শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ভারতের প্রশংসা, আমেরিকার ভোটে বড়সড় রদবদলের নির্দেশ ট্রাম্পের

ফের বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে চলেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এই সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন তিনি।

ভারতের প্রশংসা, আমেরিকার ভোটে বড়সড় রদবদলের নির্দেশ ট্রাম্পের

ওয়াশিংটন, ২৬ মার্চ: ফের বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে চলেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এই সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন তিনি। ট্রাম্পের নয়া নির্দেশিকা অনুযায়ী এবার থেকে ভোটারদের বাধ্যতামূলভাবে দেখাতে হবে মার্কিন নাগরিকত্বের প্রমাণ। অ-মার্কিন নাগরিকদের ক্ষেত্রে সঙ্কুচিত হচ্ছে আর্থিক অনুদান দেওয়ার পরিধি। এছাড়াও আসছে আরও কিছু পরিবর্তন।

নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন কেন, তারও ব্যখ্যা দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, এতদিন ‘ন্যূনতম প্রয়োজনীয় নির্বাচনী সুরক্ষা বিধি’ মানা হয়নি আমেরিকায়। আর এই প্রসঙ্গে টেনে আনেন ভারত সহ কয়েকটি দেশের প্রসঙ্গ। নির্বাচনী প্রক্রিয়ায় ভারত ও ব্রাজিল যা করে দেখিয়েছে, আমেরিকা এখনও তা পারেনি বলে মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উন্নত, আধুনিক দেশগুলিতে যেভাবে ভোট হয়, আমেরিকা তা করতে ব্যর্থ হয়েছে। উপেক্ষিত হয়েছে নির্বাচনী সুরক্ষার বিষয়টি। ভারত, ব্রাজিলের মতো দেশে বায়োমেট্রিক ডেটাবেসের ভিত্তিতে ভোটার চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে। সেখানে আমেরিকার মতো উন্নত দেশে মূলত এখনও সেল্ফ অ্যাটাস্টেশনের উপরেই ভরসা করা হয়।

ট্রাম্পের নির্দেশের জেরে ফেডারেল ভোটার রেজিস্ট্রেশন ফর্মে সংশোধন হতে চলেছে। যার জেরে ভোটার তালিকায় নাম তোলার জন্য বাধ্যতামূলকভাবে নাগরিকত্বের নথি জমা দিতে হবে সেখানকার বাসিন্দাদের। যার মধ্যে আছে পাসপোর্ট, জন্ম শংসাপত্র ইত্যাদি।