শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

তালডাংরায় এলোপাথাড়ি ভোজালি চালিয়ে টোটো যাত্রী মহিলার সোনার হার ছিনতাই, ঘটনায় চাঞ্চল্য

শুক্রবার তালডাংরায় টোটো যাত্রী এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এদিন সকালে তালডাংরা থানার হাড়মাসড়া গ্রাম সংলগ্ন শিলাবতী নদীর সেতুর কাছে ঘটনাটি ঘটে। 

তালডাংরায় এলোপাথাড়ি ভোজালি চালিয়ে টোটো যাত্রী মহিলার সোনার হার ছিনতাই, ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার তালডাংরায় টোটো যাত্রী এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এদিন সকালে তালডাংরা থানার হাড়মাসড়া গ্রাম সংলগ্ন শিলাবতী নদীর সেতুর কাছে ঘটনাটি ঘটে। টোটো যাত্রীর দাবি, বাইক আরোহী তিন দুষ্কৃতী নির্জন এলাকায় টোটোর পথ আটকায়। দুষ্কৃতীরা বাইক থেকে নেমে অপারেশন শুরু করে। ভোজালি দেখিয়ে ওই মহিলা যাত্রী ও তাঁর মেয়ের গলায় থাকা চেন ছিনতাই করে হাড়মাসড়া গ্রামের দিকে চম্পট দেয়। যদিও এদিন বিকেল পর্যন্ত এব্যাপারে তালডাংরা থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিস আধিকারিকরা জানিয়েছেন। তবে খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে তদন্তে গিয়েছিল।  
খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, থানার তরফে বলা সত্ত্বেও টোটোয় থাকা কেউ লিখিত অভিযোগ জমা দেননি। তা পেলে মামলা রুজু করা হবে।
বাঁকুড়া সদর থানার জুনবেদিয়া এলাকার বাসিন্দা ওই টোটো যাত্রী বলেন, আমরা এদিন ইন্দপুরের ব্রাহ্মণডিহার এক আত্মীয় বাড়ি থেকে খাতড়ার তিরিং যাচ্ছিলাম। আমার এক আত্মীয় টোটো চালাচ্ছিলেন। পথে তিনজন বাইকে এসে আমাদের পথ আটকায়। বাইক থেকে দুই দুষ্কৃতী নেমে গলার চেন খুলে দিতে বলে। টোটো চালক বাধা দিতে গেলে তারা এলোপাথাড়ি ভোজালি চালাতে শুরু করে। একটি সোনার চেন নিয়ে চম্পট দেয়। সোনার ভেবে আমার মেয়ের গলায় থাকা একটি ইমিটেশনের চেনও তারা নিয়ে যায়।
টোটো চালক বলেন, বাইক থেকে দু’জনে নামার সময় যাত্রী ভেবেছিলাম। টোটোয় চাপাব না বলতে যাব, এমন সময়ে তারা কোমরে গুঁজে রাখা ভোজালি বের করে। আমার আত্মীয়া ওই মহিলাকে তারা দ্রুত শরীর থেকে যাবতীয় সোনার গয়না খুলে দেওয়ার জন্য বলে। দুষ্কৃতীদের বাধা দেওয়ার সময় ভোজালির কোপে আমার হাতের আঙুল কেটে যায়। হাতে চোট পাওয়ায় তাদের পথ আটকানোর সাহস পাইনি। এক দুষ্কৃতী বাইকে স্টার্ট দিয়ে তৈরি ছিল। ছিনতাইয়ের পর বাকি দুই দুষ্কৃতী তাতে চেপে হাড়মাসড়া গ্রামের দিকে চলে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এলাকার সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে থানায় খবর দেন। আমরা পুলিসকে মৌখিক অভিযোগ জানিয়েছি। থানায় লিখিত অভিযোগ জানানো হবে। • নিজস্ব চিত্র