কেমন হবে ডাইনিং টেবল?
বাড়িতে ডাইনিং স্পেস সাজিয়ে তুলতে কী ধরনের টেবল বেছে নেবেন? রইল পরামর্শ।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
বাঙালি বাড়িতে বসার ঘর পেরিয়ে আড্ডা গড়ায় ডাইনিং টেবল পর্যন্ত। অনেক সময় ডাইনিং টেবলে নানাবিধ জিনিস নিয়ে কাজ করতে করতেই গল্প জুড়ে দেন বাড়ির কর্ত্রীরা। গল্পে গল্পে কাজও এগয়। গল্পে ঘেরা সেই টেবল গুছিয়ে রাখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু ঘরের সঙ্গে মানানসই না হলে ডাইনিং টেবল চেয়ার সেট কখনওই সুন্দর লাগে না। কারও বাড়িতে অল্প জায়গা। কিন্তু পছন্দ করেন বলে সেগুন কাঠে তৈরি বিশাল ডাইনিং সেট সাজিয়ে ফেললেন। তাহলে দেখতে কি ভালো লাগে? অনর্থক অনেকটা জায়গা জুড়ে ঢাউস কিছু বসেছে বলে মনে হয়। তাই ডাইনিং টেবল সেট দিয়ে ডাইনিং স্পেস সাজানোর আগে কিছু বিষয় মাথায় রেখে তবেই এগন।
বহুমুখী কাজ
এখন অধিংকাংশেরই বাড়ির তুলনায় ফ্ল্যাটের ছোট পরিসরে দিন কাটে। তাই সাধ সাধ্যের সঙ্গে প্রবলভাবে জুড়ে গিয়েছে প্রয়োজন শব্দটাও। সামান্য একটু জায়গাকে কীভাবে কাজে লাগাব, সেটাই মধ্যবিত্তের মাথায় ঘুরতে থাকে। সৌন্দর্যের চেয়েও কোথাও কোথাও সেটাই গুরুত্ব পায় এখন বেশি। এর জন্য অনেকেই খোঁজেন মাল্টি ফাংশনাল টেবল। অর্থাৎ একটাই টেবল, তাকে কাজে লাগানো বিভিন্নভাবে। খাওয়ার সময় ছাড়াও সেই টেবলকে নিজেদের ব্যবহারে চাইছে ঘরে বসে কাজ করা প্রজন্ম। সেই টেবলই কাজের টেবল, কখনও বা টেবল টেনিস খেলার পোর্টেবল নেট লাগিয়ে সেটাই টিটি টেবল। তাই টেবল এমন বাছতে হবে যা নানারকম প্রয়োজন মেটাতে পারে।
গোল টেবল
ইদানীং অনেকের ঝোঁক বাড়ছে রাউন্ড বা গোল ডাইনিং টেবলের প্রতি। কারণ একটাই, এই টেবল অনেকটাই জায়গা বাঁচাতে পারে। এবং এটি আউট অব ফ্যাশনও নয়। লোকজন বেশি এসে গেলে গোল করে চারজনের জায়গায় ছ’জনকে নিয়ে হয়ে যেতে পারে নৈশভোজ বা মধ্যাহ্নের আহার। এরপর ভাবতে হবে কোন মেটিরিয়াল দিয়ে তৈরি টেবল নেবেন।
কাঠ না কাচ
কারও পছন্দ পুরোপুরি কাঠের তৈরি টেবল। কারও আবার কাঠের পায়ার উপরে গ্লাস টপ ভালো লাগে। কোনটা বেশি ভালো বা টেকসই? বিশেষজ্ঞদের মতে, গ্লাস বা কাচ এবং কাঠ দুটোই কেতাদুরস্ত হতে পারে। নির্ভর করছে কীভাবে সেটা ব্যবহার করা হচ্ছে, তার উপর। পুরোপুরি কাঠের টেবল সবসময়ই সুন্দর। ঠিকমতো মেনটেন করলে কখনওই সেভাবে পুরনো হবে না। দারুণ টেকসইও। ছড়ানো বড় জায়গা পেলে গুছিয়ে সুন্দর করে রাখতে পারেন কাঠের টেবল চেয়ার সেট। সেগুন কাঠ প্রচণ্ড দামি বলে আজকাল রাবার উড ও শিশু কাঠের তৈরি টেবল ভরসা রাখছেন কেউ কেউ। এই ধরনের টেবল মাপমতো বানাতে পারলে যে কোনও বাড়ি বা ফ্ল্যাটের স্মার্টনেস বাড়িয়ে তোলা যায় সহজেই। কিন্তু এমন কিছু দিকও রয়েছে যার জন্য কাঠের টেবলের যত্ন নেওয়া একটু কঠিন। নিয়মিত দেখভাল করার সময় যাদের হাতে নেই, তাদের জন্য কাঠের টেবল আদর্শ নয়। তাছাড়া একটা বয়সের পরে এধরনের ডাইনিং টেবল সেট টানাটানি করে সরানো অসাধ্য হয়ে পড়ে অনেকের কাছে। তখন সৌন্দর্য দূরে থাক, বোঝা হয়ে দাঁড়ায় সেটি। তাই সব দিক বিবেচনা করে তবেই কাঠের ডাইনিং সেট দিয়ে ঘর সাজানোর কথা ভাবতে হবে। পাশাপাশি কাঠের মধ্যে ঘুণ ধরার সমস্যা আছে। যেসব জায়গায় আর্দ্রতা বেশি সেখানে কাঠের জিনিস নষ্ট হয় দ্রুত।
