উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য আসবে। হিসেব করে চললে তেমন আর্থিক সমস্যায় পড়তে হবে না। ব্যবসায় উন্নতি ... বিশদ
বাবরের ব্যাটিং শৈলী দেখে অভিভূত নাসের হুসেন। তিনি সাফ বলেন, ‘বিরাট কোহলির ব্যাটিংয়ের সঙ্গে বাবরের মিল খুঁজে পাই। বাবরের জায়গায় যদি বিরাট এমন ইনিংস খেলত তাহলে আলোড়ন পড়ে যেত। কিন্তু যেহেতু নামটা বাবর, তাই তাকে নিয়ে কেউ খুব একটা আলোচনা করছেন না! তবে আমি মনে করি, বিশ্ব ক্রিকেটে এতদিন সবাই ‘ফ্যাব ফোর’-এর কথা বলে এসেছে। হ্যাঁ, কোহলি, স্মিথ, রুট ও উইলিয়ামসন। এখন সেটা ফ্যাব ফাইভ হবে। এই তালিকায় শীঘ্রই যোগ হবে বাবর আজমের নাম। খুবই প্রতিভাবান ক্রিকেটার। ঠাণ্ডা মাথায় খেলে। ওর খেলোয়াড়সুলভ মানসিকতাও প্রশংসনীয়।’ নাসেরের বক্তব্য যথেষ্ট যুক্তিপূর্ণ। কারণ জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিকদের উত্তরসূরি বাবর আজম ধারাবাহিক ভালো ফর্ম দেখিয়ে আসছেন। টানা পাঁচটি ইনিংসে তিনি পঞ্চাশের বেশি রান করেছেন। এর মধ্যে তিনটি শতরান রয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্টে শতরান করতে পারলে বাবরের শেষ পাঁচটি ইনিংসে চারটি শতরান হবে। একইসঙ্গে টানা তিনটি শতরান করার রেকর্ডও গড়বেন তিনি। উল্লেখ্য, শেষ আটটি ইনিংসে বাবর সংগ্রহ করেছেন যথাক্রমে ১০৪, ৯৭, ৮, অপরাজিত ১০২, ৬০, অপরাজিত ১০০, ১৪৩ ও ৬৯। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবর আজম এখনও পর্যন্ত ৬৮৪ রান সংগ্রহ করেছেন।