উচ্চতর বিদ্যায় আগ্রহ বাড়বে। মনোমতো বিষয় নিয়ে পঠন-পাঠন হবে। ব্যবসা স্থান শুভ। পৈতৃক ব্যবসায় যুক্ত ... বিশদ
ডলি বললেন, ‘এই আলোচনাসভায় আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলব। আমার জীবনের অভিজ্ঞতা, কেমনভাবে একটা চরিত্রকে ফুটিয়ে তুলি সেসব নিয়ে আলোচনা হবে। যেহেতু আমি একজন অভিনেতা, তাই পুরো বিষয়টার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। ১৬ বছর বয়স থেকে কাজ করছি, আজ ৬০ বছর বয়সে এসে পুরো কেরিয়ারের কথা বলব।’