দক্ষিণবঙ্গ

পুরুলিয়ায় ১০টিরও বেশি ব্লকে সংখ্যালঘু সেলের সভাপতি বদল

সংবাদদাতা, রঘুনাথপুর: দলের সংগঠনের কাজে গতি আনতে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলকে ঢেলে সাজা হল। ১০টির বেশি ব্লকে সভাপতি পদে পুরনোদের বদল করে যুবকদের আনা হয়েছে। জেলা কমিটিতেও পরিবর্তন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। শনিবার রঘুনাথপুর তৃণমূল দলীয় কার্যালয় থেকে নব নিযুক্ত জেলা কমিটি ও ব্লক কমিটির সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হুসেন আনসারি নবনিযুক্ত সভাপতিদের হাতে‌ শংসাপত্র তুলে দেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা কমিটিতে সভাপতি সহ ৩৭জন সদস্য রয়েছেন। এছাড়া ব্লক কমিটি ও জেলার তিনটি পুরসভা এলাকার শহর কমিটিতে সভাপতি ও সহ-সভাপতিদের নাম রয়েছে। সাদ্দাম সাহেব বলেন, সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেনের অনুমোদনক্রমে কমিটি ঘোষণা করা হয়েছে। যোগ্য কর্মীদের আনা হয়েছে জেলা কমিটিতে। অনেকে ভাবেন সংখ্যালঘু মানে শুধুই মুসলিম। তা কিন্তু নয়। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই সংখ্যালঘু। তাই কমিটিতে সংখ্যালঘু সমস্ত ধর্মের মানুষকে রাখা হয়েছে। সাঁতুড়ি, রঘুনাথপুর শহর, রঘুনাথপুর ১ ও ২ ব্লক, পাড়া, মানবাজার-১ জয়পুর, ঝালদা-২ ব্লকগুলিতে নতুন মুখ আনা হয়েছে। ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য রেখে নতুন কমিটি সংগঠনের কাজে নামবে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা