দক্ষিণবঙ্গ

আদিবাসী জীবন থেকে ইতালির রাজপ্রাসাদ, থিম-জোয়ার নবদ্বীপে

সংবাদদাতা, নবদ্বীপ: বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে নদীয়ার নবদ্বীপও গা ভাসিয়েছে থিমের জোয়ারে। বিভিন্ন পুজো কমিটি তাদের অভিনব চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে সম্বল করে পুজো মণ্ডপে দর্শক টানতে প্রস্তুত। 
নবদ্বীপের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে অন্যতম নবদ্বীপ ঘোষপাড়া পঞ্চদশ পল্লি, নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব, নবদ্বীপের মণিপুর দুর্গাপুজো কমিটি,  প্রফুল্লনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং নবদ্বীপ কর্মমন্দির ক্লাবের দুর্গাপুজো। ষষ্ঠীর সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় দেখা গিয়েছে। পুজো প্যান্ডেলগুলির সামনে ছিল মোবাইলে ছবি তোলার হিড়িক। ষষ্ঠীর সন্ধ্যায় নবদ্বীপের রাস্তার ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিসকর্মীদের।
প্রতিবছরই অভিনব থিম করে নবদ্বীপের পঞ্চদশ পল্লি। এবছর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ঘোষপাড়া পঞ্চদশ পল্লির থিম আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা। এই থিমে আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। ফাইবারের তৈরি আদিবাসী মানুষের অবয়ব রয়েছে, ভেতরে আছে নানা প্রাচীন সংস্কৃতির কাজ। জনজাতির জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি প্রতিমা হয়েছে সাবেকি। নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের পুজো এবছর ৪৯তম বছরে পড়েছে। মণ্ডপের থিম ‘বাংলার গ্রামীণ সংস্কৃতির বর্ণময় প্রকাশ।’ প্রতিমার থিম, ‘আগামী প্রজন্মকে বাঁচাতে সবুজ রক্ষার আহ্বান।’ চারটি অসুর নিয়ে ২৪ বাই ১৮ ফুটের বিশালাকার প্রতিমাই আজাদ হিন্দ ক্লাবের অন্যতম আকর্ষণ। যেখানে রয়েছে শিশু কোলে দুই অরণ্যকন্যা এবং ক্রন্দনরতা গাছের গুঁড়ি। 
নবদ্বীপের মণিপুর দুর্গাপুজো কমিটির আরাধনা এবার ৭৫ বছরে পড়েছে। তাদের থিম ‘মণিপুর ৭৫রে, মা আসছেন সাড়ম্বরে, আবাহনের প্রস্তুতি হোক, নবদ্বীপের ঘরে ঘরে।’ ইতালির রাজপ্রাসাদের আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। সেখানে রয়েছে বিভিন্ন মডেল। সাবেকি একচালার মাটির সাজের প্রতিমা। জমিদার বাড়ির পুজোর মতো ইতালির রাজপ্রাসাদে পূজিত হবেন দেবী দুর্গা। পুরো মণ্ডপ জুড়ে এবার রাজকীয় সাজসজ্জা।
নবদ্বীপ কর্মমন্দির পরিচালিত দেয়ারাপাড়া সর্বজনীন এবার ৭৯ বছরে পড়ল। তাদের থিম ‘রহস্যময় অনুবিস’। মৃত্যুজগতের দেবতার এক অলৌকিক ইতিহাস তুলে ধরা হয়েছে মণ্ডপে। নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর যুব সঙ্ঘের পরিচালনায় পুরনো টোলগেট সংলগ্ন এলাকায় হয় প্রফুল্লনগর সর্বজনীন দুর্গোৎসব। এবছরের তাদের থিম ‘কাঠপুতুলের দেশ’। নবদ্বীপে প্রাণকেন্দ্র পোড়ামাতলায় প্রাচীন নবদ্বীপ সর্বজনীন দুর্গোৎসব, নবদ্বীপ টাউন ক্লাব পরিচালিত আনন্দময়ী মহিলা সর্বজনীন, নবদ্বীপ যোগনাথতলা শ্রীশ্রী যোগমায়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোও এবার হচ্ছে জাঁকজমকের সঙ্গেই।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা