Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মাটিগাড়ার
যুবকের সোয়াব টেস্টে রিপোর্ট নেগেটিভ 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা মাটিগাড়া পতিরামজোতের ১৩ জনকে পাঠানো হল কোয়ারেন্টাই সেন্টারে। শুক্রবার স্বাস্থ্য দপ্তর ওই বাসিন্দাদের খড়িবাড়ি ব্লকের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যায়। পাশাপাশি করোনা কবলিত ওই এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছে ব্লক প্রশাসন। অন্যদিকে, অসম স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে করোনা পজিটিভ হলেও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবকের সোয়াব টেস্ট নেগেটিভ হয়েছে। শুধু তাই নয়, ওই যুবকের স্ত্রী ও ছেলের টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে। এ নিয়ে স্বস্তিতে রয়েছে স্বাস্থ্য দপ্তর।
করোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত ওএসডি ডাঃ সুশান্তকুমার রায় বলেন, গুয়াহাটিতে সোয়াব টেস্টে ওই যুবকের করোনা পজিটিভ এসেছে। এদিন এখানে ওই যুবক সোয়াব টেস্টে করোনা নেগেটিভ হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করে দেখা হচ্ছে। নিয়ম মাফিক আবার তাঁদের সোয়াব টেস্ট করা হবে। পর পর দু’বার সোয়াব টেস্ট রিপোর্ট নেগেটিভ হলে ওই যুবককে কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মেডিক্যাল কলেজে ভর্তি ওই যুবকের স্ত্রী ও ছেলের সোয়াব টেস্টে রিপোর্টও নেগেটিভ রয়েছে।
পতিরামজোতের ওই যুবক কয়েকদিন আগে গুয়াহাটিতে যান। সেখানে তাঁর সোয়াব টেস্ট করার পর করোনা পজিটিভ ধরা পড়ে। গুয়াহাটি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে এমন রিপোর্ট হাতে পাওয়ার পর দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই যুবকের পরিবারের সদস্য ও প্রতিবেশী সহ ১৮ জনকে চিহ্নিত করা হয়েছে। যারমধ্যে ১৩ জনকে খড়িবাড়ির কোয়ারেন্টাই সেন্টারে, দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আরও তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য বলেন, করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা কয়েকজনকে কোয়ারেন্টাই সেন্টারে পাঠানো হয়েছে। কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এলাকার উপর নজর রাখা হচ্ছে।
এদিকে, এদিন সকালে মাটিগাড়ার বিডিও রুনু রায় ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় যান। দমকল বাহিনীর সহযোগিতায় তাঁরা গোটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন। পাশাপাশি তাঁরা বাঁশ দিয়ে এলাকার কিছু রাস্তা সিল করে দিয়েছেন। প্রশাসনের এক আধিকারিক বলেন, সমগ্র বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। এরপর তারা যা নির্দেশ দেবে, সেই মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যালে ভিআরডিএলে প্রচুর সোয়াব টেস্ট পড়ে রয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বর্তমানে ভিআরডিএলে প্রায় ৪৫০০ সোয়াব টেস্ট বাকি পড়ে রয়েছে। সংশ্লিষ্ট নমুনাগুলি দ্রুত টেস্ট করতে স্ট্যাটেজি পরিবর্তনের কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর। ওএসডি বলেন, ভিআরডিএলে দিনে ১৫০০টির মতো সোয়াবের নমুনা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। যারফলে কিছু সোয়াব টেস্ট পড়ে থাকছে। দ্রুত ওসব সোয়াবগুলি টেস্ট করার জন্য নতুন করে কিছু পরিকল্পনা নেওয়ার কথা ভাবা হচ্ছে।  
আজ থেকে পাঁচদিন উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা 

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: উম-পুনের সরাসরি প্রভাব না পড়লেও গত দু’দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সিকিম আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শনিবার থেকে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   বিশদ

এবার বালুরঘাট মহকুমাতেও মিলল করোনা আক্রান্তের খোঁজ 

সংবাদদাতা, বালুরঘাট: করোনার থাবা এবার পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমাতেও। কুমারগঞ্জের মোহনা গ্রাম পঞ্চায়েতের এক যুবকের দেহে মিলল করোনা ভাইরাসের হদিশ। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল পাঁচ। তাঁকে বালুরঘাটের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিশদ

এনবিএসটিসি’র বাসে ওঠার
আগে হচ্ছে থার্মাল স্ক্রিনিং 

বিজয় দাস, কুমারগ্রাম, সংবাদদাতা: বাস যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে এনবিএসটিসি’র বাসে চাপতে হলে সংশ্লিষ্ট যাত্রীর দেহের তাপমাত্রা মাপা হবে।  বিশদ

