Bartaman Patrika
রাজ্য
 

 তাণ্ডবে ছারখার সাত জেলা,
ফের ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ

 
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সন্ধ্যার পর থেকে যাঁরা ঘরের দরজা এঁটে দমবন্ধ করে সর্বনাশের প্রহর গুনছিলেন, পরদিন সকালে উঠে তাঁরা দেখলেন সুপার সাইক্লোনের ধ্বংসলীলা। দেখা গেল, উদ্দাম হামলা চালিয়ে উম-পুন দক্ষিণবঙ্গের খানসাতেক জেলাকে ছারখার করে দিয়েছে। কখনও নতুন নতুন মৃত্যুর খবর এল, কোথাও আবার বাড়ি ভেঙে, গাছ উপড়ে বন্ধ রাস্তা। বহু জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সব মিলিয়ে স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। তুমুল বৃষ্টিতে জল থইথই করছে বহু জায়গায়। এলাকার পর এলাকা বিদ্যুৎবিহীন।
প্রশাসন অবশ্য রাত থেকেই ছিল সক্রিয়। রাতেই নেতা-মন্ত্রীরা রাস্তায় নেমে গাছ সরানোর কাজকর্ম তদারকি করা থেকে শুরু করে অসহায় মানুষকে অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দেন। বৃহস্পতিবার দিনভর সেই উদ্যোগ ছিল অব্যাহত। সব মিলিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে নেয় প্রশাসন।
ঝড়ের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি, বাসন্তী, ক্যানিং, গোসাবায় যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। ধ্বংস হয়েছে কয়েক হাজার বাড়ি। বহু মানুষ সাইক্লোন সেন্টার থেকে ফিরে নিজের বাড়ির আর কোনও অস্তিত্বই খুঁজে পাননি। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় ৩৯টি জায়গায় নদীবাঁধ ভেঙে বিপর্যস্ত বসিরহাটের একাধিক ব্লক। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে বহু গ্রাম প্লাবিত। বারাকপুর শিল্পাঞ্চলে শুধু দু’জনের মৃত্যুর খবর এলেও, আহত বহু। গাছ পড়ে আটকে গিয়েছে বারাসত-বারাকপুর রোড। বরানগর-বেলঘরিয়া-সোদপুরের বহু এলাকা জলমগ্ন। বি টি রোড স্তব্ধ কোমর সমান জলে। গ্রামীণ এলাকার পাশাপাশি হাওড়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সদর শহরও।
কলকাতাকেও প্রায় স্তব্ধ করে দিয়েছে পড়ে যাওয়া প্রায় সাড়ে তিন হাজার গাছ আর জমে থাকা জল। সকাল থেকে জলের তলায় ছিল উত্তর কলকাতা। দক্ষিণে আবার রাস্তা অচল করে দিয়েছে উপড়ে পড়া গাছের সারি। যাদবপুর, রানিকুঠি, লেক গার্ডেন্স, ঢাকুরিয়া বা গড়িয়া-পাটুলির মতো শহরতলিতে গাছ পড়ে বিপত্তির সীমা ছিল না। একাধিক বাড়ির চালও উড়ে গিয়েছে। দানবীয় ঘূর্ণিঝড় শুধু শহর কলকাতারই ১৯টি প্রাণ ছিনিয়ে নিয়েছে। কোথাও দেওয়াল চাপা পড়ে, কোথাও ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝরে গিয়েছে একের পর এক প্রাণ। এর সঙ্গে ভয়াবহ অবস্থা হয় বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাওয়ায়। শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২২০ মিলিমিটার। তার ফলে বহু নিচু এলাকার বাড়ির মধ্যেও জল ঢুকে যায়। বাসিন্দারা অশেষ দুর্ভোগে পড়েন। এর সঙ্গে বাড়তি ভোগান্তি হয় বিদ্যুৎ না থাকায়। বুধবার ঝড়ের তাণ্ডবলীলা চলার সময়ই শহর কলকাতা যে অন্ধকারে ডুবে গিয়েছিল, ঝড় থামার পর রাতে তো বটেই, পরদিন অর্থাৎ বৃহস্পতিবারও বহু জায়গায় বিদ্যুৎ আসেনি। ফলে নিত্য ব্যবহার্য জল পেতে মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন। জলের জন্য কয়েকটি জায়গায় বিক্ষোভও হয়েছে। শহরের অন্তত সাত থেকে ১০টি পাম্পিং স্টেশনেও জল ঢুকে যায়।
কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বৃহস্পতিবার সকালে শহরের রাস্তা পরিদর্শন করে বুঝতে পারেন, কী ভয়ঙ্কর অবস্থা হয়েছে মহানগরীর। বৃহস্পতিবার তিনি জানান, হাসপাতাল, শ্মশান ইত্যাদি জায়গায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সাফাই করাই হবে তাঁর মূল কাজ। এসবের পাশাপাশি গাছ সরানো, রাস্তা পরিষ্কার, বাতিস্তম্ভ ঠিক করার মতো প্রচুর কাজ রয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব অবশ্য এদিন সঠিকভাবে করে উঠতে পারেনি প্রশাসন। স্বাভাবিক জীবন ফেরানোর চেষ্টাই ছিল তাদের প্রথম নজরে। কিন্তু, করোনা-বিপদের মধ্যে এই চ্যালেঞ্জটা যে সুকঠিন, কয়েক ঘণ্টায় তা জানান দিয়ে গিয়েছে মারণ-ঝড়।
 

