বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

স্ত্রী-বউমার রাঁধা ডাল-সব্জি দিয়ে ভাত খেলেন উকিল

বন্দিদশা কাটিয়ে একমাস পর স্ত্রী ও পুত্রবধূর হাতে তৈরি খাবার খেয়ে শান্তি খুঁজে পেলেন শীতলকুচির উকিল বর্মন। 

স্ত্রী-বউমার রাঁধা ডাল-সব্জি দিয়ে ভাত খেলেন উকিল

সংবাদদাতা, শীতলকুচি: বন্দিদশা কাটিয়ে একমাস পর স্ত্রী ও পুত্রবধূর হাতে তৈরি খাবার খেয়ে শান্তি খুঁজে পেলেন শীতলকুচির উকিল বর্মন। গত ১৬ এপ্রিল কাঁটাতারের ওপারে জমিতে কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীরা পশ্চিম শীতলকুচি গ্রামের উকিল বর্মনকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর তাঁকে ফেরাতে বিএসএফ ও বিজিবি’র মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু তাঁকে ফেরাতে নানা টালবাহানা করে বাংলাদেশ। পরবর্তীতে অনুপ্রবেশের অভিযোগে তাঁকে বাংলাদেশের জেলে বন্দি করা হয়। 
অবশেষে অপহরণের ২৯ দিন পর বাংলাদেশের জেলে বন্দিদশা কাটিয়ে বুধবার রাতে বাড়িতে ফেরেন উকিল বর্মন। বাংলাদেশের আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ভরতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় তাঁকে। বুধবার গভীর রাতে শীতলকুচি থানার পুলিস ও বিএসএফ আধিকারিকরা তাঁকে বাড়িতে পৌঁছে দেন। 
পরের দিন বৃহস্পতিবার সকাল থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষ  উকিল বর্মনের বাড়িতে আসেন। তাই ওই দিন ঠিকমতো খাওয়াদাওয়া হয়নি তাঁর। সবকিছুকে কাটিয়ে প্রায় এক মাস পর শুক্রবার বাড়ির রান্না খেলেন তিনি। উকিলবাবু নিরামিষ খাবার পছন্দ করেন। তাই এদিন তাঁর স্ত্রী সব্যবালা ও পুত্রবধূ পম্পি ডাল, সবরকম সব্জি দিয়ে ঘণ্ট রেঁধেছেন। তা দিয়েই দুপুরের খাবার খেয়েছেন তিনি। 
উকিলবাবু বলেন, বাড়ির খাবারের এক আলাদাই শান্তি। এতদিন পর যেন স্বস্তি পেলাম। এদেশে ১০ বছর জেলে থাকতে হলে কোনও সমস্যা ছিল না। কিন্তু বাংলাদেশে এক মুহূর্ত কাটছিল না। উকিলবাবুর স্ত্রী জানান, ঘরের মানুষ ফিরে এসেছে, এর থেকে শান্তির আর কিছু নেই।