ব্লকে করোনার থাবা, তবুও হুঁশ নেই
মাটিগাড়া বাজারে আসা ক্রেতা-বিক্রেতার 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: থলে হাতে বাজার বেরিয়েছেন। মাস্ক থাকলেও তা ঝুলছে গলায়। হাতে নেই কোনও গ্লাভস। শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া ব্লকে করোনা আক্রান্তর হদিশ মেলার পরেও বদলায়নি এই ছবিটা। যা দেখে রীতিমতো স্তম্ভিত সচেতন মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হলেও হুঁশ নেই বাজারে আসা ক্রেতা-বিক্রেতার। এর ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন অনেকেই।   বিশদ

সোয়াব পরীক্ষার রিপোর্ট কবে আসবে,
হা পিত্যেশ করে অপেক্ষায় অব্দুল, শ্যামেরা 

সংবাদদাতা, রায়গঞ্জ: কবে আসবে সোয়াব পরীক্ষার রিপোর্ট, গ্রামের বাইরে খোলা জায়গায় তাঁবু খাটিয়ে তারই অপেক্ষা করছেন উত্তর দিনাজপুরের বহু পরিযায়ী শ্রমিক। এরই মধ্যে সমস্যা আরও বাড়িয়েছে উম-পুনের প্রভাবে হওয়া ঝড়বৃষ্টি।   বিশদ

ইংলিশবাজারের ছোট গলি স্যানিটাইজ
করতে বিশেষ যন্ত্র কাজে লাগাল পুরসভা 

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার শহরের দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাস। মারণ রোগের মোকাবিলায় এবার নিজেদের উদ্যোগেই শহরকে জীবাণুমুক্ত করতে ময়দানে নামল ইংলিশবাজার পুরসভা।   বিশদ

কর্ণজোড়ায় একমাসের সন্তানকে খুন
করার অভিযোগ মায়ের বিরুদ্ধে 

সংবাদদাতা, রায়গঞ্জ: পারিবারিক বিবাদের জেরে মাত্র একমাস তিনদিন বয়সী পুত্র সন্তানকে খুন করার অভিযোগ উঠল মা ও মাসীর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া কালীবাড়ি এলাকায়।  বিশদ

রাজ্যের নির্দেশে করোনা মোকাবিলায় শিলিগুড়িতে
অ্যাকশন প্ল্যান প্রস্তুত করছে পুরসভা 

সুব্রত ধর, শিলিগুড়ি: কোভিড মোকাবিলায় শিলিগুড়ি শহরে পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে তৈরি করা হচ্ছে অ্যাকশন প্ল্যান। একইসঙ্গে গরিব এলাকায় জনতা বাজার, কোয়ারেন্টাইনের আবাসিকদের মনোরঞ্জনের জন্য অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান, টেলিফোনিক কথোপকথন প্রভৃতির উদ্যোগ নেওয়া হয়েছে।  বিশদ

কোয়ারেন্টাইন সেন্টার গড়তে বাধা দিয়ে গ্রেপ্তার
ধাবা মালিক, পিছু হটছে আন্দোলনকারীরা 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: এক ধাবা মালিক গ্রেপ্তার হতেই ফালাকাটায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে সব বাধা উধাও হয়ে গিয়েছে। এখন ফালাকাটায় প্রশাসনের নতুন নতুন কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কাজ মসৃণ গতিতে এগচ্ছে। প্রশাসনের দাবি, কড়া পদক্ষেপ নিতেই ফালাকাটায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে এখন আর কোথাও কোনও বাধা নেই।   বিশদ

বাড়ি ফিরতে চাইছেন নেপাল,
ভুটানে যাওয়া শীতলকুচির শ্রমিকরা 

সংবাদাতা, মাথাভাঙা: লকডাউনের কারণে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে কয়েক হাজার শ্রমিক আটকে রয়েছেন। মাথাভাঙা মহকুমার প্রায় ৩০০০ শ্রমিক নেপালের ইটভাটা থেকে ফিরতে পারছেন না।   বিশদ

সামান্য বৃষ্টিতেই ময়নাগুড়ি কর্মতীর্থ
ভবনে জল জমছে, সমস্যায় ব্যবসায়ীরা 

সংবাদদাতা, ময়নাগুড়ি: সামান্য বৃষ্টিতেই ময়নাগুড়ি নতুন বাজারের কর্মতীর্থ ভবনের অলি গলিতে জল জমেছে। এতে ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। তাঁরা দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। লকডাউন উঠে গেলে অতি দ্রুত কর্মতীর্থ ভবনের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে নির্মাণ সংস্থা।  বিশদ