22nd  May, 2020
রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত ১৩৫, মৃত আরও ৬ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন করে ১৩৫ জন আক্রান্ত হলেন করোনায়। মারা গেলেন আরও ৬ জন। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এক বুলেটিনে এ খবর জানিয়েছে। তারা জানিয়েছে, মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৩২। সক্রিয় আক্রান্ত ১৮৪৬ জন, মৃত্যু বেড়ে হয়েছে ১৯৩।   বিশদ

মমতাকে রাষ্ট্রপতি ও হাসিনার ফোন 

নয়াদিল্লি, ২২ মে: উম-পুনের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ। এই বিপর্যয় সম্পর্কে খোঁজখবর নিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি বাংলায় তিনি ট্যুইট করেছেন।  বিশদ

পশ্চিমবঙ্গ, ওড়িশায় বিমার টাকা দ্রুত দেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইক্লোন উম-পুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। তারপর আছে ওড়িশা। এই দুই রাজ্যে যাতে ক্ষতিগ্রস্তদের বিমার টাকা দ্রুত দেওয়া হয়, তার নির্দেশ দিল বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া।   বিশদ

মমতার সঙ্গে কপ্টারে বিপর্যয় দেখেই
হাজার কোটি সাহায্য ঘোষণা মোদির
অন্তত এক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে:মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড়ে রাজ্যে এক লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুর্গত এলাকা ঘুরে দেখার পর ওই কথা বলেন তিনি। তার আগে বসিরহাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলায় ৮০ জনের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। এই ভয়াবহ সঙ্কট থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন,এই সঙ্কটে গোটা দেশ বাংলার পাশে আছে।
বিশদ

 দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎ পরিস্থিতি
কবে স্বাভাবিক হবে, অন্ধকারে প্রশাসন

  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে, তা নিয়ে পুরোপুরি অন্ধকারে প্রশাসন ও বিদ্যুৎ বণ্টন কোম্পানির আধিকারিকরা। ২৯টি ব্লকের অধিকাংশ বসত এলাকাই এখন অন্ধকারে।
বিশদ

উম-পুন: মমতার তহবিলে
৫০ লক্ষ টাকা রাজ্যপালের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুন ঝড়ের তাণ্ডবের দরুণ বিপুল ক্ষয়ক্ষতির মোকাবিলায় রাজ্য সরকারের দিকে ব্যক্তিগত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। শুক্রবার তিনি এই খাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করলেন।
বিশদ

 রেশন গ্রাহকদের সম্পর্কে
তথ্য চাইল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ)রেশন গ্রাহকদের সম্পর্কে রাজ্য সরকারের কাছে তথ্য চাইল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। মন্ত্রকের ডিরেক্টর (পিডি) সম্প্রতি এব্যাপারে রাজ্য খাদ্য দপ্তরের প্রধান সচিব তথা ফুড কমিশনারকে চিঠি দিয়েছেন।
বিশদ

কলকাতাকে স্বমহিমায় ফেরাতে
সাতদিন সময় চাইলেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড়ের দাপটে কার্যত লণ্ডভণ্ড শহর কলকাতা। উপড়ে গিয়েছে একের পর এক গাছ। ভেঙেছে বাতিস্তম্ভ। জল নেই, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে শহরবাসীর কাছে সাতদিন সময় চাইলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
বিশদ

বাঙ্গুরে ফোন খারাপ, মেডিক্যালে পায়ে
হেঁটেই ১০ তলা উঠছেন স্বাস্থ্যকর্মীরা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার সাইক্লোন উম-পুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হল রাজ্যের করোনা মোকাবিলার পরিকাঠামোর। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের তথ্যপ্রযুক্তি শাখার সার্ভার বসে যাওয়ায় লিঙ্ক ফেলিওর হয়। সেকারণে বুলেটিন প্রকাশ সহ যাবতীয় কাজে ব্যাপক সমস্যা হয়। বিশদ

  ঘূর্ণিঝড়ে স্কুলের ক্ষয়ক্ষতির প্রাথমিক
রিপোর্ট আজই হাতে পাবে সরকার

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুনের তাণ্ডবে বিভিন্ন স্কুলের ক্ষতির হিসেব আজ শনিবার সন্ধ্যায় রাজ্য সরকারের হাতে তুলে দিতে চায় শিক্ষা দপ্তর। শুক্রবার এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের।
বিশদ

