যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তানের প্রশংসা, কাশ্মীর ইস্যু নিয়ে সমাধান করতে আগ্রহী ট্রাম্প
শুক্রবার রাতভর যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা করে আমেরিকা। তারপরেই পাকিস্তানের তরফে ভারতের কাছে প্রথম ফোনটি আসে

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৫, ২০২৫
নয়াদিল্লি, ১১ মে: শুক্রবার রাতভর যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা করে আমেরিকা। তারপরেই পাকিস্তানের তরফে ভারতের কাছে প্রথম ফোনটি আসে। সেখানেই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই গতকাল, শনিবার বিকেলে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিরতিতে যাচ্ছে নয়াদিল্লি। তার আগেই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন। আজ, রবিবার ফের সেই বিষয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টকে।
তিনি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘এখনই আগ্রাসন থামানো উচিত, দুই শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান তা যে বুঝতে পেরেছে, তার জন্য আমি গর্বিত। সামরিক ক্ষেত্রে দু’দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তার জন্যও আমি গর্বিত।’ পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়ে ট্রাম্প বলেন, ‘কয়েক দশক ধরে চলা এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে তার জন্য ভারত ও পাকিস্তান, দুই দেশের সঙ্গেই কাজ করতে চাই। কাশ্মীর সমস্যা মেটাতে আগ্রহ রয়েছে। দুই দেশের সঙ্গেও বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করার চিন্তাভাবনা রয়েছে।’
যদিও ট্রাম্পের তরফে কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির। ভারতের তরফে বারবার বলা হয়েছে কাশ্মীর নিয়ে কোনও সমস্যা নেই। কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। তাতে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন নেই। গতকাল, শনিবার এক সংবাদমাধ্যমকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের সঙ্গে বৈঠক হলে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। সন্ত্রাসবাদ, সিন্ধু জল চুক্তি ও কাশ্মীর। যা ভালো চোখে দেখছে না নয়াদিল্লি।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025