অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি। প্রিয়জনের বিপদগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা। সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ
সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, বিট্টু শিরদাঁড়ায় প্রচণ্ড চোট পান। সেই খবর যায় অক্ষয়ের কাছে। তিনি সঙ্গে সঙ্গে বিট্টুকে মুম্বইয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। ‘অক্ষয় হায়দরাবাদে শ্যুটিং করছিলেন। তবুও সারাক্ষণ খবর নিয়েছেন। পরে অক্ষয় এবং করণ মুম্বইতে নিয়ে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বলেন্সের ব্যবস্থা করেন। বিট্টুকে দু’মাসের বিশ্রাম নিতে বলা হয়েছে’, জানিয়েছেন কৌশল।