মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দু’মাসের মধ্যেই হাওড়া-দিল্লি রুটে চালু হতে পারে বন্দে ভারত স্লিপার

আপাতত অনিশ্চিত জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন। এর ফলে ‘মিস’ হতে পারে রেলের এই সংক্রান্ত ক্যালেন্ডার। অর্থাৎ, এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশের ন’টি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো সম্ভব নাও হতে পারে। 

দু’মাসের মধ্যেই হাওড়া-দিল্লি রুটে চালু হতে পারে বন্দে ভারত স্লিপার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আপাতত অনিশ্চিত জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন। এর ফলে ‘মিস’ হতে পারে রেলের এই সংক্রান্ত ক্যালেন্ডার। অর্থাৎ, এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশের ন’টি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো সম্ভব নাও হতে পারে। মরিয়া হয়ে তাই অন্য ‘রেডি’ রুট খুঁজছে রেলমন্ত্রক। এই পরিস্থিতিতে রেল বোর্ডের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে নয়াদিল্লি থেকে হাওড়া রুটই। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে যে, সেই ভোটের ঢের আগেই নয়াদিল্লি থেকে হাওড়া রুটে চালানো হতে পারে শয়নযানবিশিষ্ট সেমি-হাইস্পিড বন্দে ভারত ট্রেন। আর তা চালু হতে পারে দু’মাসের মধ্যে।
প্রাথমিকভাবে রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে একটি করে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে। অর্থাৎ, ন’মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন’টি শয়নযানবিশিষ্ট বন্দে ভারত ট্রেনের যাত্রী পরিষেবা শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেইমতো রুট চিহ্নিত করতে জোনগুলির কাছে মতামতও চাওয়া হয়েছিল। স্থির হয়েছিল, ১৯ এপ্রিল জম্মু-শ্রীনগর রুটে এই ট্রেনের উদ্বোধন দিয়েই সংশ্লিষ্ট ‘ক্যালেন্ডার’ চালু করা হবে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিল করা হয়। তার তিনদিন পরেই কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এরপরেই সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে জম্মু-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন সূচি। এটি ছাড়াও বর্তমানে রেলের কাছে শয়নযানবিশিষ্ট বন্দে ভারত ট্রেনের জন্য আরও চারটি চিহ্নিত রুট রয়েছে। সেগুলি হল দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-পাটনা। 
মোদি সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল যে, বাংলায় ভোটের ঠিক প্রাক্কালে এটির উদ্বোধন করা হবে। এতে ভোটবাক্সে প্রভাবে সম্ভাবনাও থাকবে। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে কেন্দ্র চাইছে, আগামী দু-এক মাসের মধ্যেই এই রুটে ট্রেন চালু করে দিতে। সেক্ষেত্রে অন্তত বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে আমজনতার মধ্যে সংশয় কিছুটা কম হবে। তাছাড়া বাকি চিহ্নিত রুটগুলি এখনও পর্যন্ত সেভাবে ‘রেডি’ নয়। ফলে সেগুলির জন্য অপেক্ষা করতে হলে আরও সময় নষ্ট হবে। রেল সূত্রের খবর, নয়াদিল্লি-হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে থার্ড এসির ভাড়া হতে পারে যাত্রীপিছু তিন হাজার টাকা। সেকেন্ড এসির ভাড়া হতে পারে মাথাপিছু চার হাজার টাকা। ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে পারে ৫ হাজার ১০০ টাকা করে। নয়াদিল্লি হাওড়া রুটে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার চলবে।