দক্ষিণবঙ্গ

আরামবাগে সক্রিয় সদস্যতা অভিযানে যোগ দিলেন মিঠুন

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার আরামবাগে বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মশালায় যোগ দেন মিঠুন চক্রবর্তী। এদিন বিকেলে তিনি আরামবাগের দৌলতপুরের কার্যালয়ে আসেন। সেখানে মিঠুন চক্রবর্তীকে দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। মিঠুনবাবু দলীয় নেতা কর্মীদের নিয়ে পার্টি অফিসের ভিতরে একটি বৈঠক করেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেখানে তিনি সদস্য সংগ্রহ অভিযানে গতি বাড়ানোর নির্দেশ দেন। তবে এদিনের কর্মসূচিতে আরামবাগ, গোঘাট ও খানাকুলের তিন বিজেপি বিধায়ককেই দেখা যায়নি। তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে তৃণমূলও বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করেছে। 
আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিশ্বনাথ কারক বলেন, এদিন সকালে আমরা কর্মসূচির কথা জানতে পেরেছি। কিন্তু, তার আগে থেকেই আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। তাই মিঠুনবাবুর কর্মসূচিতে যাওয়া হয়নি। মধুসূদনবাবু আরও বলেন, দলের নির্দেশমতো সদস্য সংগ্রহ অভিযান করছি। বিশ্বনাথবাবুও বলেন, এদিন কামারপুকুরে কর্মসূচিতে ছিলাম। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, কলকাতায় চিকিৎসার জন্য আগেই চলে এসেছি। তাই যাওয়া হয়নি।
তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান একেবারে ফ্লপ হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। বিজেপি বিধায়ক ও নেতাদের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই তাঁরা কর্মসূচি এড়িয়েছেন। 
গোষ্ঠী কোন্দলের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। দলের জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, দলের বিধায়কদের অন্যান্য কর্মসূচি থাকায় তাঁরা আসতে পারেননি। এনিয়ে তৃণমূলের জলঘোলা করা বৃথা। তৃণমূলের প্রতি মানুষ বিরক্ত। তাই আমাদের দলের সদস্য সংগ্রহ অভিযান জোর কদমেই চলছে। প্রতিটি বিধানসভায় মানুষের তাতে সাড়াও মিলছে। এদিন মিঠুনবাবুও সদস্য সংগ্রহ অভিযান করেছেন। তিনি আসায় জেলার কার্যকর্তারা উন্মাদনায় ফুটছেন।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা