রাজ্য

তাপমাত্রা কমার ইঙ্গিত, দূর হবে গরমের অস্বস্তি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্তিক মাসের অর্ধেক পার হয়ে যাওয়ার পর অবশেষে রাজ্যে তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বায়ুমণ্ডলের নীচের স্তরে মৃদু্ উত্তর-পশ্চিমী  হাওয়া এবার ঢুকতে শুরু করবে, এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। তবে এখনই তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে, এমন সম্ভাবনা কম। গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মেঘ জমছিল। কোথাও কোথাও হাল্কা বৃষ্টিও হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে  হাল্কা বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। শুধু উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও ৫-৬ নভেম্বর হাল্কা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি উচ্চ চাপ বলয়ের জন্য বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকে মেঘ সৃষ্টি করছিল। ওই বলয়টি সরে গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবার কমবে। তাপমাত্রা ও জলীয় বাষ্প দু’টি কমলে যে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও আছে, তা কমবে। 
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা (২৬.২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের  থেকে ৩.৬ ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ২২-২৩ ডিগ্রির আশপাশে আসতে পারে। খুব ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। নভেম্বরের শুরু ও মাঝামাঝি সময়ে তাপমাত্রা কমলে ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি হয়। রোদ উঠলে আর শীত বোঝা যায় না। আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা কমলে সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা নিম্নগামী হবে। তবে এখনই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা কম। আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়ার সম্ভাবনা নেই। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে, সেটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে যাবে বলে আবহাওয়া দপ্তর প্রাথমিকভাবে মনে করছে।
14d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা