রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

মোহিতের ট্রিবিউট

‘আশিকি’ ছবির গান শুনেই তিনি মিউজিকের প্রেমে পড়েছিলেন। সে কারণে এই সিনেমাকে ট্রিবিউট দিচ্ছেন পরিচালক মোহিত সুরি। চলতি মাসের ১৮ তারিখ মুক্তি পাচ্ছে রোমান্টিক ছবি ‘সাইয়ারা’

মোহিতের ট্রিবিউট

‘আশিকি’ ছবির গান শুনেই তিনি মিউজিকের প্রেমে পড়েছিলেন। সে কারণে এই সিনেমাকে ট্রিবিউট দিচ্ছেন পরিচালক মোহিত সুরি। চলতি মাসের ১৮ তারিখ মুক্তি পাচ্ছে রোমান্টিক ছবি ‘সাইয়ারা’। এই সিনেমার জন্য একটি মিউজিক অ্যালবাম তৈরি করেছেন মোহিত। ভারতের খ্যাতনামা শিল্পীদের গানে সমৃদ্ধ এই অ্যালবাম। পরিচালকের কথায়, ‘আশিকি আমার প্রিয় রোমান্টিক ছবি। এই ছবির গানগুলি আজও মনে দাগ কেটে যায়। মিউজিকের প্রেমে পড়েছিলাম গানগুলি শুনে। তাই এই ছবিকে ট্রিবিউট জানাচ্ছি সাইয়ারা অ্যালবামের মাধ্যমে।’ তাঁর সংযোজন, ‘এই অ্যালবামে যাঁরা কাজ করেছেন, তাঁরা ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র। এমন স্বপ্নের টিম পাওয়া সত্যিই ভাগ্যের।’  

রাশিফল