বিএনএ, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে একগুচছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শনিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ঠাকুর পঞ্চানন বর্মার নামে মহিলা মহাবিদ্যালয়, নতুন কৃষি কলেজ থেকে সোনাজয়ী স্বপ্না বর্মনের নামে ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা পর্যন্ত যাতায়াতের এসি বাস পরিষেবা সহ নানা প্রতিশ্রুতি তাতে দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কার্যত পিছিয়ে পড়া কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে বিরোধীদের যথেষ্টই চাপে রাখতে চাইছে শাসকদল তৃণমূল। ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শাসকদলের নেতা-মন্ত্রীরা সেখানে প্রচারে এসে নানা উন্নয়নের আশ্বাস দিয়েছেন। শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ‘তপন দা’র সাত প্রতিশ্রুতি’ নামে ইস্তাহারটি প্রকাশ করে। তৃণমূল প্রার্থী নির্বাচিত হলে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়ন শুধু নয়, সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা থেকে বাসিন্দারা যাতে বঞ্চিত না হন সেই প্রতিশ্রুতিও এতে দেওয়া হয়েছে।
এদিন কালিয়াগঞ্জে দলীয় কার্যালয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য, দলের প্রার্থী তপন দেব সিংহ প্রমুখ। এদিন দলের হয়ে প্রচারে আসেন রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি খগেশ্বর রায়, করণদিঘির বিধায়ক মনোদেব সিংহ। তাঁরা সকালের দিকে প্রার্থীকে নিয়ে ধনকৈল, রাধিকাপুর সহ কালিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কখনও মোটর বাইকে কখনও হুডখোলা গাড়িতে রোড শো করে প্রচার চালিয়েছেন। বিধায়ক খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জে এদিন প্রচারে গিয়েছি। বাসিন্দাদের মধ্যে ভালো সাড়া মিলেছে। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরা কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যাগুলিকে চিহ্নিত করেছি। চিহ্নিত সমস্যাগুলি সমাধানের জন্য আমরা মানুষের কাছে নানা প্রতিশ্রুতি ইস্তাহারে তুলে ধরেছি। দলের প্রার্থী জয়ী হলে প্রতিশ্রুতিমতোই কাজ হবে। বিধায়ক নির্বাচিত হলে একটি হেল্পলাইন নম্বর থাকবে। বিধানসভা এলাকার মানুষ সেই নম্বরে ফোন করে তপনবাবুর সঙ্গে কথা বলে বিভিন্ন সহযোগিতা পাবেন।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে সাতটি দিক তুলে ধরা হয়েছে। নাগরিক কল্যাণ, নাগরিক প্রতিনিধিত্ব, স্বাস্থ্য পরিষেবা, পরিবহণ, পরিকাঠামো উন্নয়ন, কৃষক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি। ইস্তাহারে বলা হয়েছে, সরকারি সব প্রকল্পের সুবিধা দিতে হেল্পলাইন নম্বর চালু করা হবে। শিল্পীভাতার তালিকা সংশোধন করে বরাদ্দ অর্থ বণ্টনের জন্য বিশেষ দল গঠন করা হবে। নাগরিক প্রতিনিধিত্বের জন্য রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডে কালিয়াগঞ্জের প্রতিনিধিত্ব, সামাজিক সহায়তা প্রকল্পের যোগ্যদের ভাতা প্রদানের উদ্যোগ নেওয়ার উল্লেখ তাতে রয়েছে। প্রতি গ্রাম পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স, সম্পূর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিশেষজ্ঞ সহ ২২৫ আসনের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো গড়ার উদ্যোগের কথাও তাতে বলা হয়েছে। সরকারি বাসস্ট্যান্ড নির্মাণ, কলকাতা যাতায়াতের জন্য এসি বাস পরিষেবা, নতুন রাস্তা তৈরি, বেহাল রাস্তা সারাই করা হবে। গৃহহীনের জন্য সরকারি গৃহনির্মাণ, বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের জন্য সেচের ব্যবস্থার উন্নয়নের কথা তাতে উল্লেখ করা হয়েছে। রাজবংশী ভোট ব্যাঙ্ক টানতে কালিয়াগঞ্জে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার নামে মহিলা মহাবিদ্যালয় ও স্বপ্না বর্মনের নামে ইন্ডোর স্টেডিয়াম করার প্রতিশ্রুতিও দিয়েছে তৃণমূল কংগ্রেস।