করোনা ও টিবি’র খোঁজ রাজ্যে
একসঙ্গে চলবে, কার্যক্রম ঘোষণা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা ও টিবি’র মোকাবিলা একযোগে করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই অনুযায়ী রাজ্যজুড়ে এক বিস্তারিত কার্যক্রমের কথা শুক্রবার ঘোষণা করল স্বাস্থ্যভবন। সেই অনুযায়ী, ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ বা আইএলআই ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা বা ‘সারি’ রোগীদের সন্ধানে বাড়ি বাড়ি ঘোরার সময় থেকেই শুরু হবে টিবি রোগীদেরও সন্ধানপর্ব।
বিশদ

  পোস্টাল এজেন্টদের জন্য নিয়মে শিথিলতার আর্জি কেন্দ্রের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে চতুর্থ দফার লকডাউন চলছে। যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় থমকে গিয়েছে বহু কাজ বা পরিষেবা। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিশদ

  উম-পুন: মোদির ঘোষণাকে স্বাগত, জাতীয় বিপর্যয়ের দাবিতে অনড় বাম-কং

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুনের আঘাতে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবিলায় এক হাজার কোটি টাকা অনুদান সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণাকে স্বাগত জানাল বাম ও কংগ্রেস। বিশদ

মহাপ্রলয়ের বলি ৮০
মমতার আর্জি শুনে আজ রাজ্যে মোদি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, প্রবল ঝড়ে রাজ্যের এই ভয়াবহ বিপর্যয়ের ছবি একবার নিজের চোখে এসে দেখে যান। আমি নিজেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে যাব। এমন বিপর্যয় জীবনে দেখিনি। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একথা বলার অব্যবহিত পর জানা যায়, তাঁর অনুরোধে সাড়া দিয়ে শুক্রবারই রাজ্যের ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী। বেলা ১০টা ২০ মিনিটে তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। তারপর আকাশপথে প্রধানমন্ত্রীকে দুর্গত এলাকা ঘুরে দেখাবেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বসিরহাটে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও হবে।
বিশদ

22nd  May, 2020

Pages: 12345

একনজরে
  বেজিং, ২২ মে (পিটিআই): করোনা সঙ্কটের মধ্যেও দেশের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়াল চীন। বাজেট বাড়িয়ে ১৭ হাজার ৯০০ কোটি ডলার করা হয়েছে। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বাজেটের তিনগুণ। গতবছর চীনের প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ছিল ১৭ হাজার ৭৬০ কোটি ডলার। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুন বিধ্বস্ত এলাকার থানাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা মিলছে না। বিদ্যুৎ সংযোগ কবে ফের স্বাভাবিক হবে, তা কারওরই জানা নেই। আলো বলতে টর্চই ভরসা। কিন্তু তাও হাতেগোনা। এই অবস্থায় ইমার্জেন্সি লাইট ও টর্চ চেয়ে ঘন ঘন ...

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: করোনা-আতঙ্কে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে আর্সেনিক অ্যালবাম-৩০ ওষুধের চাহিদা তুঙ্গে উঠেছে। চাহিদার জেরে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীরা ওষুধের জোগান দিতে হিমশিম খাচ্ছেন।   ...

সংবাদদাতা, গঙ্গারামপুর: কোয়ারেন্টাইন সেন্টারে পঁচা ভাত দেওয়ার অভিযোগে তুলে রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯-জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯৫১-বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৪.৮৯ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯০.৮৮ টাকা
ইউরো ৯০.৮৮ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ ৪৮/২০ রাত্রি ১২/১৮। রোহিণীনক্ষত্র ৫৯/৪৬ রাত্রি ৪/৫২। সূর্যোদয় ৪/৫৭/২৯, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৭/৩৫ মধ্যে পুনঃ ১১/১২ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে অস্তাবধি। বারবেলা ৬/৩৭ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে পুনঃ ৪/৩০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩০ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে উদয়াবধি।
৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। রোহিণীনক্ষত্র শেষরাত্রি ৪/৩৪। অমৃতযোগ দিবা ৩/৩৬ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/০ গতে ৭/৪২ মধ্যে ও ১১/১৬ গতে ১/২২ মধ্যে ও ২/৪৮ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৩ গতে ২/৫৩ মধ্যে ও ৪/৩২ গতে ৬/১২ মধ্যে কালরাত্রি ৭/৩২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৭ মধ্যে।
 ২৯ রমজান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম ১৯১৯-জয়পুরের ...বিশদ

07:03:20 PM

গুজরাতে কোভিড-১৯ পজিটিভ আরও ৩৯৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৬৯ 

08:26:36 PM

ইদ পালিত হবে ২৫ মে
আগামী ২৫ মে ইদ পালিত হবে। আজ চাঁদ দেখা যায়নি। ...বিশদ

08:05:14 PM

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২,৬০৮ জন, মৃত ৬০ 

08:01:30 PM

সিকিমে প্রথম করোনা রোগীর সন্ধান মিলল 
প্রথম করোনা রোগীর সন্ধান মিলল সিকিমে। দিল্লি থেকে ফেরা এক ...বিশদ

07:54:38 PM

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২৭ জন 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:43:40 PM