অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি। প্রিয়জনের বিপদগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা। সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ
১৮ জনের স্কোয়াডে অপরিবর্তিত রাখছেন আলেজান্দ্রো। রিহ্যাবে থাকা স্টপার বোরহা গোমেজ ও মিডফিল্ডার লালরিনডিকা রালতে কলকাতায় ট্রেনিং করবেন। তবে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করা নিয়ে চিন্তায় লাল-হলুদ কোচ আলেজান্দ্রো। বিশেষ করে অ্যাটাকিং থার্ডে পুরো দলটা খেই হারিয়ে ফেলছে। গোলমুখী শট নিতে পারছেন না কেউ। মাঝমাঠে ক্রিয়েটিভ ফুটবলার নেই। যিনি আছেন, সেই হাইমে কোলাডো বিপক্ষের বড় চেহারার ফুটবলারদের কড়া মার্কিংয়ে আটকে যাচ্ছেন। কাসিম আইদারা, টনডোম্বা নাওরেম সঠিক পাস খেলতে পারছেন না। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হচ্ছে। এগুলি নিয়েই এদিন ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন স্প্যানিশ কোচ। তবে ইস্ট বেঙ্গলে আশার আলো স্প্যানিশ উইং হাফ হুয়ান মেরা। গোলের পাস বাড়াতে পারেন এই ছটফটে ফুটবলার। কিন্তু গোলটা করবেন কে?