গ্লাস টপ
গ্লাস টপ দেওয়া টেবল অনেকেই আজকাল পছন্দ করছেন। বেশ একটা স্টেটমেন্ট হিসেবে কাজ করে এটি। গ্লাস টেবলের নীচে আয়রন বা রট আয়রনের পায়া দিতে পারেন। গ্লাস টেবলের সুবিধা হল স্পেস নিয়ে একটা বিভ্রম তৈরি করতে পারে এটি। স্বচ্ছ হওয়ার ফলে ডাইনিং স্পেসটাও বেশ ঝকঝকে লাগে। জিনিসপত্র একসঙ্গে জড়ো হয়ে আছে, এমনটা মনে হয় না। বিশেষ করে কম জায়গায় এই ধরনের টেবল বেশ উপযোগী। বাড়িতে একেবারে ছোট বাচ্চা থাকলে এই ধরনের টেবল ম্যানেজ করা একটু মুশকিল। তা না হলে এই টেবল বেশ স্টাইলিশ। এই ধরনের টেবল যে খুব বেশি পলিশিং করতে হয়, তাও নয়। রোজকার খাওয়ার শেষে ভালো করে সাফসুতরো রাখলে নিয়মিত যত্নেই এই টেবল সুন্দর মেনটেন করা যায়। কাচ কোনও তরল বা আর্দ্র কিছুই শোষণ করতে পারে না। তাই ক্ষয়ে যাওয়ার ভয়ও নেই। গ্লাস টপ টেবলও নানা ভ্যারাইটি পাবেন। বর্গাকার, গোলাকার, ডিম্বাকৃতি এমন নানা ধরন। তবে নিয়মিত পরিষ্কার করা সম্ভব না হলে এই টেবল যত্নে রাখা একটু সমস্যাজনক। কারণ ধুলো বা কোনও স্পট তৈরি হলে সেগুলো বসে যেতে পারে টেবল। তাই নিয়মিত না মুছলে টেবলটা দেখতেই আর সুন্দর লাগবে না। অনেকে কাঠের পায়ার উপরেও গ্লাস টপ দিয়ে টেবল তৈরি করেন। সেটিও দেখতে ভালো লাগে। তবে সেক্ষেত্রে খরচ একটু বাড়ে। গ্লাস টপের উপরে হালকা টেবল ক্লথ পেতে দিতে পারেন। এতেও ডাইনিং স্পেস দেখতে ভালো লাগে। তবে খেয়াল রাখবেন, টেবল চেয়ার সেট যদি খুব স্মার্ট লুকিং হয়, তার সঙ্গে টেবল ক্লথটাও সেইরকমই বাছতে হবে।
পছন্দ আপনার যেমনই হোক, ডাইনিং স্পেস-এর মাপ বুঝেই টেবল আপনাকে বেছে নিতে হবে। এর সঙ্গে খেয়াল রাখতে হবে ঘরের বাকি আসবাবের দিকেও। বাকি আসবাবের সঙ্গেও টেবল সেটটি যেন মানিয়ে যায়। তা না হলে খুব দারুণ দেখতে একটি টেবল সেট কিনে ফেললেন, অথচ ঘরের বাকি আসবাবের সঙ্গে সেটি এতটাই বেমানান যে ঘরের ইন্টিরিয়র আকর্ষণীয় হল না। তাই সব দিক বুঝে, চিন্তাভাবনা করে, প্রয়োজনে ইন্টিরিয়র বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তবেই ডাইনিং টেবল কেনার পরিকল্পনা করুন।
অন্বেষা দত্ত
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 25, 2025
অমৃত কথা
-
সেবা
- post_by বর্তমান
- জুন 25, 2025
এখনকার দর
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 25, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 25, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 25, 2025