয়েছিল স্থানীয় একজন আইনজীবীর বাড়িতে থাকতে।
বিশদ

01st  February, 2019
একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর দু’দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই হোয়াটসঅ্যাপে বেরিয়ে গেল প্রশ্নপত্র। তারপর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তথ্যপ্রমাণ হাতড়ে বেড়াচ্ছে পুলিস। শোনা গিয়েছে, ...

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (পিটিআই): ৮৬ তম জন্মদিনে প্রয়াত অভিনেত্রী মধুবালাকে শ্রদ্ধা জানাল গুগল। সার্চ ইঞ্জিনে ব্যবহার হল বেঙ্গালুরুর শিল্পী মহম্মদ সাজিদের তৈরি ডুডল। ১৯৩৩ সালে ...

  সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহে আদিবাসীদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের জন্য জেলাজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে থান তৈরির উদ্যোগ নিল অগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর। জেলা ছটি ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে এই থানগুলি তৈরি করা হবে। ...

 টরন্টো, ১৪ ফেব্রুয়ারি (এপি): বুধবার সকালে আর পাঁচটা দিনের মতোই ব্যস্ততা বাড়ছিল টরন্টোর রাস্তায়। যানবাহন ও পথচলতি মানুষের কোলাহলে জেগে উঠছিল শহর। হঠাৎই একটি বহুতলের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ পাওয়ার সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম
১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু
১৮৯৮: কিউবা উপকূলে মার্কিন রণতরী ডুবে গিয়ে মৃত ২৭৪। স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আমেরিকা
১৯২১: ঐতিহাসিক রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম
১৯৩৩: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে হত্যার ব্যর্থ চেষ্টা। নিহত শিকাগোর মেয়র
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন। জাপানের কাছে আত্মসমর্পণ করলেন ব্রিটিশ জেনারেল।
১৯৪৭: রণধীর কাপুরের জন্ম
১৯৫৬: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেসমন্ড হেইনসের জন্ম
১৯৬৪: আশুতোষ গোয়ারিকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৮৯.৩৪ টাকা ৯২.৫৮ টাকা
ইউরো ৭৮.৫৩ টাকা ৮১.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ ফাল্গুন ১৪২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, দশমী ১৭/৪৫ দিবা ১/১৯। মৃগশিরা ৩৬/৩৯ রাত্রি ৮/৫২। সূ উ ৬/১২/৪৫, অ ৫/২৯/১, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৮/২৮ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/৫৭ গতে অস্তাবধি। বারবেলা ৯/১১ গতে ১১/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৩৯ গতে ১০/১৫ মধ্যে।
২ ফাল্গুন ১৪২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, দশমী ৮/২২/২০। মৃগশিরানক্ষত্র অপঃ ৪/৪৪/৫, সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/১১, অমৃতযোগ দিবা ৭/৪৩/৫৭ মধ্যে ও ৮/২৮/৪৯ থেকে ১০/৪৩/২৪ মধ্যে ও ১২/৫৮/০ থেকে ২/২৭/৪৪ মধ্যে ও ৩/৫৭/২৭ থেকে ৫/২৭/১১ মধ্যে এবং রাত্রি ৭/৯/২৭ থেকে ৮/৫১/৪৪ মধ্যে ও ৩/৪০/৪৯ থেকে ৪/৩১/৫৭ মধ্যে, বারবেলা ৯/২/২৮ থেকে ১০/২৬/৩৫ মধ্যে, কালবেলা ১০/২৬/৩৫ থেকে ১১/৫০/৪২ মধ্যে, কালরাত্রি ৮/৩৮/৫৭ থেকে ১০/১৪/৪৯ মধ্যে।
৯ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: সপরিবারে ভ্রমণের সুযোগ। বৃষ: নতুন কাজের সুযোগ। মিথুন: অর্থ সম্পত্তি প্রাপ্তির যোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু১৮৯৮: কিউবা উপকূলে ...বিশদ

07:03:20 PM

গোপীবল্লভপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর 

06:37:00 PM

ভুয়ো কোম্পানি খুলে রাজ্যজুড়ে প্রতারণার জাল, ধৃত ৭
গৃহঋণ থেকে চাকরির টোপ দিয়ে রাজ্যের বিভিন্ন অংশে প্রচুর মানুষকে ...বিশদ

04:12:00 PM

৬৭ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:35 PM

পুলওয়ামায় হামলা: নদীয়া, হাওড়ার শহিদ জওয়ানদের বাড়িতে আসছেন দু’জন কেন্দ্রীয় মন্ত্রী 

04:03:51 PM