উচ্চতর বিদ্যায় আগ্রহ বাড়বে। মনোমতো বিষয় নিয়ে পঠন-পাঠন হবে। ব্যবসা স্থান শুভ। পৈতৃক ব্যবসায় যুক্ত ... বিশদ
দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, তৃণমূল কংগ্রেস এলাকায় অশান্তি পাকানোর ছক করছে। তাদের আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দলীয় পতাকা পুড়িয়েছে। এনিয়ে মানুষের দরবারে আমরা যাব। এনিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানিয়েছেন, বিজেপি নিজেরাই যড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এলাকার মানুষ নির্বাচনে এর জবাব দিবেন। তৃণমূল এসব নোংরা কাজকর্মে থাকে না।
শুক্রবার গভীর রাতে বীরঘইয়ের সড়াই গ্রামে বিজেপি’র নির্বাচনী প্রচারের ফ্লাগ ফেস্টুন পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। শনিবার সকালে পতাকা ও ফেস্টুন পোড়ানোর ঘটনা স্থানীয় বিজেপি নেতৃত্বের নজরে আসতেই এলাকায় উত্তেজনার পারদ চড়তে থাকে। খবর পেয়েই ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে জড়ো হন। সেখানে ছুটে আসেন দলের জেলা সভাপতি নির্মল দাম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ি ও স্থানীয় নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে বিজেপির নেতা-কর্মীরা সকাল ৮টা থেকে রূপাহারে জাতীয় সড়ক অবরোধ করেন। এতে জাতীয় সড়কের দুদিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। স্কুল পডুয়া, অফিস যাত্রী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। দূরপাল্লার বহু বাস আটকে গিয়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিস। দীর্ঘ আলোচনার পর বেলা প্রায় ১১টা নাগাদ পুলিস অবরোধ তুলে দিতে সক্ষম হয়। এরপরেও প্রায় ঘণ্টা খানেক সময় লেগে যায় যানজট স্বাভাবিক করতে।
নির্বাচনী প্রচারের জন্য বিজেপি ও তৃণমূল কংগ্রেস, কংগ্রেস কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছয়লাপ করে দিয়েছে। চারদিকে সাজসাজ রব জানান দিচ্ছে কালিয়াগঞ্জে উপনির্বাচন দোড়গোড়ায়। সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বীরঘইয়ের গ্রামে বেশকিছু বিজেপির পতাকা ও পোস্টার পুরানোর ঘটনায় ভোট উৎসবে কিছুটা যেন অশান্তির ছায়া দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ি বলেন, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা গত পঞ্চায়েত ভোটের মতো কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে অশান্তি পাকাতে চাইছে। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। পুলিস আশ্বস্ত করেছে, দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। দলের জেলা সভাপতি নির্মল দাম বলেন, শান্তিপূর্ণভাবে এদিনের আন্দোলন হয়েছে। রায়গঞ্জ থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।