খড়িবাড়িতে হাতি পিষে মারল
বৃদ্ধাকে, ভাঙল তিনটি বাড়ি 

সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার সকালে খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের উত্তর রামধনজোতে হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। বন দপ্তর জানিয়েছে, ওই বৃদ্ধার নাম কাবুতোরিয়া রায়(৬৫)।   বিশদ

শিলিগুড়ি এসডিও অফিসে বিক্ষোভ, গ্রেপ্তার ১০ শ্রমিক নেতা 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: লকডাউনের মধ্যে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ১০ জন নেতা। শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিস তাঁদের শুক্রবার গ্রেপ্তার করে।  বিশদ

নেতৃত্বকে না জানিয়েই অঞ্চল কমিটি
গঠন করে শো কজ শীতলকুচির তৃণমূল নেতা 

সংবাদদাতা, মাথাভাঙা: শীতলকুচি বিধানসভা এলাকার এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে না জানিয়ে অঞ্চল কমিটি তৈরি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সেখানে তৃণমূলের অন্দরে বির্তক শুরু হতেই তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন ওই নেতাকে শো কজ করেছেন।   বিশদ

Pages: 12345

একনজরে
  মুম্বই, ২২ মে (পিটিআই): কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি এবং চ্যারিটেবল হাসপাতালের শয্যার ভাড়ার তিনটি ধাপে বেঁধে দিল মহারাষ্ট্র সরকার। একইসঙ্গে সরকার ঠিক করেছে, এই স্ল্যাবের মধ্যে কোভিড-১৯ রোগীদের জন্য মোট বেডের ৮০ শতাংশ ধরে রাখতে হবে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুন বিধ্বস্ত এলাকার থানাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা মিলছে না। বিদ্যুৎ সংযোগ কবে ফের স্বাভাবিক হবে, তা কারওরই জানা নেই। আলো বলতে টর্চই ভরসা। কিন্তু তাও হাতেগোনা। এই অবস্থায় ইমার্জেন্সি লাইট ও টর্চ চেয়ে ঘন ঘন ...

 টোকিও, ২২ মে: আগামী বছর টোকিও ওলিম্পিকস আয়োজন নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির (আইওসি) শীর্ষ কর্তা জন কোটস পরিষ্কার জানিয়েছেন, 'আগামী বছর ...

  বেজিং, ২২ মে (পিটিআই): করোনা সঙ্কটের মধ্যেও দেশের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়াল চীন। বাজেট বাড়িয়ে ১৭ হাজার ৯০০ কোটি ডলার করা হয়েছে। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বাজেটের তিনগুণ। গতবছর চীনের প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ছিল ১৭ হাজার ৭৬০ কোটি ডলার। ...
আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
 • aries
 • taurus
 • gemini
 • cancer
 • leo
 • virgo
 • libra
 • scorpio
 • sagittorius
 • capricorn
 • aquarius
 • pisces
aries

কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯-জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯৫১-বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্মক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৪.৮৯ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯০.৮৮ টাকা
ইউরো ৯০.৮৮ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ ৪৮/২০ রাত্রি ১২/১৮। রোহিণীনক্ষত্র ৫৯/৪৬ রাত্রি ৪/৫২। সূর্যোদয় ৪/৫৭/২৯, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৭/৩৫ মধ্যে পুনঃ ১১/১২ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে অস্তাবধি। বারবেলা ৬/৩৭ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে পুনঃ ৪/৩০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩০ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে উদয়াবধি।
৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। রোহিণীনক্ষত্র শেষরাত্রি ৪/৩৪। অমৃতযোগ দিবা ৩/৩৬ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/০ গতে ৭/৪২ মধ্যে ও ১১/১৬ গতে ১/২২ মধ্যে ও ২/৪৮ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৩ গতে ২/৫৩ মধ্যে ও ৪/৩২ গতে ৬/১২ মধ্যে কালরাত্রি ৭/৩২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৭ মধ্যে।
 ২৯ রমজান

ছবি সংবাদ

এই মুহূর্তে
গুজরাতে কোভিড-১৯ পজিটিভ আরও ৩৯৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৬৯ 

08:26:36 PM

ইদ পালিত হবে ২৫ মে
আগামী ২৫ মে ইদ পালিত হবে। আজ চাঁদ দেখা যায়নি। ...বিশদ

08:05:14 PM

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২,৬০৮ জন, মৃত ৬০ 

08:01:30 PM

সিকিমে প্রথম করোনা রোগীর সন্ধান মিলল 
প্রথম করোনা রোগীর সন্ধান মিলল সিকিমে। দিল্লি থেকে ফেরা এক ...বিশদ

07:54:38 PM

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২৭ জন 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:43:40 PM

 উপসর্গ না থাকলে এবার ১০ দিনেই ছুটি করোনা রোগীর
এবার থেকে মৃদু উপসর্গ বা উপসর্গ না থাকা করোনা ...বিশদ

07:34:00 PM