উচ্চতর বিদ্যায় আগ্রহ বাড়বে। মনোমতো বিষয় নিয়ে পঠন-পাঠন হবে। ব্যবসা স্থান শুভ। পৈতৃক ব্যবসায় যুক্ত ... বিশদ
মৌসম নুর বলেন, মুখ্যমন্ত্রী মালদহে এসে আমাদের সঙ্গে দলীয়ভাবে কথা বলবেন, তা জানতে পেরেছি। ওই বৈঠকে দলের কোন কোন নেতা নেত্রী অংশ নেবেন তার প্রাথমিক তালিকা রাজ্য নেতৃত্বই ঠিক করে দেবেন। পরে জেলা সভানেত্রী হিসাবে আমার মতামতও নেওয়া হবে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর থেকে প্রশাসনিক বৈঠক সেরে মালদহের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগেই মালদহের সংগঠন নিয়ে বৈঠক করে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে অন্তত তাই এখনও পর্যন্ত ঠিক রয়েছে। তবে মৌসম জানান, সফরসূচী অনুযায়ী মুখ্যমন্ত্রীর কর্মসূচীতে পরবর্তীতে কিছু পরিবর্তন হতেই পারে। সেক্ষেত্রে প্রশাসনিক বৈঠকের পরেও দল নিয়ে বসতে পারেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি হিসাবে আজ, রবিবার বিকাল পাঁচটায় নিজস্ব সাংগঠনিক কার্যালয়ে একটি বৈঠক ডেকেছেন মৌসম নুর। দলের জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দলের কার্যকরী সভাপতি ও বিধায়ক সমর মুখোপাধ্যায়, অন্যান্য তিন বিধায়ক, দুই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, যুব তৃণমূল, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল ও আইএনটিটিইউসি’র জেলা সভাপতি, দুই প্রাক্তন মন্ত্রী ছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসাবে ওই বৈঠকে থাকার কথা আবু নাসের খান চৌধুরী ও শেহনাজ কাদরি এবং বাছাই করা দুই একজন কাউন্সিলারেরও। এঁরা প্রায় সকলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দলীয় বৈঠকে ডাক পাবেন বলে জানা গিয়েছে। তবে শেষ মুহূর্তে তালিকায় কিছু কাটছাঁট করা হতে পারে বলেও জানা গিয়েছে।
এছাড়াও মুখ্যমন্ত্রীকে দলীয়ভাবে স্বাগত জানাতে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জেলা তৃণমূল সূত্রের খবর। মহানন্দাভবন থেকে মালদহ কলেজ অডিটোরিয়াম পর্যন্ত মুখ্যমন্ত্রীর যাত্রাপথ অসংখ্য ফেস্টুন ও ফ্লেক্স দিয়ে মুড়ে ফেলা হবে বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির অন্যতম সদস্য হেমন্ত শর্মা।
পাশাপাশি বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রীকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। পুরাতন মালদহ থেকে মালদহ পর্যন্ত তাঁর যাত্রাপথের দু’দিকে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দলীয় কর্মীরা যেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমোকে অভিবাদন জানাতে পারেন, সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হেমন্তবাবু।
সব মিলিয়ে, একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে ডাক পাওয়া অন্যদিকে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে আপাতত চরম কৌতূহল ও ব্যস্ততা জেলা তৃণমূলের অন্দরে।