অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি। প্রিয়জনের বিপদগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা। সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ
খারি পিয়ের, শেরফান রাদারফোর্ড, কেসেরিক উইলিয়ামস, হেডেন ওয়ালশ জুনিয়রের মতো বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার ভারত সফরে এসেছেন। তাঁদেরকে আগলে রেখেছেন কার্লোস ব্রেথওয়েট, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোর মতো সিনিয়র ক্রিকেটাররা। পোলার্ড বলেন, ‘অতীতে জুনিয়র স্তর থেকেই পরিকল্পিত পথে নিজেদের প্রতিষ্ঠিত করার পথ তৈরি করতেন। মূল্যবান পরামর্শ পেতেন সিনিয়রদের থেকে। আমরা ঠিক সেরকমভাবেই নিজেদের দায়িত্ব পালন করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটের জায়গাটা বড়ই কঠিন। জুনিয়র প্লেয়ারদের সঠিক ট্রেনিং দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।’
ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজ খেলতে মুখিয়ে রয়েছেন পোলার্ড। তিনি বলেন, ‘ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বর দেশ। তাদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সম্মিলিত প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতি করাই ক্রিকেটারদের লক্ষ্য।’